নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুষন্ডীর কাক

Our greatest weakness lies in giving up. The most certain way to succeed is always to try just one more time. Thomas A. Edison

সবুজ স্বপ্ন

স্বপ্নসারথী..নতুন যুগের পথ চেয়ে আছি। বর্তমানে কাজ করছি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে।

সবুজ স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর ১৫ টি দুর্গম ও জনবিরল স্থান

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬

১৫)মেকুইরে দ্বীপ, অস্ট্রেলিয়া

তাসমানিয়া এবং এন্তারতিকার মাঝে অবস্থিত এ দ্বীপটি শুধুমাত্র অস্ট্রেলিয়ার কিছু বিজ্ঞানী এবং তাদের পরিবাররাই থাকে। ইদানিং কিছু পর্যটক যাচ্ছে।


১৪) বেরু, আলাস্কা

আমারিকার সর্ব দক্ষিণের এ দ্বীপটি বছরে প্রায় ৬ মাস অন্ধকার থাকে। এটি পৃথিবীর সব থেকে দক্ষিণের শহর


১৩) নুনাবুত, কানাডা বলা হয়ে থাকে দুনিয়ার সব থেকে উত্তরের দিও যেখানে স্থায়ীভাবে মাত্র ১০ জন লোক বাস করে। তাপমাত্রা -৪৫ ডিগ্রি ।


১২) লা রিঙ্কনাদা, পেরু
দুনিয়ার সবচেয়ে উচ্চ শহর। কিন্তু অধিবাসী ৩০০০০ যার বেশিরভাগই খনিতে কাজ করে।


১১) কেপ ইয়র্ক পেনিনসুলা, অস্ট্রেলিয়া
১৮০০০ লোকের বাস বেশির ভাগই আদিম মনভাবাসম্পন্ন।


১০) ইত্তরকমিত্ত, গ্রিনল্যান্ডবিদঘুটে নামের মতই তাদের কাজ । অধিবাসীদের সবাই জমাট সাগরের উপর বসবাস করে (৫০০ জন)। বছরে মাত্র ৩ মাস যোগাযোগ ব্যাবস্থা থাকে।


০৯) কেরাগুলেন দ্বীপ, দক্ষিন ভারত সাগর
ফ্রেঞ্চ মিসাইল বেস। মাদাগাসগার থেকে ৬ দিন লাগে নৌকায় যেতে।

০৮) পিতকীয়ারন দ্বীপ
নিউজিল্যানড থেকে ১০ দিনের নৌপথের দূরে এ দ্বিপের অবস্থান । বাউন্তি বিদ্রোহীদের বংশধরদের বাস।
০৭) কর‍্যাক অক্রুগ, সাইবেরিয়া

০৬) অইমাকন , সাইবেরিয়া
সাইবেরিয়া তে অবস্থিত এ স্থানের জনসংখ্যা মাত্র ৫০০। সারাবছরের গড় তাপমাত্রা -৬৩ ডিগ্রি সেলসিয়াস।
০৫) সকত্রা দ্বীপ
পৃথিবীর মধ্যে ভিনগ্রহের দ্বীপ নামে পরিচিত এ জায়গার কোন কিছুই পৃথিবীর অন্য স্থানের মতো না । যদিও এখানে একটা এয়ার ফিল্ড আছে এবং জনসংখ্যা ৪০০০০।

০৪) ডিসেপশন দ্বীপ, এন্তারতিকা
পেঙ্গুইনের বসবাস ।


০৩)চাংথাং, তিব্বত
চংপা যাযাবরদের বাস। দিগন্ত জোড়া মাঠ এবং বর বর লেক আছে। মানুষ বসবাস খুব কম।

০২) ত্রিন্থান দ্বি কুনহা, দক্ষিন আটলান্টিক মহাসাগর
আফ্রিকা থেকে ১৭০০ মাইল এবং দক্ষিন আমেরিকা থেকে ২০০০ মাইল দূরে অবস্থিত। মাত্র ২৭০ জন লোক থাকে।
০১) তিব্বত মালভূমি
পৃথিবীর সবথেকে জনবিরল এবং দুর্গম স্থান হিসাবে স্বীকৃত । অবশ্য ইদানিং চীন সরকার অনেক উন্নয়ন শুরু করেছে ।

মন্তব্য ২২ টি রেটিং +১২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: লাইক

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সু্ন্দর পোস্ট।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৪

সোহানী বলেছেন: আহ্ আমি যে সেখানেই থাকতে চাই...... মনের গোপন ইচ্ছাটা মেনে করিয়ে দিলেন !!!! তাই ++++

৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৪

সেজুতি_শিপু বলেছেন: সু্ন্দর পোস্ট
ধন্যবাদ ।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৫

সবুজ স্বপ্ন বলেছেন: @ সোহানী কোন জায়গায় ?

৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুনিয়ায় এত্ত এত্ত জায়গা খালি পইড়া....

আর সব ভীর আমাগো ঢাকা শহরে ;)

...
দারুন সব স্থান। +++

৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩১

আমিনুর রহমান বলেছেন:



নুনাবুততে যামু। আমি গেলে ৬ জন হবে। ইদানিং ভীড় ভালো লাগে না :/

৮| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৬

রোডকিং বলেছেন: ভালো লাগলো ভাই

৯| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২১

*কুনোব্যাঙ* বলেছেন: দশম প্লাস

১০| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ++++++

১১| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৫

ডি মুন বলেছেন: দারুন পোস্ট।

জনবিরল স্থানে যেতে মন চায়।

১২| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৪

মামুন রশিদ বলেছেন: ইচ্ছে ছিল ভবঘুরে হয়ে একদিন তিব্বত চলে যাব । এখন দেখি যাওয়ার মত আরো জায়গা আছে ।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৪

সুমন কর বলেছেন: ঢাকা ছাড়াটা জরুরী !!!! ভেবে দেখতে হবে কোথায় যাওয়া যায় ? :P

চমৎকার পোস্ট !!

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৬

আহসানের ব্লগ বলেছেন: ++++

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৯

আবু শাকিল বলেছেন: মজার পোষ্ট।
++

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৬

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার সব জায়গার ছবি । যাইতে মুন্চায় । :( ;) ;)

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৪০

সাফকাত আজিজ বলেছেন: ঘুরে ফিরে সেই এশিয়াতেই থামতে হলো !

১৮| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৫

তুষার কাব্য বলেছেন: আমার যাইতে মুন চায়..(সব জায়গায় না ;) :D )

১৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার পোস্ট ।

শুভেচ্ছা :)

২০| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২

জেরিফ বলেছেন: যাইবার মন চাই :( । কেন যে এগুলা দেখান X((



চমৎকার পোস্ট ।

২১| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৩

ভারসাম্য বলেছেন: সুন্দর সংগ্রহ, কিন্তু তথ্যগত বিভ্রান্তি প্রকট। ১৪ নং ক্রমিকে বর্ণিত বেরো ( Barrow ) পৃথীবির সর্ব দক্ষিণের শহর নয়, বরং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ব উত্তরের শহর এবং পৃথিবীর ১২ তম সর্ব উত্তরের শহর। পৃথিবীর সবচেয়ে উত্তরের শহর হিসেবে নরওয়ের লংইয়ারবেন ( Longyearbyen) কে ধরা হয়। আর পৃথিবীর সর্ব-দক্ষিণ শহর হিসেবে ধরা হয় চিলির পোর্টো উইলিয়ামস ( Puerto Williams) কে।

যাই হোক, ছবিগুলো বেশ সুন্দর। পোস্টে +++ । :)

২২| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪১

সোহাগ সকাল বলেছেন: চমৎকার পোস্ট!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.