নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুষন্ডীর কাক

Our greatest weakness lies in giving up. The most certain way to succeed is always to try just one more time. Thomas A. Edison

সবুজ স্বপ্ন

স্বপ্নসারথী..নতুন যুগের পথ চেয়ে আছি। বর্তমানে কাজ করছি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে।

সবুজ স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার সবচে অদ্ভুত ১০ টি হোটেল

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১০

ভ্রমন ব্যবসা বা ধর্মপালন বা বিভিন্ন কাজে হয়ত বিভিন্ন সময় বিভিন্ন হোটেল এ উঠেছেন । কিন্তু আজকে দিলাম দুনিয়ার ১০ টি অদ্ভুত হোটেল যেখানে পরেরবার হয়ত গিয়ে উঠবেন। :):D



১) কাসানুয

বেলজিয়ামের এই হোটেল এ জপ ভান লিসত নামের একজনের সৃষ্টি। মানুষের পায়ুপথের আদলে তৈরি এই হোটেলে আছে ডবল বেড, শাঁওয়ার ও আর অনেক সুবিধা। অত্যন্ত জনপ্রিয় এ হোটেলে প্রতিবছর ২৫০-৩০০ জন উঠেন। যা তাদের চাহিদার থেকেও বেশি।





২) দাস পার্ক হোটেল

অস্ট্রিয়া তে অবস্থিত এ হোটেল টি ময়লার পাইপ কে রি মডেলিং করে হোটেলে রুম বানানো হয়েছে। মুলতঃ পর্যটক এর জন্য এ হোটেল করা হয়েছে। এখানের তাপমাত্রা সারাবছর এক রকম থাকে এবং এটি অত্যন্ত আরাম্প্রদ। বছরে ৬মাসের জন্য খোলা থাকে আন্দ্রেস স্ত্রাউস ডিজাইন করা এই চমকপ্রদ স্থানটি ।



৩) Palacio de Sal

বলিভিয়াতে অবস্থিত এ হোটেল টি একদম লবন দিয়ে তৈরি।



দুনিয়ার সবচে বড় লনন খনির কাছে এটির অবস্থান। ২০০৭ সালে এর উদ্বোধন করা হয়। এখানে ১৬ টি রুম আছে এবং এখানে ৫ তারা হোটেলের প্রায় সব সুবিধা আছে। তবে

দেয়ালে বা কোন আসবাবে জিহ্বা দিয়ে চাটা যাবেনা । :P



৪) The Hobbit Motel , নিউজিল্যান্ড এ অবস্থিত এ হোটেল টি পুরোটাই পলিস্তার ব্লক দিয়ে বানানো। এর ছাদ গুলো অত্যন্ত ঠাণ্ডা এবং বলা হয়ে থাকে এখানে থাকলে আপনি অত্যন্ত আনন্দে থাকবেন এই কারণে এখানে রুম খালি পাওয়া কঠিন।



৫)Dog Bark Park Inn



কুকুর ভালবাসেন ? তাহলে এখানে আপনার যেতেই হবে, আমেরিকার আইডাহ তে অবস্থিত এ হোটেল টি গ্রামের আবহে তৈরি এবং ৫ তারা হোটেলের সব সুবিধা বিদ্যমান । এটি ওদেশে অনেক জনপ্রিয়



৬)Null Stern Hotel

সুইজারল্যান্ড এ অবস্থিত এই হোটেল টি বলা হয়ে থাকে দুনিয়ার একমাত্র জিরো স্টার হোটেল। :| যুদ্ধের সময় তৈরি ব্যাংকার এর অবস্থান এবং এখানে কোন জানালা নেই।



Worldwide Hospitality Awards (2009) এর নমিনি এই হোটেলটি ইউরোপ এর সেরা ১০০ টি হোটেলে স্থান পেয়েছে শুধুমাত্র এর ডিজাইন ও ধারনার কারণে।

৭) Capsule Hotels

জাপানের অনেক জনপ্রিয় এক হোটেল। ১৯৭৯ সালে জাপানের এর ধারনা শুরু হয়। ওই দেশের রিতিনিতির সাথে আদর্শ । জাপানে জরুরি রাত কাটানো এবং ঘরের সমস্যা থাকলে এখানে তারা ভারা করে থাকেন । মোটামুটি সব

ধরনের সুবিধা বিদ্যমান এই হোটেলগুলা এখন বিসশের অন্নন দেশের লোকের মাঝেও জনপ্রিয় হয়ে উঠছে ।



৮)IceHotel



লেপ ল্যান্ড সুইডেন এ অবস্থিত।১৯৯০ সালে শুরু হওা এই হোটেল টি ওখানে অনেক জনপ্রিয়। বছরে ৫০০০০ লোক এই হোটেলে বাস করে যায়। -৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিদ্যমান থাকে। এখানে বিভিন্ন সুবিধা সহ ৬৫ টি রুম আছে।



৯) V8 Hotel



জার্মান এর অবস্থান। গারির ইঞ্জিনের মডেলে তৈরি। আপনি একটি গাড়ী প্রেমিক হলে যেতে পারেন । Mercedes-Benz এর আদলে তৈরি। এক্তি গারিতে থাকলে যে অনুভুতি বা সুবিধা পান সেখানেও এরকম সব সুবিধা থাকে।



১০) ফরেস্ট হাট

এটি বিজলি এবং অন্যান্য সুবিধাবিহিন এক্তি হোটেল যা সুইডেন এ অবস্থান। দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্তি বা আরামে থাকতে চাইলে এখানে যেতে পারেন।



সুত্রঃ ইন্টারনেট

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

ঢাকাবাসী বলেছেন: চমৎকার একটি পোস্ট, খুব ভাল লাগল।

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

সবুজ স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: ইন্টারেস্টিং পোস্ট । ৪ ও ১০ এর কোন ছবি নাই !

ভালো থাকবেন :)

৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

সকাল হাসান বলেছেন: The Hobbit Motel IceHotel ফরেস্ট হাট এইগুলোরই ছবি দিলে ভাল হত!

ভাল লাগল লবনের হোটেলটা! ভুলেও কিছু চাটা যাবে না! হাহাহা! :)

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৩

সবুজ স্বপ্ন বলেছেন: এই নিয়মটা নাকি দেয়ালে দেয়ালে টানা থাকে

৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৪

সুমন কর বলেছেন: চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য অাপনাকে অনেক ধন্যবাদ।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার পোস্ট।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

আবু শাকিল বলেছেন: মজার পোষ্ট ।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: যদি থাকতে পারতুম

৮| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লাগলো । +++++

৯| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১১

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার একটি পোস্ট, খুব ভাল লাগল।

৫ম ভাললাগা :)

১০| ১১ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:


ইন্টারেস্টিং পোষ্ট!!!

১১| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.