নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বিনির্মাণে যাঁরা দিয়েছেন নিজেদের সর্বোচ্চ ত্যাগ, আমরা তো কেবল তাদের পথের যাত্রী।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বাঙালি মুসলমানের কুবস্থা!

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০০


মুসলমান নামেই তোমার নবীপ্রেম বৃদ্ধমান; এখানে আলাদাভাবে রাস্তা অবরোধ করত জনভোগান্তি সৃষ্টি করে জনগণকে সামীল করার কী প্রয়োজন?
রবিউল আওয়ালের ১২তারিখে নবী করীম (সাঃ) জন্ম গ্রহণ করেন। যদিও তারিখ নিয়ে অনেকের মতপার্থক্য রয়েছে, তবে অধিকাংশই ১২ তারিখের উপর মত প্রকাশ করেছেন। আমাদের ভারত বর্ষে এই ১২ তারিখকে একটু বেশিই কদর করা হয়, বলতে গেলে মাত্রার চেয়েও বেশি।

সাধারণ মানুষকে বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে ব্যবহার করছে। এই যেমন ধরুন, একদল মিলাদুন্নবী পালনের নামে করছে সীমা অতিক্রম আবার অন্য দল এদের বিরুদ্ধে সিরাতুন্নবী পালনের নামে একইরকম দুস্কাম করে বেরুচ্ছে। আর এদের কুকাজের ফজিলত স্বরুপ দুর্বিসহ হয়ে পড়েছে আমাদের মত জনসাধারণের জীবন। গ্রাম থেকে নিয়ে বিভাগীয় শহরেও এদের কাদা চুরাচুরি অসহ্য বিরক্তিকর।

লেখক আবুল মনসুর আহমদ আমার প্রিয় লেখকদের মধ্যে একজন। উনি এই বিষয়গুলো নিয়ে খুব সুন্দরভাবে রম্য গল্প লেলহতেন, সমাজকে নিয়ে খুব ভাবতেন। আল্লাহ উনার আত্মাকে জান্নাতের সর্বোচ্চ আসন দান করুন।
আজ রবিউল আওয়ালের ২০ তারিখ। অথচ এই নবী প্রেমিদের লাফালাফি এখনো চলছে। খোঁজ নিলে জানতে পারবেন এরা নবী প্রেমের নামে কত ধরণের ধান্দাবাজিতে লিপ্ত। যারা এইসব মিছিল মিটিংয়ের নামে দৌড়ঝাপ করছে তারা কিন্তু এটা করছে ভিন্ন স্বার্থে। নবীজিকে ভালবাসেন সেটা প্রমাণ করতে হলে রাস্তায় রাস্তায় মাইক নিয়ে বেরিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার অর্থ কী উল্টো কিছু প্রমাণ করে না!
এগুলো লেখতে আমার খুব একটা ভাল লাগে না! আজ নিজে যখন এসব কুকাণ্ডের শিকার হলাম, তখন আর সাধুবাদওয়ালাদের সঙ্গে থাকতে পারলাম না!

ছবিঃ গুগল

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

ফেইরি টেলার বলেছেন: ভালো বলেছেন সৈয়দ তাজুল ইসলাম । এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হুজুরদের প্রগতিশীল করে তোলা । কিন্তু দু:খজনক ব্যপার রাষ্ট্র সেদিকে খেয়াল দিচ্ছে না

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি রাস্ট্র বলতে যদি সরকার বুঝান, তবে সরকারের প্রয়োজন ভোট। নিজ দায়িত্বে কাউকে প্রগতিশীল করার কাজ সরকার নেবে না, আর সংবিধান সরকারকে এই কাজ করতে বলেও না ;) ;)
যদি কেউ বা কোন গোষ্টি নিজেকে প্রগতিশীল দাবী করে তবে সরকার সেখানে বাধাও দিবে না, কারণ সরকার এর চেয়ে অনেক ইম্পোর্টেন্ট কাজ এখনো করার সময় পাচ্ছে না, আগামী নির্বাচন পরে যদি একটু সময় আসে!!

২| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব যে বিদআ'ত হুজুরদের বলতে গেলেই গোসসা করে...

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বিদআতের সমজ্ঞায় উনারা আপনার আর চেয়ে অনেক হাদিস ব্যবহার করতে পারেন কিন্তু পালনের বেলায় যত ধান্ধাবাজি! এটাই হচ্ছে পকেটবাজি!

৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

বলেছেন:

আমাদের সমাজে বিদআ'ত এমন ভাবে ঢুকে গেছে যে তার বিরূদ্ধে কথা বললে আলিম সমাজ 'অমুসলিম' বলে গালি দেয়----



প্রসঙ্গত বলতে চাই,মানুষের মধ্যে মৃল্যবোধের অভাব থাকলে তার নামাজ আর ইবাদত সব ভন্ডামি ছাড়া কিছু না। মূল্যবোধ হলো মানবতার সহযাত্রী ও পথ প্রদর্শক।আর এ মূল্যবোধের অভাবেই সমাজে ও রাষ্ট্রে নেমে আসে বিভীষিকাময় কালরাত্রি। সমাজ ও রাষ্ট্র হয় বিপন্ন।

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রকৃত আলিম কাউকে সহজে অমুসলিম বলে না! এটাই তার মূল্যবোদ।

দেশি ভাই বলেছেনঃ মানুষের মধ্যে মৃল্যবোধের অভাব থাকলে তার নামাজ আর ইবাদত সব ভন্ডামি ছাড়া কিছু না। মূল্যবোধ হলো মানবতার সহযাত্রী ও পথ প্রদর্শক।আর এ মূল্যবোধের অভাবেই সমাজে ও রাষ্ট্রে নেমে আসে বিভীষিকাময় কালরাত্রি। সমাজ ও রাষ্ট্র হয় বিপন্ন।
কথা কিন্তু এটাই, আমরা আমাদের মূল্যবোধকে যেন অনেক আগেই দাফন করে দিয়েছি। নিজে থেকে সেদিকে একবারও ফিরে থাকাই না! আবার কেউ যদি আমাদের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলে তখন মনে হয় আমার উলঙ্গ করে দিতে চাচ্ছে; যদিও আমি অনেক আগ থেকেই উলঙ্গ হিয়ে আছি।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমার দু'খণ্ড চাঁদ কেমন আছেন ভাই?

৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২

সাত সাগরের মাঝি ২ বলেছেন: বেদআত করে অনেকে না বুঝেই

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হু, এরা সাধারণ পাব্লিক হলে কিছু বলাটা উচিত না। কিন্তু আলেম সমাজের নামে এক দল কুচক্রীরা খুবই সতর্কভাবে এ কুকাজ করে চলেছে। আর সাধারন পাব্লিক এই ধরণের ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে। সমস্যা এখানেই। সাধারণ পাব্লিককে সঠিক জ্ঞানটুকু দিচ্ছে না, বরং বিমুখী করে রাখছে।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২

রেযা খান বলেছেন: পহেলা বৈশাখে যখন মঙ্গল শোভা যাত্রা হয়, তখন কি দূর্ভোগ হয় না !! এর বিরোদ্ধে কলম ধরেছিলেন কি ??? আমি সব সময় জন দূর্ভোগের বিপক্ষে।

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি বলেছেনঃ আমি সব সময় জন দূর্ভোগের বিপক্ষে। আপনি আমার সঙ্গে আছেন জেনে ভাল লাগলো ;) আই ল্যাভু ভাই ;) :-/

পহেলা বৈশাখ ও মঙ্গলযাত্রা সম্পর্কে আমার ব্লগে কোন লেখা পাবেন না। এর দু'টি কারণ থাকতে পারে, হয়ত ঐসময় ব্লগে আমার একটিভেটি কম থাকে বা এই বিষয়ে আমার পূর্বে আমার চেয়ে সুন্দর করে অন্য ব্লগারেরা পোস্ট করে থাকেন।

আপনি সাথে থাকুন, হয়ত আপনার আশা পূর্ণ হবে ;)

৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

হাবিব বলেছেন: এদের অবস্থার উন্নতি কবে হবে?

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হাবিব ভাই, কঠিন প্রশ্নগুলো আপনি আমার জন্য বাছাই করে রাখেন কেন বলুন তো?

আজ মনে করুন আমি আপনাকে এই প্রশ্ন করলাম, আপনি কী উত্তর দিবেন ;)
(এখন তো ফান্দে ফরছেন ;) ;) )

৭| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

ফেইরি টেলার বলেছেন: সৈয়দ ভাই আমি রাষ্ট্রই বুঝিয়েছি ;) হুজুররা এমনিতে অনেক জ্ঞানী , বুদ্ধিমান এ ব্যাপারে কোন সন্দেহ নেই । কিন্তু হুজুরদের সাথে সাধারণ জনগনের একটা গ্যাপ, অবিশ্বাসের সম্পর্ক আছে । এটা নিরসন দরকার

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হুজুররা এমনিতে অনেক জ্ঞানী একথার সাথে আমিও একমত, তবে কিছু হুজুর নামের কুমানুষ সাধারণ জনগনের মধ্যে একটা গ্যাপ, অবিশ্বাসের সম্পর্ক তৈরি করে রেখেছে। কিছু আলেম সেটা নিরসনের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন; আমাদের অন্তরালে। এরা আসলেই সাধারণআনুষের জন্য কাজ করেন। আমাদের এই পোস্টে এদেরকে টার্গেট করিনি।

ধন্যবাদ ফিরতি মন্তব্যের জন্য

৮| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

তারেক ফাহিম বলেছেন: আম পাবলিক না বুঝে দেখা-দেখেতে বিদআতে লিপ্ত হয় X((

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তারেক ভাই,
একটি দল খুব সুকৌশলে এদেরকে ব্যথা থেকে বের হতে দিচ্ছে না বা সব সময় বেদাআত এর মধ্যে যুক্ত করে রাখছে।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

৯| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

শফিউল আলম চৌধূরী বলেছেন: বিদ'আত সম্পর্কে বেশীরভাগ মানুষেরই তেমন ধারণা নাই। :(

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ঠিক বলেছেন শফিউল আলম ভাই।
একটি বিরাট মহল চায় না, কখনও সাধারণ মানুষ বেদাআত সম্পর্কে ধারণা নিক, কারণ এতে তাদের পুঁজি নষ্ট হয়ে যাবে।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

আরোগ্য বলেছেন: একেই বলে হুজুগে বাঙালী। নবীজীর আদর্শ অনুসরণ করেনা কিন্তু ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল আয়োজন করে।
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: একটা প্রবাদ আছে চোরের মার বড় গলা

আরোগ্য ভাই,
খুব সুন্দর মন্তব্য করেছেন।
অনেক অনেক অনেক ধন্যবাদ।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

স্রাঞ্জি সে বলেছেন:

আজকাল মুসলমানরা আবর্জনার ভাগাড় গড়ে তুলতেছে। মিলাদ বলেন সীরাত বলেন সব লোক দেখানো কাজ। মুখে আল্লাহ আল্লাহ। ভিতরে বিরানীর খুঁঁজ।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আজকে জুমার নামাজে একজন ইমাম সাহেবের বয়ান শুনলাম পুরাই ভুলে ভর্তি। ইচ্ছে হচ্ছিল নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে এ বিষয়ে কথা বলি কিন্তু অভিজ্ঞতা বলে এদেরকে যতই বুঝানোর চেষ্টা করুন তারা বুঝবে না কারণ আপনি তাদের মতো লম্বা পাঞ্জাবি পরে তাদের সামনে দাঁড়াতে পারবেন না স্বাভাবিক সাধারণ মানুষের মতো দামী কথা নিয়ে গেলেও তারা আপনাকে সেই সাধারণ মানুষের মতোই তুচ্ছ জ্ঞান করে কথা বলবে।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

আরোগ্য বলেছেন: সৈয়দ ভাই রাগ টাগ করলেন নাকি? আপনার দর্শন পাওয়া যায় না আজকাল।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: না ভাই, গ্রামের বাড়ি আসছি। খুব চেষ্টা করছি ফ্যামিলিকে সবটুকু সময় দিতে। তাই একটু ব্যস্ত আছি। আশাকরি আপনি ভালই আছেন।
শুভকামনা আবারও

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: আমাদেরকে জিম্মি করে কেন? যতসব কুকুরের দল। কুকুরের মন-মানসিকতা ছেড়ে এবার মানুষ হতে চেষ্টা কর।

৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এরা বুঝবে না, কারণ এরা বুঝে নিজ স্বার্থ।

ধন্যবাদ।

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: এটা যত বেশি না ধর্ম তার চেয়ে অনেক বেশি জড়িত হুজুগ সঙ্গে জড়িত অবৈধ লেনদেনও ।

৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: একেবারে শেকড়ের কথাটাই বলেছেন মাস্টারদা। ধন্যবাদ।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বিদ'আত সম্পর্কে আমার নিজেরই ধারণা নেই। তাই কিছু বলতে পারছি না। ভাল লিখেছেন অনেক।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধর্মীয় জ্ঞান লাভ অনেক জরুরী বিষয়।

তাই বিদয়াত সম্পর্কে জানার চেষ্টা করুন। ধন্যবাদ

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৮

কালীদাস বলেছেন: ব্লগে আগে মিলাদুন্নবী উপলক্ষে হার্ডকোর নবীপ্রেমীরা(!) কঠিন সব দাঁতভাঙা (!) প্রমাণ হাজির করত, কয়েকজন এমনকি কোরআনের আয়াতকে পর্যন্ত রিলেটেড করে ফেলত :(( এবার কেমন ছিল অবস্হা??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.