নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বিনির্মাণে যাঁরা দিয়েছেন নিজেদের সর্বোচ্চ ত্যাগ, আমরা তো কেবল তাদের পথের যাত্রী।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

হ্যাপি বার্থডে প্রিয় অগ্নি সারথি ভায়া ( জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সাথে খাবারদাবারের বিশাল আয়োজন )

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩


আজ আমাদের প্রিয় ব্লগার
অগ্নি সারথির জন্মদিন,
তার এই মহান জন্মদিনে
ভালবাসা জানাই অমলিন।



'ব্লগাররা শুধু লেখালেখি নিয়ে ব্যস্ত থাকে' এমন ধারণাটা ভুল। আমাদের সারথি ভাই তারই বাস্তব প্রমাণ।
বস্তির মানুষদের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম হল নিরাপদ পানি, স্বাস্থ্যকর আবাস এবং স্বাস্থ্যসম্মত পায়খানায় তাদের এক্সেস! একজন উন্নয়নকর্মী হিসেবে গত বছর নারায়নগঞ্জ এবং কুমিল্লার বিভিন্ন বস্তিতে ১৯ টি স্বাস্থসম্মত পায়খানা, ২ টি মিনি ওয়াটার পয়েন্ট, ৩১২ টি হেলথ ক্যাম্প, প্রায় ৫০০ মানুষকে দশ হাজার টাকা মূল্যমানের ব্যাবসায়িক সহযোগীতা, এক হাজার স্কুলগামী শিশুকে শিক্ষা সহায়তা, ১৫ টি অগ্নি নির্বাপন মহড়া এবং অন্যান্য আরো অনেক মহান কাজে ২০১৮ সালটাকে খুব ভালভাবেই কাটিয়েছেন আমাদের এই সহব্লগার।




এই মানুষটার কাছে ব্যাক্তিগতভাবে আমি ঋণী। হয়ত অনেকে ভাবছেন অর্থ-সম্পদ সম্পর্কিত বিষয়; না, এ ঋণ তার চেয়ে বড়। ২০১৮ সালে আমার সবচেয়ে বড় প্রাপ্তি উনার কাছ থেকে পাওয়া। তার সেই দানের প্রতিদান বলে কোন কিছু হয় না। ২০১৮ সালটা আমার সবচেয়ে দুঃখের ও কষ্টের ছিল। অগ্নি সারথি, জাদিদ, অপু ভাই সহ সকল ব্লগারদের থেকে প্রাপ্ত ডিসেম্বরের সেই প্রাপ্তি আমার দুঃখ ভুলিয়ে দিতে অনেক সহায়তা করেছে। চিরন্তন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এদের কাছে।



প্রথম দর্শনে দর্শকের কাছে ৭০% পার্সেন্ট সেভ হওয়ার জায়গায় আমার কাছে উনার হাসিমাখা চেহারা ৯০% পার্সেন্ট সেভ হয়ে রয়েছে৷
একজন মানুষ যে হাসি বেগমকে সর্বক্ষণ সাথে নিয়ে ঘুড়তে পারে, সেটা উনাকে না দেখলে বুঝাই যেত না!



অন্যের হৃদয় জয় করা এবং তাদের আন্তরিক ভালবাসা অর্জনের শক্তি ও দক্ষতার পুরোটাই রয়েছে অগ্নি সারথি ভাইয়ের কাছে।
আজ আমাদের এই সহব্লগার প্রিয় অগ্নি সারথি ভাইয়ের জন্মদিন। আজকের এই দিনে উনাকে জানাই নির্মল ভালবাসা ও শুভেচ্ছা। আগামী হোক উনার জন্য আরো আলোকময়, আর জাতি হোক উনার দ্বারা গর্বিত।


চলুন, অগ্নি সারথি ভাইয়ের জন্মদিন উপলক্ষে একটু খাবারদাবার হয়ে যাক :P :P :P


একটু পানিয় গ্রহণ দিয়েই শুরু করা যাক :P


মিষ্টিমুখ চলুক :P :P


যাদের ডায়ভেটিক্স আছে তারা মিষ্টি ধুয়ে খেতে পারেন ;)


সুস্থ হয়েও যারা মিষ্টি সহ্য করতে পারেন না, তারা এগুলোকে ডিম মনে করে খেতে পারেন! ডিমে কিন্তু অনেক শক্তি আছে ;) :P





মন্তব্য ৭০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৯

কাবিল বলেছেন: অগ্নি সারথি ভাইয়ের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।




আপনার জন্যও শুভকামনা রইল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনাকে অভিন্দন প্রিয় কাবিল, জন্মদিনের খাবার দাবারের আয়োজন আপনাকে পেয়ে আনন্দিত ;)

এটা আপনার জন্য! একাই সামলিয়ে নেন!


২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১

আকিব হাসান জাভেদ বলেছেন: শুভ জন্মদিন ।সৎ যাত্রায় আরো ভালো কাটুক ২০১৯.

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জাভেদ ভাই, আপনারনার কবিতা আমার অনেক ভাল লাগে!
জন্মদিনে এতো সুন্দর দু'আর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ.

আপনার জন্য ;) :P



৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: অগ্নি সারথী ভাইকে জন্মদিনের শুভেচ্ছা :)

কেকঃ

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনার কেক তো অনেক মজার! ভাল লাগলো খুব :P

স্বাভাবিক আমি মিষ্টি খুব কম খাই, তবু আপনার কেকের স্বাদ আমায় পাগল করলো বটে ;) :P :P :P

চলবে :P ?

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১

তারেক ফাহিম বলেছেন: ব্লগার অগ্নিসারথি ভায়ার জন্মদিনের শুভেচ্ছা।
শুভ জন্মদিন ভায়া।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আরে তারেক ভায়া যে, ভাল আছেন তো?

লন লন বার্থডের কেক লন ;)

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অগ্নি সারথি ভাইয়ের জন্মদিনে
অনেক অনেক শুভেচ্ছা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সাংবাদিক সাহেব, কেমন আছেন ভাই?
অগ্নি সারথি ভাইয়ের জন্মদিনে আপনাকে অভিনন্দন।

এটা আপনার জন্য, স্বাদ আছে কিন্তু ;) :P :P

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬

মাহমুদুর রহমান বলেছেন: অগ্নি সারথি ভাইকে জন্মদিনের শুভেচ্ছা

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় গল্পকার ব্লগার,
আপনাকেও অভিনন্দন, শুভিকামনা সবসময়।

বার্থডের কেক! আলাদাভাবে এলো ;) :P :P

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


উনার জন্য জন্মদিনের শুভেচ্ছা।

উনি কি চাকুরী করেন, নাকি ব্যবসা-বাণিজ্য করেন?

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনাকে অভিন্দন প্রিয় চাঁদগাজী ভাই ;)
সেটা তো ভুলে গেছি! অপেক্ষা করুন, দেখুন উনি কিছু বলেন কিনা!



কেকটা খেয়ে নিবেন ;)

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অগ্নি সারথি ভাই আপনার প্রতিউত্তরে বলেছেনঃ
@চাঁদগাজী ভাই, পেশায় আমি একজন উন্নয়নকর্মী ভাই। বস্তির মানুষের তথা আরবান পুওরদের মাল্টি ডাইমেনশনাল পোভার্টি, রাইটস এন্ড এনটাইটেলমেন্টস এবং ইফেক্টিভ আরবান গভার্নেন্স নিয়ে কাজ করি।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: হ চলবো B-))

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার তো এতো সহজে চলার কথা না ;)
লাগলে বইলেন; লজ্জা পাওয়ার কিছু নাই! খবারদাবারে লজ্জা করলে লস! ;) ;) =p~

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

অব্যক্ত কাব্য বলেছেন: জন্মদিনের শুভেচ্‌ছা ছনবেন অগ্নি সারথী ভাই

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনাকে অভিন্দন,
আলনার হাসিখুশি মুখ হৃদয়ে ভেসে উঠেছে। ভাল আছেন অবশ্যই

লন

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সারথী ভায়া :)

ধন্যবাদ তাজুল ভাই। মনে করিয়ে দেবার জন্যে।
আর এত্ত এত্তা খানাপিনা!
হা হাহা
কোনটা রেখে কোনটা খাই ;)


০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: খেতে খেতে বলেন. আর কোনটা খাবেন ;) :P :P

আপনার আগমন এবং শুভেচ্ছা প্রদান সবই আমাদের সৌভাগ্য।
শুভকামনা ভাইজান।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৮:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ব্লগার অগ্নিসারথি ভাইয়ার জন্মদিনের শুভেচ্ছা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুজন ভাই, বিদেশের মাটিতে আপনারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের প্রশংসা বর্ণনার বাহিরে। শুভিকামনা আপনার জন্য। অভিনন্দন আপনাকেও।
বার্থডের কেক লন ;) :P :P

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১০

ঢাবিয়ান বলেছেন: : জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। মিষ্টিগুলো দেখেই খেতে ইচ্ছা করছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অভিনন্দন,
ডাইবেটিক্স না থাকলে শুরু করেদিন! আর থাকলে পানিতে ধুয়ে নিয়ে খেয়ে নিতে পারেন ;) ;) ;)

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৯:০১

রাকু হাসান বলেছেন:

বাহ চমৎকার বললেন । সত্যি ভালো কাজের কথা শুনে ভালো লাগছে । অগ্নি সারথি ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা করি । আপনার সুখ সমৃদ্ধ জীবন কামনা করছি । তাজুল ভাইকে অশেষ ধন্যবাদ পোস্ট করার জন্য । কানটা মুখের কাছে আনেন ,একটা কথা বলি ;) ,আমারে একটু কেক বেশি দিয়েন :P ,একটু খাদক টাইপ তো ,তাই আর কি B-))

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আসলেই ভালো কাজে সকলের ভাল লাগে। আমি তো উনার কর্মে মুগ্ধ, উনার প্রচেষ্টা, জাদিদ ভাই ও অপু দ্যা গ্রেটের পরিশ্রমেই আমাদের শেষ পুনর্মিলনীটা ঘটেছিল।

আরেকটা তথ্য দিয়ে রাখি, এবারের বইমেলায় অগ্নি সারথি ভাইয়ের একটি স্পেষাল বই বেরুচ্ছে, যা হুমায়ুন আহমেদের মিছির আলীকে পিছে ফেলে দিবে ইনশাআল্লাহ। আমাদের সহব্লগারের সফলতা মানে আমাদের সফলতা।




শেষে আসলেন, ভাগ্যের প্রাপ্তির উপর কী আর বেশি মিলে ;) ;)

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আরে ব্যাপার না.... কমেন্টের সবগুলোই ;) ;)

হোয়াট এ খাওয়া :-/ :-/ B-))

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
জানি জানি আমি জানি গো! রসের খাবার কত মজা! :P

আপনার খাবারটা সবার থেকে একটু আলাদা ছিল ;) আশাকরি ভালই স্বাদ পেয়েছেন! ;)

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯

মনিরা সুলতানা বলেছেন: ডায়েটে আছি, সেই যে ব্লগ ডে তে বিশাল খাওয়া খাইলাম এরপর থেকেই :)

তবে আমাদের অগ্নির জন্য শুভেচ্ছায় কোন ডায়েট হবে না ; একদম ফুলক্রিম শুভেচ্ছা!

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনাকে অনেক অনেক অভিনন্দন আপু। আশাকরি ভালই আছেন।

আসলে আপু, আমি তো সিলেটি, সিলেটের মানুষ সাধারণত ব্লগডের খাবার দাবারের মত স্পেশাল খাবার গ্রহণ করে না, তাই সেই খাবারটা আমার জন্য ছিল জটিল স্বাদের।

অনেক ধন্যবাদ অগ্নি ভাইয়ের বার্থডে উইশের উদযাপন অনুষ্ঠানে আসার জন্য।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অগ্নি সারথি ভায়া আপনায় প্রতিমন্তব্য করেছেন আপু,

@মনিরাপা, আপনি বড় আপা। লজ্জ্বা দেবার অধিকার আপনার আছে। তবে কেনো জানি আমি আপনার প্রত্যেক মন্তব্যে শুধু স্নেহ আর ভালোবাসা খুজে পাই। হয়তোবা এটা আমার ভ্রম, আর আমি এই ভ্রম নিয়েই থাকতে চাই আজীবন। 

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন।
ভালোবাসা নিরন্তর।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনাকে অভিন্দন রাজীব ভাই।
শুভকামনা আপনার জন্য।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৫

বলেছেন:
অ,সা, ভাইয়ের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।



দরুন করে পোস্টটি লেখার জন্যও অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইল।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আরে আমার দেশি ভাই যে,
এমনিতেই আপনার কথাগুলো মোটাদাগে আমার হৃদয়ে গাঁথে তারউপর আবার মন্তব্যকে ভোল্ড করে দিয়েছেন ;) ;)

অনেক অনেক শুভকামনা আপনার ও আমার আম্মু-আব্বুটির জন্য

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৩

হাবিব বলেছেন: এতো খাবার খাবো কখন?
বলছি যে, কিছু খাবার কি ফ্রিজে তোলে রাখা যাবে? :P

আর হ্যাঁ, শুভ হোক জন্মদিন। আপনাকেও ধন্যবাদ খবর দেয়ার জন্য

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার কাছে যখন পৌছেছিল তখন সব কিছুই গরম ছিল, বকওয়াস সাংঘাতিকের কলামে জানতে পারলাম আপনি অফিসে আসার আগেই নাকি একাই লুকিয়ে সব সাবার করে দিয়েছেন, সেটা নিয়েও নাকি দাঙ্গা লাগার অবস্থা ছিল। সবশেষে আপনার কবিতা নাকি সবাইকে ঠাণ্ডা করে দিয়েছিল ;)

ধন্যবাদ হাবিব ভাই।

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩

সাইন বোর্ড বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা ।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার নিকে এখনো আমি আঁতকে উঠি ভায়া!
আশাবাদ খুব ভাল আছেন।

শুভকামনা আপনার জন্যও

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৪

অগ্নি সারথি বলেছেন: আমি যখন ছোট ছিলাম, তখন মাকে প্রায়ই জিজ্ঞেস করতাম 'মা আমার জন্মদিন কবে?' মা ঠিক ঠাহর করে বলতে পারত না। কখনো বলত জানুয়ারী আবার কখনো ফেব্রুয়ারী! বাবা কিন্তু ঠিকই পই পই করে বলে দিত, আমার ৪ জানুয়ারী আর ছোটটার ৪ ফেব্রুয়ারী। বাবার এই পইপই হিসাবের মধ্য দিয়েই আমাদের দু ভাইয়ের বেড়ে ওঠা। কবে আমাদের জন্মদিন এসেছে আর কবে চলে গিয়ে আমাদের দু ভাইয়ের বয়স ত্রিশের ঘর ছাড়িয়ে নিয়ে গিয়েছে আমরা বুঝতেও পারি নাই। আসলে এমন একটা যৌক্তিক গোত্রে আমাদের জন্ম যেখানে আমাদের স্টেজে, ব্যাক্তির জন্মের চেয়ে তার কর্মের মূল্য ভীষন রকম বেশি। জন্মদিন উদযাপন কিংবা উইশ করবার মত বিষয়গুলো সেখানে এক ধরনের বালখিল্যতা ছাড়া আর কিছুই ছিল না। আমাদের পূর্বে আমার বাবা-চাচা কিংবা ফুপুদের তো কোন নিক নেইম এর ই প্রচলন ছিলনা। 'জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল' আইডিওলজিতে পরম ঈমান আরোপ করা বংশটায় পরিবর্তনটা আসতে কিন্তু খুব বেশি সময় নেয় নাই। জন্মের পরপর মৌলিক অধিকার নিশ্চিতকরন স্বরুপ আমরা যেমন ফরমাল নামের পাশাপাশি একটা ছোট্ট নিক পেয়েছিলাম তেমনি আমাদের সন্তানদের জন্মদিবসটাও খুব ধুমধাম করে উদযাপিত হচ্ছে এখন। একটাও মিস হবার জো নেই। আসলে সমাজের সাথে তাল মিলিয়ে আমরাও যে পরিবর্তিত হচ্ছি, এটা ভাবতে ভালোই লাগছে। ফেসবুকের কল্যানে জানতে পেরেছি আজ আমার জন্মদিন ছিল, আপনাদের শুভকামনা বার্তায় ইনবক্স ছিল ভরপুর। ধন্যবাদ তো অবশ্যই, তবে সত্যি বলতে কি জন্মদিনকে কেন্দ্র করে করা উইশ/শুভকামনা বার্তায় আমি কখনোই আরামবোধ করিনা। হয়তোবা এই চর্চার মধ্য দিয়ে না যাওয়াটা একটা অন্যতম কারন। যাইহোক, আপনাদের সকলের শুভকামনায় সত্যিই আমি সিক্ত! আন্তরিক ধন্যবাদ জানবেন।

@লেখক, আপনার পোস্টের বিপরীতে কি বলব আমি ঠিক বুঝতে পারছিনা। একটু ইমোশনাল হয়ে পড়েছি। ভালোবাসা জানবেন ভ্রাতা তবে আর দশজন ব্লগারের মতই আমাকে দেখবেন ভ্রাতা। খুব খেয়ালী আমি, বিশেষত অহংকারী না হয়ে যাবার ব্যাপারে।
@মনিরাপা, আপনি বড় আপা। লজ্জ্বা দেবার অধিকার আপনার আছে। তবে কেনো জানি আমি আপনার প্রত্যেক মন্তব্যে শুধু স্নেহ আর ভালোবাসা খুজে পাই। হয়তোবা এটা আমার ভ্রম, আর আমি এই ভ্রম নিয়েই থাকতে চাই আজীবন।
@চাঁদগাজী ভাই, পেশায় আমি একজন উন্নয়নকর্মী ভাই। বস্তির মানুষের তথা আরবান পুওরদের মাল্টি ডাইমেনশনাল পোভার্টি, রাইটস এন্ড এনটাইটেলমেন্টস এবং ইফেক্টিভ আরবান গভার্নেন্স নিয়ে কাজ করি।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় ভায়া,

'জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল৷'
সামনাসামনি প্রশংসা করতে আমি খুব একটা পারি না, আসলে এখানে আপনার প্রশংসা করে শেষ করার মতও না। এতটুকুই বলব, আপনার তুলনা আপনি নিজেই।
আমি শুধু আপনার জীবনের মাত্র একটি বছরের সামান্য কিছু উত্তম কাজ এখানে তুলে ধরেছি, সেটাও আবার আমাদের অন্য ব্লগারদের উৎসাহ জোগানোর জন্য। মানুষ সব কিছু থেকেই শিক্ষা নেয়, বেশি শিক্ষা নেয় তার প্রিয়জনের থেকে। আশাকরি, আপনার মত ভাল কাজে আমাদের আরো ব্লগাররা জড়িয়ে আছেন, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

কামনা করি, পরিবারের সকলের সাথে সুখময় জীবন কাটান আর আমাদের জন্য পথ পদর্শকের ভুমিকায় আসুন।
জন্মদিনের নির্মল শুভেচ্ছা ও পবিত্র ভালবাসা জানবেন।

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

অপু দ্যা গ্রেট বলেছেন:





সারথি ভাই জন্ম দিনের শুভেচ্ছা । :)


কাল এক্সাম আর আর আমি ব্লগে ঢুকে বসে আছি । :) B-)


এই বিশাল খাওয়া দাওয়া দেখে ক্ষুধা লাগছে । কম্বলের নিচ থেকে উঠতে ইচ্ছে হচ্ছে না । একটা বউ থাকা জরুরী মনে হচ্ছে ।

জন্ম দিনের শুভেচ্ছা ।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অভিনন্দন প্রিয় হাস্যোজ্জ্বল মুখ,

পরীক্ষায় আসুক পূর্ণসফলতা। ( ব্লগ আমাদের প্রেমিকা, নিস্কাম প্রেমিকা) ;) ;)

হ্যা ভায়া, আপনার মত আমিও। অপেক্ষায় আছি, বিদ্রোহী ভৃগু, মনিরা আপু ও দুলাভাইরা যদি আমাদের জন্য কিছু একটা করেন তবেই বাঁচি ;)
চিন্তা করবেন না, আমি উনাদের উপর খুব বেশি আস্থা রাখছি, আপনিও রাখতে পারেন।


শুভকামনা আপনার ও আমার জন্য ;)

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: একটা বউ থাকা জরুরী মনে হচ্ছে ।
=p~ =p~ =p~

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
একটা বউ থাকা জরুরী মনে হচ্ছে ।
  
আহ!

আপনি যদি পুনর্মিলনী অনুষ্ঠানে আসতেন, তবে আমরা সবাই মিলে একটা আন্দোলনের ডাক দিতে পারতাম। আসলে বিষিয়টা যে কত জরুরি সেটা কেউ বুঝে না! (আমার আবেগ জাইগা গেছে! কাইন্দালবাম কইতাছি :( )

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪১

কাওসার চৌধুরী বলেছেন:



ব্লগ ডে'তে না গেলে চমৎকার ও সদাহাস্যেজ্জল এ ভাইকে খুব মিস করতাম। তিনি একজন সত্যিকার গুণী মানুষ। যার দিনের বেশিরভাগ ভাবনার সময়টা দেশের পিছিয়ে পড়া জাতি গোষ্ঠীর উন্নয়ন নিয়ে কেটে যায়। তার সামাজিক এত কর্ম যজ্ঞ আমাদের জন্য অনুকরণীয়। প্রিয় "অগ্নি সারথি" ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা রইলো।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ব্লগ ডে'তে না গেলে চমৎকার ও সদাহাস্যেজ্জল এ ভাইকে খুব মিস করতাম। তিনি একজন সত্যিকার গুণী মানুষ। যার দিনের বেশিরভাগ ভাবনার সময়টা দেশের পিছিয়ে পড়া জাতি গোষ্ঠীর উন্নয়ন নিয়ে কেটে যায়। তার সামাজিক এত কর্ম যজ্ঞ আমাদের জন্য অনুকরণীয়। প্রিয় "অগ্নি সারথি" ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা রইলো।

কাউসার ভাই, আপনার এতো সুন্দর প্রকাশের উপর আমি আর কী কমু বুঝবার পারতাছি না! আপনিও কিন্তু কোন কিছুতে কম না। বাসে যদি একান্তে আপনার সাথে কিছু সময় না কাটাতাম তবে আপনাকে ধরতে পারতাম না! আপনার ফিলোসফিকে ভালবাসা জানাই ভায়া।

শুভকামনা আপনার জন্যও

২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৮

নতুন নকিব বলেছেন:



সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করা, তাদের জন্য কিছু করতে পারা, তাদের শুকনো মুখে একটু হাসি ফোটানোর প্রচেষ্টায় যুক্ত থাকতে পারায় কি যে অনাবিল আনন্দ, বলে বোঝানো যাবে না, সারথি ভাই এই কাজগুলো করেন জেনে ভালো লাগলো। ব্লগার সম্মেলন ২০১৮ উদযাপনের পেছনে অন্যান্য উদ্যমী ব্লগারবৃন্দের সাথে তার অনন্য ভূমিকা সত্যি একটি প্রেরনা হয়ে থেকে যাবে।

গুনী এই মানুষটির জন্য শুভকামনা। আপনার জন্যও।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: নকিব ভাই, অনেক ধন্যবাদ আপনাকে।

আসলে এখানে উনার সর্বশেষ সময়ের কিছু কাজের কথা কেবলই বাকি ব্লগারদের উৎসাহ প্রধানের জন্য প্রকাশ করা হয়েছে। উনার আরো অনেক মহৎ কর্ম আছে, এখনো পর্যন্ত অনেক সেবামূলক সংঘটনের সাথে উনি জড়িত আছেন। হ্যা, উনার মত আরো অনেক ব্লগাররাও অবশ্য এ কাজে জড়িয়ে আছেন, আপনি সহ সকলের জন্য নির্মল শুভকামনা।

২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩

তারেক_মাহমুদ বলেছেন: শুভ জন্মদিন অগ্নি সারথি ভায়া।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তারেক ভায়া, কী কবর! আপনি তো ভাই ফরেনার মানুষ! সাদা মনের ধলা মানুষ ;), আশাকরি ভালই আছেন।

আপনাকেও অনেক অনেক শুভকামনা।

২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৬

সোহানী বলেছেন: অগ্নি সারথি ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা। কিন্তু এরকম খাবার এর লোভ ধরানোর জন্য মাইনাস X(( X((

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু,
অনেক খোঁজলুম কিন্তু আপনি কোথায় মাইনাস দিলেন সেটা পেলুম না! অবশ্য প্লাসে আপনার দখল আছে বটে ;)

ফাঁস হয়ে যাওয়া তথ্য মতে আপনার হাতের তৈরি খাবার এই আয়োজনের সকল খবারের চেয়ে হাজার গুণে সুস্বাদু। এই তথ্যের বাস্তবতা রক্ষার্থে আমাদের দাওয়াত করুন৷ সবাই মিলে আপনার বাসায় হামলা করি! চিন্তা করবেন না, আমরা মিছিলের মিছিলে অংশগ্রহণ করব :P
খাবারের প্রতি আমরা একটু বেশিই প্রেমি... জাতিগত খাটি বাঙালি বলে কথা...

২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১

নীলপরি বলেছেন: ওনার জন্য শুভেচ্ছা রইলো

০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আর আপনার জন্য অভিনন্দন।


শুভকামনা জানবেন।

২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

আহমেদ জী এস বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম,




অগ্নি সারথি তো পথ দেখিয়েই নিয়ে যাবেন! এ যে তাঁর নামের মাহাত্য, কাজে তো বটেই।
জন্মবর্ষ পূর্তির এই শুভ লগ্নে প্রার্থনা, তিনি যেন এমনি করেই থাকেন ব্লগের মাঝে ও জীবনের কাজে। অমলিন হাসি মুখখানা থাকুক তার জনমভর।

অগ্নি সারথি আর আপনাকে এই বিলম্বিত শুভেচ্ছা আমার বাগানের..........



০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দাদা,
আপনার এমন আন্তরিক ডাক সম্বোধন আসলেই মুগ্ধ করে।

'জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল'
আমাদের অগ্নি সারথি ভায়া এই কথাই পূর্ণবিশ্বাসী আর তাই তার জীবনের লক্ষ উদ্দেশ্যই সেদিকে।

হ্যা, এমন হাসিমুখ হাসিয়ে যাক কষ্ঠিত মানুষদের। দুঃখ ভুলিয়ে দিক সকল দুঃখি মানুষের।
পরিশ্রমী এই ভাইটি ও আপনার জন্য নির্মল ভালবাসা ও নিরন্তর শুভকামনা।

আমার বারিন্দায় নিজ হাতে লাগানো গাছের ফুলগুলো আপনার জন্য দাদা।

২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন অগ্নিসারথি। নিরন্তর শুভকামনা।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অভিন্দন সেলিম ভাই।

আপনার জন্য শুভকাবনা।

৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

মনিরা সুলতানা বলেছেন: আমি তো মাঝে মাঝে ইকটু আধটু মজা করি; লজ্জ্বার প্রশ্ন কোথাথেকে এলো !!
আর স্নেহ সব সময় নিম্মগামী ! নি:সন্দেহে আমার স্নেহ পাবার অধিকারী আপনারা ।

শুভ কামনা অনি:শেষ !

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
'নি:সন্দেহে আমার স্নেহ পাবার অধিকারী আপনারা । '

এমন আন্তরিকতার জন্যই আপনি বড় আপুর জায়গাটা দখল করে নিয়েছেন আপু।
আপনার শাসন, লজ্জা দেয়া, ভুল ধরিয়ে দেয়া ইত্যাদি সবই আমাদের জন্য সৌভাগ্য আপু।
চিরন্তন শুভকামনা আপনার জন্য।

৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

সুমন কর বলেছেন: ব্লগে বিলম্ব শুভেচ্ছা........ যদিও ফেবুতে ঐদিনই অগ্নি ভাইকে শুভেচ্ছা দিয়েছিলাম।

শুভকামনা রইলো।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হু, তাইতো উনি বলেছেন,
'ফেসবুকের কল্যানে জানতে পেরেছি আজ আমার জন্মদিন ছিল, আপনাদের শুভকামনা বার্তায় ইনবক্স ছিল ভরপুর। ধন্যবাদ তো অবশ্যই'


আপনালে অনেক অনেক ভালবাসা প্রিয় সুমন কর।

৩২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫০

সোহানী বলেছেন: আমার হাতের রান্না খেলে আগামী কয়েক দিন কারো বাসায় দাওয়াত গ্রহন করবা না এইটা বলতে পারি। কারন এতো খারাপ রান্না খাওয়ার পর কারো বাসায় যাওয়ার সাহস হবে না, এটা নিশ্চিত!!!

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আগামীকাল নাকি আপনার বার্থডে।

বার্থডের অগ্রিম শুভেচ্ছা।

৩৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১

ধ্রুবক আলো বলেছেন: আপনার জন্য অনেক শুভ কামনা রইলো। অগ্নি সারথি ভাইকে নিয়ে ওঁ তার জন্মদিন নিয়ে এ বিশেস ব্লগায়জন খুব ভালো লাগলো।
দেরি হলেও, অগ্নি সারথি ভাইকে শুভ জন্মদিন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দেরিতে হলেও এতো সুন্দর শুভকামনা আসলে অনেক ব্লড় প্রাপ্তি।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আর আপনার জন্য ভালবাসা ♥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.