নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বিনির্মাণে যাঁরা দিয়েছেন নিজেদের সর্বোচ্চ ত্যাগ, আমরা তো কেবল তাদের পথের যাত্রী।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

\'সংস্কৃতি প্রতিমন্ত্রীর ভুল তথ্যের বক্তব্য সংশোধন প্রয়োজন।\'

১৮ ই মে, ২০১৯ বিকাল ৪:৫২


গত ১৭ই মে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি সিলেটের আবুসিনা ছাত্রাবাস পরিদর্শনকালীন সময়ে বলেন, ‘সিলেটের আবুসিনা ছাত্রাবাস ঐতিহ্যবাহী স্থাপনা হিসাবে ঘোষণার কোন সুযোগ নেই। কেননা এই ভবন নির্মানের এখনও একশ বছর হয়নি।’ (দৈনিক সিলেটের ডাক, ১৮ মে ২০১৯)।
সংস্কৃতি প্রতিমন্ত্রী মহুদয়ের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা রেখে তাঁর এই ভুল তথ্যের সংশোধনের জন্য বলছি, ‘আবুসিনা ছাত্রাবাস ভবনটির প্রথম নির্মাণ পর্বে কাজ শুরু হয় ১৮৫০ খ্রিস্টাব্দে। মিশনারিদের উদ্যোগে এখানে সর্বপ্রথম স্বাস্থ্যসেবা দেয়া হয়। ১৮৭৬ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি এখান থেকেই প্যারীচরণ দাস প্রকাশ করেন সিলেটের প্রথম সংবাদপত্র ‘শ্রীহট্ট প্রকাশ’। প্রথম বিশ্বযুদ্ধকালে ১৯১৪ থেকে ১৯১৮ খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভবন সেনা ছাউনি হিসাবে ব্যবহৃত হয়।

আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনা ছাউনী ছিলো, সেখান থেকে হিসাব শুরু করি তবু এই ভবনের বয়স একশ হয়েগেছে। আর যদি হিসাব শুরু করি ভবন নির্মাণ থেকে তবে এই ভবনের বয়স ১৬৯ বছর হয়েছে। 
তাই সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি যে বলেছেন ‘এই ভবন নির্মানের এখনও একশ বছর হয়নি’, তা সত্য নয়। যারা তাঁকে এই হিসাব দিয়েছে তারা তাঁকে ভুল তথ্য দিয়েছে। আমরা এই ভুল তথ্য বর্ণনার প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি তাঁর এই ভুল তথ্যের বক্তব্যের সংশোধন প্রয়োজন। নতুবা ইতিহাসে তিনি ভুল ইতিহাস বর্ণনার জন্য ইতিহাস সম্পর্কে অজ্ঞ মন্ত্রী বলে প্রমানিত হয়ে যাবেন।


সংগৃহীত ও পরিমার্জিতঃ ব্লগার সৈয়দ মবনু

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৯ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


ভক্তব্য, নাকি বক্তব্য?

১৮ ই মে, ২০১৯ রাত ৯:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আবারো প্রামাণ হইলো আমি খুব একটা ফ্রি হয়ে ব্লগে আসতে পারিনি! দ্রুততার কারণে হয়ে যাওয়া ভুলটি ধরে দেয়ার জন্য ধন্যবাদ।


পাঠপূর্বক মন্তব্যের জন্য শুভকামনা অফুরান।

২| ১৮ ই মে, ২০১৯ বিকাল ৫:৩৯

পথিক প্রত্যয় বলেছেন: ঐতিহাসিক স্থাপনা জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ

১৮ ই মে, ২০১৯ রাত ৯:৩২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
যদি জাতির রক্ষকরাই তাঁর মূল্য বুঝতে না পারে, তাহলে বুঝে নিতে হবে জাতি কত মন্দ সময় অতিক্রম করছে। আশাকরি, মন্ত্রী মহোদয়ের সুবুদ্ধি উদয় হবে।

আপনাকে ধন্যবাদ।

৩| ১৮ ই মে, ২০১৯ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: হুম।

১৮ ই মে, ২০১৯ রাত ৯:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: রাজিব ভাই,
পড়ছেন মনে হয়, তবে হুমটা বুঝে আসেনি! 

আশাকরি দিনকাল ভালই যাচ্ছে। 

৪| ১৮ ই মে, ২০১৯ রাত ১১:০৩

বলেছেন: তথ্যগত ভুল দেখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।।।


ঐতিহাসিক সত্যকে মানতে হবে!!

০১ লা জুন, ২০১৯ রাত ১০:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লতিফ ভাই, জনগণ এর বিরুদ্ধে আপনার সিলেট শহরের শহিদ মিনারে একাধিক দিন অবস্থান করেছে। নিজ ঐতিহ্য টিকিয়ে রাখতে তারা ববদ্ধপরিকর। কিন্তু খারাপ মহল সেটা ভেঙে খেতে চাচ্ছে। অথচ হাসপাতাল তৈরির জন্য সিলেটের অনেক সরকারি উপযুক্ত জায়গা পড়ে আছে।

৫| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:১৫

মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

০১ লা জুন, ২০১৯ রাত ১০:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনাকেও ;)

৬| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: আপনাকে অনলাইনে দেখে আশ্বস্ত হলাম।
যাক তাহলে ব্লগে ঢোকার কথা কেটে গেছে।

শুভকামনা প্রিয় তাজুলভাইকে।

০১ লা জুন, ২০১৯ রাত ১০:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার দেয়া পথে হেটে গেছি ভাই, মন্তব্য শুরু করেছি আর আই ল্যাভু ;)


মেঘের জন্য ভালবাসা।

৭| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:১৪

নজসু বলেছেন:

৮| ০৭ ই জুন, ২০১৯ সকাল ১১:৫০

খায়রুল আহসান বলেছেন: ভুল তথ্য সংশোধনের এই প্রচেষ্টা সফল হোক! শুভেচ্ছা রইলো....

৯| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৯

starit বলেছেন: সংস্কৃতি প্রতিমন্ত্রীর ভুল তথ্যের বক্তব্য সংশোধন প্রয়োজন
Rent car in dhaka

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.