নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

সামুজি আমার গুরুজি

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১০



কর্তৃপক্ষের পর্যাবেক্ষণের তিনদিনে,
অযোগ্যে আমার গড়ালো তা তিনত্রিশে।

নিরাপদ ব্লগার আর প্রথম পাতায় লিখার স্থান,
রাখতে পারবো কী আমি তার মান?

অগোছালো লিখা আমার প্রথম পাতায় যাচ্ছে,
শুনতেও কেমন মডুদের মায়া লাগছে।

এলোপাথাড়ী বানান ভুল আর ছন্দের অমিল,
কৃতজ্ঞ তাঁদের, যারা প্রথম পাতায় করেছে শামিল।

প্রথম পাতায় লিখক বিজ্ঞদের গদ্য আর পদ্য
বুঝতে আমার ঘাটতে হয় প্রায় ডিকশানারীর শব্দ!

পাঠক সংখ্যা, লাইক-কমেন্টস্ নিয়ে আমার নেই কোন দ্বন্দ্ব
হোক না তা কম, প্রথম পাতায় সুযোগ তাও আর কীসের মন্দ।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

এম আর তালুকদার বলেছেন: প্রথম পাতায় স্বাগতম।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, ভাই।

প্রথম পাতায় অনেক আগেই লিখার সুযোগ ছিলো কিন্তু আজ সামুজিকে ধন্যবাদ দিলাম।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: দন্দ<দ্বন্দ্ব হবে।
সামুকে নিয়ে কবিতা আপনি কিন্তু প্রথম পাতার সুযোগ হারাবেন।

হা..হা..হা..

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২

তারেক ফাহিম বলেছেন: অামার লিখার আগ্রহ যোগালো সামু, প্রথম পাতার লিখার সুযোগও দিলো সামু।
নিলেও নিবে, আমিতো লিখার চেয়ে পড়তে ভালোবাসি।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:

অভিনন্দন।
সামু ৩ দিনকে ৩০ দিন বা তার চেয়েও বেশী প্রলম্বিত করায় অনেক ব্লগার হারিয়ে যায়; যাক, সামু নিজের ব্যবসা নিজে ভালো বুঝেন।

এ ধরণের পোষ্ট পদ্য থেকে গদ্যে সহজ

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

তারেক ফাহিম বলেছেন: হারাবো না,
এক বছরেও প্রথম পাতায় সুযোগ না দিলে সমস্যা নাই।
পড়েতো মন্তব্য করতে পারি তা আর কম কিসের।

গদ্যে সহজ হত, কিন্তু পদ্য লিখেতো সামুকে বোঝাতে হবে যে, প্রথম পাতায় সুযোগ প্রাপ্তি পদ্যও লিখতে চায়। :P

ধন্যবাদ গাজী ভাই সবসময় পাশে থেকে অনু্প্রেরণা দেয়ার জন্য।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

মরুসিংহ বলেছেন: অভিনন্দন। আমিও একি আসায় বসে আছি। কবে যে এ সুযোগ পাবো। :( যদিও লিখতে পারি না তবুও লেখার আগ্রহ হারিয়ে ফেলছি। ;)

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

তারেক ফাহিম বলেছেন: আগ্রহ হারাবেন না। একদিন না একদিন সামুজি আপনার দিকে সুদৃষ্টি দিবেই।

পড়তে থাকেন অার বিজ্ঞ ব্লগারদের পোষ্টে গঠনমুলক মন্তব্য করেন দেখবেন সহজে সামু আপন করে নিয়েছে।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

মনিরা সুলতানা বলেছেন: বেশ তো ব্লগে লেখা লিখি তে স্বাগত ।
আপনার ব্লগ জীবন আনন্দময় হোক ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ আপি,
পাশে থেকে সর্বদা প্রেরণা দিয়ে আসছেন।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গতানুগতিক অভিনন্দন। :D

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০

তারেক ফাহিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:





শুভ ব্লগিং । শুভ কামনা...

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ,
শুভ কামনা জানবেন।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

জাহিদ অনিক বলেছেন:


১ম পাতায় স্বাগতম, এবার ব্লগ দাপিয়ে বেড়ান !

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

তারেক ফাহিম বলেছেন: প্রথম পাতায় আরো দুই সপ্তাহ আগে আমাকে লেখার সুযোগ দিয়েছিলো।

ধন্যবাদটুকু একটু দেরি করে দিলাম।

ধন্যবাদ জাহিদ ভাই পাশে থেকে প্রেরণা দেয়ার জন্য।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

আবু তালেব শেখ বলেছেন: তাড়াতাড়ি ভালো কিছু লিখুন আমাদের মত পাঠক দের জন্য। শুভশ্যম শীগ্রম

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০০

তারেক ফাহিম বলেছেন: আমিও পাঠক হয়ে আসছিলাম।

ভালো কিছু লিখতে পারলেতো তিন ত্রিশ হতো না মশাই :(

আপনারা লিখেন অামি পাঠক বেশেই থাকি।

ধন্যবাদ, শুভ কামনা জানবেন।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: আমি ২০১২ সালে কিছু লেখা দিয়েছিলাম, প্রথম পাতায় সুযোগ না পেয়ে সব লেখা মুছে দিয়ে ছিলাম, এবার ভাবছি হাল ছাড়বো না, দেখা যাক কি হয়।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

তারেক ফাহিম বলেছেন: ২০১২ সালে :((
হাল ছাড়বেন না ভাই। বিজ্ঞ ব্লগারগণদের ব্লগে গঠনমুলক মন্তব্য, আর সামুতে সময় দিলে সামু সহজে আপন হবে বলে মনে করছি।

আমি প্রথম পাতার লিখার যোগ্যনা, তাও মডুদের নজরে আসছে, আপনার প্রত্যিত্তরের মাধ্যমে মডুদের পুণরায় ধন্যবাদ।
আর আপনার জন্য শুভ কামনা, ধন্যবাদ।

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১০

তারেক ফাহিম বলেছেন: আপনিও পুণরায় ধন্যবাদ জানতে ভুলবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.