নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

রাগী মধ্যবয়সী নারী

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৩



হনহন করে ব্যস্ত হোটেলে ঢুকল মধ্যবয়সী নারী,
বয়কে ডেকে বলল কোন কেবিন আছে খালী?

খালি নাই কোন কেবিন বলল বয় হেসে,
একটু পরে খালি হবে বলল মিষ্টি বেশে।

দাঁড়িয়ে থাকবো আমি? হতবছাড়া, কাজ কী আমার নাই;
ব্যস্ত ভয় গম্ভীর স্বরে- ওত কাজ থাকলে- খাওয়া দরকার নাই।

বলতে দেরী আর মারলো চড় বয়টির চোয়ালে,
কলার চেপে নিলো কষে ম্যানেজারের দুয়ারে।

ম্যানেজার মশাই মারে ধমকি সাথে ফ্রি ধাক্কা
ধাক্কার চোটে বেচারা বয় ব্যাথা পেয়েছে পাক্কা

জলদি করে মাফ চেয়ে নে মেডামের পা ধরে,
না হলে মেডাম করবে ঝামেলা থানা পুলিশ করে।

বয়, ম্যানেজার অনুতপ্ত সবাই এমন অশুভ আচরনে-
একপর্যায়ে সমাধা হলো মেডামকে খাওয়ালো মন ভরে।

কিছুক্ষন পর কী আশ্চর্য ফিরল সে নারী,
সাথে আছে এসআইসহ পুলিশ তদারকী।

এসঅাই সাহেব এসে বলল গম্ভির স্বরে-
বেয়াদব স্টাপ রাখো কেন খ্যাত হোটেলে।

ম্যানেজার মশাই আস্তে করে, দিলেন টাকা হাজার দু-এক,
মামলাটি যেন আর না গড়ায় এখানে খতম করতেন।

আনল বয়টিকে ডেকে ফের ধরালো মেডামের পা,
ম্যানেজার এবার হেকে বলল এবার বাড়ী যা।

তোর মত বেয়াদবের নেই এথায় স্থান,
তুই থাকলে হবো অসম্মান, লাটে উঠবে হোটেল মান।








মন্তব্য ৫২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০২

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: পাঠ করে বেশ ভালগো ।

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো লিখেছেন।

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, এটি একটি সত্য ঘটনা।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছন্দে অন্ত্যমিল থাকলে ভালো হত...

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, এটি একটি সত্য ঘটনা।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

আমি হিমুবেসে এসেছি বলেছেন: ভালোই লিখেছেন

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, এটি একটি সত্য ঘটনা।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

আমি হিমুবেসে এসেছি বলেছেন: ভালোই লিখেছেন

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, এটি একটি সত্য ঘটনা।

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫১

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো । মজার এ ।

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, এটি একটি সত্য ঘটনা।

ঘটনাটি আমার সামনেই ঘটেছিল।

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০

সোহানী বলেছেন: বলেন কি এমন মহিলা ও আছে নাকি???????

ভয় হবে নাকি বয় হবে?

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, এটি একটি সত্য ঘটনা।

আমার সামনেই ঘটেছে,
হোটেল বয় হবে।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভালো লাগলো তবে অন্ত্যমিল থাকলে আরও ভালো লাগতো।

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, এটি একটি সত্য ঘটনা।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮

শামচুল হক বলেছেন: মজা লাগল।

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, এটি একটি সত্য ঘটনা।

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১১

Md. Mahbubur Rahman বলেছেন: ভালোই।

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, এটি একটি সত্য ঘটনা।

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৪

প্রামানিক বলেছেন: কাহিনী মন্দ না, এরকম ঘটনা অনেক সময় বাস্তবেই ঘটে।

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, এটি একটি সত্য ঘটনা।

বাস্তবে আমার সামনেই ঘটল।

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৬

ওমেরা বলেছেন: ভাল লাগল ।

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, এটি একটি সত্য ঘটনা।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৯

তানজির এহাসান বলেছেন: ভালো বলছেন

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, এটি একটি সত্য ঘটনা।

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো। জানিয়ে গেলাম।

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

তারেক ফাহিম বলেছেন: বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই,
এটি একটি সত্য ঘটনা।

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

অর্ক বলেছেন: এই ধরণের মহিলাদের কথ্য ভাষায় বলে দজ্জাল ! অসভ্য হৃদয়হীন ইতর মধ্যবয়সী নারী! উপভোগ্য ছড়া। বানানের ব্যাপারে আরও যত্নশীল হতে হবে।
শুভেচ্ছা।

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ , দাদা।

বানানে ভুল আছে, তবে আমার চোখে খুব কম পড়ে অথবা শুদ্ধ বানানে কনপিউস।
ধরিয়ে দেয়া পর্যন্ত বুঝতে পারি না দাদা।
দয়া করে ধরিয়ে দিবেন।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

ধ্রুবক আলো বলেছেন: মজা লাগলো।

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ,

আমার চোখে দেখা সত্য ঘটনা।

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: ভালো লিখেছেন। ধন্যবাদ জানাই।
জয়গুরু!

২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

তারেক ফাহিম বলেছেন: অাপনাকেও ধন্যবাদ।

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

তারেক_মাহমুদ বলেছেন: ভালই লিখেছে ন

২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, ঘটনাটি আমার সামনেই হলো।

১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: দু'একটা জায়গায় ভুল ছাড়া বাকিটা ভালই লাগলো।

২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, সরকার ভাই।

২০| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

আখেনাটেন বলেছেন: সত্য ঘটনা অবলম্বনে বেশ লিখেছেন।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ।

২১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:




ট্রাম্প বলছেনঃ কিছুদিন আগে খবরে দেখেছি এক ইউএনও এর স্ত্রী এক দোকানে গিয়ে ঝামেলা করেছে। এটা কি সেই ঘটনার উপর ভিত্তি করে লেখ?

২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

তারেক ফাহিম বলেছেন: হাসালেন দাদা :)

২২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:






হিটলার বলছেনঃ আপনি ট্রাম্পের প্রশ্ন শুনে হাসছেন?

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১

তারেক ফাহিম বলেছেন: অাপনার নিক দেখে হাসছিলাম।

ইউএনও এর’র স্ত্রী’র ঝামেলা হিটলার বিন ট্রাম্প অথবা ট্রাম্প বিন হিটলারাই ভালো জানে। !:#P

নিজ এলাকার একটি খাওয়ার হোটেলে এক অসভ্য মধ্য বয়সী নারীর অসৎ কার্য দেখে লিখার চেষ্টা।

২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতা ভাল লাগছে। বেচারা হোটেল বয়। :(

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

তারেক ফাহিম বলেছেন: হুঁম হোটেল বয় দেখেতো বার বার মাফ চেয়েও চাকুরীটা থাকলোনা। :((

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । বেয়াদপের সাজা হয়েছে বেশ লেগেছে ।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

তারেক ফাহিম বলেছেন: বেশ হয়েছে :((
মাপও চেয়েছে
মার খেয়েছে
চাকুরীও গেলো
সাজার আর কিছু বাকি থাকলে বলতে পারেন সেলিম ভাই।

২৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫১

খায়রুল আহসান বলেছেন: ছন্দে লিখলে ছন্দ ধরে রাখুন, মুক্তগদ্যে লিখলে লেখার ফরম্যাট সেভাবেই রাখুন। আমার ব্যক্তিগত মতামত, ঘটনাটির কথা কবিতায় না লিখে ছোট গল্প কিংবা কথিকায় লিখলে তাতে বেশী আবেদন থাকতো।

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪

তারেক ফাহিম বলেছেন: ছন্দে লিখতে পারিন, ছন্দে লিখতে গেলে গড়মিল আমার হয়ই।
ছোটগল্প কিংবা কথিকায় লিখতে গেলেও পারিনা।

চেষ্টায় অাছি ভালো লিখার।
সবই আপনাদের প্রেরণায়।
ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়।

২৬| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:১৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: আহা বেচারা হোটেল বয়, বড় কষ্ট লাগছে তার জন্য।

২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪২

তারেক ফাহিম বলেছেন: হ্যাঁ খুরশিদ ভাই আমারও কষ্ট লাগছিলো।

আসলে কিছু কিছু মহিলা আছে এমনিই হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.