নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

বহমান জীবনে আবহমান এলোমেলো ভাবনা

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৪



বহমান এ জীবনে আবহমান আমারএ এলোমেলো ভাবনাগুলো আমার নিজের মতো করে ভাবলেতো হবে না। হয়তোবা আমি যাদের নিয়ে নিতান্তই ভেবে থাকি, তাদের কাছে আমার ভাবনাগুলোর কোনো মূল্যই নেই বা আমার ভাবনার সাথে তাদের ভাবনার বিস্তর ফারাক। ক্ষণিকের এ ট্র্যাজেডিক জীবনে আমার আগমন একাই হয়েছিল এবং বরাবরই একাই আমার জীবনের নাশ হবে। মানুষ যেহেতু সংঘবদ্ধ জীব সেহেতু এই “একা টু একা” জীবনে অনেক পরিস্থিতির অবতারণা হবে শুধুমাত্র এই সংঘবদ্ধতার কারণেই। সকল পরিস্থিতিতেই নিজেকে স্বাভাবিকভাবে মেলে ধরার নামই জীবনের আরো একটি সজ্ঞা। জীবন এবং আমি দুটোই আপন গতিতে ধাবমান। এই ধাবমানতায় কখনো আমি যেমনটি চাইব তেমনটি হবে আবার কখনো বা আমার পাওয়ার যোগ্য বিষয়টি না পেয়ে অহেতুক হতাশ হব। আর হতাশাগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই অগ্রসরমানতা। এ হতাশাগুলোকে স্বাভাবিক গতিতে মোকাবেলা করতে না পারায় আমরা অনেকেই আজ মানবেতর জীবনযাপন করছি।
মাঝের মাধ্যে নিজেকে প্রশ্ন করি, প্রথম দিন যখন আমি আমার বিদ্যাপীঠে গমন করেছি আমি কি একা থাকিনি? হয়তোবা সংঘবদ্ধতার কারণেই এক সময় আমার অনেক আপনজন হয়ে উঠেছে। একটু ভেবে দেখলেই বোঝা যায় আমার সেই আপনজনগুলো হয়তোবা গ্রুপ বিভক্তি, মানসম্মত বিদ্যাপীঠ এমনকি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার কারণে কোনো না সময় আমার সাথে আর থাকতে পারে না।
এক পর্যায়ে আমার চেয়ে আমার আপনজনগুলোর সাথে অন্য কারো ভালো সম্পর্ক বিকশিত হয়। আমি তখন চাইলেও আর আমার পূর্বাবস্থার সেই সম্পর্কটুকু আর রক্ষণ করতে পারি না। কেননা সবকিছু আমি আমরা নিজের মতো করে ভাবলেতো হবে না। অতি সম্পর্ক কাছেও টানে না আবার দূরেও ঠেলে না। তাই কারো সাথেই অতি সম্পর্কে না জড়াটাই শ্রেয়। আর যদিও আমরা সময়ে সাথে জড়িয়ে পড়ি, আল্টিমেটলি আমরা কারো ভালোবাসার ফাঁকিতে অবহেলিত হই । যখন দেখি আমি আর আমার আপনজন এক পর্যায়ে নেই তখন সে সম্পর্কগুলোতে পাটল ধরতে শুরু করে।
সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে নিজ অবস্থানের দিকে লক্ষ্য রেখে সম্পর্ক স্থাপন করলে সম্পর্ক অটুট থাকে। বর্তমান সমাজে আমরা আমাদের চেয়ে বিন্দুমাত্র পর্যায় বিভক্তির কারো সাথে সম্পর্কে আবদ্ধ হলে ইন ফিউচারে আমরাই বিপদে পড়ি। তখন সম্পর্ক ঘিরে যত ভাবনায় দেখি বাস্তবে তা আকাশ-কুসুম কল্পনা। আমাদের কোনো ভাবনাই বাস্তবে রূপান্তরিত হবে না এমনকি নিজের ভাবনাগুলোর ম্লানে নিজেই অসহ্য যন্ত্রণা কাটবে, কেননা সবকিছু আমি আমার নিজের মতো করে ভাবলেতো হবে না।
পর্যায় বিভক্তির সম্পর্কগুলোতে যখন আমি নিজেকে সচল রাখতে চাই ঠিক তখনই আমি আমার আপনজনের অবহেলার পাত্র হই। আমার সাথে আমার আপনজনের ভাবনাগুলোর কোন মিলবন্ধনই খুঁজে পাই না। প্রাচুর্য থাকা মানেই কিন্তু ভালোবাসার দাবীদার নয়। ভালোবাসা শব্দটি ৮টি বর্নের সমষ্টি হলেও এটার অর্থ কিন্তু ব্যাপক, যাকে আমি মনে করি আমার প্রিয় কোন বস্তু ত্যাগ করে কারো প্রতি উদাত্তভাবে দেওয়াই হলো ভালোবাসা।আর ত্যাগের ভালোবাসাটুকু বিকশিত হোক সবার জীবনে।
আমরা আমাদের জীবনকে এমনভাবে সাজানো উচিত যাতে আমাদের চলাফেরায় কেউ কোন প্রকার কষ্ট না পায়। যাতে কেউ আমার অগোচরে আমার চলাফেরা নিয়ে বিন্দুমাত্র মন্তব্য না করে। তবে এখানেও একটি বিষয় রয়েছে- যারা আমাকে নিজ থেকে ভালোবাসবে তারা কখনোই আমার ত্রুটিগুলো আমার অগোচরে বলবে না। আমি কষ্ট পেলেও আমার সম্মুখেই পেশ করবে।
জীবনে আমি কখনোই এটা বিশ্বাস করিনা, No risk but gain. আমাদের চলমান এ জীবন কুসুমাস্তীর্ণ নয় বরং কন্টকাকীর্ণ। আর এ কন্টকাকীর্ণ জীবনের প্রতিটি ধাপেই রয়েছে সীমাহীন ঝুঁকি। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই ঝুঁকিময়। যেখানে অসংখ্য ঝুঁকি প্রতিনিয়ত আমাদের তাড়া দেয়।
তাই বলছি- হয়তোবা আজ আমার স্বপ্নগুলো ধূলিস্মাৎ, হয়তোবা আজ আমি অবহেলিত, হয়তোবা আজ আমার মেহনত আমাকে যোগ্য চাহিদাটুকু দেয় না তবে একটি বিষয় মনে প্রাণে আঁকড়ে ধরার চেষ্টা করি- “জগতের সকল কর্মই সৃষ্টিকর্তার ইশারায় সংঘঠিত হয়।
একদিন আমার স্বপ্নের বাস্তব প্রতিফলন ঘটবে, একদিন আমার অবহেলাগুলোর মোচন হবে, একদিন আমার মেহনত আমাকে যোগ্য স্থানে আসীন করবে বলে স্বপ্ন দেখে যাই আর একটা করে দিন চলে যায়।







মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ফাহিম ভাই!

কঠিন লেখা। দার্শনিক কথা বার্তা। আরেক বার পড়তে হবে।:(

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭

তারেক ফাহিম বলেছেন: কোন টপিক নিয়ে লিখতে পারিনা এলোমেলো কথামালা মনে আসছে, কিন্তু আপনাদের মত সাঁজিয়ে লিখতে পারিনা।

প্রেরণাদায়ক মন্তব্য করে গেলেন ভাই।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ জানবেন।

২| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর করে জীববোধটুকু ফোটাতে সক্ষম হয়েছেন। আপনার বিশ্বাস নির্মল আপনাকে আরো সুন্দর চিন্তা যোগাতে সহায়ক হউক, আপনি বিকশিত হউন। স্রষ্টাই সকল ক্ষমতার অধিকারী।

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

তারেক ফাহিম বলেছেন: সুজন ভাই,

আপনার দোয়া যেন সৃষ্টিকর্তা কবুল করে।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ জানবেন।

৩| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


এখন সমাজ ব্যবস্হা কমপ্লেক্স হয়ে গেছে, মানুষের জীবন সমাজ দ্বারা বিশষভাবে প্রভাবিত হচ্ছে।

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১১

তারেক ফাহিম বলেছেন: সমাজে উঁচু নিচু নিয়ে বিভক্ত :((
এখন সমাজ ব্যবস্হা কমপ্লেক্স হয়ে গেছে গাজীভাই মত প্রকাশ করছি।

ধন্যবাদ জানবেন।

৪| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১০

শাহরিয়ার কবীর বলেছেন: সবকিছুর জন্য দায়ী বৈষম্য !!

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২১

তারেক ফাহিম বলেছেন: সহমত কবীর ভাই।

বৈষম্যই আজ সমাজকে কমপ্লেক্স করেছে।

৫| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪

সৈয়দ তাজুল বলেছেন: আমাদের প্রয়োজন চিন্তার বন্ধাত্বতা দূর করা।

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২২

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ।

৬| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: আপনি কি হতাশাগ্রস্ত? মন মেজাজ ভালো নেই?
গান শুনুন, বই পড়ুন।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫

তারেক ফাহিম বলেছেন: ব্লগিং করার আগে ব্ই পড়ার অভ্যাস ছিলো না।
এখন নিয়মিত পড়ি।

গানও শুনি হয়ত কম।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

৭| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

তারেক_মাহমুদ বলেছেন: আমরা আমাদের জীবনকে এমনভাবে সাজানো উচিত যাতে আমাদের চলাফেরায় কেউ কোন প্রকার কষ্ট না পায়। এটাই হওয়া উচিত।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।

৮| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫

মাআইপা বলেছেন: লেখাটা আমার কাছে ভাল লেগেছে।
আশা করছি অচিরেই আপনার কাংখিত স্বপ্নের প্রতিফলন ঘটবে।
শুভ কামনা রইল।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৬

তারেক ফাহিম বলেছেন: লেখাটি অাপনার নিকট ভালো লেগেছে জেনে খুশি হলাম।

আপনাকে আমার ব্লগে স্বাগত।

ধন্যবাদ ভালো থাকবেন।

৯| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই জীবনে কত এলো মেলো ভাবনা ভেবে চলেছি তার শেষ নেই।

যদি লিখে রাখা যেত। একসময় পড় নিজেই অবাক হতাম যে! এগুলো আমিই লিখেছি!

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২১

তারেক ফাহিম বলেছেন: লিখে রাখেন।
অন্যকে না নিজেকে অবাক করার জন্যই না হয়।

মন্তব্যে ধন্যবাদ মাইদুল ভাই।

১০| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

জাহিদ অনিক বলেছেন:



আবহমান জীবনের পরতে পরতে লুকিয়ে থাকা কথাগুলো ভালো লাগলো।
সবকিছুই আছে লেখায়

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৪

তারেক ফাহিম বলেছেন: আপনার ভালোলাগা আমার প্রেরণা।
ধন্যবাদ অনিক ভাই।


১১| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: যখন আমি কিশোর পর্বগুলো দারুন।
এটাও একটা গুরুত্বপূর্ণ লেখা। ভাল লাগল। শুভেচ্ছা নিন।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ বরকত ভাই।

আপনাকে আমার ব্লগে পেয়ে আনন্দিত।

আপনাদের প্রেরণায় লিখার চেষ্টা।

১২| ০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: আপনার বহমান জীবনে আবহমান এলোমেলো ভাবনা গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। ভাবনায় সার্বজনীন আবেদন রয়েছে।
পোস্টে প্রথম ভাল লাগা + +

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।

আপনার ভালোলাগা জেনে অানন্দিত।

১৩| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:২১

মোঃ খুরশীদ আলম বলেছেন: আমি যাকে নিয়ে ভাবি, আমার সময় ব্যয় করি যাদের চিন্তায় তাদের হয়তো আমাকে নিয়ে ভাববার ফুসরতটুুকু একেবারেই নেই। বড় নির্মম এই দুনীয়া, এখানকার জীবগুলো।

২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৬

তারেক ফাহিম বলেছেন: অাপনাকে অনেক অনেক ধন্যবাদ খুরশীদ ভাই।

আমার ব্লগটিকে মুল্যয়ন করার জন্য।
পাশে আছি ইনশাআল্লাহ্, পাশে থেকে প্রেরণা দিবেন বলে আশা রাখি।

১৪| ০২ রা জুলাই, ২০১৮ রাত ৯:২৮

রাকু হাসান বলেছেন: লেখার গভীরতা অনেক .............. :|

০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩৬

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

আপনাকে আমার ব্লগে স্বাগতম।

১৫| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

করুণাধারা বলেছেন: হতাশাগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই অগ্রসরমানতা। এ হতাশাগুলোকে স্বাভাবিক গতিতে মোকাবেলা করতে না পারায় আমরা অনেকেই আজ মানবেতর জীবনযাপন করছি।

চমৎকার কথা। আপনার পরিনত ভাবনা দেখে খুবই ভালো লাগলো।

জগতের সকল কর্মই সৃষ্টিকর্তার ইশারায় সংঘঠিত হয়।

এই কথাটি সব সময় মনে রাখলে জাগতিক দুঃখ কষ্ট হতাশা কোন কিছুই চেপে বসতে পারে না মনে।

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪০

তারেক ফাহিম বলেছেন: অনেক অনেক আন্তরিকতা প্রকাশ পেয়েছে মন্তব্যে।


অাপনার ভালোলাগা জেনে লিখাটি সার্থক মনে করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.