নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

আদর্শ কণ্যা সন্তান

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৫



আল্লাহ্ পাকের বিধান অনুযায়ী নারীদের কর্মক্ষেত্র বা কর্তব্য ক্ষেত্রে দু’টি এক পিত্রালয় দুই শশুরালয় এই দুই ক্ষেত্রে তার অবস্থা তিন রূপে কন্যা, বধু ও মাতা এ সব অবস্থায় তার দায়িত্বে ও কর্তব্যের সীমানা বিস্তুত। একটিতে (কন্যা সন্তানের অবস্থায়) গঠনমূলক এবং অপর দু’টি (বধু ও মাতা) অবস্থায় সেবা মূলক বিকাশ সাধন ও অপরটিতে কর্তব্যের মাপকাঠিতে স্থায়ী যোগ্যতার প্রমাণ প্রদান করতে হয়। একটি সেবার মনকে গঠিত করা এবং অপরটিতে সেবা প্রদান, প্রীতি হওয়া কর্তব্য। দুই অবস্থাতেই একটি নারীকে সফলতা অর্জন করতে হবে। তা না হলে সে আদর্শ মা হতে পারবে না আর আদর্শ মা ছাড়া আদর্শ সন্তান গঠিত হবে না। আদর্শ সন্তান গঠন না করলে আদর্শ পরিবার গঠিত হতে পারে না। অনুরূপভাবে আদর্শ পারবার ছাড়া আদর্শ সমাজও আদর্শ রাষ্ট্র গঠিত হবে না। বিশ্ব গঠন সমাজে একটি প্রচলিত আছে “বিবাহের জন্ ” এই বাক্যটিকে বিশ্লেষন করলে দেখা যাবে নারীদের অতীত হচ্ছে কন্যা অবস্থার এবং পুরুষদের ভবিষ্যৎ হচ্ছে স্বামী ও পিতার অবস্থায়। নারীদের অতীত দেখার পেছনে কারণ এই যে, বধু ও মাতা হিসাবে সে কতটা যোগ্য আর অতীতকে বিশ্লেষনের মাধ্যমেই তা জানা যাবে। অতীত দ্বারা বর্তমান ও ভবিষ্যতের সরূপ অনেকাংশে উম্মেচিত হয়। বিবাহের পর থেকে যে মূল্যায়ন শুরু হয় সে মুল্যায়নে উত্তির্ণ হওয়ার জন্য কন্যাবস্থায় গঠিত হতে হবে প্রত্যেক মেয়েকে। তা না হলে শশুরালয়ে সে অবমুল্যায়ন হবে। প্রত্যেক নারীরেই দোষ-গুন মেধা বিকশিত হয় পিত্রালয়ে, এখানে একটি নারীর আদব আখলাক পরিষ্পুরিত হয়। আর আচার ব্যবহারে মাধুর্যতার প্রতিপলন ঘটে। অপরদিকে পারিবারিক কাঠামো সুবিন্যাস্ত করা পারস্পরিক সোহার্দ্য বজায় রাখা এবং মার্জিত আচারন দ্বারা পত্যেকের সাথে সম্পৃতির যোগসুত্র স্থাপন করার ক্ষেত্রে একটি নারীর কৌশলী মনের পরিচয় পাওয়া যায়। শশুরালয়ে তার যোগ্যতা ও নৈতিকতার দ্বারায় স্মরণ রাখা উচিত মেয়েরা নিজে গঠিত না হলে তার গোটা পরিবারেই অপগঠিত থেকে যাবে। তাই কন্যা সন্তান হিসাবে পরিবারের যে সব বিষয়ের প্রতি একটি নারীর লক্ষ্য রাখা উচিত তার মধ্যে কথিপয় হচ্ছে-

০১। পিতা মাতার চাওয়া পাওয়ার প্রতি নজর রাখা। যেমন তাদের সঙ্গে সদাচরন ও শ্রদ্ধা প্রদর্শন করা। তাদের প্রয়োজনীয় আসবাবপত্রের রক্ষণাবেক্ষন করা। তাদের শারিরীক ও মানুসিক অবস্থার পর্যাবেক্ষন করা। তাদের কাজ কর্মে সহযোগীতা করা। তাদের মনতুষ্টি অর্জন করা। খাদ্য গ্রহণের সময় তাদের তদারকি করা ইত্যাদি।

০২। সংসারের আয় ব্যায়সহ খুটিনাটি বিষয়ের খোঁজ খবর নেওয়াও সন্তান হিসাবে কন্যার কর্তব্য।

০৩। পিতা-মাতার যে কোন হুকুম তরিৎ গতিতে সুচারুরূপে
সম্পূর্ণ
করা।
০৪। দ্বীন ইসলামের বিধান অনুযায়ী জীবন গড়ে তোলা।


০৫। ছোট ভাইবোনদের প্রতি নৈতিক দায়িত্ব পালনের মাধ্যমে তাদের মনতুষ্টি অর্জন করা।

০৬। পরিবারের অভাব অনটন বা অসচ্ছলতার জন্য পিতা কিংবা মাতা কাউকে দায়ী না করা বরং এ ক্ষেত্রে ধৈর্য্যশীলতা ও বুদ্ধি মত্তা দ্বারায় পরিবারের শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করা এবং মহান রাব্বুল আল আমিনের সাহয্য কামনা করা।

০৭। সংসারের গোপন কথা যে বলুক তা নিজের কাছে গোপন রাখা তবে তা যদি প্রকাশ করা কল্যাণমুলক হয় তাহলে অপরের কাছে তা ব্যাক্ত করা যাবে।

০৮। কোন কাজে পিতা-মাতা বা অভিভাবকের কোন মতামত জানতে চাহিলে বুঝে শুনে অতি আদবের সাথে মতামত দেওয়া।

০৯। কোন দোষ ত্রুটি জন্য পিতা-মাতা গালি গালাজ করলে তার সাথে কখনোই তর্ক না করা। যদিও তাদের বচন অতিরিক্ত হয়। সে ক্ষেত্রে কন্যার রুচি স্বীয় দোষত্রুটি সংশোধনে সচেষ্ট হওয়া।

১০। বাড়ী থেকে বের হওয়ার প্রয়োজন হলে অবশ্যাই অভিভাবকের অনুমতি নেওয়া এবং পর্দপুশিদার কোন মাহরামের সাথে যাওয়া।
১১। দূরে কোথাও গমন করলে তাদের সাথে সালাম প্রদান ও দোয়া গ্রহণ করা। এবং ফিরে এসে সালাম প্রদান করতঃ তাদের কৌশলাদী জিজ্ঞাসা করা।

১২। পিতা মাতা কিংবা পরিবারের অন্যান্য সদস্যের প্রয়োজনার্থে নিজের স্বার্থে জলাঞ্জলি দেওয়া।

১৩। পরিবারের কোন সদস্যের ভূলের জন্য তার সাথে তুচ্ছ তাচ্ছিলতা প্রদর্শন না করা। তবেই না বধু হবে, সে হবে সম্মানি।


মন্তব্য ৬২ টি রেটিং +২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৯

তারেক_মাহমুদ বলেছেন: আদর্শ পুরুষ সন্তানের কতব্য নিয়েও লেখেন।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১

তারেক ফাহিম বলেছেন: বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
ইনশাআল্লাহ চেষ্টা করবো।

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর লিখেছেন। এমন আদর্শ নারী থাকলে সংসারে স্বর্গসুখের ফোয়ারা ছুটবে।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ সম্রাট ভাই।

এ রকম আদর্শ নারী থাকলে আমাদের পরিবার সমাজ এবং গোটা রাষ্ট্রে শান্তি বিরাজ করবে।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০১

পার্থ তালুকদার বলেছেন: আমারও কণ্যাসন্তান !!

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১০

তারেক ফাহিম বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: এই রকম লেখা ভালো লাগে। ঝামেলাবিহীণ।

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১০

তারেক ফাহিম বলেছেন: আপনার ভালোলাগার আমার প্রেরণা।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ রাজিব ভাই।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৯

সৈয়দ তাজুল বলেছেন: এরকম লেখাগুলো আমাদের কারো না কারো উপকারে আসবে।
লিখে চলুন...

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১১

তারেক ফাহিম বলেছেন: অনেক প্রেরণ দিয়ে গেলেন ভাই।

আপনাকে আমার ব্লগে স্বাগত।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ তাজুল ভাই।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৫

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর একটি পোষ্টের জন্য ধন্যবাদ ফাহিম ভাই।

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১২

তারেক ফাহিম বলেছেন: সোহেল ভাই আপনাকেও ধন্যবাদ পোষ্টে মুল্যয়ন করার জন্য।

ভালো থাকবেন সবসময়।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


ঢাকায়, ৩০ লাখ মানুষ বস্তি, বা বস্তির কাছাকাছি পরিবেশে বসবাস করেন; এখানকার মেয়েদের কোনটা বাপের বাড়ী, কোনটা আপন বাড়ী, কোনটা পরিবার?

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

তারেক ফাহিম বলেছেন: না পড়ে মন্তব্য করলে যা হয়।
গাজী ভাই মন্তব্যের সঠিক প্রতিত্ত্যর দিতে গেলে আমাকে বস্তিতে গিয়ে থাকতে হবে এবং মেয়ে সন্তানদের বাবার বাড়ী ও নিজের বাড়ী লিষ্ট করতে হবে।

উল্লেখিত ব্লগের আলোকে মন্তব্য ধরে নিলে না পড়ে মন্তব্য আর না হয় গাজী ভাই প্রবাসে থেকে দেশের বস্তির সম্পর্কে আমার কাছ থেকে জানতে চেয়েছেন।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ফাহিম ভাই তো, ড. লুৎফর রহমানে স্টাইলে লেখা শুরু করলেন?

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

তারেক ফাহিম বলেছেন: মন্ডল ভাই, ডঃ লুৎফুর রহমান স্যারের বইও তেমন একটা পড়ি না।
উনার স্টাইলে লেখা ;)

আপনাদের প্রেরণায় লেখার চেষ্টা, আমি মুলত পাঠক ব্লগার।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮

ওমেরা বলেছেন: আর্দশ মা আদর্শ পরিবার আদর্শ সন্তান ।

ভাল লিখেছেন ধন্যবাদ ।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ ওমেরাপুর।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: তারেক ভাই,খুব ভালো লাগলো।আমাদের সবার এমন হওয়া দরকার।

শুভ কামনা নিরন্তর।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১১

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ চৌধুরী ভাই, পোষ্টটি মুল্যয়ন করার জন্য।

১১| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছোট থেকে এসব অভ্যাস করলে পরে গিয়ে ঝামেলায় পড়তে হবে না...

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭

তারেক ফাহিম বলেছেন: বলেছেন: আপনার সাথে মত প্রকাশ করছি।
পরিবার থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণের সময় এসব বিষয়ে গরুত্ব দিতে হবে।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

১২| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৩

খায়রুল আহসান বলেছেন: মা জননীই আসল ব্যক্তি; একটি শিশুর- তা ছেলে বা মেয়ে, যাই হোক, ব্যক্তিত্ব গঠনের প্রধান ও প্রথম সোপান। মা ভাল হলে সন্তানেরা ভাল হতে বাধ্য। খারাপ বাবার ছেলে মেয়েরাও মায়ের গুণে ভাল হয়ে থাকে, এমন অনেক নজির ব্যক্তিজীবনে দেখেছি।

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৬

তারেক ফাহিম বলেছেন: খারাপ বাবার ছেলে মেয়েরাও মায়ের গুণে ভাল হয়ে থাকে, এমন অনেক নজির ব্যক্তিজীবনে দেখেছি।

মায়ের কারণেই তা সম্ভব।

ধন্যবাদ শ্রদ্ধেয় মুল্যবান মন্তব্যের জন্য।

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৭

ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর লিখেছেন।
ভাই একটা গল্প লিখেছি, আপনার মতামত একান্ত কাম্য শহুরে গাছ

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫

তারেক ফাহিম বলেছেন: মন্তব্যে ধন্যবাদ
সময় নিয়ে পড়ে নিবো।

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫০

সনেট কবি বলেছেন: খুব সুন্দর ও দরকারী পোষ্ট। উন্নত সমাজ নির্মাণে এমন পোষ্ট খুব বেশী পরিমাণে দরকার।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৩

তারেক ফাহিম বলেছেন: সুন্দর মন্তেব্যের জন্য ধন্যবাদ শ্রদ্ধেয়।

আপনি কেমন আছেন ?

১৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫১

ব্লগার_প্রান্ত বলেছেন: ফাহিম ভাই, কেমন আছেন?
click
আমার একটি নতুন লেখা, নিমন্ত্রন রইলো।

৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৩

তারেক ফাহিম বলেছেন: ভালো আছি আপনি কেমন?

অবশ্যই দেখবো।

১৬| ০৮ ই মে, ২০১৮ দুপুর ১:০২

প্রামানিক বলেছেন: বাবা মায়ের উপর ছেলে মেয়েদের ভালো মন্দ অনেক সময় নির্ভর করে, কাজেই সন্তানকে ভালো করতে বাবা মাকেই উদ্যোগ নেয়া দরকার। চমৎকার একটি পোষ্ট উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

০৮ ই মে, ২০১৮ দুপুর ১:২০

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ প্রামনিক ভাই।

আপনার মন্তব্য আমার জন্য প্রেরণা।

১৭| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

শামচুল হক বলেছেন: বাবা মায়ের আদর্শের উপরেই সন্তানের আদর্শ অনেকটা নির্ভর করে।

০৮ ই মে, ২০১৮ রাত ৮:০৭

তারেক ফাহিম বলেছেন: সুন্দর বলেছেন ভাই।

ধন্যবাদ।

১৮| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:৫৪

খালেদা শাম্মী বলেছেন: কিছু লেখা শুধু পড়ার জন্য নাহ, মনে রাখার জন্যও। তেমন লেখাই এটা। ধন্যবাদ এমন লেখার জন্য।

১০ ই মে, ২০১৮ সকাল ১১:১৩

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ আপনাকে, গুরুত্ব দেওয়ার জন্য।

১৯| ১৩ ই মে, ২০১৮ দুপুর ২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সন্তানকে আদর্শবান হিসাবে গড়ে তোলে মা-বাবার দায়িত্ব ও কর্তব্য।

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:১৩

তারেক ফাহিম বলেছেন: শুরুতে মন্তব্যের প্রতিত্ত্যরের লেট হওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি।

চলতি মাসের শুরু থেকে আমার ব্লগ সাইট সহ আরও কয়েকটি সাইটে কাজ করেনি।

প্রিয় প্রাঙ্গন সামুতে লগইন হয়। পড়তে পারি কিন্তু নেটগত সমস্যায় মন্তব্য করতে পারিনি।

শুধু পড়েইছিলাম, কিছু বলতে চাইলেও বলতে পারিনি, বলতে পারেন শুধু মাত্র দর্শক হিসেবে ছিলুম :(

সন্তানকে আদর্শবান হিসাবে গড়ে তোলে মা-বাবার দায়িত্ব ও কর্তব্য। সন্তান যখন হাতের মুঠোয়, আইমিন (শিশুকাল) থাকে তখনি সম্ভব।

২০| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:৫০

পবন সরকার বলেছেন: বাবা মা যেভাবে সন্তান মানুষ করবে তারা সেইভাবেই গড়ে উঠবে। চমৎকার পোষ্ট।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৫২

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ পবন সরকার

মন্তব্যে প্রেরনা আসলো।

ভালো থাকুন নিরন্তন।

২১| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৮:১০

নীল মনি বলেছেন: অনেক সুন্দর ও সাবলীল লেখা। শুকরিয়া

১০ ই জুন, ২০১৮ রাত ১০:০৯

তারেক ফাহিম বলেছেন: পাঠ ও মন্তব্য ধন্যবাদ জানবেন।


২২| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:৪৩

শামচুল হক বলেছেন: কানাডার জঙ্গলে এক রাত দ্বিতীয় পর্ব দেয়া আছে সময় করে পড়বেন।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ শামচুল ভাই।

আসলে একটু ব্যস্ত ছিলাম তাই ব্লগে নিয়মিত হয়ে উঠতে পারিনি।
অবশ্যই পড়বো।

২৩| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:১৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: সংসারের প্রতি নারীদের কর্তব্য সম্পর্কে মাওলানা আশরাফ আলী থানবী (রহঃ) খুব ভাল নছিহত করেছেন তার লেখা বেহেশতী জেওর কিতাবে।
সময় সুযোগ করে দেখার অনুরোধ রইল। প্রত্যেক নারী জীবনের পাথেয় হতে পারে কিতাবটি। ধনব্যাদ।

২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ খুরশিদ ভাই।

অনলাইনে মাওলানা আশরাফ আলী থানবী (রহঃ) কিতাবটি পাওয়া যাবে?

আপনার অনুরোধ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।

২৪| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাই অনলাইনের বিষয়টা জানিনা। তবে যেকোন কিতাবের লাইব্রেরীতে যেমন চট্টগ্রামের আন্দরকিল্লাসহ সকল খ্যাতনামা লাইব্রেরীতে এমদাদিয়া লাইব্রেরী কর্তৃক অনুদিত কিতাবটি পাবেন।

২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৭

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ খুরশীদ ভাই।

চেষ্টা করে দেখবো।

আপনার সুস্থতা কামনা করছি।
ভালো থাকুন নিরন্তন।

২৫| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৫

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: ভাই, আমাদের আর্দশ আর কর্তব্য নিয়েও লিখবেন আশা করি।
ব্লগটি ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:২০

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ অয়ন ভাই।

আমাদের আদর্শ আর কর্তব্য নিয়ে লিখার ইচ্ছে নাই।

যে হারে আগলি পাগলি ধর্ষন শুরু হয়ে গেলো নিজেকে পুরুষ ভাবতেও লজ্যা হয়।

আপনার ব্লগ ঘুরে আসবো বলে আশা রাখি।

২৬| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৫:২৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার পোষ্ট !
লেখায় ভালোলাগা।

০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:২৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ মনিরাপু।

আপনার ভালোলাগা জেনে খুবই আনন্দিত হলাম।

২৭| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ছবিটি সুন্দর। পোস্ট আরো সুন্দর।

০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:০০

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই।

ছবিটি আমারও ভালো লাগলো।

২৮| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:০৩

আখেনাটেন বলেছেন: চমৎকার।

এবার আদর্শ ছেলে সন্তান নিয়ে লিখুন ব্লগার।

০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১১:০৫

তারেক ফাহিম বলেছেন: আদর্শ সন্তান!! যে সমাজে পাগলীও ধর্ষন হয় সে সমাজে আদর্শ সন্তান।

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

২৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২

বলেছেন: সুন্দর লিখেছেন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ।

আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগছে।

পাশে থাকার ইচ্ছে আছে।

শুভেচ্ছা নিরন্তন।

৩০| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২

হাবিব বলেছেন:





ভালো লাগলো, আমার অনেক উপকারে আসবে
আপনার লেখা বেশ গোছালো।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০

তারেক ফাহিম বলেছেন: আরে স্যার যে।

কি সৌভাগ্য আমার।

লিখাটি আপনার উপকারে আসবে জেনে নিজেকে সার্থক মনে হচ্ছে।

৩১| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছে সেটা দেখতে- জানতে।

০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, প্রিয়।

আপনার মত নিয়ম করে প্রতিদিন পোস্ট দিতে পারি না।

পূর্বের পোস্টগুলোইতো থাকার মত আছে।

কৃতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.