নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

বিচারকের উপস্থিতিতে হত্যা মামলার আসামী মাথা ফাঠালো স্বাক্ষীর

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৩

পূর্ব বিরোধকে কেন্দ্র করে সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিন গ্রামের আবদুল মান্নানের ছেলে মিলন গতবছর ২৮ মে একই এলাকার নাছির আহম্মেদের ছেলে ইটভাটার শ্রমিক মোঃ শরীফ হোসেনকে গলা কেটে হত্যা করে। এর পরের দিন নিহতের বড় ভাই আরিফ হোসেন বাদী হয়ে মিলনকে প্রধান আসামী করে চর জব্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা কান্ডের তিন দিন পর স্থানীয় আটকপালিয়া বাজার থেকে মিলন পুলিশের হাতে গ্রেফতার হয়। মামলায় নুরুল ইসলামের অজান্তে তাকে স্বাক্ষী করা হয়। গতকাল রোববার ছিল মামলার শুনানীর তারিখ। মামলা শুনানী চলছিল জেলা দায়রা জজ সালাউদ্দিন আহাম্মদের আদালতে। আহত নুরুল ইসলাম জানান- স্বাক্ষী হিসেবে তিনি, একই এলাকার ইউসুফ, বাহার উদ্দিন ও জামাল উদ্দিন হাজিরা দিয়ে বিচারকের এজলাসের সামনে চেয়ারে বসেছিলেন। ওই সময় হত্যা মামলার আসামী মিলন কাঠগড়ায় হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় দাঁড়ানো ছিল। কেউ কিছু বুঝে উঠার আগেই কাঠগড়া থেকে নেমে হ্যান্ডকাপ দিয়ে দুহাতে স্বাক্ষী নুরুল ইসলামের মাথায় সজোরে আঘাত করে। এতে নুরুল ইসলামের মাথা ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়।
আদালত হল সবচেয়ে নিরাপদ জায়গা সেখানে কি করে একজন খুনের আসামী স্বাক্ষীর উপর হামলা করে তা বোধগম্য নয়। এটা আদালতে কর্তৃব্যরত পুলিশ ও আদালত কর্তৃপক্ষের ব্যার্থতা।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: সময় পেলে এই মুভিটা দেখবেন।

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৬

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

আপনি বলছেন না দেখে উপায় আছে B-)

পোষ্টের বিষয়ে কিছু বলার থাকবে না জানি :(

২| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: দুঃখজনক ঘটনা! এজলাসে কখনোই এমন ঘটনা কাম্য নয়।

শুভকামনা প্রিয় ফাহিম ভাইকে।

০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:১১

তারেক ফাহিম বলেছেন: জ্বি দাদা, অত্যন্ত দুঃখজনক ঘটনা।

এটা কর্তব্যরত পুলিশ আর আদালত কর্তৃপক্ষের ব্যর্থতা।



৩| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১:৪৫

আরোগ্য বলেছেন: বাকশালের সমর্থকরা যা ইচ্ছা তা ই করতে পারে।

০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৪

তারেক ফাহিম বলেছেন: জ্বি ভাই, বাকশালের সমর্থকরা আজও আরোগ্য লাভ করতে পারেনি।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৫

জুন বলেছেন: এত হানাহানি কাটাকাটি আর সহ্য হয়না তারেক ফাহিম । আমি এজন্য টিভি দেখাই বাদ দিয়েছি :(

০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১০

তারেক ফাহিম বলেছেন: আমাদের দেখা-দেখি কিংবা বলাবলি নিয়ে ওদের কোন প্রতিকার আছে :(

তাদের অপকর্ম তারা চালিয়েই যাবে

৫| ০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৩

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: অবশ্যই পুলিশ বা আদালত কর্তৃপক্ষের ব্যর্থতা। এমনটি যেন কোথাও আর না ঘটে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া জরুরী।

০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১২

তারেক ফাহিম বলেছেন: এমনটি যেন কোথাও আর না ঘটে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া জরুরী।

হুম

আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৬| ২২ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫২

নজসু বলেছেন:

পৃথিবী আর পৃথিবীর মানুষগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। :(

কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই।?

আশা করি ভালো আছেন। আমার পোষ্টে প্রতিমন্তব্য করতে দেরি হলো বলে নিজেই নিজের কাছে লজ্জিত।
আশা করি ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।
ভাই, কিছুকাল পূর্বে আপনার সাথে ঐ যোাযোগ মাধ্যমে যোগাযোগ হবার পর আমি আর ওখানে যেতে পারিনি।
ব্লগেও আসিনি ঠিকমতো। এই পোষ্টটারও কমেন্ট রিপ্লাই করতে পারিনি।

আশা করি আমাকে ভুল যাননি।

২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১৮

তারেক ফাহিম বলেছেন: প্রিয় সুজন ভাই আমার,
আমি আলহামদুলিল্লাহ্, ভালো আছি সৃষ্টিকর্তার কৃপায়। আপনি কেমন আছেন?

আমার পোষ্টে প্রতিমন্তব্য করতে দেরি হলো বলে নিজেই নিজের কাছে লজ্জিত।
আশা করি ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।

লজ্যা দিচ্ছেন প্রিয়? ব্যস্তরাইতো একটু ব্যস্ত থাকবে। তাছাড়া প্রিয় প্রাঙ্গনে আমি নিজেই ঠিকমত ঢুকতে পারি না। কয়েকবার চেষ্টা করার পর লগইন হয়। মন্তব্য করতে গেলে প্রথমবারে মন্তব্য হয় না!! প্রথম বার কপি করে রাখি পরের বার কিংবা তার পরের বার হয়!!!

আমিও এ কদিন ব্লগে কম আসা হতো।

প্রিয় ভাই, আপনাকে ভুলা যায় না। তবে মিস করছি আপনাকে।

আশা করছি পূর্বের ন্যায় আবার নিয়মিত হব প্রিয় প্রাঙ্গনে ইনশাআল্লাহ্।

৭| ২২ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সব সম্ভবের দেশ বাংলাদেশ। তাইতো এহেন ঘটনা ঘটতে পারে।

০৯ ই জুন, ২০১৯ রাত ৯:০৭

তারেক ফাহিম বলেছেন: জ্বি, স্যার।

সব সম্ভবের দেশ বাংলাদেশ। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

৮| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:১২

নজসু বলেছেন:

০৯ ই জুন, ২০১৯ রাত ৯:০৬

তারেক ফাহিম বলেছেন: প্রিয় ভাই, আশা করছি ভালোই আছেন। স্বজন নিয়ে ঈদ ভালোভাবেই উপভোগ করছেন আশা করছি।
প্রতিত্ত্যরে দেরি হওয়াতে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিপিএনও ঠিকমত আমার এখানে কাজ করছিলনা, তাই লগইন করতে পারিনি। আপনাকে অনেক মিস করছি।

আপনাকেও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।

৯| ১২ ই জুন, ২০১৯ দুপুর ১২:০৩

নজসু বলেছেন:



আলহামদুলিল্লাহ।
ভালো আছি ভাই।
আপনাকেও মিস করছি খুব।
আমারও ভিপিএন সমস্যা করতো।
Windows 10 ব্যবহারকারীদের ব্লগে ঝামেলা পোহাতে হয়না।
আপনি কোন ব্যবহার Windows করছেন?

২১ শে জুন, ২০১৯ সকাল ১০:৫২

তারেক ফাহিম বলেছেন: প্রিয় ভাই আমার।
আমি এখনো সে উইন্ডোজ-৭ এ পড়ে আছি।

এক্সপি যখন বাজারে সচারচর, তখনো আমি ৯৮ ব্যবহার করছি।

সবাই যখন সেভেন কিংবা টেন-এ উত্তীর্ণ তখনো আমি এক্সপি B-)
অবশ্য এখন সেভেন-ই আছি।

নতুন ভার্সনে কাজ করতে কেমন অস্বচ্চল লাগে তাই, পুরানটাই আকড়ে ধরি!

ভিপিএন সমস্যার যাবে যাচ্ছে করেও এখনও যাচ্ছে না, আর কদ্দিন বেড়াবে আমার বুঝে আসে না!

শত ব্যস্ততার মাঝেও মনে রাখছেন জেনে কৃতজ্ঞ প্রিয় ভাই।

ভালো থাকুন নিরন্তন।

১০| ১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:৩০

খায়রুল আহসান বলেছেন: আমরা দিনে দিনে হিংস্রতার দিক থেকে পশুকেও হার মানাচ্ছি।
ঘটনাটার কি আর কোন আপডেট আছে? এর পরে কী হলো?

২১ শে জুন, ২০১৯ সকাল ১০:৫৭

তারেক ফাহিম বলেছেন: পশুকি, পত্র পত্রিকা খুললে মনে হয়, হায়নারাও আমাদের চেয়ে ভালো :(

ঘটনার কি আর আপডেট থাকবে, একেক ঘটনাকে আরেক ঘটনা এসে চাপা দিয়ে যায়!!!!!!!

বলতে পারেন পোলাপাইনের ভলিউড মুভির ন্যায় B-)

ব্লগে আপনাকে কিছু দিন না দেখে আমার মত অনেকেই চিন্তায় পড়লো, আপনাকে পুণরায় পেয়ে ভালো লাগছে।

দোয়া করবেন যেন আমিও বিজ্ঞদের নোটিগুলো চেক করে অভিজ্ঞতা অর্জন করতে পারি।

১১| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৩:২৫

নজসু বলেছেন:



আমি ব্লগে আসলেই আপনাকে খুঁজি।
ব্লগে না আসলেও আপনার কথা মনে রাখি।

১৪ ই জুলাই, ২০১৯ রাত ১০:৪৬

তারেক ফাহিম বলেছেন: প্রিয় ভাই,
ভার্চুয়ালেও মানুষ এত্ত মায়ায় পড়ে তা আপনাকে দেখে বুঝা যায়।

ব্লগে না আসলেও আপনার কথা মনে রাখি।

অনেক অনেক বিষ্মিত হলাম,প্রিয় ভাই।

পরিজন নিয়ে ভালা থাকুন নিরন্তন।

১২| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৫

নজসু বলেছেন:





আস সালামু আলাইকুম।

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪৭

তারেক ফাহিম বলেছেন: ওয়ালাইকুম সালাম, প্রিয় ভাই আশা করছি ভালো আছেন। আপনার প্রোফাইলে গিয়ে ঘুরে আসি প্রায়-ই।

১৩| ১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

আরোগ্য বলেছেন: কি খবর ভ্রাতা। পোস্টাইবেন কবে?

১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

তারেক ফাহিম বলেছেন: জ্বি, আলহামদুলিল্লাহ্, ভালো। আপনি কেমন?

সামু রোগ মুক্ত হয়েছে ভালো লাগছে। আলসতাতো আমায় খুব চেপে ধরলো। আপনাদের পোষ্ট পড়ে আগে শিখে নি।

অনেক অনেক কৃতজ্ঞ ভ্রাতা, মনে রাখার জন্য।

১৪| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৭

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম।
সময় কেমন যেন বিরোধিতা করছে আমার সাথে। :(

২৫ শে জুলাই, ২০১৯ রাত ৮:০৯

তারেক ফাহিম বলেছেন: ওয়ালাইকুমুস সালাম,
আপনি সালাম গ্রহণ করবেন প্রিয় ভাই।

ব্যস্ততায় সময় ভালো কাটে।
শত ব্যস্ততার মাঝেও মনে রাখায় কৃতজ্ঞতা জানবেন।

আমি মনে হয় পাঠক হয়েই থাকা লাগবে! মগজ থেকে ভালো কিছু উদয় হয় না :((

সামু ব্লগে ব্লগিং করার যোগ্যতা হারাতে বসেছি মনে হচ্ছে, দোয়া করবেন, প্রিয় ভাই।

১৫| ২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:২২

নজসু বলেছেন:


আমিও মাঝে মাঝে আসছি পাঠ করছি আর কমেন্ট করছি।
নিজের লেখার মতো পর্যাপ্ত সময় পাচ্ছিনা। :(

২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ২:১৬

তারেক ফাহিম বলেছেন: আমি পাঠক পরিচিতিটাও ঠিক মতে ধরে রাখতে পারছি না! :(

পুণরায় মন্তব্যে আসায় ধন্যবাদ।


আমিও আপনার ব্লগ বাড়ী থেকে মাঝের মধ্যে ঘুরে আসি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.