নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

বন্দি সংস্কৃতি

১১ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৩৮


বুঝেছিলাম হয়ত ওখানে থাকা হবে না।
তাইতো রাখালের শৈশব-সাধ আকন্ঠ মিটেছে।
এখনও স্মৃতিকে তাড়ায়;
সন্ধ্যে নামার একটু আগে
গোচারন ভুমিতে খুটি মারা আবালের
খোড়া খুটি তুলে তিরিং বেরিং দৌড়-ঝাপ--
কোমল হাতে তাকে কি আর রোখা যায়!
মেজাজি গরুর খাটো সেই শিং
বন্ধ চোখের সেই ক্রোধের প্রকাশ
অবয়বে ভেসে ওঠে সেই খলিল চাচা
প্রশ্নের বিপরীতে ওল্টো-পাল্টা বলা।

ওমন কথাগুলোম আর সোনা হবে না,
কারন বন্দি সংস্কৃতি আর বয়স বোবা করে গেছে
অমন তিড়িং বিড়িং নাচ আর দেখা হবে না
কারন ওর শৈশব ফুরিয়ে গেল,
এমন কাজ আর পাওয়া যাবে না
কারন ওমন কাজ তাকে অব্যাহতি দিলো।

তাতে কি'ই বা আর হলো
ওসব কেউতো আ চায় না
মা-মাটি-মানুষ, নিস্ফলা সবুজ
ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে সব সব।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১১

হাবিব বলেছেন: তারেক ফাহিম ভাই, কবিতা ভালো হয়েছে।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১৯

তারেক ফাহিম বলেছেন: স্যার।
নামটা পরিবর্তন করতে পারছেন দেখি।


পাঠ, মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞ।

২| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ দুটো চরণ মনটাকে উদাস করে দিল!

১৩ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:২২

তারেক ফাহিম বলেছেন: শ্রদ্ধেয়,

মন্তব্যে কৃতজ্ঞ।

৩| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৪৬

মনিরা সুলতানা বলেছেন: বাহ বেশ কবিতা !!
শৈশবের গন্ধ মাখা লেখা।

১৩ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৪

তারেক ফাহিম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আপু।

৪| ১৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৯

প্রত্যাবর্তন@ বলেছেন: কবিতা ভালো লেগেছে

১৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৫০

তারেক ফাহিম বলেছেন:
অনেক আগের পোস্ট আপনার নজরে আসলো।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ আপনাকে।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




তাতে কি'ই বা আর হলো
ওসব কেউতো আ চায় না
মা-মাটি-মানুষ, নিস্ফলা সবুজ
ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে সব সব।


মন খারাপ করার মতো লাইনগুলো হৃদয় ছোঁয়ে গিয়েছে। সময় এখন অনেক অনেক বদলে গিয়েছে যা আমরা কখনো হয়তো বা চাইনি। আর এর ফলও ভালো হচ্ছে না।



০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৯

তারেক ফাহিম বলেছেন: প্রিয় ভাই,

মন্তব্যের কলামে আপনাকে পেয়ে কৃতজ্ঞ।

সময় এখন অনেক অনেক বদলে গিয়েছে যা আমরা কখনো হয়তো বা চাইনি। আর এর ফলও ভালো হচ্ছে না।


একদম ঠিক বলছেন, সময় বদলিয়ে ফলাফল ভালো হচ্ছে না।

৬| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার কবিতা অনেক সুন্দর। আর কেন লিখছেন না?

১১ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৮

তারেক ফাহিম বলেছেন:
আসলে লিখার সময় সুযোগ হয়ে উঠে না।

মস্তিষ্ক অলস হয়ে যাচ্ছে দিনে দিনে।

পাঠক হয়ে আছি আপাতত।
অনেক অনেক ধন্যবাদ।

৭| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৩৬

শেরজা তপন বলেছেন: প্রিয় তারেক ফাহিম ,শেষ পোষ্ট এক বছর আগে!!!
ব্লগে ফিরে আসুন

১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

তারেক ফাহিম বলেছেন: প্রিয় তপন দা,
আমায় মনে রেখেছেন দেখে সত্যি ভালো লাগছে।

লিখার সুযোগ হয়, মগজ ভোতা হয়ে যাচ্ছে দিনে দিনে।

পাঠক পরিচিতিও ধরে রাখতে পারছি না।

মন্তব্যে কৃতজ্ঞ।
ভালো থাকুন, সর্বদা।

৮| ২৭ শে নভেম্বর, ২০২২ ভোর ৬:৫৯

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম।
কেমন আছেন প্রিয় ভাই?
আপনাকে অনেকদিন পর দেখলাম।
ভালো লাগছে।

২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৪

তারেক ফাহিম বলেছেন: ওয়ালাইকুমুস সালাম।
আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ।
আপনি কেমন?

আপনাকেও অনেক দিন পর দেখলাম।
পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.