নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মুসলিম বাঙালী.... যে কিনা স্বপ্ন দেখে একটি সংঘাতহীন নতুন পৃথিবীর।

মুসলিম বাঙালী

একজন মুসলিম বাঙালী! যে কিনা স্বপ্ন দেখে একটি সংঘাতহীন সুন্দর পৃথিবীর।

মুসলিম বাঙালী › বিস্তারিত পোস্টঃ

কৌলা একটি নদীর নাম

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৮:৪১

"কৌলা একটি নদীর নাম"
গত ৩৫বছর আগের কথা! নদীটির ভাঙ্গনের ভয়ে
প্রায়ই নির্ঘুম রাত কাটতো নদী তীরবর্তী
এলাকাবাসীদের। সুরমা নদীতে পতিত হওয়া এই
নদীটির উত্পত্তি ভারতের মেঘালয় থেকে,
বিশ্বভরপুর উপজেলা হয়ে সুনামগঞ্জ জেলার
বুকচিরে সুরমা নদীর মূলধারার স্রোতে এসে
মিলিত হয়েছিল নদীটি, কখনো কখনো বানের
পানিতে ভাসিয়ে দিতো তীরবর্তী সব
গ্রামগুলোকে এই জন্য লোকেরা নদীটাকে
সর্বনাশা বলেও ডাকত! এতদসত্তেও নদীটাকে খুব
ভালোবাসত লোকেরা কারন একটাই, এই
নদীটিইযে ছিল স্থানীয় লোকদের জীবিকার
মূল উত্স। কিন্তু কালের বিবর্তনে এটি এখন শুধুই
একটি ইতিহাস! এইরকম আরো অনেক নদী আছে
যাকিনা আমাদের মত নতুন প্রজন্মের কাছে শুধুই
একটি অজানা অধ্যায়! কৌলার মত উত্তরাঞ্চলের প্রতিটি
নদীই এখন হুমকির মুখে এবং এর কারনগুলো
হচ্ছে ভারতের বন্ধুর ছদ্মবেশে প্রভুত্বের
মনোভাব, টিপাইমুখ,তিস্তা,ফারাক্কা সহ সমস্ত অবিভক্ত
নদী পয়েন্টে ভারতের নির্লজ্য একচ্ছ
সেচ্ছাচারিতা এগুলো আমাদের সবারই জানা আছে
তারপরেও নিজের মনের ক্ষোভগুলো
কমানোর জন্য কারনগুলো লিখলাম!
যারা আমাদের জাতীয় অস্তিত্বকে ক্রমেই হুমকির
মুখে ঠেলে দিচ্ছে, আমরা কি পারিনা তাদের রুখে
দিতে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.