নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মুসলিম বাঙালী.... যে কিনা স্বপ্ন দেখে একটি সংঘাতহীন নতুন পৃথিবীর।

মুসলিম বাঙালী

একজন মুসলিম বাঙালী! যে কিনা স্বপ্ন দেখে একটি সংঘাতহীন সুন্দর পৃথিবীর।

মুসলিম বাঙালী › বিস্তারিত পোস্টঃ

দেশ যখন অসহায়

২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৭

মনে আছে গত বছরের আজকের এই দিনগুলোর
কথা?

কি! মনে পরছেনা? মনে না পরারই কথা!
গতবছর আজকের এই দিনগুলোতে আমরা
অনেকেই পণ করেছিলাম, ইসরাইলী পণ্য
ব্যবহার করবোনা মার্কিন পণ্য ব্যবহার
করবোনা ইত্যাদি ইত্যাদি.....
কি.... মনেপরে গেলো নাকি? ওওও
... আচ্ছা ধন্যবাদ আপনাকে অন্তত মনে করার
জন্য(!)

গতবছর যখন অসহায় ফিলিস্তিনের উপর বর্বর
ইসরাইলিরা নির্মম হত্যাযজ্ঞ আর ভয়ানক
ধ্বংসলীলা চালিয়েছিল তখন আমার মত কিছু
ফেসবুকীয় অনলাইন এক্টিভিটিস সকল
ইসরাইলি মিত্র দেশসহ সর্বপ্রকার ইসরাইলি
পণ্য বর্জনের ডাক দিয়েছিল! অবশ্য সপ্তাহ
দুইয়েক পরেই ঠাহর করতে পেরেছিলাম যে,
এইরকম আহবান ছিল অতিব আবেগের কারনে!
যা-ই হোক ইসরাইল এবং তার মিত্র দেশগুলোর
পণ্য বর্জনের ডাক শুনে আমি দুইটা কারনে খুব
বেশি উচ্ছাসিত আর আশাবাদী হয়েছিলাম।

প্রথম কারনঃ- আমাদের এই গুটি কয়েকজনের
ইসরাইল এবং তার মিত্র দেশগুলোর পণ্য বর্জন
করার দ্বারা বিশ্ববাজারে তেমন কোন
প্রভাব না পরলেও ইসরাইল এবং তার মিত্র
দেশগুলো এই কথাটা অবশ্যই বুঝতে পারবে
যে, বাংলাদেশের মানুষ সব সময়ই
শান্তিপ্রিয় তারা কখনোই সম্রাজ্যবাদে
বিশ্বাসী না এবং প্রভূত্ববাদী ও
সাম্রাজ্যবাদীদের বাংলাদেশের মানুষ ঘৃণা
করে।

দ্বিতীয় কারনঃ- বিদেশি পণ্য ব্যবহারের
বিপরিতে দেশি মানসম্পন্ন পণ্যগুলো ব্যবহার
বাড়বে (এই জিনিসটাই আমাকে খুব বেশী
আনন্দিত করেছিলো)। আর দেশী পণ্য ব্যবহার
করলে যেমন মুদ্রাস্ফীতি বাড়বে ঠিক তেমনি
ভাবে মূল্যস্ফীতিও কমবে আর একটা দেশকে
স্বনির্ভর করার জন্য দেশীয় পণ্য ব্যবহারের
গুরুত্ব কতটুকু সেটা একটু চিন্তা করলেই বুঝা
যায়।

শেষ কথাঃ- ফিলিস্তিনের উপর ইসরাইল
হামলা করেছে একবছর আগে আর এখন তুমি
তাদের জন্য মায়াকান্না করছো... এইরকম
কথা অনেক সুশীলই আমাকে বলতে পারে!
তাই আমি ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে
কথা বলিনি(!) (সমুঝদার কে লিয়ে ইশারাই
কাফি হ্যায়)


শুধু এতটুকুই বলি নিজের দেশ এগিয়ে নিতে
চাইলে অবশ্যই নিজেদের পণ্য ব্যবহারে
অভ্যস্ত হতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.