নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মুসলিম বাঙালী.... যে কিনা স্বপ্ন দেখে একটি সংঘাতহীন নতুন পৃথিবীর।

মুসলিম বাঙালী

একজন মুসলিম বাঙালী! যে কিনা স্বপ্ন দেখে একটি সংঘাতহীন সুন্দর পৃথিবীর।

মুসলিম বাঙালী › বিস্তারিত পোস্টঃ

এটাকি প্রভুত্ব? নাকি গোলামি?

৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১৬

"আন্তঃনদী সংযোগ প্রকল্প" কত সুন্দর একটি
প্রকল্পের নাম! তাইনা?

গত কয়েকদিন আগে ভারতের কেন্দ্রীয়
মন্ত্রীসভায় বাংলাদেশের পার্শ্ববর্তী কয়েকটি
রাজ্যের নদীগুলোতে এই প্রকল্পটি
বাস্তবায়নের কথা আলোচনা হয়েছে খোদ
ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রীও এমনটাই
বলছেন।

একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারত তাদের
নিজ ভূখন্ডে যেটা ইচ্ছা সেটা করবে এটাই স্বাভাবিক
তবে অন্য একটি স্বাধীন রাষ্ট্রের স্বাধিকার হরন
করে নিজেদের প্রতিষ্ঠিত করা কি কোন
আন্তর্জাতিক আইনে লেখা আছে?

ভারতের সাথে আমাদের অভিন্ন নদী ৫৪টি আর এই
"আন্তঃনদী সংযোগ প্রকল্প" করা হবে এইরকম
কয়েকটা অভিন্ন নদীর উপরেই!
কিন্তু ভারত এই বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে
কোন প্রকার সমঝোতায় যায়নি! অথচ এটা
আন্তর্জাতিক নদী আইনের স্পষ্ট লঙ্ঘন আর
"বাংলাদেশ-ভারত অভিন্ন নদীচুক্তি" এর কথা নাহয় বাদই
দিলাম(!) ভারত এমন একটা সিদ্ধান্ত নিচ্ছে আর
আমাদের সরকার এবং সমস্ত বিরোধীদলসহ
সর্বস্তরের রাজনৈতিক মহল নিঃশব্দে দিন নিপাত
করছে, তাহলে কি আমি এটাকে ভারতের প্রতি
আমাদের রাজনৈতিক মহলগুলোর গোলামির বহিঃপ্রকাশ
বলবো? নাকি আমাদের প্রতি ভারতের প্রভূত্বের
মনোভাবের বহিঃপ্রকাশ বলবো?

হে ভারত! তোমাকে বলছি, ফারাক্কায় বাঁধ
দিয়েছো, টিপাইমুখে বাঁধ দিচ্ছো, রামপালে
বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছো, সীমানায় মানুষ মারছো,
এদেশের বুকচিরে ট্রানজিট নিচ্ছো, স্যাটেলাইট
নিয়ে অধিপত্য দেখাচ্ছো, এদেশের রাজনীতির
উপর কলকাঠি নাড়ছো কিন্তু একবারও কি ভেবে
দেখেছো এর পরিণতি কতটা ভয়াবহ হতেপারে???
তোমরাকি '৭১ সালে আমাদের ভয়ঙ্কর রূপ
দেখোনি?
.
শুধু বলে রাখি, তোমাদের থ্রেড করার জন্য
জাগ্রত কবি মুহিব খানের দুইটা লাইনই যথেষ্ট(!)
"কোটি মানুষের প্রানের কোঠরে আগ্রাসনের
হাত যদি কেউ বাড়ায় তবে......
আবার যুদ্ধ হবে!!!"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.