নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মুসলিম বাঙালী.... যে কিনা স্বপ্ন দেখে একটি সংঘাতহীন নতুন পৃথিবীর।

মুসলিম বাঙালী

একজন মুসলিম বাঙালী! যে কিনা স্বপ্ন দেখে একটি সংঘাতহীন সুন্দর পৃথিবীর।

মুসলিম বাঙালী › বিস্তারিত পোস্টঃ

অচিরেই আপনি বুঝতে পারবেন!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে, বাস্তবতা কি জিনিস? অনেকে জানার উদ্দেশ্যে আবার অনেকে তাচ্ছিল্যের উদ্দেশ্যে এমন প্রশ্ন করে থাকে! তবে আমি সবার উদ্দেশ্যেই বলছি;

ঠিক সেই দিনের অপেক্ষায় থাকুন, যেদিন সকালে আপনি ঘুম থেকে জেগে ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন, ঘুম থেকে উঠতে ১৪মিনিট দেড়ি করে ফেলেছেন এবং আপনি তাড়াহুড়ো করে গোসল করে এসে দেখবেন আপনার বেরিয়ে পরার সময় হয়ে গেছে এবং আপনি নাস্তা খাওয়ার সময়টুকু পাননি! অথচ আপনার মা আপনার জন্য নাস্তা তৈরি করে টেবিলে রেখে দিয়েছে আর আপনি সেই টেবিলের পাশ দিয়ে হেটে গেলেন কিন্তু নাস্তার একটি লোকমাও মুখে তোলার সময়টুকু পাননি! ঠিক তখনই আপনি উপলব্ধি করতে পারবেন যে, বাস্তপবতা কাকে বলে!

এমন সময় আপনার ছাত্রজীবনেও আসতে পারে আবার কর্মজীবনেও আসতে পারে, শুধু এতটুকু মনেরাখুন হঠাত করেই একদিন অনুভব করবেন যে, বাস্তবতা আপনাকে পিছন থেকে তাড়া করছে! সুতরাং নিজেকে তৈরি রাখুন যাতে বাস্তবতার সামনে আপনি ভেঙে না পরেন!

তারপরেও বলি, জীবনের প্রতিটা মুহূর্তকে আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করুন!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:

"অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে, বাস্তবতা কি জিনিস? "

-তা'হলে আপনার থেকে কম-জানা লোকও দেশে আছে?

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০২

মুসলিম বাঙালী বলেছেন: আমি নিজেকে শিক্ষিত হিসেবে জাহির করার জন্য এই লেখাটা লেখিনি! হ্যাঁ....! তবে এটাও সত্য যে, আট-দশটা মানুষের মত শিক্ষাগত যোগ্যতার আমার কোন প্রাতিষ্ঠানিক সনদ নেই!

তারপরেও হাতে সময় থাকলে নিচের ঠিকানায় একটু ঘুরে আসতে পারেন! কথা দিচ্ছি সময়টা বৃথা যাবেনা

Click This Link

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

শ্রাবণধারা বলেছেন: হে হে হে হে হে "অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে, বাস্তবতা কি জিনিস? " :) :)

যাক ভাই এই সকাল বেলায় এমন বিনোদন দেবার জন্য ধন্যবাদ......।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০২

মুসলিম বাঙালী বলেছেন: কেন ভাই! এইখানে বিনোদনের কি আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.