নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মুসলিম বাঙালী.... যে কিনা স্বপ্ন দেখে একটি সংঘাতহীন নতুন পৃথিবীর।

মুসলিম বাঙালী

একজন মুসলিম বাঙালী! যে কিনা স্বপ্ন দেখে একটি সংঘাতহীন সুন্দর পৃথিবীর।

মুসলিম বাঙালী › বিস্তারিত পোস্টঃ

এই অবজ্ঞার শেষ কোথায়?

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪২

yah...! it'zzz funny tym(!)

look at them! আজ ছুটিরদিন লাল টকটকে
প্যান্ট, শাকিব খানের ছবিযুক্ত টি-শার্ট
(গেঞ্জি), তৈলাক্ত মাথা (মানে চুলে তেল),
উঁচু জুতা, কানে হেডফোন (চল যাই চল যাই
বাংলা সিনেমা দেখি... টাইপের গান
বাজছে!)

আমরা অনেকেই কাউকে কটূক্তি করার সময়
উপরের বাক্যগুলো ব্যবহার করে থাকি, মানে
যাকে কটূক্তি করি তাকে গার্মেন্টস
কর্মীদের সাথে তুলনা করি! আবার যারা
বাংলা সিনেমা দেখে এবং হলে যায়
তাদেরকেও গার্মেন্টস পার্টি, ক্ষ্যাত
ইত্যাদি বলি!

১. যারা গার্মেন্টসে কাজ করে তারাকি
মানুষ না? একবার কল্পনা করুনতো যদি
পারিবারিক আর্থিক দৈন্যদশার কারনে
আপনাকে গার্মেন্টসে চাকরী করতে হতো
তখনকি আপনি অন্য কাউকে গার্মেন্টস
পার্টি অথবা ক্ষ্যাত বলতে পারতেন?

২. অনেকেই বাংলা সিনেমা দেখে আবার
বাংলা সিনেমার গানও শোনে...! বাংলা
সিনেমা দেখা কোন সমস্যা না, সমস্যাটা
হচ্ছে যারা বাংলা সিনেমা দেখে
তাদেরকে অনেকেই ক্ষ্যাত, গার্মেন্টস
পার্টি বলে কটাক্ষ করে! কিন্তু কেন? যারা
বাংলা সিনেমা দেখে তারা কি মানুষ না?
নাকি বাংলা সিনেমা শুধুই বস্তাপচা?
মনেরাখবেন বহির্বিশ্বে নিজেকে উঁচু করতে
হলে আগে নিজের দেশকে উঁচু করতে হবে আর
নিজের দেশকে উঁচু করতে হলে নিজদেশের
সংস্কৃতিকে উঁচু করতে হবে আর নিজদেশের
সংস্কৃতিকে উঁচু করতে হলে সেই সংস্কৃতিকে
ভালোবাসতে হবে এবং ভালোবাসতে
শিখতে হবে!

আর সবকিছু শেষে, সবকিছুকে স্বাভাবিক
ভাবে চিন্তা করতে হবে এবং স্বাভাবিক ও
সুস্থ চিন্তার অমানুষিকতা তৈরি করতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.