নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মুসলিম বাঙালী.... যে কিনা স্বপ্ন দেখে একটি সংঘাতহীন নতুন পৃথিবীর।

মুসলিম বাঙালী

একজন মুসলিম বাঙালী! যে কিনা স্বপ্ন দেখে একটি সংঘাতহীন সুন্দর পৃথিবীর।

মুসলিম বাঙালী › বিস্তারিত পোস্টঃ

আমরা ভুলিনি, কমেন্ট্রি বক্সে করা আমাদের উদ্দেশ্য করে সেই কটূবাক্যগুলো!

২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

খুব বেশিদিন আগের কথা নয়! এইতো ১৯৮৭ সালের প্রথম এশিয়া কাপের কথা বলছি, শ্রীলংকায় অনুষ্ঠিত প্রথম এশিয়া কাপে অংশ নিয়েছিল ক্রিকেটের পরাক্রমশালী দুই পরাশক্তি পাকিস্তান ও ভারত সাথে আন্ডারডগ স্বাগতিক শ্রীলংকা এবংবাংলাদেশ নামের একটি নবাগ দল!
সেই টুনার্মেন্টে বাংলাদেশের প্রথম খেলা ছিল তখনকার সময়ে দুনিয়া কাঁপানো দল ইমরান খানদের বিপক্ষে মানে পাকিস্তানের বিপক্ষে! কিন্তু সেদিন দাম্ভিক পাকিস্তানের দলপতি বাংলাদেশের সাথে মাঠে এসে টস করতে রাজি হয়নি শুধুমাত্র খর্বশক্তির ছোট্ট একটি দল হওয়ার কারনে!

১৯৮৭-২০১৫ সাল, খুব বেশিদিন না, মাত্র ২৮বছর! কিন্তু জল গড়িয়েছে অনেকদূর! সোভিয়েত সম্রাজ্যের পতন ঘটেছে, পূর্ব তিমুর স্বাধীন হয়েছে, টুইনটাওয়ার ধ্বসে পরেছে, সুদান দ্বিখণ্ডিত হয়েছে, আরব বিশ্বে বসন্তের ছোঁয়া লেগেছে, রাজতান্ত্রিক নেপাল গণতন্ত্রে ফিরেছে, ফিলিস্তিনে ইজরায়েলি হামলা, সিরিয়া সংকট, আইএসের উত্থান থেকে শুরুকরে "লাহোরে রক্তাক্ত ক্রিকেট" এই সবই ঘটেছে এই ২৮বছরের মধ্যে!

কিন্তু এই ২৮বছর পর সেই ছোট্ট বাংলাদেশ ক্রিকেট দলটির খবর কি? প্রথম ওয়ানডে জয়, প্রথম আইসিসি ট্রফি জয়, প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ, ওয়ানডেতে প্রথম কোন টেস্ট খেলুড়ে দলকে হারানো, প্রথম টেস্ট সিরিজ জয়, প্রথম ওয়ানডে সিরিজ জয়, প্রথম ওয়ানডে হোয়াইট ওয়াশ, প্রথম বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠা, প্রথম টেস্ট হোয়াইট ওয়াশ, প্রথমবারের মত কোন শক্তিশালী দলকে হোয়াইট ওয়াশ, নিজের দেশে প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজন, প্রথমবারের মত সেই এশিয়া কাপের ফাইনালে উঠা, প্রথমাবারের মত বিশ্ব আসরে বিশ্ববাসীকে বাঘের গর্জন শোনানো এবং বিশ্বের সব বাঘাবাঘা দলকে টানা সিরিজ হারিয়ে বিশ্বের নতুন ক্রিকেট পরাশক্তি হিসেবে বিশ্ববাসীকে জানান দেওয়া!

কিন্তু এই অল্প কিছুদিন আগেও অভিজাত শ্রেণীর ক্রিকেট বোদ্ধা থেকে শুরুকরে কমেন্ট্রি বক্সের ধারাভাষ্যকার পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন কটূক্তি করেছিল সেই ছোট্ট বাংলাদেশটিকে! অথচ সেই সমালোচকেরাই এখন এই ছোট্ট ক্রিকেট পাগল দেশের প্রতিটা পদক্ষেপকে হিংসার দৃষ্টিতে দেখে!

সবকিছুই সম্ভব শুধু একটু ধৈর্যের প্রয়োজন!

জয় হোক ভদ্রতার, জয় হোক লাল-সবুজের!

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় হোক ভদ্রতার, জয় হোক লাল-সবুজের!

২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

মুসলিম বাঙালী বলেছেন: গলা মিলাতে হবে একসাথে। :)

২| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: আপনার সাথে পুরাপুরি একমত পোষণ করছি। এবং আপনার শেষ বাক্যের সাথে বলে যায় জয় হোক ভদ্রতার, জয় হোক লাল-সবুজের!

২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

মুসলিম বাঙালী বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

কামাল - বলেছেন: জয় হোক ভদ্রতার, জয় হোক লাল-সবুজের ei lal sobujer maje jeno aamra valo vabe baste pari

২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

মুসলিম বাঙালী বলেছেন: শুধু এগিয়ে যেতে হবে সবাইকে কাঁধেকাঁধ মিলিয়ে। :)

২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

মুসলিম বাঙালী বলেছেন: শুধু প্রয়োজন একটু সাম্যের :)

৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

গেম চেঞ্জার বলেছেন: শেষের কথাটা খুব ভাল লাগলো..........

৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপনার প্রোফাইল পিকচারের মত পোস্টটাও ভাল্লাগলো ।

২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

মুসলিম বাঙালী বলেছেন: ধন্যবাদ :)

৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

সাহাবী বলেছেন: Somayta kom holao orjonta khub basi bolea mon a hoy !

২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

মুসলিম বাঙালী বলেছেন: কারন আমরা জাতি হিসেবে বাঙালী :)

৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

আরণ্যক রাখাল বলেছেন: পাকিস্তাদের প্লেয়ার বলেই পাক ক্যাপ্টেন সেদিন টস করতে আসেনি| ওদের মত অভদ্র আর অশিক্ষিত আর কে হতে পারে?

২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

মুসলিম বাঙালী বলেছেন: আমি শুধু পাকিস্তান নয় সমস্ত ক্রিকেট বিশ্বকেই বুঝাতে চেয়েছি যারা আমাদেরকে করত বা করে! এখানে পাক অধিনায়ক রূপক অর্থ মাত্র! :)

৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

মিলন হোসেন১৫৮ বলেছেন: ভাই জয় অামাদের হবেই হবে

২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

মুসলিম বাঙালী বলেছেন: শুধু একটু ধৈর্যের প্রয়োজন :)

৯| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৮

রক্তিম দিগন্ত বলেছেন: জয় হোক লাল সবুজের।

শুধু ক্রিকেটেই না। সব কিছুতেই।

২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

মুসলিম বাঙালী বলেছেন: তার জন্যে সবাইকে এক কাতারে এসে দাঁড়ানো দরকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.