নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“নিতান্ত শায়িত আমি / কোথা আছি / কেউ তা জানে না শুধু / মাছেদের / রাষ্ট্রযন্ত্র তটস্থ / সমাজ / তারা জানে আমার / স্ট্যাটাস” -(ব্রাত্য রাইসু)

তাওহিদ হিমু

.

তাওহিদ হিমু › বিস্তারিত পোস্টঃ

আমার সাথে থাকো : আতঙ্ক-সন্ত্রাসে ভর করে এসো না

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩২

[হেনরি এফ. লাইট রচিত 'Abide with me' স্তুতিগানের ভাবানুবাদ। তিনি তাঁর মৃত্যুর তিন সপ্তাহ পূর্বে এটি লেখা শেষ করেছিলেন। আমার প্রিয় একটি হিম।]

আমার সাথে থাকো, প্রভু; দ্রুত নেমে আসে জীবনসন্ধ্যা;
আঁধার আরো গভীর হয়; প্রভু, আমার সাথে থাকো।
যখন অন্যসব সাহায্যকারী ব্যর্থ হয়, একা ফেলে যায়,
হে সহায়হীনের চূড়ান্ত সহায়, তুমি আমার সাথে থাকো।

তীব্র ভাটার টানে হারিয়ে যায় জীবনের ছোট ছোট দিন;
পৃথিবীর সব আনন্দ ম্লান হয়ে আসে; সব গৌরব হয়ে পড়ে অর্থহীন;
পরিবর্তন আর অবক্ষয় গ্রাস করে চারপাশ, আমি চেয়ে দেখি;
তুমি তো চিরস্থির ও অপরিবর্তনীয়, প্রভু, আমার সাথে থাকো।

আমি চাই না ক্ষণিকের দৃষ্টি, বা সংক্ষিপ্ত কোনো প্রতিশ্রুতি;
তবে, আমি জানি, তুমি বাস করো তোমার ভক্তদের সাথে, প্রভু,
চিরচেনা, পরম ক্ষমাশীল, সহিষ্ণু ও অমুখাপেক্ষী হয়ে।
ক্ষণিকের জন্য এসো না, বরং চিরকাল আমার সাথে থাকো।

আতঙ্ক-সন্ত্রাসে ভর করে এসো না, এসো রাজাদের অধিরাজ হয়ে,
এসো দয়া ও সৌন্দর্যের প্রতীক হয়ে, যন্ত্রণার উপশমকারী হয়ে,
হে সকল দুঃখের অশ্রু মোছনকারী, প্রতিটি প্রার্থনা মঞ্জুরকারী,
এসো, হে পাপীদের মার্জনাকারী, এ-রূপে আমার সাথে থাকো।

তোমার উপস্থিতি প্রয়োজন আমার জীবনের প্রতিটি মুহূর্তে।
তোমার মদদ ছাড়া আর কিসে পরাস্ত হবে শয়তানের শক্তি?
তুমি ছাড়া আর কে হতে পারে আমার পথপ্রদর্শক ও গন্তব্য?
শুভ্র মেঘ ও সূর্যকিরণের মধ্যদিয়ে, প্রভু, তুমি আমার সাথে থাকো।

শত্রুর ভয় আমার নেই, যদি তুমি পাশে থাকো সাহায্যার্থে;
তখন এসব অসুখও ক্ষমতাহীন, অশ্রুর তিক্ততাও অনর্থক।
কোথায় মৃত্যুবাণ? কোথায় আজ, কবর, তোমার বিজয়?
আমি আজো বিজয়ী, প্রভু, যদি তুমি আমার সাথে থাকো।

তুমি তোমার পতাকা ধরো আমার বন্ধ হতে থাকা চোখের সামনে;
আলো ছড়াও এ আঁধারে, আমাকে স্বর্গের পথ দেখিয়ে নিয়ে যাও।
স্বর্গের প্রশান্ত সকাল শুরু হয়, আর পৃথিবীর ব্যর্থ ছায়া ঘুচে যায়;
জীবনে-মৃত্যুতে, হে আমার প্রভু, তুমি আমার সাথে থাকো।

©তাওহিদ হিমু

মূল:

Abide with me; fast falls the eventide;
The darkness deepens; Lord with me abide.
When other helpers fail and comforts flee,
Help of the helpless, O abide with me.

Swift to its close ebbs out life’s little day;
Earth’s joys grow dim; its glories pass away;
Change and decay in all around I see;
O Thou who changest not, abide with me.

Not a brief glance I beg, a passing word;
But as Thou dwell’st with Thy disciples, Lord,
Familiar, condescending, patient, free.
Come not to sojourn, but abide with me.

Come not in terrors, as the King of kings,
But kind and good, with healing in Thy wings,
Tears for all woes, a heart for every plea—
Come, Friend of sinners, and thus bide with me.

I need Thy presence every passing hour.
What but Thy grace can foil the tempter’s power?
Who, like Thyself, my guide and stay can be?
Through cloud and sunshine, Lord, abide with me.

I fear no foe, with Thee at hand to bless;
Ills have no weight, and tears no bitterness.
Where is death’s sting? Where, grave, thy victory?
I triumph still, if Thou abide with me.

Hold Thou Thy cross before my closing eyes;
Shine through the gloom and point me to the skies.
Heaven’s morning breaks, and earth’s vain shadows flee;
In life, in death, O Lord, abide with me.

-Henry F. Lyte

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৫

মশিউর বেষ্ট বলেছেন: সুন্দর। এক চুমুকেই শেষ করলাম। তৃপ্ত হলাম।

০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

তাওহিদ হিমু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.