নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার ফেরার প্রতীক্ষায়!

আমি হাজারবার জেনেশুনে হেরে গিয়েছি,কেবল তোমায় একবার জিতে নেব বলে!

ক্লান্ত তীর্থ

অজঃ নিত্য শাশ্বতোহয়ং পুরাণা; ন হন্যতে হন্যমানে শরীরে!

ক্লান্ত তীর্থ › বিস্তারিত পোস্টঃ

তোমাকে ভালোবাসি

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

তোমাকে ভালোবাসি, খুকি!
আমি তোমাকে ভালোবাসি প্রথম পাথরে পাথরে ঘর্ষণ থেকে,
যেখান থেকে স্ফুলিঙ্গের মত বেরিয়ে এসেছিল আগুন।
পুড়িয়ে দিয়েছিল কত সভ্যতা, কত বনভূমি এবং আমার মন!

আমি তোমাকে ভালোবাসি অনাগতকালের প্রথম ফুল থেকে,
নিঃস্ব-নিশ্চিহ্ন হয়ে যাওয়া পাথরফুলের চুমুতে।
কাঁচ ফড়িঙয়ের ডানায় চড়ে তোমাকে প্রথম স্পর্শ করে,
ফিনিক্সের মত কেঁদে কেঁদে জগতের সকলের দুঃখমোচন!

আমি তোমাকে ভালোবাসি আমাদের চিলেকোঠার সংসারে,
খুন্তি-কড়াইয়ের যুদ্ধক্ষেত্রে তোমার কপালে ঘাম শুষে;
মশারির প্রান্তে প্রান্তে তোমার হাতের ছাপের মাঝে,
আমি কোমলতার মাঝে বিলীন হয়ে ভালোবাসি তোমায়!

আমি তোমাকে ভালোবাসি সপ্তমীর চাঁদ টেমসের বুকে ডুবে যেতে,
হাজার হাজার রাজহাঁসের মৈথুন দেখে শরীরী প্রেমে,
চকচকে একফালি চাঁদ তোমার পায়ের কাছে প্রতিফলিত হয়,
খুকি, তুমি রাগ করলে কেমন লাগে দেখতে?

মরুভূমির তপ্ত বালিকে ভুলে আমি তোমাকে ভালোবাসি,
কি আশ্চর্য, তোমাকে আদর করলেই শীতল হয় সে বালি!
নিজেদের উষ্ণতা ভাগাভাগি করতে আমাদের কি আকুলতা,
মরীচিকাও ভুলে যায় প্রতিফলনের সবকটি সূত্র!

তোমাকে ভালোবাসি, খুকি!
লেবুফুলের গন্ধে যেমন গভীর-ভারী অনুভূতি,
আমার ভালোবাসা অনুভব করলে তুমি টের পাবে,
তোমার ঠোঁটের উপর লেবুফুলের গন্ধ!

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: মরুভূমির তপ্ত বালিকে ভুলে আমি তোমাকে ভালোবাসি,
কি আশ্চর্য, তোমাকে আদর করলেই শীতল হয় সে বালি!
নিজেদের উষ্ণতা ভাগাভাগি করতে আমাদের কি আকুলতা,
মরীচিকাও ভুলে যায় প্রতিফলনের সবকটি সূত্র!

বাহ ! বেশ লিখেছে ক্লান্ত তীর্থ ।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

ক্লান্ত তীর্থ বলেছেন: ধন্যবাদ!

২| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে। সুন্দর কোমনীয় ভালবাসা ।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

ক্লান্ত তীর্থ বলেছেন: ধন্যবাদ!

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


খুবই ভালো লাগলো কবিতা। +++

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

ক্লান্ত তীর্থ বলেছেন: ধন্যবাদ!

৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। অনেক দিন পরে লিখলেন।

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

ক্লান্ত তীর্থ বলেছেন: ইচ্ছে আছে নিয়মিত হবার!

ধন্যবাদ! :)

৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২০

ক্লান্ত তীর্থ বলেছেন: ধন্যবাদ! :)

৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১০

ক্লান্ত তীর্থ বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.