নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

যানজট ও কর্তৃপক্ষের এক চোখা নীতি

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫


সংযুক্ত ছবিটি উত্তরার ১৩ ও ১৪ নম্বর সেক্টরের মাঝখানের সড়কটির। যেখানে মাত্র ৩০০ গজের মধ্যে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এর একটি। মাষ্টার মাইন্ড এর তিনটি এবং মাইলস্টোন স্কুলের একটি শাখা অবস্থিত।

এর মধ্যের একটি স্কুলেরও নেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা। ফলে এই স্কুলগুলো শুরু এবং ছুটির সময় কি পরিমাণ যানজট লেগে যায় তা যে কারোরই বুঝতে বাকি থাকে না। ফলে অফিস গামী মানুষকে নিত্যই এক দুর্বিষহ পরিস্থিতির স্বীকার হতে হয়। সবথেকে আশ্চর্যের বিষয় হল বেশ কিছুদিন ধরে দেখছি পরিবেশের দোহাই দিয়ে সেক্টরের মধ্যে গড়ে ওঠা ছোট ছোট দোকানগুলি কল্যাণ সমিতির উদ্যোগে ভেঙ্গে দেয়া হচ্ছে। অথচ এই স্কুলগুলির ব্যাপারে তারা নিশ্চুপ।

আজকের পত্রিকায় দেখলাম ঢাকা সিটি কর্পোরেশন বাড়ীর বেজমেন্টে গড়ে ওঠা দোকান উঠিয়ে দেবে বলছে। অথচ তার আগে কি এই স্কুলগুলোকে সরিয়ে নেয়া বেশি জরুরী বলে তাদের কাছে মনে হয় না?

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরা জসিমউদ্দিনের যানজটের জন্য শুধুমাত্র স্কলাশটিকা স্কুলটিই আশি ভাগ দায়ী। অথচ আজ পর্যন্ত সেটি ওখান থেকে সরিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়নি। এভাবেই যদি এক চোখ বন্ধ করে যানজট নিরসনের উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে তাতে যানজট নিরসন হবে না বরং সাধারণ মানুষকেই হয়রানী করা হবে। তাতে আখেরে লাভটা কাঁর হবে?

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

প্রামানিক বলেছেন: মোরা করলে আইন ভঙ্গ ওরা করলে কিছুই না।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: হ্যাঁ তাই তো।

২| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

আসিফামি বলেছেন: ভালোলিখা
আমাদের স্কুল বানানোর ক্ষেত্রে এইটা নিয়ম করার দরকার,
ধানমন্ডি পুরা ধ্বন্স হয়ে গেছে, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আগে সরানো দরকার, সেইগুলো কে নিজের ক্যম্পাস এ চলে যাবা এখন সময়ের দাবি
এরপর স্কুল গুলোর ব্যপারে ব্যবস্থা নেয়া যেতে পারে; প্রাইভেট গাড়িতে স্কুলে আসা নিষিদ্ধ করলে , যানজট আরো কমবে

৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

ডিজ৪০৩ বলেছেন: জিনারা এই স্কুল গুলোর মালিক তাঁরা-ত অনেক শিক্ষিত , তাহলে তাঁদের কীভাবে আইন করে শিক্ষা দিবেন ? আইন-ই সবকিছু বদলে দেয় না । তাঁদের বিবেকটাও থাকতে হবে । আশা রাখি ওদের করতিপক্ষের নজরে পড়বে এবং আসু বাবস্তা নিবেন ।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আইন-ই সবকিছু বদলে দেয় না । তাঁদের বিবেকটাও থাকতে হবে । এটাই আসল কথা।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
প্রাইভেট কারে সাশ্রয়ী দামে গ্যাস দেয়া বন্ধ করলে যানজটনে অনেকই কমে আসবে।
২৫০ টাকার গ্যাস দিয়ে সারাদিন টো টো করা বন্ধ হয়ে যেত। টাকাওয়ালাদের ভর্তুকি দিয়ে গ্যাস দেয়ার কোন মানে হয়না।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: শতভাগ সহমত হাসান কালবৈশাখী । অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

অগ্নি সারথি বলেছেন: এইডা সড়ক!! আমি ভাবছিলাম প্রাইভেট কারের হাট।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

কিরিটি রায় বলেছেন: এভাবেই যদি এক চোখ বন্ধ করে যানজট নিরসনের উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে তাতে যানজট নিরসন হবে না বরং সাধারণ মানুষকেই হয়রানী করা হবে। তাতে আখেরে লাভটা কাঁর হবে?

বর্নিং কোশ্চেন! উত্তর দেবে কে?????

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: উত্তর যাদের দেয়ার কথা তাদের ঘুম ভাংগাতেই আমাদের যত চেষ্টা। অনেক ধন্যবাদ কিরিটি রায়।

পুনশ্চঃ কিরিটি রায় চরিত্রটি আমারও ভীষণ পছন্দের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.