নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

শুভ গণতন্ত্র আসে গন জোয়ারে আর অশুভ গণতন্ত্র আসে বিদেশী প্রভাবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪১


সন্দেহ নেই আওয়ামীলীগের অনেক দোষ আছে। সব থেকে বড় দোষ সুশাসনের অভাব। ব্যবসায়ীদের অতি মাত্রায় প্রশ্রয় দেয়া। অঙ্গ সংগঠনের নেতাদের শাসনের কমতি। এ সবই দৃষ্টিগোচর। সেই সাথে দলীয় হাই কমান্ডের অতি আত্মবিশ্বাস তো আছেই। তাই বলে গণতন্ত্রের নামে আওয়ামীলীগকে শেষ করে ফেলতে হবে?
আওয়ামীলীগকে হঠাতে হবে না গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আসলে কোনটা চাই এটাই বড় প্রশ্ন। বিশ্ব দুই মেরুতে বিভক্ত। আওয়ামীলীগ সরকার একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করে আসছিল। কিন্তু সেটা বিশ্ব মোড়লের পছন্দ হল না। না হবারই কথা। তারা বাংলাদেশকে এক পক্ষে টেনে নিতে চাইছে। গণতন্ত্রের নাম করে তারা এবার হয়ত সফলও হবে। তাতে কি দেশের মঙ্গল হবে?
যদি এই মূহুর্তে আওয়ামীলীগের সাথে আমেরিকার সুসম্পর্ক থাকত তাহলে কি তারা এমন অবস্থার সৃষ্টি করত? সম্ভবত না। তাহলে নিশ্চয়ই তারা এমন একটি গোষ্ঠীকে ক্ষমতায় আনতে চাইছে যাদেরকে দিয়ে বাংলাদেশকে তাদের বলয়ের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে, সেটা কি এ দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে?
শুভ গণতন্ত্র আসে গন জোয়ারে আর অশুভ গণতন্ত্র আসে বিদেশী প্রভাবে। প্রশ্ন হল আমরা কোন গণতন্ত্র চাই? আওয়ামোলীগ - বিএনপিকে বাদ দিলে যাদের গলাবাজিতে অস্থির হতে হয়, ভোটের মাঠে কি তাদের একজনেরও জামানত থাকে? থাকে না। কিন্তু বছরের পর বছর এরা গলাবাজি করেই চলেছে। তার তো একটা ফলাফল লাগবে। আর সেটা এভাবেই-
আমেরিকা এর আগে-
ইরাকে গণতন্ত্র এনে দিয়েছে!
লিবিয়াকে গণতন্ত্র এনে দিয়েছে!
আফগানিস্তানে গণতন্ত্র এনে দিয়েছে!
এবার পালা দুর্ভাগা বাংলাদেশের।
গণতন্ত্র আসবেই; আমেরিকা এবার বাংলাদেশে গণতন্ত্র এনে দিয়ে তবেই ছাড়বে। প্রশ্ন হল গণতন্ত্র এনে দিয়ে সে ঝাণ্ডাটা কাদের হাতে তুলে দেবে আমেরিকা? তারা কারা? তাদের হাতের রক্তের দাগ কি মুছে গেছে? তাদের দুর্নীতির কালো অধ্যায়? তাদের দেশীয় ও আন্তর্জাতিক সন্ত্রাস লালন সব বুঝি ধুয়ে মুছে গেছে?
তথাকথিত গণতন্ত্র ফিরিয়ে আনার পর দিব্য দৃষ্টিতে যে বাংলাদেশকে দেখা যায়। ঘুমন্ত বাংলাদেশিরা সেই দেশটাই কি চায়?

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৬

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার এডমিনিষ্ট্রেশনের কিছু লোকজন উনার বিপক্ষে ষড়যন্ত্র করেছে, মনে হয়।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৬

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: হতেই পারে, তবে আওয়ামীলীগের উচিত এবার নিচের দিকে তাকানো।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০০

মোহামমদ কামরুজজামান বলেছেন: এখনও শুভ গণতন্ত্র আসার পথ একেবারে বন্ধ হয়ে যায়নি। সব কিছুই নির্ভর করছে শেখ হাসিনার উপর ।
সে চাইলে শুভ গণতন্ত্র আসবে।
আর না হলে --------------- যা হবার, তাই হবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৭

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: বিষয়টা সম্ভবত এত সরল নয়, ভাই।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: আমি রাজনীতি করি না।
কিন্তু আমি চাই দেশ শেখ হাসিনার হাতেই থাকুক। হ্যাঁ এখনও কিছু কাজে শেখ হাসিনা সফলতা দেখাতে পারেন নি। কিন্তু ভবিষ্যতে উনি পারবেন। উনার মতো যোগ্য বর্তমানে আর কেউ নেই।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সমস্যা হল শেখ হাসিনা একাই সব নন। আর সেটা সম্ভবও নয়। তবে এটা ঠিক, আমিও চাই দেশ শেখ হাসিনার হাতেই থাকুক।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৭

গেঁয়ো ভূত বলেছেন: আমেরিকা এর আগে-
ইরাকে গণতন্ত্র এনে দিয়েছে!
লিবিয়াকে গণতন্ত্র এনে দিয়েছে!
আফগানিস্তানে গণতন্ত্র এনে দিয়েছে!
এবার পালা দুর্ভাগা বাংলাদেশের।


কঠিনতম সত্য উচ্চারণ করছেন! তথাকথিত গণতন্ত্রকামীরা কি আসলেই গণতন্ত্র চায়? মোটেই না। তারা গণতন্ত্রের কোটিং এ বাংলাদেশের কারজাই হতেও রাজি আছেন। মুখে গণতন্ত্রের কথা বলে অন্তরে ২১শে আগস্ট থাকলে কিভাবে গণতন্ত্রী হওয়া সম্ভব?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১০

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: এই বিষফোরা গুলি শুধু আওয়ামীলীগের জন্য নয় বিএনপির জন্যও বড় বিপদের কারন।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮

যবড়জং বলেছেন: গনতন্ত্রের দরকার কি ?
আলীগ থাক সহস্র বছর !
@রাজীব নুর এর সাথে সহমত ভাই
বিকল্প নাই !!! বিকল্প নাই !!!
ইরাক,লিবিয়া, আফগানিস্তান না আমরা সিঙ্গাপুর কানাডা হইতে চাই (দাবি মোদের একটাই)
ফারাক্কা বাঁধ দিয়ে জোয়ারের আশা কেমনে করেন?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১১

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: বিকল্প নাই সত্যিই বিকল্প নাই।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮

বাউন্ডেলে বলেছেন: গনতন্ত্রের দরকার কি ?
আলীগ থাক সহস্র বছর !
@রাজীব নুর এর সাথে সহমত ভাই
বিকল্প নাই !!! বিকল্প নাই !!!
ইরাক,লিবিয়া, আফগানিস্তান না আমরা সিঙ্গাপুর কানাডা হইতে চাই (দাবি মোদের একটাই)
ফারাক্কা বাঁধ দিয়ে জোয়ারের আশা কেমনে করেন?

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

তানভির জুমার বলেছেন: ফুল দুই টার্ম চুরি-ডাকাতি আর অবৈধ নির্বাচন করে, অস্র দিয়ে আওয়ামীলিগ ক্ষমতায় টিকে থেকে বিরোধীদের উপর রক্ত গঙ্গা ভয়িয়ে দিয়েছে এইগুলো কোন অপরাধ নয়? ৭১ যারা পাকিদের সমর্থন করেছে আর বর্তমানে যারা এই অবৈধ স্বৈরাচার-ফ্যাসিস্ট আওয়ামীলিগ কে ইনিয়ে-বিনিয়ে জি হুজুর টাইপ সমালোচনা করে তাদের মধ্যে কোন পার্থক্য নাই। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে এদের কে অবশ্যই দৃষ্টান্ত্যমূলক বিচার করতে হবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৬

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: যাদের কাছে ১৫ আগষ্ট, ২১ আগষ্ট মানবাধিকার লঙ্ঘিত হয় না। তাদের কাছ থেকে মানবাধিকার এর সবক নেয়াটা আসলেই জরুরী।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৪

কামাল১৮ বলেছেন: আর যাই হোক ভয় দেকিয়ে গনতন্ত্র হয় না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৬

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ভয় দেখিয়ে গনতন্ত্র হয় না।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫২

বাকপ্রবাস বলেছেন: বর্তমানে দেশ চালাচ্ছে ইন্ডিয়া, আম্রিকা সফল হলে তখন চালাবে আম্রিকা। পার্থক্য এটাই।
গুম
খুন
ধর্ষণ
লুট
এসব যারা মেনে নিচ্ছেন এবং মেনে নিয়ে হাসিনার বিকল্প নাই বলছেন, তারাও একপ্রকার মৌলবাদী

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২০

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: গুম
খুন
ধর্ষণ
লুট
কোনটাই মেনে নিচ্ছি না। স্ট্যাটিস্টিক বলে ক্রমান্বয়েই তা কমে আসছে। তুলনাটা নির্মোহ করা চাই।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২০

আমি নই বলেছেন: সঠিক গনতন্ত্র হচ্ছে জনগনের ক্ষমতা, জনগন ভুল করলে খেসারত তারাই দেবে। দেশটাতো আর আপনার আমার একার না।

ক্ষমতায় যেই থাকুক বা আসুক, আমাদের দেশের রপ্তানি নির্ভর বাস্তবতার পরিস্থিতিতে যে বলয়ে রপ্তানি হবে সেই বলয়েই থাকা উচিৎ। সে বিবেচনায় ইউরোপ-আমেরিকাই বেস্ট কারন ঐ সকল দেশেই আমরা রপ্তানি করি। রপ্তানি বন্ধ বা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হলে দেশ এমনিতেই লিবিয়া, আফগানিস্তান (অর্থনৈতিক দৃষ্টিকোন থেকে) হয়ে যাবে।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২২

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: তাহলে আর স্বাধিনতারই বা কি দরকার, দেশ আমেরিকা অথবা ইইউ'র হাতে তুলে দেয়াটাই সমিচীন! কি বলেন।

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫২

আমি নই বলেছেন: মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: তাহলে আর স্বাধিনতারই বা কি দরকার, দেশ আমেরিকা অথবা ইইউ'র হাতে তুলে দেয়াটাই সমিচীন! কি বলেন।

এটা মনে হয় আমাকে বলেছেন।

আপনার লেখায় আপনি বলয়ের কথা বলেছেন তাই আমি বলয় হিসেবে বলেছি ইউরোপ-আমেরিকাই বেস্ট। কারনটা স্পষ্ট, আমরা রপ্তানি নির্ভর দেশ আর ইউরোপ-আমেরিকাই আমাদের মুল বাজার। আজাইরা বন্ধুর চাইতে আমাদের প্রডাক্টের জন্য পুরাতন কাস্টমারকে সন্তুষ্ট করার পাশাপাশি নতুন কাস্টমার খোজা বুদ্ধিমানের কাজ। ইউরোপ-আমেরিকা কোনো কারনে তাদের অর্ডারগুলো ভিয়েতনাম বা অন্য কম্পিটিটর দেশে (যারা অলরেডি আলুপোড়া খাওয়ার জন্য রেডি হয়ে আছে) দেয়া শুরু করলেই আমাদের ফুটানির অর্ধেক শেষ হয়ে যাবে। বাকি থাকবে শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের ফুটানি। এটাই বাস্তবতা।

আমরা রাশিয়া-চীন বলয় থেকে প্রধানত আমদানি করি, আমদানী করার টাকা থাকলে এই বলয় এমনিতেই পিছে ঘুরবে। বাংলাদেশ প্লেন কিনবে এটা জানার পর দেখলেন না প্লেন বেচার জন্য মাখো পর্যন্ত আসছে।

আর স্বাধীনতা? ৩য় বিশ্বের দেশ কবে স্বাধীন ছিল? এদের টিকে থাকতে হলে কোনো না কোনো দিকে যাইতেই হবে, বাদ্ধ। আপনার হয়ত ইউরোপ-আমেরিকা বলয় পছন্দ নয় তার মানে এই নয় আপনি কোনো বলয় ছারাই টিকতে পারবেন।

আপনার কাছে একটা প্রশ্ন। লিবিয়া, ইরাক, আফগানিস্তান এই তিনটা দেশেই আমেরিকা সামরিক অভিযান বা যুদ্ধ চালিয়েছিল। আপনার কেন মনে হল বাংলাদেশ তাদের বলয়ে গেলে ঐ তিন দেশের মত অবস্থা হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.