নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/tonmoypoetry

তন্ময় কে সাহা

কোন এক শনিবার সকাল ছয় টায় আমার জন্ম হয়েছল। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। এখনকার মত তখন যদি দৌড়াতে পারতাম, তবে একদৌড়ে গিয়ে বৃষ্টিতে ভিজতাম।

তন্ময় কে সাহা › বিস্তারিত পোস্টঃ

ঝাপসা ছেলেবেলা

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

এই রাস্তা, বিস্তীর্ণ জলাশয়, মাঠ প্রান্তর
সব কিছুই নীরব নিস্তব্ধ, সুদূরেই
বট গাছে কিছু কাক নির্বাক, জনস্রোত,
এক অচেনা আলোয় স্তম্ভিত।

কিছু দিন পূর্বেই এখানে ছিল
ডাংগুলি খেলার সেই ছেলেবেলা
কাকচক্ষু জলে সাঁতার দেয়ার ঝোঁক
বরশি নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা।
সন্ধ্যে হলেই ঘরে ফেরার টান
উলুধ্বনি আর মঙ্গল প্রদীপ হাতে
মা-বৌদির মঙ্গল কামনা
হাত পা ধুয়ে ঠিক ওই সময়টাতেই
মায়ের আচলে মুখ মোছা
আর খেতে দাও বলে চিৎকার
রাত হলেই মায়ের আদর মাখা কোল
গল্প শুনে ঘুমিয়ে পরা
আজ আর নেই।

হয়তো আর ফিরে পাবো না
এক সময় এই স্মৃতি গুলো
ঝাপসা চশমার আড়ালে
বিলুপ্তির পথ খুজে নেবে।

একটা ইচ্ছা মনে জাগে
যেখানেই থাকি,শেষ নিদ্রার
আয়োজন টা যদি এখানেই হয়।

আমি যদি সমাহিত হই,
ছেলে বেলার সেই ডাংগুলি
খেলার মাঠের পাশেই
হয়তো তখনো বুক ভরে
নিঃশ্বাস নিতে পারবো।

আর মায়ের কোলে মাথা রেখে
বলবো আজো সেই গল্প বলো
অনেক রাত হোল, ঘুমাবো
আমি একটু ঘুমাবো।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

কিরমানী লিটন বলেছেন: চমৎকার.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.