নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/tonmoypoetry

তন্ময় কে সাহা

কোন এক শনিবার সকাল ছয় টায় আমার জন্ম হয়েছল। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। এখনকার মত তখন যদি দৌড়াতে পারতাম, তবে একদৌড়ে গিয়ে বৃষ্টিতে ভিজতাম।

তন্ময় কে সাহা › বিস্তারিত পোস্টঃ

বন্দর

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৩

বিশ্বাসের ঘাড়ে চেপে এসেছিলাম বন্দরে
ফিরে যাচ্ছি একরাশ অভিযোগ আর অবহেলা নিয়ে
আমার আমিকে নিয়ে বেশ শান্তই ছিলাম,
ছিলাম একটা ভাড়াটে বাড়ীর এক কোনে।

মাঝরাতে সারাদিনের জমানো পয়সাগুলো নিয়ে
সুখের ঘোরে মেতে থাকতাম আর স্বপ্ন সাজাতাম
হঠাৎ চুরি হয়ে গেলো জমানো সম্বল আর সাহস
স্বপ্ন গুলো পাথর হয়ে আঘাত করতে লাগলো নিয়তির কপালে।

আমি এখন আর স্বপ্ন দেখি না, দেখিনা আলো
ফিরে যাচ্ছি বন্দর ছেড়ে, তোমাদের মিথ্যে ছেড়ে
অহেতুক ভালোবাসা আর আশাগুলো কে ফেলে গেছি,
তোমাদের কিছুই নেইনি, আমার সম্বল গুলোও ফেলে গেছি বন্দরে।

শুন্য পকেটে, আহত নিয়তিকে নিয়ে চলছি পথে
পৌছে যাবো আমার আঙিনায়, শহরে
তোমরা ভালো থেকো, ভালো থাকুক তোমাদের বন্দর,
ভালোবাসা আর স্বপ্নের খোঁজ যদি করো তবে এসো
আমার শহরে আমার আঙিনায়, আমি আবার স্বপ্ন সাজাবো!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.