নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/tonmoypoetry

তন্ময় কে সাহা

কোন এক শনিবার সকাল ছয় টায় আমার জন্ম হয়েছল। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। এখনকার মত তখন যদি দৌড়াতে পারতাম, তবে একদৌড়ে গিয়ে বৃষ্টিতে ভিজতাম।

তন্ময় কে সাহা › বিস্তারিত পোস্টঃ

অনিশ্চিত হিসাব

২২ শে মে, ২০১৬ রাত ১১:০৬

সময় সমাপ্ত করলে যাবতীয় হিসাব
তবুও কিছু ইচ্ছে, কিছু কথা থেকে যায়,
কিছু ঘ্রান, কিছু চাওয়া, যারা অনিশ্চিত
থেকে যায় চামড়ায় মোড়ানো বুকের গভীরে।

অপরিচিত স্বপ্নরা এসে ভীর করে চোখে
কোথায় কার উৎসাহে ভেঙে যায় কিছু কিছু করে,
প্রতি রাতে ছিটকে পরে তারার মত কিছু আশা,
কেউ চুপাচাপ হেঁটে যায় মন থেকে মস্তিষ্কের সিঁড়ি বেয়ে।

চেনারা মিশে যায় অচেনার ভিড়ে ক্রমাগত
থমকে যায় দৃষ্টি যেখানে মেঘ নীলে মিশে একলা,
তবুও কিছু ডাক, পিছু ফিরে ডাকে
কিছু ইচ্ছে কিছু চাওয়া যেন বার বার ভালবাসে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৬ রাত ১১:২০

সুব্রত দত্ত বলেছেন: 'চেনারা মিশে যায় অচেনার ভীড়ে ক্রমাগত' একেবারে খাঁটি কথা। ভালো লাগল। চালিয়ে যান।

২৩ শে মে, ২০১৬ দুপুর ২:৪৯

তন্ময় কে সাহা বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.