নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/tonmoypoetry

তন্ময় কে সাহা

কোন এক শনিবার সকাল ছয় টায় আমার জন্ম হয়েছল। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। এখনকার মত তখন যদি দৌড়াতে পারতাম, তবে একদৌড়ে গিয়ে বৃষ্টিতে ভিজতাম।

তন্ময় কে সাহা › বিস্তারিত পোস্টঃ

অনুভব-০৯।

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪

ইতিহাস মনে রাখা ভালো এবং জরুরী,
শুধু মাত্র তোমার হাত বদলের ইতিহাস ব্যতিত।

*
একই ভুল বারবার করলে, ব্যক্তিটি কে ভুলে যান;
এবং নিজেকে ক্ষমা করুন প্রথম ভুল করার অপরাধে।

*
যুক্তি আর তর্কের তফাৎ না বোঝা মানুষের সাথে-
দীর্ঘ বাক্য বিনিময় বোকামি ব্যতিত আর কিছু নয়।

*
প্রেম খুঁজতে গিয়ে সত্য কে অনুধাবন করেছে যে মানুষ-
সে জেনেছে প্রচন্ড মিথ্যে কে আপনারা কতোটা ভালোবেসেছেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫১

বিজন রয় বলেছেন: ভালবাসা কতটা সত্য তা বুঝতে হলে তো প্রেমে পড়তে হবে।
++++

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

তন্ময় কে সাহা বলেছেন: হ্যাঁ।

২| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ২য় ও শেষটা বুঝিনি...:(

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

তন্ময় কে সাহা বলেছেন: যে মানুষ একই ভুল বারবার করে তাকে ভুলে যান, এবং তাকে বিশ্বাস করে যে ভুল আপনি করেছেন তার জন্য নিজেকে ক্ষমা করুন।

প্রেমের পথ টা কঠিন, একজন প্রেমিক খুঁজতে গিয়ে প্রেম জেনেছে অনেক সত্য; তার মধ্যে প্রধান হচ্ছে যে- মানুষ মিথ্যেটাকেই বেশি প্রাধান্য দেয় এবং গ্রহন করে, ভালোবাসে।

৩| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.