নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

বিষন্নতা যে তাই

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

যাদের জন্যে

বুকের ভেতর

উথাল পাথাল

করেনি কোন

বিশাল ঢেউ,

কোনো দিনই,

তারা কেন বিষ্মিত থাকে

নিযুত সময়

বীতস্পৃহতায় আমার?

তাদের তো বলিনি

কখোনো আসছি,

এক্ষুণি,

একসাথে

এক প্লেট ফুচকা

ভাগ করে খাবো।



অনেক ভালবেসেছি

অনেককে



যাদের বাসি

তারা থেকে যায় অধরাই



বলেছিল লাইলিকে

কে যেন

মিললেই ত ফুরিয়ে যাবে।



বিষন্নতা যে তাই

সাথে সাথে

পায়ে পায়ে চলে।



মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

শায়মা বলেছেন: নতুন বছরের প্রারম্ভেই বিষন্নতার কাব্য কেনো ভাইয়া???

যাই হোক অনেক অনেক শুভকামনা ভাইয়ামনি!:)

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

ত্রিশোনকু বলেছেন: এ বছরটা বিষন্ন থাকতে ইচ্ছে করছে।

কিন্তু তোমার যে এবছর আমার কবিতায় মন্তব্য করে করেই কাটাতে হবে তার কি হবে?

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

রায়হান কবীর বলেছেন: valo laglo kobita. notun bochorer prothom dine amaro monta bisonno keno jani.

plus dilum.

take care.

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা রাহয়ান।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

মারুফ মুকতাদীর বলেছেন: ভাললাগা দিয়ে গেলাম………………

নতুন বছরের শুভেচ্ছা,
সব বিষন্নতার মেঘ কেটে যাক :)

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ মারুফ মুকতাদীর।

আনন্দে থাকুন।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

নেক্সাস বলেছেন: যাদের বাসি
তারা থেকে যায় অধরাই



সহজ কথায় সুন্দর উচ্চারণ


নতুন বছরের শুভেচ্ছা

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ লেক্সাস।

এমন ক'টি শব্দাবলীই তো বিশাল প্রাপ্তি।

আনন্দে থাকবেন।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

জেমস বন্ড বলেছেন: সুন্দর :) । ভাললাগা জানিয়ে গেলাম ।


বীতস্পৃহতায় এইটার মানে কি বুঝি নাই :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

ত্রিশোনকু বলেছেন: ইচ্ছে না হওয়ায়।

অনেক ধন্যবাদ।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর! :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ গ্রাম্য বালিকা।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

রাতুল_শাহ বলেছেন: লেখক বলেছেন: এ বছরটা বিষন্ন থাকতে ইচ্ছে করছে।


আর আমার সবচেয়ে সুখী মানুষটি হতে ইচ্ছে করছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ রাতুল।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

প্রজন্ম৮৬ বলেছেন: এমনই তো হয়, যদিও মানুষ বলে বিরহে'র প্রেম নাকি সত্যি হয়!!!

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

ত্রিশোনকু বলেছেন: কালজয়ী সবগুলো প্রেম গাঁথাই বিরহের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.