নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা যে ইশ্বরের মতই পবিত্র।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

ছয় ঘন্টা তেরো মিনিট পর

খবর হল দেবীর?

কোলের গন্ধ

পেতে ইচ্ছে করছে ভীষন।

এই ঠান্ডায় আমি

ঠান্ডা পানিতে

গোসল করেছি ঠিক হতে।

ভাল্লাগে না তোমাকে ছাড়া





ঢংগী।

এক্ষুণি বদলাচ্ছি আমি।

কিন্তু করি কিভাবে?

যদি না তুমি তোমার

অপরূপ আংগুল তুলে

বলে দাও ঐটা!



এত্তদিন পরে এলে?

মাহেন্দ্রক্ষণ তো

পার হল

কোটি বছর আগে।

তোমাকেই

স্মরণ করেছি

সবার আগে।

ইচ্ছে করা স্মরণ নয়

সবার আগে তুমিই যে এলে।

________________________

বুঝি কি আর নাই?

Hmm

আমি আসলেই

বুঝি না।

যারা দেয়

তাদের আমি

বকা দেই।

বেশী বেশী দিলে

আনফ্রেন্ড করি।



আরাধিতা,

বলোনা Hmm কি?

_________________________________





বর বুঝি বাসায়?

না হলে

ফোন ধরো না ক্যান?

মরে যাচ্ছি কথা বলতে।



পুজারীর দেবী দর্শনে যে পরিচয়,

সে পরিচয়েই আসতে চাই।

যখন আর কেউ থাকেবনা

শুধু তুমি ছাড়া।



আরাধনা একান্তে হলেই

ধ্যানস্থ হওয়া সহজ।

ভালবাসায় কোন

ব্যাভিচার নেই।

ভালবাসা যে

ইশ্বরের মতই পবিত্র।

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

লোনলিফাইটার বলেছেন: ভালবাসায় কোন
ব্যাভিচার নেই।
ভালবাসা যে
ইশ্বরের মতই পবিত্র।


একদম ঠিক ভাইয়া।

ছয় ঘন্টা তেরো মিনিট পর

আমার টা ৮ ঘন্টা :( :( :( X( X(

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

ত্রিশোনকু বলেছেন: ha ha ha ha ha !

Aat ghonta!

zak! amar cheyeo hotobhaga ache dekhchi.

Anonde thakun Lonely Fighter

২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৪

শিশেন সাগর বলেছেন: লেখাটা ভালো লাগলো।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

ত্রিশোনকু বলেছেন: bhalolagar jonno onek dhonnobad.

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

নিয়েল ( হিমু ) বলেছেন: ভালবাসা ইশ্বরের মতই পবিত্র ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩১

ত্রিশোনকু বলেছেন: tai noe ki?
Himu,
onek dhonnobad montobboti korar jonno.

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শিরোনামটাই তো একটা সতন্ত্র কবিতা।
অনেক ভালো লাগা এবং প্লাস

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩২

ত্রিশোনকু বলেছেন: "শিরোনামটাই তো একটা সতন্ত্র কবিতা। "

-Something is wrong with my Bangla fonts or Avro.

apnake ridoy choa kritoggota.

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন:
আরাধনা একান্তে হলেই
ধ্যানস্থ হওয়া সহজ।
ভালবাসায় কোন
ব্যাভিচার নেই।
ভালবাসা যে
ইশ্বরের মতই পবিত্র !

ভালো লাগলো , দাদা ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

ত্রিশোনকু বলেছেন: bhalo lagar jonno dhonnobad ar punorabritti korar jonno kritoggota.

anonde thakben.

blog dibose adda dite parle bhalo hoto.

ekta addar ayojon korun na, ei shitei, amar preyosir moton priyo ritute:

[email protected]

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

ত্রিশোনকু বলেছেন: chbir hate noy. amar ofice jekon soni kimba robite.

apnara jara amar ei uthone asen, taderke niye.

Sokal sonddha adda.

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭

ভিয়েনাস বলেছেন: ভালবাসায় কোন
ব্যাভিচার নেই।
ভালবাসা যে
ইশ্বরের মতই পবিত্র।
...... কথা খাঁটি।

০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩২

ত্রিশোনকু বলেছেন: Amar uthone apnake swagotom.

onek dhonnobad sundor montobbotir jonno.

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

জুন বলেছেন: তোমাকেই
স্মরণ করেছি
সবার আগে।
ইচ্ছে করা স্মরণ নয়
সবার আগে তুমিই যে এলে।


অপুর্ব সুন্দর প্রতিটি লাইন, আর সবচেয়ে বড়কথা মারপ্যাচ নেই কোন সহজ, সরল, বোধগম্য যা আজকালের আধুনিক কবিতায় খুজে পাওয়া কঠিন ত্রিশোনকু।
কবিতায় +

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

ত্রিশোনকু বলেছেন: অন্নেক অন্নেক কৃতজ্ঞতা জুন।

আনন্দে থাকুন।

এটা আপনার শিষ্টাচারের অংশ।

আপনি আরো ভালো লেখেন।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

রাইসুল নয়ন বলেছেন: ভালবাসা যে
ইশ্বরের মতই পবিত্র।



আপনাকে অভিনন্দন কবি !!

এ যে আমারও মনের কথা !!

ভালো লাগলো !!
চা ঠাণ্ডা হয়ে গেলো কবিতার মোহে !!

শুভ সকাল।।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

ত্রিশোনকু বলেছেন: আপনার ভালো লাগার এমন সুন্দর প্রকাশের জন্যে কৃতজ্ঞতা।

আনন্দে থাকুন।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

সুপান্থ সুরাহী বলেছেন:
সত্যিই ভালবাসা ঈশ্বরের মতো পবিত্র..........

আমার কী ভাগ্য! মেলাদিন পরে ব্লগে এসেই আপ্নার কবিতা...

চরম লাগলো.............

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

ত্রিশোনকু বলেছেন: আমি যখনই কবিতা ছাপতে যাই তখনই তোমার কথা মনে পড়ে।

ভালো থেকো হে কবি।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লিখেছেন ব্রো !

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ গিয়াসলিটন।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

নেক্সাস বলেছেন: ভালবাসায় কোন
ব্যাভিচার নেই।
ভালবাসা যে
ইশ্বরের মতই পবিত্র।


দারুণ


ভালবাসার জন্য যা কিছু তার মধ্যে কোন জাজমেন্ট নাই..
ন্যায়-অন্যায় এসব পার্থিব দুনিয়ার জন্য।

ভালবাসা অপার্থিব

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

ত্রিশোনকু বলেছেন: "ভালবাসার জন্য যা কিছু
তার মধ্যে কোন জাজমেন্ট নাই..
ন্যায়-অন্যায় এসব
পার্থিব দুনিয়ার জন্য।

ভালবাসা অপার্থিব"

-অপূর্ব।

ভালো থাকুন নেক্সাস, আনন্দে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.