নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

কবিতা লিখি বলে

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

যদি বলি

ডাহুকী আমার,

আমার উঠোনে আসার জন্যে

সারাদিনমান চেয়ে থাকি,



যদি বলি

সোনার ময়না পাখি

কখনোই কেন দেখা দিসনা

ধরা ছোঁয়ার সাকিনে,



যদি বলি

তোর এবড়ো থেবড়ো তলপেটে

ঠোঁট ডুবিয়ে রাখবো

একশো তিন দিন,



তোর জন্যে গ্যাসের

ধারক নিয়ে আসবো

হঠাৎ একদিন

রাত বিরেতে রান্না দেখতে আর ভাল্লাগেনা।









কথার পিঠে তুই শুধুই বলতে থাকিস



কবিরা এমনই

একটা প্রেমিকা না'হলে চলেনা তাদের।



কবি হবার সাধ আমার আজন্ম লালিত

আজও হইনি যদিও।



একবার বলে দেখ

তোর আপটার্ণ

নাকটাতে একটি

চুমু খেতে।



আমি কবিতা লেখা ছেড়ে দেবো



সারা জীবনের জন্যে।

মন্তব্য ৪৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

জেমস বন্ড বলেছেন: :#> :#>


কেমন আছেন ?

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

ত্রিশোনকু বলেছেন: হাই জেমস!

আপনিই কি আমার fbর Jems Bond?

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

জেমস বন্ড বলেছেন: জি জি দাদা ভাইয়া :)


যাকে আপনি অনুমতি দিছেন ****ভাই বলার :D :D B-) B-) B-) :P :P :P :P



কবিতায় কিন্তু প্লাচ দিছি ;)

১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩২

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

নেক্সাস বলেছেন: কবি হবার সাধ আমার আজন্ম লালিত
আজও হইনি যদি


হবোওনা কোনদিন

কবিতায় ভাল লাগা রেখে গেলাম

১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৫

ত্রিশোনকু বলেছেন: হবোওনা কোনদিন?

কে বলে?

ভাল লাগা রেখে যাবার জন্যে ধন্যবাদ অনেক।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

নীলফরিং বলেছেন:


ভালোলাগার চিহ্ন জমা দিলাম।

১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৫

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ নীল ফড়িং।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কবিরা এমনই
একটা প্রেমিকা না'হলে চলেনা তাদের।




আমি ও তা্ই বলি
বলেন তো কেমনে চলি
প্রিয়া ছাড়া
না এটা মানা যায় না



ভালো থাকবেন কবি।
শুবকামনা থাকলো।

১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭

ত্রিশোনকু বলেছেন: কারো কি চলে?

প্রেমিকা ছাড়া জীবন যে হিন্দু বিধবাদের জীবন।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

প্রীিত ওয়ােরছা বলেছেন: ভালা অইচে দাদা।

১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭

ত্রিশোনকু বলেছেন: ধইন্না ওরেছা।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চমৎকার লাগলো। অসাধারণ!

১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০

ত্রিশোনকু বলেছেন: অন্তরের অন্তঃস্থলের কৃতজ্ঞতা সজীব।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

এহসান সাবির বলেছেন: খুব ভালো লেগেছে।

১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ এহসান।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

ইনকগনিটো বলেছেন: ;) ;) ;)

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

ত্রিশোনকু বলেছেন: :P :P :P :P :P :P

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

গ্রাম্যবালিকা বলেছেন: মনে হয় না কবিতা লিখা ছাড়তে পারছেন! ;)
লিখতেই থাকুন :)

++++

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

ত্রিশোনকু বলেছেন: My avro isn't woring Grammo balika.

Why won't I?

Is it because of her not paying attention or for my passion for composing?

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

জুন বলেছেন: তোর জন্যে গ্যাসের
ধারক নিয়ে আসবো
হঠাৎ একদিন
রাত বিরেতে রান্না দেখতে আর ভাল্লাগেনা।

গ্যাসের ধারক আনলে কি হবে !! রান্নাতো আর ছাড়তে পারলো না :(
তার চেয়ে বলেন:
গ্যাসের ধারক আনবো
তোকে মাটির চুলায় রান্না করা দেখতে আর ভালোলাগে না
:#>
:#>
+

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

ত্রিশোনকু বলেছেন: .
.
.
.
.

Hey June(Jude),
Don't be afraid.
You were made to
Go out and get him.
The minute you let him
Under your skin,
Then you begin
To make it better.

-The Beatles.

I suppose she doesn't have natural gas in her kitchen the whole day and that's why she has to cook all meals dead at night. She also has a full time job.

Her husband doesn't like cooking by the house help.

A very demanding hubby indeed! :( :( :( :( :( :(

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

লোনলিফাইটার বলেছেন: যদি বলি
তোর এবড়ো থেবড়ো তলপেটে
ঠোঁট ডুবিয়ে রাখবো
একশো তিন দিন,


সাবাস লুল কবি ;) ;) B-)) B-)) B-)) :P ভাইয়া আমিও কবিতা লিখছি কইলাম।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

ত্রিশোনকু বলেছেন: Lonely Lady, sorry, LonelyFighter,

Capri o,

If telling the truth makes me a debouch, I don't mind to be one. :P :P :P :P :P :P

Welcome to the surreal world of poetry!

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

ফারাহ দিবা জামান বলেছেন: যদি বলি
ডাহুকী আমার,
আমার উঠোনে আসার জন্যে
সারাদিনমান চেয়ে থাকি,============

শুরুটা সুন্দর!
অন্যরকম।
কবিতা ভালো লেগেছে।

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

ত্রিশোনকু বলেছেন: ফারাহ,

বাকিটা বুঝি পঁচা? :( :( :( :( :( :(



আমার ঊঠোনে স্বাগতম দিবা।



ভালো লাগার জন্যে কৃতজ্ঞতা।

আনন্দে থাকুন।

১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

শায়মা বলেছেন: থাক ভাইয়া!!

কবিতাই লেখো


সেই ভালো!!!:)

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

ত্রিশোনকু বলেছেন: মানে?

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

দেবদাস. বলেছেন: সুন্দর কবিতায় ভাল লাগা রেখে দিলাম ।


রাত বিরেতে রান্না করে খাবার মজাই আলাদা , মধ্য রাতে কেউ ডেকে বলবে - "চল তুমার জন্য এখন একটা মজার খাবার বানিয়েছি , টেস্ট করবে এসো " তখন :P :P

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

ত্রিশোনকু বলেছেন: তা ঠিক, কিন্তু রোজ রোজ গ্যাস না থাকায়, অফিস সেরে রাত বিরেতে যদি রান্না করতে বসতে হয়, তালে তা বড্ড গদ্যময় হয়ে পড়ে।
ভাল লাগার জন্যে ধন্যবাদ।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি কবিতা লেখা ছেড়ে দেবো

সারা জীবনের জন্যে।


হায় হায় বলেন কি ? নারে ভাই এমনটা করিয়েন না ।

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

ত্রিশোনকু বলেছেন: আচ্ছা না হয় ছাড়বোনা, কিন্তু ওকে রাজী করাবেন কি?

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল, কেমন আছেন?

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮

ত্রিশোনকু বলেছেন: ওনেক ধন্যবাদ মাহবুব। ভালো আছি।

আপনি ভালো থাকুন।

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫

প্রজন্ম৮৬ বলেছেন: মানুষের প্রতি মানুষের ভালবাসা বোধটা বোধহয় এমনই, অনর্গল প্রতিশ্রুতি সৃষ্টি হয়! ভালবাসার প্রাণপাখি এসব প্রতিশ্রুতিগুলোই।

কিন্তু দুঃখজনক সত্য হলো, প্রতিশ্রুতি'র মূলেই থাকে ভঙ্গের আশংকা!

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

ত্রিশোনকু বলেছেন: Take it easy Projonmo.

Promises are made to be broken!

১৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২১

প্রজন্ম৮৬ বলেছেন: মানুষের প্রতি মানুষের ভালবাসা বোধটা বোধহয় এমনই, অনর্গল প্রতিশ্রুতি সৃষ্টি হয়! ভালবাসার প্রাণপাখি এসব প্রতিশ্রুতিগুলোই।

কিন্তু দুঃখজনক সত্য হলো, প্রতিশ্রুতি'র মূলেই থাকে ভঙ্গের আশংকা!

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১০

ত্রিশোনকু বলেছেন: একদম ঠিক কথা প্রজন্ম।

২০| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

প্রজন্ম৮৬ বলেছেন: মানুষের প্রতি মানুষের ভালবাসা বোধটা বোধহয় এমনই, অনর্গল প্রতিশ্রুতি সৃষ্টি হয়! ভালবাসার প্রাণপাখি এসব প্রতিশ্রুতিগুলোই।

কিন্তু দুঃখজনক সত্য হলো, প্রতিশ্রুতি'র মূলেই থাকে ভঙ্গের আশংকা!

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১

ত্রিশোনকু বলেছেন: প্রতিশ্রুতি তো ভংগের জন্যেই!

২১| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০২

প্রজন্ম৮৬ বলেছেন: মানুষের প্রতি মানুষের ভালবাসা বোধটা বোধহয় এমনই, অনর্গল প্রতিশ্রুতি সৃষ্টি হয়! ভালবাসার প্রাণপাখি এসব প্রতিশ্রুতিগুলোই।

কিন্তু দুঃখজনক সত্য হলো, প্রতিশ্রুতি'র মূলেই থাকে ভঙ্গের আশংকা!

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১২

ত্রিশোনকু বলেছেন: "ভালবাসার প্রাণপাখি এসব প্রতিশ্রুতিগুলোই।"

-সঠিক।

২২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

প্রজন্ম৮৬ বলেছেন: মানুষের প্রতি মানুষের ভালবাসা বোধটা বোধহয় এমনই, অনর্গল প্রতিশ্রুতি সৃষ্টি হয়! ভালবাসার প্রাণপাখি এসব প্রতিশ্রুতিগুলোই।

কিন্তু দুঃখজনক সত্য হলো, প্রতিশ্রুতি'র মূলেই থাকে ভঙ্গের আশংকা!

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮

ত্রিশোনকু বলেছেন: ভংগের আশংকার জন্যে কি প্রতিশ্রুতি দেয়াটা বন্ধ হয়ে যাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.