নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

সাপ ও মরলো, লাঠিও ভাংগলোনা।

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

সংবিধানের সর্বশেষ সংশোধনীতে আমরা দেখেছি যে ধর্মকে সংবিধান থেকে ঝেঁটিয়ে বিদায় করতে, কিন্তু ধর্ম ভিত্তিক রাজনীতিকে বহাল রেখে দিতে।



তারই ধারাবাহিকতায় আজ দেখলাম বাচ্চু রাজাকারের বিচারের রায়।



অনেকে বলবেন যে যেহেতু সে ছিল পলাতক তাই তার বিচার কার্য সম্পন্ন করতে সময় কম লেগেছে।



আমার কথা হল, বাচ্চুর বিচারের সাথে কি সাকা বা কাদের মোল্লার বিচারের রায় দেওয়া যেত না?



না কি "একজনকে ফাঁসিও দেওয়া হল আবার কাউকে ফাঁসি কাষ্ঠেও ঝুলতে হলনা"।



আমাদের নতুন প্রজন্ম যাদের ভোটের জোয়ারে আওয়ামী লীগ পেল নিরংকুশের চেয়েও অনেক বেশি সংখ্যা গরিষ্ঠতা, সেই প্রজন্ম সন্তষ্ট হল রায়ে, আবার জামাতে ইসলামীও খুশী থাকলো এই ভেবে যে অন্ততঃ এক্ষুনি তো তাদের কাউকে ফাঁসীতে ঝুলতে হচ্ছেনা।



ধরা পড়া, দেশে প্রত্যবর্তন, রায় কার্যকর তো দূর অস্ত!।

___________________________________________



জাতির এই মাহেন্দ্রক্ষণে আমি কি জিজ্ঞেস করতে পারি যে লুলা মুসা ওরফে মুসা বিন শমশের বাচ্চু রাজাকাকের চেয়ে কতটুকু কম যুদ্ধাপরাধগীরি করেছিল?



প্রাণ ও আর এফ এলের মালিক জেনারেল আমজাদ (অবঃ), যে নিজে পাকি বাহিনীর একজন পদস্থ মেজর হিসেবে, পাকি ব্রিগেডের BM (Brigade Major) হিসেবে ১৯৭১ এ আমাদের মুক্তি যুদ্ধ চলাকালীন সময়ে রংপুর এলাকায় গণ হত্যা, গণ ধর্ষন, অগ্নিসংযোগ ও নিপীড়নের নীল নকশা নিজে হাতে তৈরি করেছিল, সে কেন, কিভাবে এই মূহূর্তে রুম হিটারের উষ্ণতা উপভোগ করছে?

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

সোনালী প্রান্তর বলেছেন: View this link

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

ত্রিশোনকু বলেছেন: Viewed, thanks.

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

নিয়েল ( হিমু ) বলেছেন: প্রাণ ও RFL আজ থেকে বয়কট কর্লাম X( X( X(

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ত্রিশোনকু বলেছেন:

আমি গত বিশ বছর ধরে করে এসেছি। আমার পরিবারের কেঊ এ সব সামগ্রী ব্যাবহার করেনা।

আচ্ছা আমরা সবাই মিলে তা করিনা কেন?

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

সাত সাগেরর মাঝি বলেছেন: প্রাণ ও আর এফ এলের মালিক জেনারেল
আমজাদ (অবঃ), যে নিজে পাকি বাহিনীর
একজন পদস্থ মেজর
Bolen ki !
Aj theke Pran khaoa batil.

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

ত্রিশোনকু বলেছেন: আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা।

স্বাধীনতা যুদ্ধের শেষের দিকে এই আমজাদ পাকিস্তানে বদলী হয়ে চলে যায়, স্বাধিনতার পর প্রত্যাবর্তীত বাংলাদেশীদের সাথে দেশে ফিরে আসে।

বংগবন্ধু তাকে সেনা বাহিনীতে রেখে দেন।

জিয়াউর রহমান তাকে মেজর জেনারেল পদে উন্নিত করে সেই রংপুর এলাকাতেই (যেখানে সে স্বাধীনতা যুদ্ধের সময় গনহত্যা ও গণ ধর্ষনের পরিকল্পনা করেছিল) নিয়োগ দেন, এগারো পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুরের এরিয়া কমান্ডার হিসেবে।

পরে সেই পদে বহাল থাকা অবস্থায়তেই চুরির দায়ে জিয়াউর রহমানই তাকে চাকুরীচ্যুত করেন।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

সাত সাগেরর মাঝি বলেছেন: প্রাণ ও আর এফ এলের মালিক জেনারেল
আমজাদ (অবঃ), যে নিজে পাকি বাহিনীর
একজন পদস্থ মেজর
Bolen ki !
Aj theke Pran khaoa batil.

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

ত্রিশোনকু বলেছেন: নিজে বাতিল করুন এবং অন্যদের বাতিল করতে উদ্ধুদ্ধ করুন।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: যেই ব্যক্তি কিনা দেশের স্বনামধন্য গোয়েন্দা সংস্থাগুলোর চোখে ধুলো দিয়ে আরামসে প্রতিবেশী দেশে ঢুকে গিয়েছেন তারটাই কেন আগে দিতে হল। হাই প্রোফাইল সাঈদী,নিজামি,সাকা কিংবা মুজাহিদ কেন নয়

--- স্কাইপি সংলাপ কি ভুলে গেলেন???!!!!

এমনইতো সাজেশন ছিল!!!! নয় কি?


আর ইসব প্রশ্ন করতে নাই। তালি ট্যাগিং শুরু হয়ে যাবে্

আমি এক পোষ্টে বলেছীলাম সকল যুদ্ধাপরাধীর ফাসি চাই- রাজাকার বিয়াই যেন বাদ না যায়!!!
ব্যাস !! চেতনার সিজনাল কুকুরদের নর্তন কুদন শুরু হয়ে গেল!!!!!

এই নিয়া যদি আওয়ামীলিগ ভোটের পলিটিকস করে- এইবার নির্ঘাত কট খাইব! কুন সন্দেহ নাই।

কারণ এইবার ডিজিটালে সবই যে ডিজিটাল!
তথ্য, প্রমাণ, বক্তৃতা বিবৃতি, প্রতিশ্রুতি!!!!!!

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

ত্রিশোনকু বলেছেন: বিয়াই রাজাকার ছিলেন কিনা সেটা এখনো প্রমান সাপেক্ষ, তালুই ছিলেন। মৃত বলে বিচার সম্বব নয়।

কিন্তু বিয়াইয়ের বাপের নামে শহরের রাস্তার নাম করন অবশ্যই মুক্তি যুদ্ধ এবং মুক্তি যোদ্ধার অপমান।

৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

শয়ন কুমার বলেছেন: অস্হির হয়া যাইতাছেন কিন্নাই ?? ৪১ বছর অপেক্ষা করতে পারলে আর একটু ধৈর্য ক্যান ধরতে পারবেন না !!!এটা একটা কন্টিনিয়াস প্রক্রিয়া । আপাতত তো মাথা গুলানের বিচার চলতাছে , আস্তে আস্তে এদের শিষ্য প্রায় ১১ হাজার (যাদেরকে জিয়াউর রহমান বিনা বিচারে জেল থেকে ছেড়ে দিয়ে যুদ্ধপরাধীদের বিচার বন্ধ করে দিয়ে ছিল )সেই যুদ্ধপরাধীর মধ্য যেগুলা এখনো বেচে আছে , সেগুলারো বিচার হবে ।
আর ৭১ এর গোলাম আজমের শিষ্য রাজাকার বাহিনীর সদস্য লুলা মুসারও বিচার চাই।

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

ত্রিশোনকু বলেছেন: আর ৭১ এর গোলাম আজমের শিষ্য রাজাকার বাহিনীর সদস্য লুলা মুসারও বিচার চাই।

-শতভাগ সহমত।

আপনার আশাবাদ যেন সত্য হয়।

ধন্যবাদ শয়ন।

৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

ভেজাল* বলেছেন: এখনো সিনেমার অনেক বাকী আছে।

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ত্রিশোনকু বলেছেন: আসন গাড়লাম।

৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

হুমায়ুন তোরাব বলেছেন: pran r khamu na.Pran khaowa off

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ তোরাব। জনমত গড়ে তুলুন প্রাণের আর আর এফ এলের বিরুদ্ধে।

আর সবচে' বড় কাজ এই যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনা।

৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

রোহান বলেছেন: কাদের মোল্লা আর সাইদী যেহেতু পাইপ লাইনে আছে, আশা করি অল্প সময়ের মাঝেই আপনার সাপ লাঠির আশংকা দূর হয়ে যাবে।

এই রায়ে খালি বাচ্চুর ফাঁষিটা বড় না, পাশাপাশি জামাত কে দল হিসাবে ওয়ার ক্রাইমে অভিযুক্ত করাটাও কম পাওয়া না।

তদন্তের পাইপলাইনে খালেক, মইনউদ্দিন আশরাফুজ্জামান সহ তিরিশজনের মতো থাকার কথা, এগুলো শেষ হবার পরে নুইল্যা মুসা, আমজাদ সহ অনেকেরটাই করা যাবে, সময় তো শেষ হয় নাই।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

ত্রিশোনকু বলেছেন: রোহান,

দেড় কোটি বছর পর এলে আমার ব্লগে।

তোমাকে মনে পড়ে খুউউউউব।

এখন কোন পরদেশে?


তোমার কথা শুনে আশার সঞ্চার হল ।

একটাই দূঃখ। আহমদ ছফার মত করে বলিঃ

আওয়ামী লীগ যখন জেতে তখন শুধু শেখ হাসিনা আর তাঁর কতিপয় সাংগ পাংগ জেতে।
আওয়ামী লীগ যখন হারে তখন সমগ্র বাংগালী জাতি হারে।

আমাদের অতীতের পরিসমগখ্যান ইংগিত দেয় যে এবারের নির্বাচনে বি এন পি-জামাত জিতবে।

...............আর আমাদের প্রায় প্রিয় জাতীয় পতাকা প্রতি নিয়ত ধর্ষিত হবে বাড়ির ছাদে আর গাড়ির বনেটের ওপর।

অনেক ধন্যবাদ।

১০| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

শয়ন কুমার বলেছেন: জামাতী ইসলাম নতুন এক ভং ধরেছে ইদানীং। এই ভাওয়ের নাম হচ্ছে ” টু কু-কিউ”। এইটা একটা ডিফেন্স। নুরেমবার্গ ট্রায়াল থেকে শুরু করে পৃথিবীর অনেক ট্রায়ালেই এই ভং যুদ্ধাপরাধীরা খুবই ব্যার্থতার সাথে ধরেছিলো। এই ভং একটা আইনী ডিফেন্স। এই ডিফেন্সের মানে হচ্ছে ” আচ্ছা যান আমি ধরে নিলাম আমি অপরাধী, তাইলে যারা বিচার করতেসে তারাও অপরাধী” এইটাই হচ্ছে ডিফেন্সের মূল কথা। জানিনা এই ডিফেন্স দিয়ে কি প্রমাণিত হয়। আমার কাছে এই ডিফেন্সটাকে একটা ছাগলামী মনে হয়। প্রকারান্তরে অপরাধী এইটাই স্বীকার করে নিচ্ছে যে, “হ্যা আমি আবুল অপরাধ করেছি ঠিকি, মোকলেইচ্চাও করেছে”।
আমি আওয়ামীলীগের যেসব লোক যুদ্ধাপরাধী ছিলো কিংবা অভিযোগ রয়েছে, তাদের সবারই চাই বিচার। বিচারের কাঠগড়ায় সব অপরাধীকেই দাঁড়াতে হবে। একটা ডাকাতির মামলায় যদি ৫০ জন অভিযুক্ত থাকে তখন সেই ৫০ জনের ভেতর যদি মূলহোতা ১০ জন গ্রেফতার হয় আর শিষ্য ৪০ জন না হয় সেটাতে আপনি সরকারকে ধরতে পারেন, সরকারের কাছে জিজ্ঞেশ করতে পারেন,আপনি তাদের বিচারে গঠিত আদালতের নজরে আনতে পারেন। কিন্তু তাই বলে কি ওই ধৃত মূলহোতা ১০ জন বাকী ৪০ জনকে না ধরাতে অভিযুক্তরা কি ঐ ডাকাতি করবার অভিযোগ থেকে মুক্ত হয়ে যায়? অবশ্যই না ।কিংবা মূলহোতা ১০ জন ধরা হয়েছে কিন্তু এদের শিষ্যগুলোরে ক্যান ধরা হলো না , এই অজুহাতে পুরো বিচারকাজ বন্ধ রাখার যারা দাবি করছে, তারা কি আসলেই যুদ্ধপরাধের বিচার চায়? আমি মনেকরি আজকে যদি গুরুদের বিচার করা সম্ভব হয় তবে কালকে শিষ্যদেরও বিচার করা সম্ভব হবে।যেসব আওয়ামীলীগের লোকদের কথা এখানে উঠালেন তারা যদি ১৯৭১ এ গোলাম আজমের শিষ্য হয়ে রাজাকার বাহিনীর সদস্য হয়ে থাকে তবে ঐ শুয়োরদেরও বিচারও হবে বাংলার মাটিতে। আমরা চাই যুদ্ধাপরাধীদের বিচার। কে কোন দলের এটা দেখবার টাইম নাই।
আর বিচার মাত্র শুরু হয়েছে। আগে ধৃত শীর্ষ গুলার বিচার চলুক। এই প্রসেস টা বাঁধাগ্রস্থ না হলে ৭১ এ যারা ধৃত রাজাকার নেতাদের অধীনে থেকে যারা ৭১ সালে অপরাধ করেছে তারা এখন যেদলই করুক ,আগামী ১০ বছরে বাংলাদেশের সকল যুদ্ধাপরাধীদের বিচার একে একে এই ট্রাইবুনালই করবে, যদি আগামীতে কোন সরকার এই প্রসেস টা বাঁধাগ্রস্থ করে বন্ধ করে না দেয়।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

ত্রিশোনকু বলেছেন: নারে ভাই, আমি একজন আওয়ামী লীগারেরও বিচার চাইনি।

আমি বলেছি কেন বাচ্চু রাজাকারের বিচার সবার আগে হল, যার বিচারের রায় কার্যকর করা এখন সম্ভব নয় এবং কেন তার চেয়ে ঘৃন্য যুদ্ধাপরাধীরা লাখ টাকা দামের ফরাসী সৌরভ গায়ে মেখে কোটি টাকা মূল্যের পানীয়তে চুমুক দেবেন?

বাচ্চু রাজাকার যদি হোতা হয় লুলা মুসা বা মেজর জেনারেল আমজাদ আরও বড় হোতা।

এদের দুজনের একজনও আওয়ামি লীগার নয়।

১১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

শয়ন কুমার বলেছেন: কাদের মোল্লারে নিয়া ছোট্ট একটি মন্তব্যঃ আদালতে কাদের মোল্লার বিরুদ্ধে আনিত সকল অভিযোগের ঘটনাস্হল ঢাকার মিরপুর এবং ঢাকার কেরানীগঞ্জে ।অথচ এ প্রসঙ্গে আদালতে কাদের মোল্লার পক্ষের সাক্ষী হাফেজ এ আই এম লোকমান আদালতে মিথ্যা জবানবন্দী দিয়ে বলেছেঃ যুদ্ধকালে আব্দুল কাদের মোল্লা নাকি ঢাকাতেই ছিলেন না। তিনি গ্রামের বাড়ি ফরিদপুরে ছিলেন। হানাদার বাহিনীর সাথে কাদের মোল্লার নাকি কোন সম্পর্কই ছিল না !!!!!!! দৈনিক সংগ্রামও কাদের মোল্লার পক্ষের ঐ সাক্ষীর এই মিথ্যা জবানবন্দীটি রিপোর্ট ফলাও করে নিখছে কাদের মোল্লার পক্ষের সাক্ষী লোকমান যে আদালতে মিথ্যা জবানবন্দী দিয়েছে তার প্রমান দেখা মেলে এই ছবিতে যেখানে কাদের মোল্লার{গোল দাগ চিহ্নিত} সাথে পাক বাহিনী সেনাপতি ঘাতক নিয়াজীর সঙ্গে

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

ত্রিশোনকু বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ শয়ন।

এই ছবিটি একটি ঐতিহাসিক দলিল।

আমার ব্লগকে এটা সমৃদ্ধদ করলো।

১২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

নীল বেদনা বলেছেন:
খাইছে প্রাণ-আর.এফ.এল এর টা তো জানতাম না!!!

আজ থেকে প্রাণের পণ্য বর্জন শুরু করলাম।

এতো বড় সেনা যুদ্ধাপরাধীর বিষয়ে মিডিয়াগুলো নিশ্চুপ কেন বুঝতে পারছি না।

জঘন্য মানুষগুলো সমাজের নানা জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে আছে!!!

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

ত্রিশোনকু বলেছেন: যে কারনে ভুমি দস্যু সোবহানের ব্যাপারে মিডিয়া নিশ্চুপ।

কড়ি দ্বিতীয় ইশ্বর।

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

রোদেলা দুপুর বলেছেন: নিল বেদনাকে আমি +++++++++ দিলাম

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

মিডিয়া বা সরকারের প্রয়োজন নেই, এই যুদ্ধাপরাধীকে আমরা শুধু পন্য বর্জন করেই ভিখিরি করার ক্ষমতা রাখি।

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

জ্বীন কফিল বলেছেন: আর এফ এল এর মালিক বিহারী এইটা জানতাম। কিন্তু পাকিস্তান সেনা বাহিনীতে ছিলো তা জানতাম না। নির্ভরযোগ্য লিংক থাকলে দয়া করে শেয়ার করেন

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

ত্রিশোনকু বলেছেন: সে বিহারী নয়। আহমেদিয়া।

আপনি পাকিস্তান আর্মির GHQ তে Central Officer's Record Office (CORO) এ ১৯৭১ সালের ২৬ শে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত রংপুর ব্রিগেডে কে কে BM (Brigade Major) ছিল তা বের করে নিতে পারেন।

আর মেজর জেনারেল আমজাদ (অবঃ) তা অস্বীকার করেনা বলেই জানি।

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: প্রাণ-আরএফএল গ্রুপের মালিক আমজাদ এর বিষয়টা আজই জানলাম।

আজ থেকে আর কোন প্রানএর পন্য কিনবো না, এটাই আমার প্রতিবাদ।

ওকে আইনের আওতায় আনা হোক।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

ত্রিশোনকু বলেছেন: বড় বড় অপরাধ একাত্তরে যারা করেছে তাদের আইনের আওতায় আনতেই হবে।

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

ধুম্রজ্বাল বলেছেন: মেজর মান্নান ?
৩ কমান্ডো ব্যাটেলিয়ানে চাকরীরত অবস্থায় কালুরঘাট বেতারকন্দ্র ধংস করতে গিয়ে বাংগালীদের সাথে যুদ্ধে গুলী খেয়েছিলেন।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

ত্রিশোনকু বলেছেন: আসলে একটা কমান্ডো ব্যাটেলিয়ানের মেজর আর একটা পদাতিক বা সাঁজোয়া ব্রিগেডের মেজরের ক্ষতি করার ক্ষমতার মধ্যে পার্থক্য বিশাল।

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

ভিটামিন এ বলেছেন: আমি আগে থেকেই প্রাণ এর পণ্য ব্যবহার করি না।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

ত্রিশোনকু বলেছেন: আপনি ঠিক কাজটি করেন।

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

প্রজন্ম৮৬ বলেছেন: প্র‌্যাক্টিক্যাল ট্রুথ! নির্মম বাস্তবতার কথা তুলে ধরেছেন।

আমি অবশ্য রায়টার নর্মেটিভ গুরুত্ব বিবেচনায় সর্বোচ্চ খুশীই হয়েছি। বাঁধটা ভাঙ্গলো, এবার স্রোতের অপেক্ষা।

তবে, আওয়ামী লীগ যদি এই রাজাকার বিচার নিয়ে রাজনৈতিক মাঠে গোল দেয়ার চেষ্টা চালায়, তবে এজন্য সর্বোচ্চ ক্ষতিপূরণ দিয়েও মাফ পাবে না।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২০

ত্রিশোনকু বলেছেন: "আমি অবশ্য রায়টার নর্মেটিভ গুরুত্ব বিবেচনায় সর্বোচ্চ খুশীই হয়েছি। বাঁধটা ভাঙ্গলো, এবার স্রোতের অপেক্ষা।"

- এক্কেবারে ঠিক কথা। শুধু আশংকাটা হ'ল আওয়ামী লীগের রাজনৈতিক সততার ঘাটতির।

১৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

নেক্সাস বলেছেন: দাদা স্যালুট

এই ব্লগে সবসময় একটা ভয় কাজ করে। সেটা হল ট্যাগিং।
তাই অনেক সময় সত্য বলা থেকে বিরত থাকি


আওয়ামিলীগ যে যুদ্ধাপরাধী বিচার নিয়ে আম জনতার যে আবেগ আকাঙ্কা তা নিয়ে রাজনীতি করে তা আবারো প্রমাণীত।
যুদ্ধাপরাধী বাচ্চুর ফাঁসি অবশ্যাই যথার্থ বিচার এবং রায়। কিন্তু কথা হল যে পালিয়ে গেছে তার বিচার কেন আগে।
কেন একজন বদর বাহিনী, রাজাকার বাহিননির প্রধানের আগে বিচার হলনা এবং জাতী সত্যিকারের ফাঁসি দেখলনা।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩

ত্রিশোনকু বলেছেন: "কেন একজন বদর বাহিনী, রাজাকার বাহিননির প্রধানের আগে বিচার হলনা এবং জাতী সত্যিকারের ফাঁসি দেখলনা।"

-আসলেই দূঃখ জনক। প্রার্থনা করি যে এবার নিয়ন্ত্রণাধীন যুদ্ধাপরাধীর বিচারের রায় ঘোষিত হবে।

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

ইনো বলেছেন: দুইটা প্রশ্ন :

১. RFL এর শতভাগ মালিকানা কি জেনারেল আমজাদ (অবঃ) বা তার পরিবারের হাতে ?

২. PRAN এর শতভাগ মালিকানা কি জেনারেল আমজাদ (অবঃ) বা তার পরিবারের হাতে ?

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮

ত্রিশোনকু বলেছেন: জানিনা।

তবে এ জানি যে এ দুটো কোম্পানী মেজর জেনারেল আমজাদের সৃষ্টি। আর জানি আর এফ এল এর সৃষ্টি সে বছর যে বছর জেনারেল আমজাদ দুর্নীতির দায়ে চাকুরীচ্যুত করা হয়।

আরাকটা ঘটনা শুনুনঃ

বংগবন্ধু স্বাধীনতার পর জমির মালিকানা বেঁধে দিয়েছেন জন প্রতি ১০০ বিঘা। চিলাহাটির বিশাল জোতদার আফতাব উদ্দিন প্রামানিকের এত্ত জমি যে তাঁর জমির ওপর দিয়ে ট্রেনই চলে তখন ১৫ মিনিট ধরে। উনি এখন কি করেন?

কিছু একটা করেছিলেন বটে। তা না হলে উত্তরাধিকার সুত্রে তার ওয়ারিশানরা ৭৫ (মেয়ে) থেকে ১৫০ বিঘা (ছেলে) জমি পেলেন কি ভাবে?

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন:
আরো একটা উদাহরনঃ

"অবাক করার মত ঘটনা হলো সেখানে অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন হাকিমের উপস্হিতি। তিনি একাধারে বাংলাদেশের ট্রানজিট ক্যাম্পের অধিনায়কত্ব ছাড়াও মিলিটারী পুলিশ বাহিনীর সর্বময় কর্তা হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন। এই সেই ক্যাপ্টেন হাকিম যে মুক্তিযুদ্ধের ন’মাস পাকিস্তানের হয়ে আমাদের বিরূদ্ধে লড়েছে। তার নিক্ষিপ্ত গোলায় নিহত হয়েছে শ’য়ে শ’য়ে শরনার্থী আর মুক্তিযোদ্ধা। করমর্দনের পর অনুশোচনা আর লজ্জায় যেনো নিজের মধ্যে গুটিয়ে গেলাম। বাথরুমে ঢুকে হাত ধুয়ে ফেললাম। অন্তরাত্মা মুহুর্তেই বিদ্রোহী হয়ে উঠলো। চিৎকার করে প্রতিবাদ করতে ইচ্ছা হলো। কি অর্থ এই স্বাধীনতার যেখানে শত্রু মিত্র সব একাকার হয়ে যাবে কোন সমীকরণের সমাপ্তি না টেনেই"।

সূত্রঃ গনতন্ত্রের বিপন্ন ধারায় বাংলাদেশের সশস্ত্র বাহিনি-মেজর নাসির উদ্দিন পৃষ্ঠা-৩৩

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১২

ত্রিশোনকু বলেছেন: আসলেই সহ্য করা কষ্টকর।

বছর চারেক আগে মেজর জেনারেল আইনঊদ্দিন বীর প্রতীক (অবঃ) আলাপচারিতায় অত্যন্ত দূঃখ করে আমাকে বলেছিলেন যে শতাধিক বাংগালী অফিসার ১৯৭১ সালে, মুক্তি যুদ্ধে যোগদানের সকল সুযোগ থাকা সত্ত্বেও পাকি বাহিনীতে যোগ দেয়।

২২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

রাতুল_শাহ বলেছেন: এটা তো আগে জানতাম না। বর্জন বর্জন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

ত্রিশোনকু বলেছেন: রাতুল,

বর্জন নয়, সতর্কতা, যাতে কোনো যুদ্ধাপরাধীই বাদ না পড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.