নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশ থেকে মৃত্যুদন্ডের বিধান উঠিয়ে দেয়া হোক।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

১। একাত্তরের ৫ এপ্রিল মিরপুর বাঙলা কলেজের ছাত্র পল্লবকে গুলি করে হত্যার নির্দেশ।



২। একাত্তরের ২৭ মার্চ সহযোগীদের নিয়ে কবি মেহেরুননিসা, তাঁর মা এবং দুই ভাইকে মিরপুর ৬ নম্বর সেকশনের বাসায় গিয়ে হত্যা।



৩। একাত্তরের ২৯ মার্চ বিকেলে সাংবাদিক খন্দকার আবু তালেবকে আরামবাগ থেকে মিরপুর জল্লাদখানা পাম্পহাউসে নিয়ে জবাই করে হত্যা।



৪। ২৫ নভেম্বর'৭১এ ৬০-৭০ জন রাজাকারসহ কেরানীগঞ্জ থানার ভাওয়াল খানবাড়ি এবং ঘাটারচরে (শহীদনগর) শতাধিক নিরস্ত্র গ্রামবাসীকে হত্যা ।



৫। একাত্তরের ২৪ এপ্রিল পাকিস্তানি সেনা ও অবাঙালি রাজাকারদের সঙ্গে নিয়ে মিরপুরের আলোকদী (আলুব্দী) গ্রামে হামলা। ওই ঘটনায় ৩৪৪ জনের বেশি নিহত হন।



৬। একাত্তরের ২৬ মার্চ তার সহযোগী এবং পাকিস্তানি সেনাদের নিয়ে মিরপুরের ১২ নম্বর সেকশনে হযরত আলী লস্করের বাসায় গিয়ে হযরত, তাঁর স্ত্রী, দুই মেয়ে এবং দুই বছরের এক ছেলেকে হত্যা, আরেক নাবালিকা মেয়েকে গণ ধর্ষণ।



সুত্রঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এতগুলো প্রমানিত অপরাধের শাস্তি যাবজ্জীবন!



বাংলাদেশ থেকে মৃত্যুদন্ড ঊঠিয়ে দেয়া হোক।



প্রমানিত ৩৮৮ হত্যার, কিশোরীকে গণ ধর্ষনের শাস্তি যদি যাবজ্জীবন হয় তা হলে আর কোনো অপরাধের শাস্তি মৃত্যুদন্ড হতে পারেনা।



বাংলাদেশ থেকে মৃত্যুদন্ড ঊঠিয়ে দেয়া হোক।



প্রমানিত ৩৮৮ হত্যার, কিশোরীকে গণ ধর্ষনের শাস্তি যদি যাবজ্জীবন হয় তা হলে আর কোনো অপরাধের শাস্তি মৃত্যুদন্ড হতে পারেনা।



৬ অভিযোগের কোন কোনটি প্রমানিত হয়েছে?



একটা তো অন্ততঃ হয়েছে। না হলে শাস্তি কিভাবে দেয়া হল?



এখন প্রশ্ন হচ্ছে যদি একটি অভিযোগও প্রমানিত হয়ে থাকে তা হলে তাকে কেন মৃত্যুদন্ড দেয়া হল না?



দেশ থেকে মৃত্যুদন্ডের বিধান না তুলে দিয়ে এই রায় কিভাবে দেয়া হ'ল?



গত নির্বাচনে আমাদের নির্বাচনী এলাকায় জোটের প্রার্থী এরশাদ হওয়ায় বিষম বিপদে পড়তে হয়েছিল। স্বৈরাচারকে কেঊ ভোট দেবেনা।



"যুদ্ধাপরাধী বিচারের জন্যে স্বৈরাচারকে ভোট দিন'- এই আকুল আবেদন নিয়ে যাদের দ্বারস্থ হয়েছিলাম তখন, তারা আজ কি বলাবলি করছে?



যারা স্বৈরাচারের সাথে হাত মেলাতে পারে তাদের জন্যে যুদ্ধাপরাধীদের সাথে হাত মেলানো কোনো ব্যাপার নয়।



সবচে কষ্টের ব্যাপার হ'ল এই রায়ের বিরুদ্ধে আপিল ও করা যাবেনাঃ



দ্য ইন্টারন্যাশনাল (ক্রাইমস) ট্রাইব্যুনালস অ্যাক্ট ১৯৭৩ এর ২১ ধারা আপীল নিয়ে আলোচনা করেছে। ২১ ধারা অনুযায়ী-

[ 21. (1) A person convicted of any crime specified in section 3 and sentenced by a Tribunal shall have the right of appeal to the Appellate Division of the Supreme Court of Bangladesh against such conviction and sentence.



(2) The Government shall have the right of appeal to the Appellate Division of the Supreme Court of Bangladesh against an order of acquittal.



(3) An appeal under sub-section (1) or (2) shall be preferred within 2[ thirty days] of the date of order of conviction and sentence or acquittal.]



সাজাপ্রাপ্ত ব্যক্তি দণ্ডাদেশ কমানোর জন্য আপীল করতে পারবে কিন্তু দণ্ডাদেশ বাড়ানোর জন্য রাষ্ট্রপক্ষ আপীল করতে পারবে না!





শুধুমাত্র বেকসুর খালাস যদি কারো প্রাপ্তি হয় তখন রাষ্ট্রপক্ষ আপীল করতে পারবে।







মন্তব্য ৪৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

নির্মলেন্দু পোদ্দার বলেছেন: এ লজ্জা দুই লক্ষ মা-বোনের, এ লজ্জা ত্রিশ লক্ষ শহীদের...........

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

ত্রিশোনকু বলেছেন: .....এবং ৬০ হাজার যুদ্ধ শিশুর জন্মদাত্রীদের।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

রেজোওয়ানা বলেছেন: এই নির্লজ্জ দালালি মূলক রায় আমরা মানি না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

ত্রিশোনকু বলেছেন: মানা যায় না।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

ইনকগনিটো বলেছেন: আমরা এইসব বিচার চাই না। দরকার নাই এইসব প্রহসনের। সব রাজাকারদের অবিলম্বে মুক্তি চাই। রাজাকারদের বিচার আমাদের হাতে হবে। আমরাই বিচার করবো। বাংলার মানুষ করবে।


আমি একবার মুক্তিযুদ্ধ করতে চাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

ত্রিশোনকু বলেছেন: আমি আরাকটা সুযোগ চাই।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

রাফা বলেছেন: সর্বোচ্চ সাস্তি দশ ঘা বেত্রাঘাত।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

ত্রিশোনকু বলেছেন: দশ ঘা বেত্রাঘাতই তো দেয়া হ'ল।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

সঞ্জয় নিপু বলেছেন: এটা আমার প্রতিবাদ -

রাজাকারদের আস্ফালনের রাজত্ব থেকে মুক্তি চাই

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

ত্রিশোনকু বলেছেন: কিন্তু কিভাবে?

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

রামিজের ডিপফ্রিজ বলেছেন: সত্যিই বোঝা দায়। অনেকে হয়ত বলবে যে যাবজ্জীবন আর ফাঁসীর বিশেষ তফাত নেই; কিন্তু তা-ও গণহ্ত্যার মত নির্মম ঘটনায় লঘু শাস্তি ভবিষ্যতের জন্য শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বে খুবই বাজে একটা দৃষ্টান্ত স্থাপন করল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

ত্রিশোনকু বলেছেন: "গণহ্ত্যার মত নির্মম ঘটনায় লঘু শাস্তি ভবিষ্যতের জন্য শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বে খুবই বাজে একটা দৃষ্টান্ত স্থাপন করল।"

-সহমত, সর্বাংশে।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

মুনতাসীর রোমান বলেছেন: শেষ পর্যন্ত বি.এন.পি র কথাই ঠিক হল । প্রহসনের রায় । হায়নাকে মৃত্যুদন্ড থেকে রেহাই দিয়ে বহু প্রত্যাশিত বিচারকে প্রশ্নবিদ্ধ করা হল । তার যদি মৃত্যুদন্ড না হয় বাংলাদেশে মৃত্যুদন্ডের বিধান রাখার কোন মানে হয়না ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

ত্রিশোনকু বলেছেন: "তার (কাদের মোল্লার)যদি মৃত্যুদন্ড না হয় বাংলাদেশে মৃত্যুদন্ডের বিধান রাখার কোন মানে হয়না ।"

-আসলেই হয়না।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

মোঃ নুর রায়হান বলেছেন: "জামাত শিবিরে যোগ দিন
কামিয়াবের গ্যারান্টি নিন"

ভাই, দিকে দিকে চলুন এই মটো প্রচার করি।

আর রাজাকারের জন্য এদেশ থেকে মৃত্যুদণ্ড উঠে গেছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

ত্রিশোনকু বলেছেন: সঠিক, রাজাকারদের জন্যে এদেশ থেকে মৃত্যুদন্ড উঠে গেছে।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: জামায়াতের কালকের হরতালে পূর্ণ সমর্থন জানাই । তারাও এই রায় মানে না,আমরাও মানি না । X( X( X( X(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

ত্রিশোনকু বলেছেন: আসলেই।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

জমিদার হুজুর বলেছেন: আজ সকাল থেকেই টিভির সামনে বসে ছিলাম ,কখন শুনব যে কাদের শালারে ফাসি দেওয়া হয়েছে । কিন্তু এই শালার ফাসি হলো না । আফসোস থেকে গেল মনে । ভাবতেই পারিনাই এই জঘন্য লোকের ফাসি হবে না ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

ত্রিশোনকু বলেছেন: কাদের মোল্লার বিরুদ্ধে হত্যা করার যতগুলো First hand সাক্ষ্য ছিল, আর কারূ বিরুদ্ধে তার কাছাকাছিও নেই।

তার যদি মৃত্যুদন্ড না হয়, তা'লে আর কারো হবার কোনো কারন নেই।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

গোসাই বলেছেন: ফাসি চাই ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ত্রিশোনকু বলেছেন: আইন অনুযায়ী আপিল করার পর্যন্ত সুযোগ নেই।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আঁকাশতে লক্ষ তারা মুক্তিযুদ্ধ ব্যবসায়ি কিন্তু একটারে =p~ ;) =p~

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

তিক্তভাষী বলেছেন: আপনি বলছেন - সবচে কষ্টের ব্যাপার হ'ল এই রায়ের বিরুদ্ধে আপিল ও করা যাবেনা । আইনের ধারাটাও দেখলাম।

অথচ, হানিফ বলেন - ‘এ রায়ের বিরুদ্ধে আমাদের অ্যাটর্নি জেনারেল আপিল করবেন। আমরা প্রত্যাশা করছি, সেখানে কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি হবে। ’ ভন্ডামি আর কাকে বলে!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

ত্রিশোনকু বলেছেন: সব বিশ্বাস ঘাতক।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

ভাল ছাত্র বলেছেন: নির্মলেন্দু পোদ্দার বলেছেন: এ লজ্জা দুই লক্ষ মা-বোনের, এ লজ্জা ত্রিশ লক্ষ শহীদের...........

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

ত্রিশোনকু বলেছেন: "এ লজ্জা দুই লক্ষ মা-বোনের, এ লজ্জা ত্রিশ লক্ষ শহীদের........... "

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

বিজ্ঞ মানুষ বলেছেন: ভাল ছাত্র বলেছেন: নির্মলেন্দু পোদ্দার বলেছেন: এ লজ্জা দুই লক্ষ মা-বোনের, এ লজ্জা ত্রিশ লক্ষ শহীদের...........

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

ত্রিশোনকু বলেছেন: "এ লজ্জা দুই লক্ষ মা-বোনের, এ লজ্জা ত্রিশ লক্ষ শহীদের........... "

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

স্পাইসিস্পাই001 বলেছেন: বিজ্ঞ মানুষ বলেছেন: ভাল ছাত্র বলেছেন: নির্মলেন্দু পোদ্দার বলেছেন: এ লজ্জা দুই লক্ষ মা-বোনের, এ লজ্জা ত্রিশ লক্ষ শহীদের.......

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

ত্রিশোনকু বলেছেন: স্পাইসিস্পাই001 বলেছেন: বিজ্ঞ মানুষ বলেছেন: ভাল ছাত্র বলেছেন: নির্মলেন্দু পোদ্দার বলেছেন: এ লজ্জা দুই লক্ষ মা-বোনের, এ লজ্জা ত্রিশ লক্ষ শহীদের.......

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

tumpa roy বলেছেন: ফাসিঁ চাই ....

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ত্রিশোনকু বলেছেন: আপিলের সুযোগ নেই।

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সাদা পাখি বলেছেন: রেজোওয়ানা বলেছেন: এই নির্লজ্জ দালালি মূলক রায় আমরা মানি না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ত্রিশোনকু বলেছেন: তা'লে কি হবে এখন?

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা স্বৈরাচারের সাথে হাত মেলাতে পারে তাদের জন্যে যুদ্ধাপরাধীদের সাথে হাত মেলানো কোনো ব্যাপার নয়

মিথ্যুক, ভন্ড, পাল্টিলীগের পক্ষে এতো নতুন ণয়!!! সেই ৯৬ কি.. সেই ৭২ থেকে শুরু
আর পারিনা গুরু X( X( X( X(

যারা ৭২-৭৫ দেখেনি তারা বোঝেনি কেন মানুষ আওয়ামীলীগকে ঘৃণা করে!!!

আজ ডিজিটালী প্রুফ রেখে গেল- দুর্জনের কথাই সত্য!!!!!!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

ত্রিশোনকু বলেছেন: সঠিক।

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

নাইট রিডার বলেছেন: আর কি করলে ফাঁসি হয় , কেউ কি আমাকে বলবেন?
নাকি বাংলাদেশে ফাঁসি দেয়ার আইন বাতিল হয়ে গেছে?

অবশ্য ফাঁসির রায় দিলেই কি? রাষ্ট্রপতি আছে না? উনি তো দয়ার সাগর, মাফ করে দিবেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

ত্রিশোনকু বলেছেন: "আর কি করলে ফাঁসি হয়?"

-আসলেই, আর কি করলে ফাঁসি হয়?

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

রাতুল_শাহ বলেছেন:

আমার বন্ধু ৪ বছর আগে বলছিল, এই দেশের আইন হত্যা বা খুনের কোন বিচার করে না। হত্যা করার ইচ্ছা হলে, ইচ্ছা মত হত্যা করা যায়। রক্ত নিয়ে খেলা করা যায়।

আজকের রায় সেটাই প্রমাণ করল।

আসলেই প্রহসনের রায় ।

এই রায় মানা যায় না। কোনভাবেই মানা যায় না।

এখন একটাই চাওয়া , একটাই দাবী,
কাদের মোল্লার ফাঁসি।


০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

ত্রিশোনকু বলেছেন: এই রায় প্রহসনের রায়।

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

Nurul Afser Ratan বলেছেন: প্রহসনের বিচার! বি এন পি আগেই বলেছিল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

ত্রিশোনকু বলেছেন: বি এন পির কথাই ঠিক।

২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

তানিয়া হাসান খান বলেছেন: সব বিশ্বাস ঘাতক।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

ত্রিশোনকু বলেছেন: সব বিশ্বাস ঘাতক।

২৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

মহামহোপাধ্যায় বলেছেন: এই রায় যখন হইল !! তখন বিচার না হওয়াই ভালো ছিলো!! অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম যে বিচার করতে পারি নাই :( :(

এই বায়োস্কোপ দেখতে হইতো না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

ত্রিশোনকু বলেছেন: আসলেই, এর চেয়ে বিচার না হওয়াই ভালো ছিল।

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

আবূসামীহা বলেছেন: ট্রাইব্যুনাল, প্রমান আর সাজা সবই জোক! বাঙালীকে হাইকোর্ট দেখানো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

ত্রিশোনকু বলেছেন: তাই ত মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.