নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টি আকর্ষনঃ এই মূহুর্তে যা যা আমরা চাচ্ছি আপনাদের কাছে, রানা প্লাজায় নিয়ে যাবার জন্যে।

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪



আমি আমাদের ত্রাণ কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করলাম।



সময়ঃ রাত এগারোটার পর, ২৪ শে এপ্রিল, ২০১৩।

টিভির কোন একটি চ্যানেলের দৃশ্যঃ বিশাল একটি বিম তেরচা হয়ে পড়ে আছে। একজন উদ্ধার কর্মী একটি ছেনি বিমের ওপর লাগিয়ে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিলেন। একট স্ফুলিংগ উঠলো, এক দিকে ছেনি আর আরেক দিকে হাতুড়ি উড়াল দিল।



সাভার ট্রাজেডিতে আমাদের যোগ দেয়ার প্রাথমিক কারন ছিল একটিই, (যদিও পরে আমাদের কার্যক্রম বিস্তৃত হয়) তা হ'ল ওখানে concrete ও rod কাটার স্বয়ংক্রিয় টুলস সরবরাহ করা। কাজে নেমে দেখি যে কাজটি সবচে' কঠিন মনে করেছিলাম সেটিই ছিল সবচে' সোজা কাজ-তহবিল সংগ্রহ ও টুলস কেনা। আমাকে এমনকি এক টাকার তহবিল ও সংগ্রহ বা handle করতে হয় নি। বিশ্বখ্যাত টুলস তৈরি কারক প্রতিষ্ঠান Bosch স্থানীয় প্রতিনিধির সেইলস এক্সিকিউটিভ এক কথায় রাজী হয়ে যান ঢাকার যে কোনো স্থানে home delivery দিতে। আমাদের আহ্বনে সারা দিয়ে মানুষ জন অবিশ্বাস্য কম সময়ে টুলস কিনে সরাসরি সাভার, আমার অফিস বা রেড ক্রিসেন্ট সদরে সেগুলো পৌঁছে দেন। ২৫ তারিখ রাত সাড়ে নয়টায় প্রথম কাটারটি র‍্যাব-৪ এ পৌঁছে । সংগে সংগে তা কাজে লাগানো হয়।



তারপর শুরু হয় সবচে' কঠিন সময়। এই নাতি দীর্ঘ স্ট্যাটাসটিকে অতি দীর্ঘ করার ইচ্ছে আমার নেই। এক কথায় প্রতিটি টুল যাতে করে সঠিক জায়গায় পৌঁছে এবং সঠিক ভাবে কাজ করতে পারে সেটাই ছিল পর্বতের খাড়া ঢাল বেয়ে ওঠার চেয়েও কঠিন।





ফায়ার সার্ভিসের মানুষেরা অমানুষিক পরিশ্রম করেছে।



ঐ এলাকায় রড মিস্ত্রিরা ছিল অমূল্য সম্পদ যারা উদ্ধার কাজে এগিয়ে এসেছিল। বিশ্রাম তো দুরের কথা একগ্রাস খাবার মুখে দেবার সময়ো তাদের ছিল না। টুলস চালাতে চালাতে তাদের হাতে বিশাল বিশাল সব ফোস্কা পড়ে গিয়েছিল।



সাধারন স্বেচ্ছাসেবীরা তখন এগিয়ে আসে। আমরা তাদের স্বল্প সময়ের প্রশিক্ষণ দিতে সক্ষম হই ২৬ তারিখে। তারাও ঝাপিয়ে পড়ে। রড মিস্ত্রি, কাঁচ কাটার মিস্ত্রি, টাইলস ও এলুমিনিয়াম কাটার মিস্ত্রিদের অল্প কিছুক্ষণের জন্যে হলেও বিশ্রাম দিতে।



২৭ তারিখের মধ্যে পর্যাপ্ত (আমরা যে গুলো পাঠিয়েছিলাম সেগুলো কাজে লাগাবার সুযোগ হিসেবে) টুলস পৌঁছে। টুলস গুলো মধ্যে ছিল breaker, concrete cutter ও rod cutter.



এই টুলসগুলো কাজ করেছে ত্রান কাজের প্রথম ফেইজের শেষ পর্যন্ত।



২৮ তারিখে সেনাবাহিনীর সরাসরি উদ্ধার কাজে নামে এবং এবং এলাকায় একটা শৃংখলার পরিবেশ আসে। তাদের টুলস ও আসে সেই সাথে।



একটি কথা না বললেই নয়। কাটারগুলো চালাতে প্রচুর ব্লেইডের প্রয়োজন পড়ে। এই ব্লেইড গুলোর জন্যে যখন আমি আবেদন করি তখন, ছোট ছোট স্কুলের ছেলে মেয়েরা পর্যন্ত, বাবা মায়ের স্বরনাপন্ন না হয়ে ৫/৬ জন মিলে নিজেদের টাকা দিয়ে একেকটা ব্লেইড কিনে দিয়েছে। কংক্রিট কাটার ব্লেইডের বেশীর ভাগই ছিল Bosch এর দামী ব্লেইড।



যাদের কাছে আমি কৃতজ্ঞঃ



১। যারা আমার পোস্টটি বারে বারে প্রথম পাতায় নিয়ে এসেছে এবং ফেইসবুকে বারবার শেয়ার করে ছড়িয়ে দিয়েছে মুহুর্তে। আমি ব্লগে পোস্ট করা ও ফেইসবুকে স্ট্যাটাস আপডেইট করার ৩ মিনিটের মাথায় প্রথম সাহায্যকারীর ফোন পাই।



২। যারা আমার পোস্টটিকে ব্লগে স্টিকি করার অনুরোধ ও ব্যাবস্থা করেছেন।



৩। সামুর জানাকে স্টিকি করার জন্যে তড়িৎ সিদ্ধান্ত নেবার জন্যে।



৪। Sohel Abdullah: ইনি যে কত লক্ষ টাকার ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন, তা আমার ধারনায় নেই। আমি যেই জিনিসের কথাই বলেছি, সে জিনিসই (ঢাকায় থাকলে) খুঁজে বের করে কিনে , আমাকে প্রাপ্তিস্থানের ঠিকানা ও ফোন নম্বর দিয়ে নিজে সাভারে সেগুলো পৌঁছে দিয়েছেন।



৫।। একজন সরকারি স্কুলের স্কুল শিক্ষক যিনি তার ঘরের সমস্ত টাকা এবং তার স্ত্রী যিনি তার স্বর্নালংকার বিক্রি করে একটি concrete cutter কিনে দিয়েছেন।



৬। Rahid Ahmed



৭. IUBর একজন ফ্যাকাল্টি, যার নাম মনে করতে পারছিনা।



৮। আমিন, সেইলস এক্সিকিউটিভ, Bosch.



৯। তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ।



১০। জুয়েল, জাহাংগীর নগর বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।



১১। আরেফিন।



১২।Aminul hoque Polash ও তার দলবল।

Click This Link



১৩। স্কুলের ছাত্র ছাত্রীরা যারা মোট ১০ টি concrete cutting blade পাঠিয়েছে।



১৪।শিপুভাই।



১৫।বেগম মাসুদা আহমদ বিজলী



১৬। রেশনার-১৮ টি, ডেটল সাবান-৪৮ টি। টর্চ-১০ টি।



১৭। জনাব ফারদীন রাজ



১৮। Ms মেহনাজ চৌধুরী ১২টি টর্চ ব্যাটারি সহ। গ্লাভস-৩০ জোড়া।



১৯। মাহফুজ, নিপা, স্বর্ণা।



২০। Poroma Kanya.



২১। Jaago Foundation.



২২। Irsh Zaker.



২৩। Director, International Affairs, BDRCS.



২৪। নাম প্রকাশে অনিচ্ছুক এবং অগনিত নাম না জানানো ও ভুলে যাওয়া সাহায্যকারী।



২৫। Shaam Ahmad, JAAGOর ভলান্টিয়ার যে আমাকে দুর্ঘটনা স্থলে থেকে এবং অন্য জায়গায় থেকেও সব সময় রেড ক্রিসেন্ট সাভার ক্যাম্প থেকে ওখানে কখন কি লাগবে তা জানিয়ে গেছে।



২৬। আমার স্ত্রী, যে আমার মধ্যে আকুলতা জাগিয়েছে সাভারের দূর্গতদের জন্যে কিছু করার।





আমি আমাদের ত্রাণ কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করলাম।



আপডেইট ৩০

একটি প্রস্তাবনা



We may raise a fund of taka 50 lac and keep it in a bank to support 10 invalids (having no hope of earning ever) with 5,000/- taka monthly each for life.

আমরা একটা ৫০ লক্ষ টাকার তহবিল গঠন করতে পারি। ব্যাংকে টাকাটা রেখে মাসিক ৫০,০০০/- লভ্যাংশ থেকে ১০ জন পংগু যারা জীবনে কখোনো আর কোনো কাজ করে খেতে পারবেনা, তাদের প্রত্যেককে মাসে ৫,০০০/- করে টাকা দেয়া হবে।



We would form a cooperative or a trust and the money would be kept in a bank account of the trust/cooperative.



আমরা একটা সমবায় সমিতি বা ট্রাস্ট বানিয়ে ব্যাংক হিসেব খুলে সেখানে টাকা রাখা হবে।



Money would be given from the interest earned.



জমার বিপরীতে পাওয়া লভ্যাংশ থেকে ভাতা দেয়া হবে।



We would keep it very simple. Every month, money would reach them by bank transfer.



আমাদের পরিচালনা রাখা হবে খুব সহজ। প্রতিমাসে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে যাবে গ্রহীতার একাউন্টে।



Half yearly and yearly audit would be held and CA firms would be approached to provide us a free service. If they don't do the audit free, the trustees/ members of cooperative would bear the cost from their own resources. The report would be published in Facebook page dedicated to the trust or cooperative.



ষান্মাসিক ও বার্ষিক অডিট পরিচালিত হবে। সি এ ফার্ম গুলোকে অনুরোধ করা হবে যাতে তারা বিনা পারিশ্রামিকে কাজটি করে দেয়। সেটা সম্ভব না হলে তা ট্রাস্টিদের বা সমিতির সদস্যদের ব্যাক্তিগত তহবিল থেকে তা পরিশোধ করা হবে। ট্রাস্ট বা সমিতির ফেইসবুক পাতায় এই প্রতিবেদন প্রকাশ করা হবে।



For choosing, we would take the professional help of CRP Savar, run by the most dedicated person that I ever met, Valerie Taylor OBE. On their recommendation, we would choose the invalids.



আমারা সি আর পি সাভারের সাহয্যে নিরুপন করবো এই ভাতা কোন দশ জনকে দেয়া যায়। তাদের লিখিত সুপারিশের মাধ্যমে আমরা গ্রহিতা গ্রহন করবো। আপনারা সবাই জানেন যে সি আর পি পরিচালনা করেন একজন অতি নিবেদিত প্রাণ , ভ্যালেরি টেইলর ও বি ই।



Anyone may contribute any amount.

যে কেউ যে কোনো অংকের অর্থ সাহায্য দিতে পারেন।



A preparation time would be needed to start collecting.



তহবিল সংগ্রহ ও পরিচালনা শুরু করতে কিছু সময়ের প্রয়োজন হবে।

আপডেইট ২৯

রাত ৯টা ৩৫ মিনিট, ৩০ শে এপ্রিল, ২০১৩



আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী বন্ধু এক বিশাল কাজ করেছেন (এই বন্ধুই একজন গার্মেন্টস শ্রমিকের এতিম বাচ্চাকে সাবালক হয়া পর্যন্ত লালন পালন করবেন)।



তিনি হতভাগ্য গার্মেন্টস শ্রমিক পরিবারের সাহয্য ও পুনর্বাসনে ইচ্ছুক অস্ট্রেলিয়া প্রবাসী বাংগালীদের একটা তালিকা আমকে পাঠিয়েছেন। তাদের ইচ্ছা ইরেশ জাকেরের (এশিয়াটিক) মাধ্যমে তাদের সাহায্য বন্টন ও ব্যাবস্থাপনা করার।



ব্যাক্তিগত ভাবে আমি ইরেশ জাকেরকে চিনতাম না। বন্ধু ও ব্লগার পিনাকী ভট্টাচার্য্য ইরেশের সাথে টেলিফোনের মাধ্যমে পরিচয় ও যোগাযোগ করিয়ে দেয়। প্রচন্ড ব্যাস্ত ইরেশ আমাকে তিনবার সময় দেয় আজ। আমি ইরেশের কাছে অস্ট্রেলিয়া প্রবাসীদের নাম ও ইমেইল হস্তান্তর করি। ইরেশ তাদের সবাইকে ইমেইল করেন।



ঐ অস্ট্রেলিয়া প্রবাসীরা হলেনঃ

Anowar Mondal



Babita (আমাদের নায়িকা ববিতা নন।)



Farhana Naz



Ishtiaque



'Iftekhar Abdullah



Parvin Rowshan



'Abdus Nasser'



Rubayyat Haider



Tushar Choudhary



Shaf Rahman



'Choudhury Shahjahan'



Farzana Rahman



Mamta Chowdhury



Akter Farzana



Golam Mostafa



Abid Rahman



Boni Amin ( he is a journalist here runs paper) .



Farjana Fiza





আপডেইট ২৮

রাত ১০ টা, ২৯ শে এপ্রিল, ২০১৩।

PLEASE SHARE EXTENSIVELY



Poroma Kanya যিনি এই গার্মেন্টস শ্রমিকদের দুস্থ আত্মীয়দের সাহায্য করার যাবতীয় হিসেব ফেইসবুক আর ব্লগে প্রকাশের দ্বায়িত্বে ছিলেন তিনি আজ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালককে ফোন করেন। রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক আমাদের এই উদ্যমের সাথে তার সমস্ত সম্পৃক্ততা অস্বীকার করেন।



পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের কার্যক্রম স্থগিত ঘোষিত হল। আমাদের নতুইন কার্যক্রম আজকের মধ্যেই ঘোষনা করা হবে।

আমাদের আগে দেয়া 01678135455 এ বিকাশ করা থেকে বিরত থাকতে অনুরোধ করছি।





আমাদের কাছে এই ফান্ডে আছে : টাকা ১০,০০০/- আমিনুল হক ফটিক, সুইজারল্যান্ড

পাইপ লাইনে আছে : টাকা ৭৫,০০০/- ব্লগার পলাশ , ক্যানাডা।



_______________________________________

এই টাকা ছাড়া আমাদের কাছে এই খাতে আর কোনো টাকা নেই।

যদি কেউ এই নাম্বারে বিকাশে কেউ টাকা পাঠিয়ে থাকেন তাহলে তাকে অতি সত্ত্বর নীচে যোগাযোগ করতে অনুরোধ করা হলঃ



Design Alliance Ltd

http://www.designallianceltd.com/

House # 105, Level-4, Road # 4, Block-A, Banani.



যোগাযোগঃ



১। সফিকুর রহমান, অফিস এসিস্টেন্টঃ 01714787824

২। রামকৃষ্ণ দাস, হিসাব রক্ষকঃ 01718194950



এছাড়া আমার সাথেও যোগাযোগ করতে পারেনঃ ত্রিশোনকুঃ 01979700009, 01715036547.



আপনার টাকার হদিস বের করে আপনাকে জানানো হবে এবং এই ফেইস বুকে প্রকাশ করা হবে।

Design Alliance Bangladesh

http://www.designallianceltd.com

We will be pleased to talk about your needs and prepare a proposal for your particular project. Our experience is your advantage.











আপডেট-২৭

গার্মেন্টস শ্রমিকদের দুস্থ আত্মীয়দের সাহায্য প্রসংগেঃ



উপরোল্লিখিত সাহায্য সংগ্রহ এবং বিতরন নিয়ে দুয়েক জনের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন যে আমরা রেড ক্রিসেন্টকে নগদ টাকা তুলে দিচ্ছি বিতরনের জন্যে।



প্রকৃতপক্ষে টাকা আমর নিজেরাই সংগ্রহ করবো এবং করছি। অতি দ্রুত যাতে এই টাকা বিতরন করা যায় তাই সংগ্রহের স্থানটি রেখেছি রেড ক্রিসেন্ট সদর দপ্তর।



টাকা বিতরনও আমরাই করবো। রেড ক্রিসেন্ট আমাদের দুস্থদের তালিকা তৈরি করতে সাহায্য করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাহায্যটি করবে তা হল Mob Control. বিতরন তালিকা ও গ্রহিতাদের ছবি তোলার ব্যাপারেও আমরা তাদের সাহায্য নেবো।



বিভ্রান্তি সৃষ্টিতে সহায়ক হবার জন্যে দূঃখিত।।



আপডেট ২৬



একটি আশার খবর!



আমার এক প্রবাসী বন্ধু একটি দুস্থ পরিবারের সারা জীবনের ভরন পোষনের দ্বায়িত্ব নেবেন। তিনি আরো কিছু প্রবাসী বাংগালীদেরকে এমন আর কিছু পরিবারের দ্বায়িত্ব নিতে উদ্বুদ্ধ করছেন এই হৃদয়বান মানুষটির নাম প্রকাশে অনিচ্ছুক।



আপডেইট ২৫

গরীব শ্রমিকদের ততধিক দুস্থ আত্মীয়দের যারা গ্রাম থেকে দুর্ঘটনার কথা শুনে ছুটে এসেছে তাদের মধ্যে দুস্থতমদের রেড ক্রিসেন্টের সহায়তায় গতকাল ৪০,০০০/- টাকা বিতরন করা হয়েছে।



সুইজারল্যান্ড থেকে আমিনুল হক ফটিক এই দুস্থদের জন্যে পাঠিয়াছে ১০,০০০/- টাকা।



কানাডা থেকে ব্লগার পলাশ পাঠাচ্ছে ৭৫,০০০/- টাকা এই দুস্থদের জন্যে। মোট এই ৮৫,০০০/- টাকা আগামীকাল বিকেলে দুস্থদের মধ্যে বিতরনের পরিকল্পনা করা হয়েছে।







আপডেইট ২৩



বিকেল পাঁচটা, ২৮ শে এপ্রিল, ২০১৩

আজ সাভার রেড ক্রিসেন্টে কোনো চাহিদা নেই।



কেউ সাভারে কিছু পাঠাবেন না ।



অন্য একটা ব্যাপার খুবই জরুরী। আমি রেড ক্রিসেন্টের পদস্থ একজন অফিসারের সাথে এ নিয়ে কথা চালাচ্ছি।



অপেক্ষা করুন।



কথা শেষ হতেই আপনাদেরকে জানাবো।







আপডেইট ২২



ব্লগার আমিনুল ও ব্লগার শিপু ভাই ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসারত গুরুতরো আহতদের সাহায্যের জন্যে সাহায্য নিয়ে গেছেন।

ফেইসবুক বন্ধু Mostofa Kamal Palash সেখানে পাঠিয়েছে দুই হাজার টাকা।

গতকালের রেড ক্রিসেন্ট থেকে পাঠানো সব চাহিদাই পুরন্করা গেছে শুধু এগুলো ছাড়াঃ



১। ক্যানড অক্সিজেনঃ পাওয়াই যায় নি কোথাও।

২। তেরপল, ২০' X ৩০': ১৭টি এখনো বাকি।

এই মূহুর্ত পর্যন্ত নতুন কোন চাহিদা আমরা পাইনি রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে।



আপডেইট ২১

সকাল ৯টা ২০ মিনিট

১০০টি ক্রাচ ও ১০০টি হুইল চেয়ার প্রয়োজন। আমার অফিসে পৌঁছে দিতে পারেন।



আপডেইট ২০

রাত দেড়টা, ২৮শে এপ্রিল, ২০১৩

URGENTLY REQUIRED



This update is addressed to the people residing outside Dhaka.



Some people are still trapped under the rubble.



Rescuers need oxygen for them. All known sources of oxygen is exhausted in Dhaka.



Please try to send portable canned oxygen to Savar preferably by 2 PM tomorrow.





Where to deliver:



২।১। Savar Red Crescent Camp.



২। ২। Savar Fire Service Camp.।



২।৩। Headquarters Red Crescent, Boro Mogbazar.

Dhaka.

২।৪. Design Alliance Ltd

http://www.designallianceltd.com/

House # 105, Level-4, Road # 4, Block-A, Banani.



2.4.1. Shafiqur Rahman, Office Assistant : 01714787824

2.4.2. Ram Krishna Das, Accountant, 01718194950



You may call me as well : 01979700009, 01715036547.





এই আপডেইট ঢাকার বাইরে বসবাসরত মানুষদের জন্যে। বিশেষ করে চিটাগাং, খুলনা, সিলেট রংপুর, বগুড়া ও রাজশাহীতে বসবাসরতদের জন্যে।



রানা প্লাজার নীচে এখন পর্যন্ত মানুষ আ্টকে পড়ে আছে। তাদের বাঁচিয়ে রাখতে বহনযোগ্য ক্যানের অক্সিজেনের প্রয়োজন অতি জরুরী ভিত্তিতে।



ঢাকার কোথাও আর এই অক্সিজেন পাওয়া যাচ্ছেনা।



অনুগ্রহ করে আগামীকাল দুপুর দুটোর মধ্যে পৌঁছে দেবার চেষ্টা করবেন নিচের ঠিকানার যে কোনোটিতেঃ



২।১। সাভার রেড ক্রিসেন্ট ক্যাম্প।



২। ২। সাভার ফায়ার সার্ভিস ক্যাম্প।



২।৩। Headquarters Red Crescent, Malibag.



২।৪. Design Alliance Ltd

http://www.designallianceltd.com/

House # 105, Level-4, Road # 4, Block-A, Banani.



যোগাযোগঃ



১। সফিকুর রহমান, অফিস এসিস্টেন্টঃ 01714787824

২। রামকৃষ্ণ দাস, হিসাব রক্ষকঃ 01718194950



সরাসরি আমাকেও যোগাযোগ করতে পারেনঃ tত্রিশোনকু - 01979700009, 01715036547











আপডেইট ১৯



ক। রানা প্লাজায় এখনকার প্রয়োজন, অগ্রগন্যতা অনুসারেঃ



১। অক্সিজেন ক্যান (পাওয়া যাচ্ছে না কোথাও): যত গুলো পাওয়া যায়. আমার ধারনা ঢাকায় নেই।



কোনো সহৃদয় ব্যাক্তি কি চিটাগাং, খুলনা বা সিলেটে খোঁজ করবেন। রংপুর আর বগুড়াতেও পাওয়া যেতে পারে, পারে রাজশাহীতেও। (Please this serial extensively)



২। তেরপল ২০ ফুট X ৩০ ফুটঃ ১৮ টি।



যেখানে যেখানে দেয়া যাবেঃ



২।১। সাভার রেড ক্রিসেন্ট ক্যাম্প।



২। ২। সাভার ফায়ার সার্ভিস ক্যাম্প।



২।৩। Headquarters Red Crescent, Malibag.



২।৪. Design Alliance Ltd

http://www.designallianceltd.com/

House # 105, Level-4, Road # 4, Block-A, Banani.



যোগাযোগঃ



১। সফিকুর রহমান, অফিস এসিস্টেন্টঃ 01714787824

২। রামকৃষ্ণ দাস, হিসাব রক্ষকঃ 01718194950

আজ রাত সাড়ে দশটা পর্যন্ত রেড ক্রিসেন্ট সাভার এর নতুন কোন চাহিদা ছিল না।





______________________________________________________



খ। কাল সকালে যদি উদ্ধার কাজ অব্যাহত থাকে তাহলে concrete cutting blade লাগবে ৫০ টি।





গ। আজ ব্লগার শিপু ভাই, আমিন ও তাদের দলবল ১০টি concrete cutting blade ও নাম প্রকাশে অনিচ্ছুক আরেক জন ১০ টি concrete cutting blade দিয়েছেন। ১০ টি পৌঁছে গেছে বাকি গুলো এখন সিংগাইড় পার হচ্ছে।

Design Alliance Bangladesh

http://www.designallianceltd.com

We will be pleased to talk about your needs and prepare a proposal for your particular project. Our experience is your advantage.







আপডেট ১৮

রাত আটটা, ২৭ শে এপ্রিল, ২০১৩।

আজ রেড ক্রিসেন্ট সদর (মালিবাগ) বন্ধ হয়ে গেছে। লোকজন ওখান থেকে মানুষ ফিরে এসেছে। । যারা আজ রাতেই তাদের ত্রাণ সামগ্রী সাভারে পাঠাতে চান তারা অনুগ্রহ করে নিজ ব্যাবস্থায় সাভার চলে যান।



বিশেষ ক্ষেত্রে রাতের জন্যে ওখানে সামগ্রী রাখার ব্যাবস্থা করা যাবে সে ক্ষেত্রে আমকে ফোন করার জন্য অনুরোধ করা হচ্ছে (01979700009, 01715036547)।



তেরপল ছাড়া আর অন্যান্য সামগ্রী আমার অফিসেও রাখা যাবে। কাল সকাল ৮ টায় সেগুলো পাঠানো হবে।



আপডেট ১৭

রাত আটটা তেইশ, ২৭শে এপ্রিল, ২০১৩

যা যা এখন সাভারের পথেঃ

১। হেভি ডিউটি লেদার গ্লাভসঃ ৩০০ টি।

২। হেভি ডিউটি রাগেড গ্লাভস with grip: ৪৮ টি।

৩। গাম বুটঃ ১৮ টি।

৪। হেভি ডিউটি মাস্ক-২০০ টি।

৫। তেরপল -৭টি।

৬। হেলমেট-৪০টি



এছাড়াও



Jaago Foundation/Korvi নিয়েছেঃ



120 Helmets

100 Industrial Gloves (Plastic Thick Gloves)

50 Industrial Gloves (Cloth Thick Gloves)

50 Goggles

100 Boots

500 Surgical Mask

50 N95 Mask

50 Maxi for Hospital

20 Salin



আমাদের নতুন চাহিদা পাঠানো হচ্ছে কিছুক্ষণের মধ্যেই।

আজকের সংগ্রহে সে সহৃদয় মানুষ গুলোর কাছে কৃতজ্ঞঃ



১। জনাব চৌধুরী আশিকুল আলম।



২। জনাব সোহেল।



৩। জনাব হাসান।



এই মায়াময় মানুষ তিন জনের সাথে আমার কোনো পূর্ব পরিচয় ছিল না।





একটি বিশেষ ঘোষনাঃ

যারা যারা আমার পাঠানো তালিকা অনুযায়ী ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন তাদেরকে সবিনয়ে অনুরোধ করছি নীচের ফোন নম্বরে অবহিত করতে।



চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করার জন্যে এটা অত্যন্ত জরুরী।



ত্রিশোনকুঃ 01979700009, 01715036547.






Concrete Cutting Blade প্রসংগে



Bosch জার্মান একটি যন্ত্রপাতির ব্রান্ড যে জন্যে এদের মেশিন টুলস এবং স্পেয়ারের দাম বনেক বেশী। তবে নির্ভরযোগ্যতায় বিশ্ব সেরা।



বাজারে চাইনিজ যন্ত্রপাতি এবং স্পেয়ারস পাওয়া যায় যেগুলো দামে অনেক সস্তা। কেঊ যদি মনে করেন যে চাইনিজ Concrete Blade দিতে চান তা হলে কো নো অসুবিধা নেই।





ডায়মন্ড ব্র্যান্ডের চাইনিজ ৭" concreting cutting blade পাওয়া যাচ্ছে ৩৮০ করে প্রতিটি।



প্রাপ্তিস্থানঃ

এম এস হোসেন পেইন্ট এন্ড হার্ড ওয়্যার স্টোর।

৯৫ সেনপাড়া পর্বতা, ১০ নম্বর গোল চক্কর, চৌরংগী মার্কেট, ঢাকা।

মোবাইলঃ 01674524095



এ জায়গা ছাড়া যে কোনো হার্ড ওয়্যারের দোকানেও এটা পাওয়া যাবে।

কৃতজ্ঞতায়ঃ ব্লগার শিপু ভাই ও ব্লগার আমিন।





আপডেইট-১৬

দুপুর ২ টা ৫১ মিনিট



এই মূহুর্তে অগ্রগন্যতায় যে সব জিনিস প্রয়োজন রানা প্লাজায়ঃ



1. Thick heavy duty hand gloves - 200 pcs MINIMUM.

2. Medical Masks -500 pcs.

3. Construction Helmets -50 pcs.

4. Tarpaulin (তেরপল), size: 20 ft x 30 ft - 25 pcs

5. Rain coats (separate top and bottom) - 100 pcs (for now).

6. Gumboots, size 7 and 8 - 25 pairs.



ওপরের চাহিদা পাঠিয়েছেন সাভার রেড ক্রিসেন্ট থেকে জনাব শাহিন।



উল্লেখিত জিনিসগুলো সাভার রেড ক্রিসেন্ট ক্যাম্প অথবা ঢাকায় মালিবাগে অবস্থিত রেড ক্রিসেন্ট হেড কোয়ার্টারে পৌঁছে দিলেই হবে।



যদি পৌঁছাতে কারো অসুবিধা হয় তা হলে তেরপল ছাড়া বাকি যে কোন ত্রাণ সামগ্রী নীচের ঠিকানায় আজ সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে পাঠিয়ে দিলেও চলবেঃ



Design Alliance Ltd

http://www.designallianceltd.com/

House # 105, Level-4, Road # 4, Block-A, Banani.



১। সফিকুর রহমান, অফিস এসিস্টেন্টঃ 01714787824

২। রামকৃষ্ণ দাস, হিসাব রক্ষকঃ 01718194950



এছাড়া আমার সাথেও যোগাযোগ করতে পারেনঃ ত্রিশোনকুঃ 01979700009, 01715036547





আপডেইট ১৫

দুপুর ১ টা ৪০ মিনিট



এইমাত্র Bosch এর বাংলাদেশ প্রতিনিধি প্রতিষ্ঠান নীচের টুলস ও অন্যান্য সামগ্রী অনুদান হিসেবে দিলঃ



1. 4" Angel cutter and grinder (rod cutter)-8pcs.

2. 7" Angel cutter and grinder (concrete cutter)-2 pcs.

3. Concrete Cutting Blade 5 sets

4. Rod cutting blade 50 pcs.

5. Work Safety Set (complete with goggles, mask and Ear protectors) 30 sets.



এখন আমাদের আপাতত আর ৩০ টি ওয়েল্ডিং গগলস এর প্রয়োজন নেই।



খুব শিগগীরই আমি অন্যান্য চাহিদা জানাবো। চাহিদা আসছে রেড ক্রিসেন্ট, সাভার থেকে।







আপডেইট ১৪

দুপুর বারোটা, ২৭শে এপ্রিল, ২০১৩।



এমূহুর্তে যা যা লাগবে।

৬৪ জোড়া কাটিং ব্লেইড সেট।



যারা যারা ওখানে যান নি তাদেরকে একটা ব্যাপার বোঝার জন্যে অনুরোধ করবো।



দূর্ঘটনা স্থলে কাউকে বা কোন কিছু, এমন কি একটা আস্ত ক্যাম্পও খুঁজে বের করা দুঃসাধ্য। আর রাতের বেলায় তা প্রায় অসম্ভব। অসহ্য পঁচা গন্ধে নাড়ী ভুড়ি বের হয়ে আসার উপক্রম। সাথে যোগ হয়েছে এয়ার ফ্রেসনারের সুবাস। দুয়ে মিলে আর অসহ্য। এখন পর্যন্ত উদ্ধার কাজের অগ্রভাগে আছে স্থানীয় জনগন ও স্বেচ্ছা সেবক কিছু দল। এমন কি আপনি যখন ঐ এলাকায় ঢুকতে যাবেন, সেখানেও প্রবেশ নিয়ন্ত্রন করছে কিছু স্বেচ্ছা সেবক। আপনি ত্রাণ কর্মী না হলে বা ত্রাণ সামগ্রী বহন না করলে সেখানে ঢোকা আপনার জন্যে হবে খুবই দুরহ।



ভেতরে হাজার হাজার (কত হাজার হবে তা অনুমান করতে পারবেন না) মানুষ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তামাশা দেখছে যাতে করে ত্রাণ কর্মীদের কাজ করতে খুব অসুবিধে হচ্ছে।



ত্রাণ কাজ ও যে সমন্বিত তা ও নয়। যে যেভাবে পারছে কাজ করে যাচ্ছে। একটা ঘটনা বললেই ব্যাপারটা একটু খোলাসা হবেঃ



রাত বাজে একটার মত। জাগোর এক সেচ্ছা সেবক একটা টুল দিয়ে বেশ কিছুক্ষণ ধ্বংস স্তুপ পরিষ্কার করার চেষ্টা করছে। সেচ্ছ্বা সেবকটি যেহেতু ঐ টুলটি আগে কখনো ব্যাবহার করেনি তাই তার ওটা ব্যাবহার করতে অসুবিধা হচ্ছে। এগিয়ে এলো একজন ইলেক্ট্রিশিয়ান। দ্রুত কাজ করা শুরু করলো। ঐ ভলান্টিয়ার তখন ওখানে দাঁড়িয়ে না থেকে অন্য কাজে লেগে গেল। ভোরের আল ফুটছে। হঠাৎ সেই স্বেচ্ছা সেবকের খেয়াল হল টুলটির কথা। কিন্তু ঐ রকম একটা বারো ভাজার পরিবেশে তাকে খুঁজে বের করার কোন উপায় নেই।



তাই বলে কি ওই ইলেক্ট্রিশিয়ান টুলটা চুরি করে নিয়ে গেছে? কখনই নয়, সে তখন আরেক জায়গায় ঐ টুলটি দিয়ে কাজ করে চলেছে বিরামহীন ভাবে।





এই গৌড়চন্দ্রিকা দেবার কারন হচ্ছে ওয়েল্ডিং গগলস। ২৪ তারিখে পর্যাপ্ত গগলস নতুন বাজার থেকে কিনে পাঠানো হয়েছে। বেশিরভাগই হারিয়ে আর ভেংগে গেছে। দক্ষ মিস্ত্রিরা গগলস ছাড়াই কাজ করছে, কিন্তু যারা অত দক্ষ নয় তারা পড়েছে বিপদে। আমাদের এ মূহুর্তে প্রয়োজন অন্ততঃ ৩০ টি গগলস এর। একেকটার দাম ৭০ থেকে ১০০ টাকা। আমি কিনেছিলাম বারিধারার পাশে নতুন বাজার থেকে। ওখানে একটি থানা আছে ওর আশে পাশে পাওয়া যায়। অন্যান্য আর অনেক খানেও নিশ্চয়ই পাওয়া যাবে।



এছাড়াও আমাদের আরো ৬৪ জোড়া ব্লেইড জরুরী ভিত্তিতে প্রয়োজন। ব্লেইড পাওয়া যাওয়া সম্পর্কিত তথ্যঃ



প্রতি সেটের মূল্যঃ Concrete cutter: ১৩০০ টাকা, Iron cutter: ১০০ টাকা। মোটঃ ১৪০০/- টাকা।

নীচে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন। বিশেষ ব্যাবস্থায় আজ ও আগামীকালের জন্যে উনি home delivery দেবেনঃ

জনাব আমিন, সেইলস এক্সিকিউটিভ, Bosch, Bangladesh.



মোবাইলঃ 01923510226.

গত রাতে অনেকেই ইচ্ছে থাকা সত্যেও ব্লেইড দিতে পারেন নি, স্টকে না থাকার জন্যে। অতি জরুরি ভিত্তিতে ৪০০ মজোড়া ব্লেইড আনা হয়েছে।





আপডেইট-১৩

সকাল ১০ টা ৩২ মিনিট



গত রাত দুইটা পর্যন্ত মোট ৫৬ জোড়া (প্রতি জোড়ায় একটি concrete cutting ও একটি rod cutting) ব্লেইড কাল দুর্ঘটনা স্থলে পাঠানো হয়েছে এবং সকাল পৌনে চারটার মধ্যে সেগুলো কাটার টুলসে সরবরাহ করা হয়েছে।



বাংলাদেশ সেনা বাহিনী গতকাল বেশ কিছু কাটিং ও অন্যান্য উদ্ধার কাজে ব্যাবহার করার টুলস নিয়ে যোগ দিয়েছে। প্রইস্থিতি এখন অনেকটা সহনীয়।



Bosch এর বাংলাদেশের sole agent আমাদেরকে প্রস্তাব দিয়েছে বিনা মূল্যে আরো কিছু টুলস প্রয়োজনানুযায়ী সরবরাহ করার।



রেড ক্রিসেন্ট সোসাইটির সাভার ক্যাম্পের প্রধানের সাথে ব্লগার আমিনুল

সাক্ষাতে আলচনা করেছে গত রাতে আরো টুলস পাঠানোর ব্যাপারে। ক্যাম্প প্রধান জানিয়েছেন যে যেহেতু গতকাল সেনা বাহিনী উদ্ধারকাজে ব্যাবহারের কাটার ও অন্যান্য সরঞ্জাম নিয়ে যোগ দিয়েছে সেহেতু আরো টুলস এর এই মূহুর্তে দরকার নেই।



ঘটনা স্থলের পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে অপারেটর সহ যদি আমরা টুলস পাঠাতে পারি তাহলে তা কাজে আসবে। অপারেটরের অভাব একটা বড় ব্যাপার।



আমি Bosch কে প্রস্তাব করেছি যে তারা যেন অপারেটর সহ টুলসের ব্যাবস্থা করেন। শুধুমাত্র বিক্রয়কারী প্রতিষ্ঠান হিসেবে তাদের তা করা কষ্ট সাধ্য হলেও তারা সে চেষ্টা করবেন বলে জানিয়েছেন।





এছাড়াও



মোস্তফা কামাল পলাশের নেতৃত্বে পরিচালিত ১০ ডলার অপারেশনের স্বপনবাজ, আমিনুর রহমান, কান্ডারী অথর্ব, কাল্পনিক, তামিম , হাসান, ঘুড্ডির পাইলট গতকাল নীচের অতি আবশ্যকীয় জিনিষ্পত্র গুলো নিয়ে গেছে রানা প্লাজায়।



কোনটি কি সংখ্যায় বা পরিমানে সে ব্যাপারে আমার ধারনা না থায় আমি তা উল্লেখ করতে পারলাম না বলে দূঃখিতঃ



হ্যান্ড গ্লাভস, টেস্টার, স্ক্রু ড্রাইভার, রেঞ্চ, কাঁচি, হেলমেট, অক্সিজেন ক্যান,

নোজ প্লাস্ক্‌, প্লাস্ক, দড়ি, কর্পূর, ক্যাবল, এনার্জিবাল্ব, কনক্রিট কাটার ব্লেড

রড় কাটার ব্লেড, এয়ার ফ্রেশনার্‌, কাঠের লম্বা টুকরা।



ওদের সাথে ছিলেন আর সারাক্ষণ কেনাকাটায় সাহায্য করেছেন অন্যমনস্ক শরত ভাই !



আপডেইট-১২



রাত ১১টা ৩ মিনিট। ২৬শে এপ্রিল।



ক। এ পর্যন্ত ৩৯ সেট কাটিং ব্লেইড পৌছেচে। ৯ জোড়া (দিয়েছেন জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জুয়েল) RAB-4 এর মেজর আরিফ এবং ৩০ জোড়া (মোস্তফা কামাল পলাশের সংগ্রহের আমিনুর রহমান জেসন) Red Crescent Medical Camp, Savar এর কমান্ডার জনাব শফিউল্লাহ কাছে হস্তান্তর করা হয়েছে। আমি সরাসরি দুজনের সাথে কথা বলেছি।



এ মূহুর্তে ব্লেইড এর জন্যে কনো concrete cutter বসে নেই।

এছাড়াও JAAGOর ভলান্টিয়াদের গাড়িতে ৫ জোড়া (নাম প্রকাশে অনিচ্ছুক) ব্লেইড যাচ্ছে যা যে কোনো সময় পৌঁছে যাবে গন্তব্যে।



খ। আজ সকাল ও রাতে এই জিনিসগুলো রানা প্লাজায় গেছেঃ



১। শিপুভাইঃ ৩টি টর্চ, ২ লিটার ডেটল।

২। বেগম মাসুদা আহমদ বিজলীঃ স্যাভলন ১০ লিটার, এয়ার

ফ্রেশনার-১৮ টি, ডেটল সাবান-৪৮ টি। টর্চ-১০ টি।

৩। জনাব ফারদীন রাজঃ স্যাভলন সাবান -৮ টি, এয়ার

ফ্রেশনার-৩ টি, ডেটল সাবান-৪ টি। টর্চ-১০ টি, ডেটল-৪ লিটার।

৪। Ms মেহনাজ চৌধুরী ১২টি টর্চ ব্যাটারি সহ। গ্লাভস-৩০ জোড়া।

৫। মাহফুজ, নিপা, স্বর্ণাঃ ৪০ প্যাকেট ওরস্যালাইন।২ প্যাকেট ব্যান্ডেজ, স্যাভলন-১ লিটার, তুলা।



আপডেইট -১১

রাত ৮টা ৩ মিনিট, ২৬শে এপ্রিল, ২০১৩।



আমার জীবনে অনেক অনেক পাওয়ার মধ্যে একটা হল মানুষের মমতা খুব কাছ থেকে অবলোকোন করা।



৩০টি ব্লেইড চেয়ে দেয়া অনুরোধে আধ ঘন্টার মধ্যে বেয়াল্লিশটি ব্লেইড মানুষ কিনে নিয়ে সাভারের পথে এখন ।



আগামীকাল সকালে উদ্ধার কাজ শেষ হবার কথা থাকলেও এখন তা বাড়িয়ে রাত পর্যন্ত করা হয়েছে। আগামীকাল রাত পর্যন্ত যদি সর্বক্ষণ চলে কাটার গুলো তাহলে ১২০ টির মত ব্লেইড লাগবে, ওখানকার কাটার চালকদের হিসেবে (একটার হিসেব ধরে)।



এ দিকে Bosch এর Ready stock শেষ হয়ে গেছে। ১৭টির অর্ডার পেয়েছে তারা। আরো একশটি ব্লেইড আনতে Bosch এর কর্মী ওদের কেন্দ্রিয় গুদামে গিয়েছে।



আমদের আরো ৬১ টি ব্লেইড প্রয়োজন।



আপনারা এগিয়ে আসুন।



অর্ডার দেয়ার সাকিনঃ

জনাব আমিন, সেইলস এক্সিকিউটিভ, Bosch, Bangladesh.



মোবাইলঃ 01923510226.



আসাদ গেইট, মোহাম্মদ পুর থেকে ডেলিভারি দেয়া হবে।



যারা ব্লেইড দিচ্ছেনঃ



বনানী থেকে একটা গাড়ি যাচ্ছে রায়ের বাজার সন্ধ্যা সাড়ে সাতটায়।



ওখান থেকে অন্য গাড়ি যাবে সাভার। বনানী থেকে রায়ের বাজারের পথে যে কোনো জায়গা থেকে আমার গাড়ি blade নিতে পারবে।



গাড়িতে থাকবে শাম আহমদ 01843375727









আপডেইট-১০



৫টা ৭ মিনিট। ২৬শে এপ্রিল, ২০১৩



আমাদের concrete cutter, rod cutter এবং breaker machine চালু অবস্থায় এবং এগুলো দিয়ে তৈরি করা ২-২।৫ ফিট ব্যাসের opening ATN News ও অন্যান্য চ্যানেলে দেখাচ্ছে এই মূহুর্তে।





অতি জরুরী



আমাদের ৩০ টি concrete cutting blade এই মুহুর্তে প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব এগুলো রানা প্লাজায় পৌঁছুতে হবে। ওখানে আমাদের নিয়োজিত কাটারগুলোর ব্লেড দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে।

প্রতি সেটের মূল্যঃ Concrete cutter: ১৩০০ টাকা, Iron cutter: ১০০ টাকা। মোটঃ ১৪০০/- টাকা।

নীচে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন। বিশেষ ব্যাবস্থায় আজ ও আগামীকালের জন্যে উনি home delivery দেবেনঃ

জনাব আমিন, সেইলস এক্সিকিউটিভ, Bosch, Bangladesh.



মোবাইলঃ 01923510226.









আপডেইট ৯

বিকেল ৪টা ৫০ মিনিট

আরো পাঁচটি concrete cutter আমাদের বহরে যোগ হয়েছে।



তিনটি concrete cutter এখন ত্থেমে আছে ব্লেডের অভাবে। গত কালের স্থিমিত উদ্ধার কাজে প্রাণ এসেছে। কিছুক্ষণ পর পরই কিছু মানুষ মরনের পার থেকে জীবনে ফিরে আসছে।



আমাদের উদ্ধার করমীদের সনির্বন্ধ অনুরোধ যাতে করে ব্লেডের অভাবে উদ্ধার কাজ বন্ধ হয়ে না যায়। আর ১৪/১৫ ঘন্টা পর যাদেরকে বের করা যাবেনা তারা আর বেঁচে থাকবে না।



এগিয়ে আসুন, সময় নেই, জন্ম থেকে যারা ভাগ্যহীন তাদেরকে বাঁচান, একটা ব্লেড ২০ টি অমূল্য জীবন বাঁচাতে পারে।



আনুমানিক ৩০০ থেকে ৭০০ জীবিত মানুষ এখনো মৃত্যুর প্রহর গুনছে। তাদের মৃত্যুদন্ড কার্যকর হতে আর মাত্র ১৫ ঘন্টা বাকি।









যারা রক্ত সংগ্রহ করছেন।



একজন ডোনার A Rh Negative রক্ত নিয়ে অপেক্ষায়। যারা রক্ত সংগ্রহ করছেন, তারা যোগাযোগ করতে পারেনঃ 01914602807



আপডেইট-৮

দুপুর দেড়টা, ২৬শে এপ্রিল, ২০১৩।



ভালো লাগছে।



আমি শংকিত ছিলাম রানা প্লাজার ত্রাণ কার্যক্রমের অব্যাবস্থার জন্যে। ঐ রকম তেরো ভাজার মধ্যে আমাদের পাঠানো অতি প্র্যোজনীয় মূল্যবান যন্ত্রগুলো ব্যাবহার করা হচ্ছে কিনা।



এ ব্যাপারে সাহায্যের জন্যে এগিয়ে আসেন Bosch এর Sales Manager/Executive জনাব আমিন।



সকাল বেলায়ই তিনি রানা প্লাজায় পৌঁছে যান। তারপর করেন অসাধ্য সাধন। আমাদের পাঠানো Bosch থেকে কেনা প্রতিটি টুল তিনি খুঁজে বের করেন এবং দেখতে পান যে প্রতিটি টুলই আবিরাম কাজ করে যাচ্ছে।



আমি যখন বিরাট একটা নিশ্বাস ফেলে গত ২৯ ঘন্টায় প্রথম চেয়ারে হেলান দিয়ে বসলাম তখনই কানে বাজলো গতকালে রাতে টিভিতে শোনা সাভারের এরিয়া কমান্ডার ও ৯ম পদাতিক ডিভিশনের জিওসির কথা অনেকে এখানে অনেক মেশিন পত্র পাঠাচ্ছে কিন্তু ওগুলো কাজে লাগানো যাচ্ছে না। আমারা হাতুড়ি শাবল দিয়েই কাজ করছি (or words to that effect). বুক খালি করে একটা দীর্ঘশ্বাস-আমদের প্রধান মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও এই মেজর জেনারেল একই সুরে কথা বলেন।



বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট ভুগোলবিদ এবং ফেইস বুক তারকা এ কে এম ওয়াদদুজ্জামান যিনি জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের সাথেই থাকেন, তিনি দুর্গত এলাকা কিছুক্ষণ আগে পরিদর্শন করেন এবং আমার ফেইসবুকে এই স্ট্যাটাসটি দ্যানঃ



Akm Wahiduzzaman "থ্যাংকস ভাইয়া, আপনার পাঠানো মেশিনগুলোই সবচেয়ে ভাল কাজ দিচ্ছে"।



Click This Link





আপডেইট-৭

সকাল ১১টা ১০ মিনিট।

১। ব্লগ পাঠক ফারহান ৬০ টি অক্সিজেন ক্যান কিনে Red Crescent Head Quarters, মগবাজারে দিয়ে এসেছে এবং সেই অক্সিজেন ইতোমধ্যেই রওয়ানা হয়েছে।



২। Bosch থেকে একজন Machine Tools specialist এই মাত্র রানা প্লাজায় পৌঁছেচে। আমাদের পাঠানো tools গুলো উনি কোথায় কি কাজে লাগছে তা বের করার চেষ্টা করবেন। তাছাড়া যে তিন ধরনের মেশিন পাঠানো হয়েছে সেগুলোর জন্যে যদি কোনো প্রশিক্ষণ প্রয়োজন হয় তাও তিনি দেবেন। আপনাদের বিশেষ প্রার্থনা কাম্য। ওখানে কিছু খুঁজে পাওয়া পাওয়া আর লটারিতে ১ মিলিয়ন ইউরো পাওয়া একই রকম সৌভাগ্যের।



৩। যেখানে যেখানে অক্সিজেন ক্যান পাওয়া যাচ্ছেঃ



**অক্সিজেন**



(লাজ ফার্মায় অক্সিজেন শেষ) আর এখন এইটা সবচেয়ে জরুরি



ক। Bangladesh Oxygen Corporation (Linde Bangladesh Limited নামেও পরিচিত) এ যোগাযোগ করতে পারেন; যোগাযোগের ঠিকানা- ২৮৫, তেজগাঁও I/a; ফোন-028870322.

সৌজন্যেঃ দুর্বাঞ্জেল ও কাজী মামুন হোসেন।



খ। Bangladesh Medical Association

BMA Bhaban, 15/2 Topkhana Road

Dhaka-1000

Phone: 88-02-9555522

Fax: 88-02-9566060

E-mail: [email protected]

সৌজন্যেঃ দুর্বাঞ্জেল।



৩। সাব্বির, Bangladesh Medical Association ভবন এর কানা গলি। জুলহাস স্টোরের কাছের দোকান। মোবাইলঃ 01712801761

সৌজন্যেঃ ফারহান।



আপডেট-৬

সকাল ৮ টা ৪৫ মিনিট, ২৬ শে এপ্রিল, ২০১৩।



যে উদ্দেশ্যে আমি এই পোস্টটা দিয়েছিলাম, সে উদ্দেশ্য আমার সফল হয়েছে।



আমি আমার সব ব্লগ ও ফেইসবুক বন্ধুদের অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি,



আমাকে concrete cutter দিয়ে সাহায্য করার জন্যে,

অন্যান্য ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করার জন্যে, আমার এই পোস্ট এবং ফেইসবুক স্ট্যাটাস বহু বহু বার শেয়ার করার জন্যে এবং আমার জন্য প্রার্থনা করার জন্যে যাতে করে আমি সফল কাম হতে পারি।





সবচে' বিশাল ব্যাপার হ'ল যাদের কাছ থেকে আমি দুর্গত এলাকার জন্যে কি কি প্রয়োজন তার তালিকা নেই তাদের একটি হ'ল সাভারের অস্থায়ী রেড ক্রিসেন্ট ক্যাম্প। গত সন্ধ্যায় আমার ফেইসবুক স্ট্যাটাস পড়ে রেড ক্রিসেন্ট প্রধান কার্যালয় থেকে আমাকে ফোন করে তারা এবং কোথা থেকে অতি জরুরী ভিত্তিতে ৪টি concrete cutter কেনা যায় তার পরামর্শ চায়।



এ পর্যন্ত আমরা যে সব কাটিং এবং গ্রাইন্ডিং টুলস পেয়েছি তা হলঃ

১। Cutting tools 7" Bosch - ১টি - নাম প্রকাশে অনিচ্ছুক। (১৭,৪০০/-টাকা)

২। Cutting tools 7", Bosch - ব্লগার স্বপ্নবাজ ও তার ক্যাম্পাসের বন্ধুরা , Department of CSE স্টেইট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (১৭,৪০০/-টাকা)।



৩। Breaker Machine, Bosch- IUB Marketing Department এর ফ্যাকাল্টি জনাব আবুল খায়ের(২০,০০০), আমার নবীনতম ফেইসবুক বন্ধু রাহিদ আহমেদ (২০,০০০)

https://www.facebook.com/rahid.ahmed এবং Bosch

এর জনাব আমিন (২৬,০০০)এই তিন জনে মিলে অত্যন্ত প্রয়োজনীয় আরেকটি যন্ত্র Breaker machine (মূল্যঃ ৬৬,০০০/- টাকা)দিয়েছে ।

ঊপরের টুলসগুলো গতরাত দশটার মধ্যেই পৌঁছে দেয়া হয়েছে এবং ইতোমধ্যে কাজে লেগে গেছে।



এছাড়া



রেড ক্রিসেন্ট নিয়েছে Cutting tools 7", Bosch ৪ টি ও rod cutter 4" দুটি।



এছাড়া ব্লগার পলাশের তত্ত্বাবধানে চলা ত্রান কাজে ব্লগার শিপুভাই চারটি কাটার (ডিটেইলস জানতে পারিনি, অন্য খান থেকে কেনা) রানা প্লাজায় ত্রাণ কাজে নিয়োজিত ফায়ার ফাইটারদের গত মধ্য রাতে হস্তান্তর করে।





গতকাল সকালে কমপক্ষে ৫ টি concrete cutter চাওয়া হয়েছিল, গত রাত দশটার মধ্যে ওখানে ৬ টি পৌঁছেচে। তা ছাড়াও একটি breaker machine ও দুইটি rod cutter ও গেছে। পরে শিপুভাই আরো চারটা নিয়ে গেছে।



আপনারা আবার আমার অন্তরের অন্তঃস্থলের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা গ্রহন করুন।



অন্যান্য ত্রাণ সামগ্রীর তালিকা আমি পরে প্রকাশ করবো।



এখন ওখানে প্রচুর অক্সিজেনের প্রয়োজন অ হচ্ছে। আপনারা যদি চান তা হলে Handy Gas cylinder ওখানে পৌঁছুনোর সমন্বয় করতে পারি।



আমি দুটো car ব্যাবহার করি তাই বিশাল সিলিন্ডার নিয়ে যেতে পারবোনা।







আপডেইট-৫

সময় সকালঃ ৭টা ৪৭ মিনিট, ২৬ শে এপ্রিল, ২০১৩



আজ সকালে আটটার পরিবর্তে দশটায় রানা প্লাজায় গাড়ি যাবে ত্রাণ নিয়ে।

দশটার মধ্যে আপনারা যদি কেউ কোনো ত্রাণ সামগ্রী দিতে চান তাহলে Design Alliance Limited এর অফিসে দশটার মধ্যে পৌঁছে দিন।







আপডেইট-৪

সময় রাত এগারোটা, ২৫শে এপ্রিল, ২০১৩।

ভালো খবর।



১। আজ রেড ক্রিসেন্ট চারটা concrete cutter কিনে পাঠিয়েছে।

২। IUB Marketing Department এর একজন ফ্যাকাল্টি, আমার

নবীনতম ফেইসবুক বন্ধু রাহিদ আহমেদ

https://www.facebook.com/rahid.ahmed এবং Bosch

এর আমিন এই তিন জনে মিলে অত্যন্ত প্রয়োজনীয় আরেকটি যন্ত্র

Breaker machine (মূল্যঃ ৬৬,০০০/- টাকা)দিয়েছে যা আজ

রাতেই রেড ক্রিসেন্ট ঢাকাকে হস্তান্তর করা হয়।



৩। পাঁচটি মেশিনই পৌঁছে গেছে রানা প্লাজায়।



৪। ব্লগার স্বপ্নবাজ ও তার ক্যাম্পাসের মানুষেরা দিয়েছে আরেকটি কাটিং মেশিন (মূল্য- ১৭,৪০০/-টাকা) ও নিজেই সাভারে সেটা পৌঁছে দিয়ে এসেছে (মন্তব্য-৪৪ দেখুন)





আপডেইট-৩

ব্লগার অনির্বাণ রায় সাভার থেকে জানাচ্ছেন যে এই মূহুর্তে যে কোন কিছুর চাইতে সবচেয়ে বেশি দরকার অক্সিজেন। ইতোমধ্যে ৩০০০০ টাকার অক্সিজেন কেনা হয়েছে কিন্তু প্রয়োজনের তুলনায় খুবি অপ্রতুল। সবাইকে অনুরোধ করি তারা যেন আরো আরো অক্সিজেনের ব্যবস্থা করেন। এই তথ্য পোষ্টে আপডেট করে দেন।



কেউ অক্সিজেন দিতে চাইলে ব্লগার অন্যমনস্ক শরৎএর সাথে যোগাযোগ





আপডেইট-২

সময় রাত ৯টা ৩০ মিনিট, ২৫শে এপ্রিল, ২০১৩।

ক।

একটি কনক্রিট কাটিং মেশিন এই মাত্র RAB-4 এর এ এস আই সাইফুলকে হস্তান্তর করার সংগে সংগে কাজে লাগান হয়েছে। আমি সাইফুলের সাথে কথা বলতেই সে আমাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে জানালো যে এই টুলস গুলোর খুবই অভাব তাদের যে জন্যে উদ্ধার কাজ ঠিক মত করা যাচ্ছে না। আরো যদি পাঠানো যেতো তা হলে আরো অনেককে বাঁচানো সম্ভব হত।

আমি সবিনয়ে সকলকে সনির্বন্ধ অনুরোধ করছি যে কয়েক জনে মিলে একেকটি কনক্রিট কাটার কিনে যত তাড়াতাড়ি সম্ভব রানা প্লাজায় পাঠান। পাঠাতে অসুবিধে হলে আমার কাছে পাঠাতে পারেন, আমিও কাল সকাল দশটায় অফিস থেকে রওয়ানা হব। কিছু সামগ্রী নিয়ে।



আগামি কালের পর এই টুলসের প্রয়োজন থাকবে না কারন পরশু সকালের পর কেউ আর বেঁচে থাকবে না।



খ।

সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত ৩৪ জন লোককে ধ্বংস স্তুপের নীচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।



____________________________________________________



আপডেইট-১

রাত আটটা। ২৫ শে এপ্রিল, ২০১৩।



এ মূহুর্তে আরো চারটি কংক্রিট কাটিং মেশিনের (Angel Cutter and Grinder ) প্রয়োজন। যা আগামীকাল সকাল ১১টার মধ্যে ওখানে পৌঁছুতে হবে।



Bosch brand এর এই টুলসটির দাম ১৬,০০০/- টাকা সাথে প্রতিটি কংক্রিট ব্লেডের দাম ১,৩০০/-

নীচে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন। বিশেষ ব্যাবস্থায় আজ ও আগামীকালের জন্যে উনি home delivery দেবেনঃ

জনাব আমিন, সেইলস এক্সিকিউটিভ, Bosch, Bangladesh.



মোবাইলঃ 01923510226.

অনুগ্রহ করে মনে রাখবেন আগামীকাল রাতের পর আর কোনোদিনই এই যন্ত্র কাজে লাগবেনা ওখানে শত শত আটকে পড়া মানুষগুলো কেউই আর বেঁচে থাকবে না।

খ। আজ বিকেল সাড়ে চারটায় যা যা গেছে রানা প্লাজায়ঃ



১। কংক্রিট কাটারঃ ১ টি নতুন।

২। ড্রিলিং মেসিন- ২টি, পুরোনো।

৩। স্যাভলন ৫ লিটার -২টা

৪। ডেটল সাবান/স্যাভলন-৫ ডজন, ৪টি।

৫। টর্চ লাইট-৬৩ টা।

৭। ডেটল ১ লিটার- ২টা।

৮। এয়ার ফ্রেশনার-২১ টি।

৯। স্যাভলন ডেটল, ৫৬ মিলি-৮টা।

_________________________________________________

পানি, খাবার ও রক্ত পর্যাপ্ত পরিমানে আছে দূর্গতদের জন্যে।









এই মূহুর্তে যা সবচে' প্র্য়োজন তা হল কাটিং টুলস। কমপক্ষে আড়াই ফুট ব্যাসের গর্ত করে করে জীবিতদের উদ্ধার করা্র জন্যে।



রিহ্যাব থেকে বেশ কিছু কাটিং টুলস ওখানে গেছে। আরো প্রয়োজন।



আজ বিকেল সাড়ে চারটায় একটা গাড়ি কাটিং টুলস নিয়ে বনানীর ৪ নম্বর রাস্তা, বাড়ি # ১০৫, ব্লক-এ থেকে সাভারে যাবে। কাল সকাল ৮ টায় আরেকটি গাড়ি যাবেঃ



যদি কেউ কাটিং টুলস (যে কোনো ধরনের যা দিয়ে ৫' ও ১০ ' দেয়াল কাটা যায়) পাঠাতে আগ্রহী হন তবে নীচের ঠিকানায় অনুগ্রহ করে যোগাযো করুনঃ



Design Alliance Ltd

http://www.designallianceltd.com/

House # 105, Level-4, Road # 4, Block-A, Banani.



যোগাযোগঃ



১। সফিকুর রহমান, অফিস এসিস্টেন্টঃ 01714787824

২। রামকৃষ্ণ দাস, হিসাব রক্ষকঃ 01718194950



এছাড়া আমার সাথেও যোগাযোগ করতে পারেনঃ ত্রিশোনকুঃ 01979700009, 01715036547.



দুর্ঘটনাস্থলে ত্রাণ কাজে নিয়োজিতদের কাছ থেকে ওখানে এ মূহুর্তে প্র্য়োজনীয় জিনিসগুলোর তালিকা পাওয়া গেছে কিছুক্ষণ হল(যা আমরা নিয়ে যাবো এবং যা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন) তালিকাটি নীচে দেয়া হল (প্রয়োজনের অগ্রগন্যতা অনুযায়ী):



১। কাটিং টুলস (যে কোনো ধরনের যা দিয়ে ৫' ও ১০ ' দেয়াল কাটা যায়) ।

২। বৈদ্যুতিক তারো, তার টেনে বাতি জ্বালানো ও টুলস চালানোর জন্যে।

৩। টর্চ লাইট (গতকাল পর্যাপ্ত পরিমানে ছিল আজ খুঁজে

পাওয়া যাচ্ছে না)।

৪। অক্সিজেন বহনের জন্যে প্লাস্টিক পাইপ।

৫। সেইফটি গগলস, ধাতব সামগ্রী কাটার সময়ে প্রয়োজন।

৬। ডিসপোজেবল মেডিক্যাল গ্লাভস।

৭। এয়ার ফ্রেসেনার (ওখানে মানুষ পঁচার প্রচন্ড দুর্গন্ধে ত্রাণ

কাজে নিয়োজিতদের কাজ করতে বেগ পেতে হচ্ছে)।

৮। ডেটল (স্যাভলনের চেয়ে কার্যকরী)।

৯। সাবান।



মনে রাখবেন বাহাত্তর ঘন্টা পার হতে খুব বেশি সময় নেই। সে সময়ের পর আর কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা নেই।

মন্তব্য ২৬০ টি রেটিং +৩৩/-০

মন্তব্য (২৬০) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

বাউন্ডুলের গল্প বলেছেন: আরে গাধা মডু! এই পোষ্টটাকে সবার আগে স্টিকি করেন। জরুরী কাজটা আগে করেন। চান্দা পরে তুইলেন। স্টুপিডিটির একটা মাত্রা থাকা চাই।

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০

ত্রিশোনকু বলেছেন: ওখানে মানুষের ভীড়ে ত্রাণকর্মীরা কাজ করতে পারছে না।

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬

খাটাস বলেছেন: ভাই সে সামর্থ্য নাই। তবে আপনার পোস্ট যেহেতু স্টিকি হয় নাই, তাই রি পোস্ট দিয়ে প্রথম পাতায় রাখছি।

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ খাটাস।

আমি আশাবাদী, ২০০৯ সালে ছোট্টএকটি ফুটফুটে মেয়ের ক্যান্সার চিকিৎসার জন্যে অর্ধ কোটি টাকা আমরা কয়েক জনে মিলে উঠিয়েছিলাম। এই সামু থেকে অনেক অনেক সাহায্য পেয়েছি

মেয়েটি যদিও শেষ পর্যন্ত বাঁচে নি।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬

একাকী বাংলাদেশি বলেছেন: ভাই কিচ্ছু ভালো লাগে না। এরকম কেন হয়? আর সহ্য হয়না। আল্লা্‌হা আমাদের কত পরীক্ষা নেয়। কিন্তু নিজেদের এরকম অস্থির লাগে কেন? শুধু চিন্তা করি স্পেকট্রামে আমার কেউ ছিল না, তাজরীনেও কেউ ছিলো না এইবার রানা প্লাজাতেও কেউ নেই। কি্ন্তু কয়বার ফাকিঁ দিবো। এরকম দুর্ঘটনা বার বার ঘটতে থাকলে দেখা যাবে কোনবার আমার নিজের মানুষই আটকা পড়লো। কিভাবে সহ্য করা যায় ?

কল্পনা করতে গেলেই মাথাটা গুলিয়ে যায় কারো একজনের পা'টা হয়তো ভেঙে রক্ত বের হয়ে আছে আর সে কাতরাতে কাতরাতে এখন হয়তো গলা দিয়েও আর আওয়াজ বের হচ্ছেনা। খাওয়া নাই, পানি নাই হয়তো অক্সিজেনও নাই। সে কি সময় টা পার করছে আল্লাহই জানে। পারি না আর চিন্তা করতে কিছু, মাথায় কিছু ধরে না।

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

ত্রিশোনকু বলেছেন: ওখানে একবার গেলে আগামী দিন দিন ঘুমুতে পারবেন না, কিছু খেতে ও পারবেন না।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬

খাটাস বলেছেন: ভাই সে সামর্থ্য নাই। তবে আপনার পোস্ট যেহেতু স্টিকি হয় নাই, তাই রি পোস্ট দিয়ে প্রথম পাতায় রাখছি।

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০

লেখাজোকা শামীম বলেছেন: আপনার পোস্টটা রিপোস্ট করে প্রথম পাতায় দিচ্ছি।

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭

ত্রিশোনকু বলেছেন: শামীম, আমার অনেক পুরনো সংগী।

ধন্যবাদ অনেক।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭

ফারজানা শিরিন বলেছেন: আর একটা জিনিস । মৃতদের ঢাকতে কাপড় দরকার ।

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

ত্রিশোনকু বলেছেন: আপনি ঠিকই বলেছেন, তবে যারা মরে গেছেন এবং যাচ্ছেন তাদের মরদেহগুলো বেসামরিক প্রশাসন নিয়ে নিচ্ছে।

ত্রাণ কর্মীরা ওখানে নেই।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:
সকলের দৃষ্টি আকর্ষণ করছি

শেয়ার দিলাম

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২

আরেফিন জিটি বলেছেন: পোস্টটি দ্রুত স্টিকি করা হোক।

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ আরেফিন।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪

বৃক্ষ বলেছেন: জরুরী ভিত্তিতে পোষ্ট স্টিকি করা হোক ।

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

ত্রিশোনকু বলেছেন: বৃক্ষ, ধন্যবাদ।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩

ত্রিশোনকু বলেছেন: আমি বেরুচ্ছি কিছু কাটিং টুলস এর আশায়। আগামী কালের আগে আপনাদের নতুন মন্তব্যের জবাব দিতে পারবোনা বলে দূঃখিত।

১১| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০

নিয়েল হিমু বলেছেন: কেরি অন ।

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ নিয়েল হিমু।

১২| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার পোষ্ট আমার পোষ্টে যুক্ত করে দিয়েছি ত্রিশোনকু ভাই।


আল্লাহ আপনাদের সহায় হউন।

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ পলাশ।

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০

কান্টি টুটুল বলেছেন:

RANGS ভবন কাটার মেশিনটা এখন খুব কাজে দিত,ঐটা এখন কোথায়?

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

ত্রিশোনকু বলেছেন: সের দরে বিক্রি বা চুরি হয়েছে বোধ হয়।

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮

আরেফিন জিটি বলেছেন: স্টিকি করার জন্য মডুকে ধন্যবাদ

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

ত্রিশোনকু বলেছেন: :)

১৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০

বাউন্ডুলের গল্প বলেছেন: অবশেষে এই পোষ্টকে স্টিকি করবার জন্য মডুকে ধন্যবাদ। ৭২ ঘন্টার মধ্যে উদ্ধার কাজ সংক্রান্ত বিষয়গুলি প্রধান্য পাবে আশা করি। সন্ধ্যার আগে টর্চ লাইটের বিসয়টি এই পোষ্টে বোল্ড করে আপডেট দেবার জন্য অনুরোধ করছি।

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

ত্রিশোনকু বলেছেন: টর্চ পাঠানো হয়েছে।

১৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

বাধা মানিনা বলেছেন: আমার ফেইস বুকে

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

ত্রিশোনকু বলেছেন: এখন নেইঃ
Click This Link


Sorry, this page isn't available
The link you followed may be broken, or the page may have been removed.

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩

বাউন্ডুলের গল্প বলেছেন: একটু আগে কাশিমপুরে অবস্থিত একটি ষ্টিল বিল্ডিং কোম্পানির জিএমকে অনুরোধ করলাম। ৪” তেকে ৭” ব্যাসের কাটিং/গ্রাইনডিং মেশিন, সার্ভিস ওয়্যার সহ কয়েকজন দক্ষ অপারেটরকে পাঠাবার জন্য। তাদের ঔইখান থেকে কাছেও হবে। দেখা যাক ভদ্রলোক পাঠাতে পারেন কিনা। প্রতিটা মুহুর্ত এখন গুরুত্বপূর্ণ।

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ত্রিশোনকু বলেছেন: ৭" ব্যাসের গ্রাইন্ডিং মেশিন পাঠানো হয়েছে। দ্বিতীয়টি একটু আগে গেল।

১৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬

sraboni বলেছেন: ভাইয়া আমরা যারা ঢাকার বাইরে আছি তারা কোন কিছু দিয়েই সাহায্য করতে পারছি না। টাকা পাঠানো যেতে পারে। কিন্তু কার কাছে পাঠাবো বা কার সাথে যোগাযোগ করব বুঝতে পারছি না। এই বিষয়ে যদি হেল্প করেন। তাহলে কিছু করতে না পারার মানসিক যন্ত্রণা থেকে কিছুটা রেহাই পেতাম।

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ত্রিশোনকু বলেছেন: আসলে আমার স্পেয়ার করার মত লোকবল নেই বললেই চলে। শুধু হিসাব রক্ষক আর অফিস সহকারীকে বহু কষ্টে ছুটিয়েছি (part time)। কিনে কিছু দিতে পারছিনা। আমি অত্যন্ত দূঃখিত।

আমার পোস্টের আগের স্টিকি পোস্টটিতে টাকা নেয়া হচ্ছে। ওদের সাথে অনুগ্রহ করে যোগাযোগ করুন।

১৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭

এল এইচ, জুয়েল বলেছেন: অতি দ্রুত স্টিকি পোষ্টে বিকাশের নাম্বার চাই। যাতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কম-বেশি টাকা পাঠাতে পারি

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ত্রিশোনকু বলেছেন: আন্তরিকতার জন্যে অনেক ধন্যবাদ জুয়েল। আমি টাকা নিতে পারছিনা বলে দূঃখিত। আমার আগের স্টিকি পোস্টে নেয়া হচ্ছে।

ওদের সাথে অনুগ্রহ করে যোগাযোগ করুন।

২০| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭

বাউন্ডুলের গল্প বলেছেন: আরেকটা স্টিকি আছে দেখেন। ওইখানে টাকা পাঠানোর ব্যবস্থা রয়েছে।

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ত্রিশোনকু বলেছেন: সঠিক বাউন্ডুলে।

২১| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৭

ইউনুস খান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

মডুকেও ধন্যবাদ পোস্ট টি স্টিকি করার জন্য।

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ত্রিশোনকু বলেছেন: আপনি স্বাগতম, খান।

২২| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৭

আমি মোঃ চয়ন বলেছেন: ৭। এয়ার ফ্রেসেনার ..... এয়ার ফ্রেসেনারে কাজ হবে না ভাই।
দরকার ব্লিচিং পাউডার । এটা দামেও সাশ্রই। সহজ লভ্য।

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

ত্রিশোনকু বলেছেন: আমি আপনার কথা মত ওখানকার রেড ক্রিসেট ক্যাম্পে যোগাযোগ করেছিলাম।

ওরা ফ্রেসনার পাঠাতে বললো।

২৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪

রেজোওয়ানা বলেছেন: বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন.....

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ রেজোওয়ানা।

২৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: দেরী করবেন না ! নেগেটিভ গ্রুপের ব্লাড না পেয়ে অনেক জীবন ধুঁকে ধুঁকে মরছে ! নেগেটিভ গ্রুপের রক্ত দেওয়ার জন্য :

যোগাযোগ করুন- 01711025876 (টিএসসি)
8629042, 01711025876, 01720080012,
01917264615, 01912082919 (BUET)
01712180246 (Jahangirnagar University) 01923337010 (জাহাঙ্গীরনগর)
01681212777 (এনাম ম্যাডিক্যাল)
ডাঃ সনেট: 01711733175 (শাহবাগ)
ডাঃ টিপু: 01714107670 (শাহবাগ)
ডাঃ উজ্জ্বল-০১৭১৭৬৪৩২০৫
সাগর- ০১৯২৫১৫০২০৪
সাভার : এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার, ঢাকা।
মোবাইল: ০১৬৮১২১২৭৭৭, ০২-৭৭৪৩৭৭৮-৮২

[লাইক চাই না... এটা দ্রুত ছড়িয়ে দিন। নেগেটিভ ব্লাড এখন খুব জরুরী দরকার]

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ লিয়াকত।

২৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮

ওবায়দুল হক মাহমুদ বলেছেন: ওখানে লাশগুলোতে প্রচন্ড গরমে পচন ধরছে । লাশ পচা গন্ধে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে । আমরা অধর চন্দ্র স্কুলে বরফ সরবরাহ করছি । আরও বরফ লাগবে । আর দূর্ঘটনা স্থলে গন্ধ দূর করতে বিশেষজ্ঞ পরামর্শ চাইছি ।
Click This Link

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ অধর চন্দ্র।

২৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বালের দেশের বালের সরকার আমার। একটা বড় কাটার মেশিনও নাই। একটা ক্রেইনও নাই। আগুন ধরলে নিভানোর কোন উপযুক্ত যন্ত্র নাই। জেনারেটরের তেন নাকি ফুরিয়ে যায়। মাইনষে টর্চ লাইটের জন্য ফেবুকে স্টাটাস দিতে হয়। হায়রে দেশের সরকার।

কোটি টাকার খরচ হয় ফালতু কামে, কামের কামে একটাও পয়সাও খরচ হয়না।



পোষ্টটির জন্য ধন্যবাদ, যে দেদিক থেকে পারে সাহায্য নিয়ে এগিয়ে যাবে আশা করি।

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

ত্রিশোনকু বলেছেন: স্বাগতম ভেজা।

২৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১

সেফানুয়েল বলেছেন: কেউ কি বলবেন আর কত শ্রমিকের জীবন যাওয়ার পর শ্রমিকের কর্মস্থলের নিরাপত্তা ব্যাবস্থা করা হবে? আসুন যে যার অবস্থা থেকে অল্প পরিমানে হলেও উদ্ধার কাজে অংশগ্রহন করি।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০০

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ সেফা।

২৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোষ্টটির জন্য ধন্যবাদ, যে দেদিক থেকে পারে সাহায্য নিয়ে এগিয়ে যাবে আশা করি।
ফেবুতে শেয়ার করলাম ।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০০

ত্রিশোনকু বলেছেন: কেমন আছেন গিয়াস্লিটন।

ভাল থাকবেন।

২৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোষ্টটির জন্য ধন্যবাদ, যে দেদিক থেকে পারে সাহায্য নিয়ে এগিয়ে যাবে আশা করি।
ফেবুতে শেয়ার করলাম ।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০১

ত্রিশোনকু বলেছেন: জ্বী, ধ্ন্যবাদ গিয়াস্লিটন।

৩০| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

আমিনুর রহমান বলেছেন:
রানা প্লাজা ট্রাজেডিতে আহতদের জন্য জরুরি ভিত্তিতে ঔষধ দরকারঃ

Inj. Seftriaxon
Inj. Ketorolac
Inj. Omeprazole
Inj. TT
Inj. TIG
IV Saline
IV Hartman Solution
Thread Silk

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার নার্স থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা তাদের জীবন বাজি রেখে রাত দিন সেবা দিচ্ছেন আর্ত মানুষদের। কিন্তু তাদের স্টকের ঔষধ শেষ হয়ে আসছে। তাই আপনারা যে যা পারেন, এসব ঔষধ এনাম মেডিকেলে পৌছে দিন। মানুষ বাঁচুক।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০২

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ রহমান।

৩১| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

অসাধারণ সামসু বলেছেন: অক্সিজেন - কোথায় পাবেন? লাজ ফার্মাতে।
দাম? সাধারন মূল্য ১০০০ টাকা। সাভারের কথা বললে উনারা ৮৩০ টাকায় দিয়ে দিচ্ছে।

টর্চ - চার্জার টর্চ নয়, ব্যাটারি টর্চ। নতুন কেনা চার্জার টর্চ ৫-১৫ মিনিটের বেশি টেকে না চার্জের অভাবে।

জুস - আটকে পরা কেউ আর স্যালাইন / বিস্কুট খেতে চাচ্ছে না।
মেডিকেল গ্লোভস - ৭ ইঞ্চি

মাস্ক - গন্ধের জন্যে স্বেচ্ছাসেবকরা কাজ করতে পারছেন না। প্রচুর মাস্ক দরকার।
ছোট প্যাকেটের বিস্কুট। ভারী খাবার আপাতত দরকার নেই। পানির মজুত রয়েছে।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০২

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ অসাধারন।

৩২| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: উদ্ধার তৎপরতায় মানবিক দৃষ্টি দেন
নিজে সহায়তা করা এবং অন্যকে প্রভাবিত করা
একটি কঠিন মৃত্যু থেকে জীবন দান ।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ পরিবেশ।

৩৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

আবদুল্লাহ ১৩ হোসেন বলেছেন: দূরে থাকি কি ভাবে সাহায্য করব বুঝতে পারছি না...সহ্যও করতে পারছিনা...আল্লাহর কাছে শুধু প্রার্থনা করছি...

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪

ত্রিশোনকু বলেছেন: আবদুল্লাহ,

আপনি আমার পোস্টটির আগের স্টিকি পোস্টে যোগাযোগ করুন।

৩৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

একাকী বাংলাদেশি বলেছেন: মাফ করবেন আমি দেশের বাইরে থাকি। সো খবর খুব একটা দেখা হয়নি। কিন্তু আমি একটা জিনিষ বুঝতে খুবই অক্ষম, সেটা হলো কালকে নাকি সন্ধ্যার পরে নাকি উদ্ধার কাজ চালানো যায় নি আলোর অভাবে।

অন্য কিছু মানলাম যে আমাদের স্বল্পতা আছে। কিন্তু লাইটের ব্যাপারটা আমি কোনভাবেই বুঝে উঠতে পারছিনা। এই ব্যাপারটা আমার কাছে এত অবাক লাগছে যে বলার মত না। এত জেনারেটর আছে তাতে কি লাইট এর ব্যাবস্থা করা যেত না? তারপরে সেনাবাহিনী যখন ছিলোই তাদের কাছেও তো এসব ব্যাবস্থা থাকার কথা। যেখানে বড় বড় ফ্লাড লাইট দেওয়ার কথা সেখানে বলে টর্চ নিয়ে দৌড়া-দড়ি। কিছুই বুঝিনা হিসাব কিতাব।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬

ত্রিশোনকু বলেছেন: গতকাল রাতে উদ্ধার কাজ চলছিল। আলোর স্বল্পতা সত্যেও।

একাকি আপনি কিছু করতে চাইলে আমার আগের পোস্টটা দেখুন।

৩৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: @একাকী বাংলাদেশি ...

সত্যিই এটা বিস্ময়কর বটেই। সেনাবাহিনী দেখেছি মুহুর্তের মধ্যে ফ্লাড লাইট দিয়ে রাতকে দিন করতে পারে- এখানে মানেটা বুঝলাম না।

যাকগে- কিছু কথা শোনা গেছে- লাশ সরিয়ে ফেলা হতে পারে, জাতীয়- যদি ঘটে থাকে তা হকে দুঃখ জনক।

আশাকরি সেরম কিছু ঘটবে না।

আগে দুর্যোগ কাটুক। উদ্ধার হোক, যারা বাঁচার চেষ্টায় রত।


.

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯

ত্রিশোনকু বলেছেন: ভৃগু,

কাল রাতের পর আর আপনার সাহায্যের প্র্যোজন হবে না।সাহায্যের প্রয়োজন হবেনা।

৩৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

ইংলা বলেছেন: আপনি কি বলতে চান লীগ সরকার এই গুটিকয়েক জিনিস জোগার করতে পারে নাই?

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

ত্রিশোনকু বলেছেন: ওখানে উদ্ধার কাজে নিয়োজিত ম্যাংগ পাবলিক থেকেই এই চাহিদার তালিকা বানান হয়েছে ইং।

৩৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১১

জুন বলেছেন: অবসরপ্রাপ্ত একজন উচ্চপদস্থ সামরিক অফিসার হিসেবে নেতৃত্ব দেয়ার গুন অবশ্যই আছে ।কিছু মানুষের জীবন অন্তত বাচাতে পারবে সেই আশায় রইলাম ত্রিশোনকু।
পোষ্ট ষ্টিকি হওয়ায় ভালোলাগছে যা আমি দুপুর থেকেই আশা করেছিলাম। অন্তত মানুষের নজরে আসছে কি কি দরকার পরিকল্পনামাফিক।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

ত্রিশোনকু বলেছেন: প্লিজ জুন,

একটা concrete cutter দাও। তোমার এই দান অনেক গুলো মানুষের জীবন বাঁচাতে পারে।

হোক না তারা গরীব গুর্বো, হোক না তাদের কোন ক্ষমতা নেই যে তোমাকে কখোনো সাহায্য করার, হোক না ক্ষমতাশীনরা তাদের খরচের খাতায় তুলে দিয়েছে।

৩৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
সরকারীভাবে কি কি ব্যবস্থা নেয়া হয়েছে ?!

তবে যা করার অতি দ্রুত করতে হবে । পোস্টটির জন্য অসখ্য ধন্যবাদ

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

ত্রিশোনকু বলেছেন: সরকার কি করছেরআমার কোনো ধারনা নেই। উদ্ধারকারী ও রেড ক্রিসেন্ট এর সাভার ক্যাম্প থেকে এই তালিকা পেয়েছি।

আপনাকে স্বাগতম।

৩৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

চৈতী আহমেদ বলেছেন: পোস্ট শেয়ার করতে পারছি না কেন?

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

ত্রিশোনকু বলেছেন: আমি জানিনা, বিদ্যা।

জানার জানার কথা :P

৪০| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯

দিশার বলেছেন: ভাই আমি একটা bosch এর মেশিন পাঠাতে চাই। কিন্তু শুনলাম ওই এলাকায় গাড়ি চলাচল বন্ধ, কি করে ঢাকা থেকে পাঠাব জানান প্লিজ। তারাতারি

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭

ত্রিশোনকু বলেছেন: আশুলিয়া দিয়ে বন্ধ ছিল বোধ হয়। আজ দুপুরে অনেকেই ঢাকা দক্ষিণ থেকে উত্তরা যেতে পারেনি।

সকাল পৌনে সাতটায়, দুপুর একটায়, বিকাল পাঁচটায় এবং রাত আটটায় আমিন বাজার দিয়ে খোলা ছিল।

আমাদের লোক জন যাতায়ত করেছে।

একান্তই যদি অসুবিধা হয় সাভার যেতে তাহলে মুল পোস্টের ঠিকানায় আগামীকাল পাঠিয়ে দিতেও পারেন আগামীকাল সকাল দশটার আগে।

র‍্যাব-৪ বা রেড ক্রিসেন্টের সাভার ক্যাম্পে পৌঁছে দেবো।

৪১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১০

শরৎ চৌধুরী বলেছেন: ব্লগার অনির্বাণ রায় সাভার থেকে জানাচ্ছেন যে এই মূহুর্তে যে কোন কিছুর চাইতে সবচেয়ে বেশি দরকার অক্সিজেন। ইতোমধ্যে ৩০০০০ টাকার অক্সিজেন কেনা হয়েছে কিন্তু প্রয়োজনের তুলনায় খুবি অপ্রতুল। সবাইকে অনুরোধ করি তারা যেন আরো আরো অক্সিজেনের ব্যবস্থা করেন। এই তথ্য পোষ্টে আপডেট করে দেন।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

ত্রিশোনকু বলেছেন: অন্য,

আমি দিয়েছি।

আপডেট -৩ দ্রষ্টব্য।

৪২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬

শহুরে আগন্তুক বলেছেন: গনজাগরন মঞ্চের রক্তদান কর্মসূচির ভুল গুলো শুধরানো হোক । অনেক নেগেটিভ ব্লাড আসবে।

Click This Link

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ শহুরে।

৪৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

আতিকুল০৭৮৪ বলেছেন: উদ্ধার কাজে ‘ধীর গতির’ অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ধসে পড়া ভবন থেকে ক্রেন দিয়ে টেনে স্ল্যাব সরিয়ে নেয়ার মতো প্রযুক্তি সেনা বাহিনীর হাতে আছে। কিন্তু ভেতরে আটকা পড়া জীবিতদের নিরাপত্তার স্বার্থেই তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না।”
Click This Link

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

ত্রিশোনকু বলেছেন: ওখানে রেকার গ্রেডার ও আরো নানা যানবাহন ও যন্ত্রপাতি দাঁড়িয়ে আছে।

পরশু সকালের আগে ওগুলো ব্যাবহার করা যাচ্ছে না।

৪৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩

স্বপনবাজ বলেছেন: কাটিং টুলস দিয়ে আসলাম ! ক্যাম্পাস থেকে টাকা উঠিয়ে দাম পড়বে ১৭৪০০ টাকা ! সাভারে রেড ক্রিসেন্ট এর বুথ এ দিলেই ওরা ব্যাবহার করতে পারবে ! এখনো ভিতরে অনেকেই জীবিত আছেন ! সময় খুব কম ! ওদের দ্রুত উদ্ধার করার জন্য এই জিনিস টা দরকার ! কাটিং টুলসের জন্য ০১৯২৩৫১০২২৬ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ! কাল সকালের ভিতরে পৌছে দিতে পারলে এখনো অনেক কে বাচানো সম্ভব ! মাত্রই আসলাম ওখান থেকে , ভিতরে এখনো জীবিত প্রাণ আছে ! অথবা হাতিরঝিলে রেড ক্রিসেন্টের মেইন অফিসে ও দিয়ে আসতে পারেন দরকারী জিনিস ! ২৪ ঘন্টা ওদের অফিস থেকে প্রতি ২ঘন্টা পর পর পতাকা সহ গাড়ি যায় ! সাভার গিয়ে ভীর না বাড়ানোই উত্তম ! যাওয়াটা ও কষ্টসাধ্য ! হেটে যেতে হবে অনেক টা !

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

ত্রিশোনকু বলেছেন: স্বপন,

অভিনন্দন।

তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই।

৪৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

শরৎ চৌধুরী বলেছেন: উদ্ধার এলাকা থেকে বন্ধু Alok Shiqder জানালেন, এই মুহুর্তে আবশ্যিক দরকার ছোট অক্সিজেন এবং কাপড়ের হাতগ্লাভস। দয়া করে এগুলোর একটু ব্যাবস্থা করেন, নাহলে আজ রাতেই মারা যাবেন অনেকে; যাদের হয়ত বাঁচানো সম্ভব হোত। অক্সিজেন স্প্রে (ফার্মেসিতে পাওয়া যায় ২০০টাকা দাম।)
হাটখোলা'র বিএমএ সেন্টারে ৬০০ টাকা করে পাওয়া যাচ্ছে ...
লাজ ফার্মাতে।
দাম? সাধারন মূল্য ১০০০ টাকা। সাভারের কথা বললে উনারা ৮৩০ টাকায় দিয়ে দিচ্ছে।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

ত্রিশোনকু বলেছেন: অন্য,

আমি দিয়েছি।

আপডেট -৩ দ্রষ্টব্য।

৪৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: সাভার রানা প্লাজা থেকে এ পর্যন্ত প্রায় ২০০ টি লাছ উদ্ধার
এখন ও বহু জীবিত মানুষ বিভিন্ন ভাঙ্গা দেয়াল , কুস্তুরি , ও ভগ্নাংশের নানা জায়গায় আটক ।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ উদ্ধার কর্মীদের অভাবে
আরও মৃত্যুর আশংকা
সরকার এবং উদ্ধার কর্মে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ
গ্রহন জরুরী ।
রক্ত ও অক্সিজেন দরকার
প্রয়োজনীয় সহায়ক কমিটি দরকার
এ বিষয়ে পোষ্ট আশা রাখি

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

ত্রিশোনকু বলেছেন: আমি জানিয়েছি র‍্যাব-৪ ও রেড ক্রিসেন্টকে যে আমি দক্ষ কাটার মেসিন ও জ্যাক হ্যামার চালক দিতে পারবো চাইলেই।

৪৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১

রানার ব্লগ বলেছেন: রানা প্লাজা আরেকটি দূর্ঘটনার মুখোমুখি।
ভবনটির যেটুকু অংশ দঁড়িয়ে আছে তা বার বার কেঁপে কেঁপে উঠছে। উদ্ধারকর্মীরা সে ঝুকি নিয়েই কাজ করছে। এবং এটি যদি ভেঙ্গে পড়ে তবে যারা এখনো ধ্বংস স্তুপের নিচে বেঁচে আছে তাদের আর রক্ষা করা যাবে না। মারা পড়বেন অনেক উদ্ধারকর্মীও।

সরকার, সেনাবাহিনী, ডেভেলপার ফার্ম, সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম, বুয়েট বা যারা যারা এই নিয়ে লজিস্টিক্স দিতে পারেন দয়া করে কিছু একটা করুন।

ভাই, মানুষের জীবন নিয়ে কথা হচ্ছে। এটা আপনাদের মুনাফার সময় না, রাজনীতির সময় না, আমলাতান্ত্রীকতার সময় না, পলিসি এ প্রশ্ন তোলার সময় না।

দয়া করে এমন ক্যাওটিক পরিস্থিতিতে উদ্ধারকাজ না করে একটা সমন্বয় আনুন।
এখনো অনেক প্রাণ বাঁচানো সম্ভব।
কেউ দায়ত্ব নিন। আল্লাহর দোহাই লাগে।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

ত্রিশোনকু বলেছেন: জ্বী রানা, নিচ্ছে অনেকে।

৪৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: অসাধারণ, অসামান্য। ব্লগার কাল্পনিক, টিমসহ অক্সিজেন নিয়ে রওনা দিচ্ছেন সাভারের উদ্দেশ্যে। অশেষ কৃতজ্ঞতা, অশেষ।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

ত্রিশোনকু বলেছেন: কাল্পনিক,

আমার প্রাণঢালা অভিনন্দন নাও।

৪৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬

মো: আতিকুর রহমান বলেছেন: উদ্ধার কাজ আরও দ্রুত এবং সব থেকে বেশী গুরুত্ব দেওয়া উচিত। একটু দেরী হওয়ার কারনেই হয়ত কত মানুষ মারা যাবে, যারা হয়ত বেচে যেত পারত... :( :(

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৮

ত্রিশোনকু বলেছেন: সঠিক আতিক।

৫০| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

ইন্দ্রজাল বলেছেন: যারা উদ্ধার কাজ করছে, তাদের সেফটীর জন্য দড়ির দরকার আছে বলে ্মনে হয়, কারন বিল্ডীঙ এর স্লাবগুলি কাত হয়ে গিয়েছে, উদ্ধার কর্মী দের সেফটী আগে,

৫১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: ১৪০ ব্যাগ অক্সিজেন, প্রচুর হ্যান্ডগ্লাভস, বিল্ডিং এর মেশিন টুল, টর্চ লাইট, মাথায় হেলমেট, তার, অন্যান্য গেজেট পৌছে দিলেন ব্লগার জাদিদ, শিপু, আমিনুর এবং আরো অনলাইন একটিভিস্ট এবং এখন তাঁরা বিল্ডিং এ ঢুকে উদ্ধার কাজে নিযুক্ত হচ্ছেন। গর্বে বুকটা ফুইলা গেল রে......

৫২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

মুহসিন বলেছেন: পেছনে ৬৩ জন আছেন, তাদের তাড়াতাড়ি উদ্ধার করতে হবে। তাড়াতাড়ি। Click This Link

৫৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কার্যকরি পোস্ট।মানুষের জীবন বাচানোর চেয়ে ভাল কাজআর দ্বিতীয়টি নেই।যারউদ্ধার কাজে প্রত্যক্ষভাবে কাজ করছেন তাদের প্রদি শ্রদ্ধা আরেএপোস্টটির জন্য সুপ্রিয় ব্লগার ত্রিশঙ্কু কে ধন্যবাদ।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৯

ত্রিশোনকু বলেছেন: স্বাগতম ফরিদি।

৫৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৮

নিয়েল হিমু বলেছেন: ভাই প্রত্যখ্য দর্শি হিসেবে কিছু একটা বলে একটু শান্তনা দেন প্লিজ আমাদের

২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০

ত্রিশোনকু বলেছেন: খু ছোট্ট করে বলি। ছোট বেলায় রাস্তা দিয়ে যাবার সময় আশে পাশে কোথাও কোন প্রানী দু তিন দিন আগে মারা গেলে প্রচন্ড যে দূর্গন্ধ পেতেন তাকে এক হাজার দিয়ে গুণ করুন।

হাজার হাজার লোক যাদের দেখা ছাড়া কোনো কাজ নেই তারা যত্র তত্র ঘুর ঘুর করছে।

সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, রেড ক্রিসেন্ট, ফায়ার ব্রিগেড, স্থানীয় প্রশাসন এদের মধ্যে কোনো সমন্বয় নেই।

খুব ঢিমে তেতালায় ত্রাণ কাজ চলছে।

অনাবশ্যক লোক জনের চাপে অতি মন্থর ত্রাণ কাজ মন্থরতর হচ্ছে।

সবচে' খারাপ লেগে যা তা হল

"THERE IS NO SENSE OF URGENCY"

৫৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৮

তুতুষার বলেছেন: শুকনা খাবার, পানীয় বা অর্থ এবং রক্ত দিয়ে হেল্প করতে চাই। সরাসরি স্পটে নিয়ে যেতে হবে না কোথও পোছে দিতে হবে জানতে পারলে ভালো হত। মোহাম্মদপুরে থাকি। আগামীকাল সশরীরে কাজও করতে পারবো। জানাবেন।

২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২২

ত্রিশোনকু বলেছেন: রক্ত তো নিতে পারবো না। টাকা দিয়ে কিছু কিনে দেবার মত প্রশাসনিক সামর্থও নেই।

আজ সকাল দশটার মধ্যে পৌঁছে দিতে পারেন আমার অফিসে অন্য সব, মূল পোস্টে সাকিন ও মোবাইল নম্বর দেয়া আছে।

৫৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩০

শরৎ চৌধুরী বলেছেন: ব্লগাররা ফোন করে জানালেন এই মুহুর্তে তারা যেখানে আছেন তার নীচে অনেক মানুষ বেঁচে রয়েছেন এবং ব্লগারদের প্রতিটা জিনিস কাজে লাগছে, আশা করা যাচ্ছে ভোরের মধ্যে তাঁদের উদ্ধার করা যাবে।

২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ অন্য।
প্রচন্ড হতাশায় আশার রশ্মি।

৫৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

ইন্দ্রজাল বলেছেন: ঊদ্ধার কারীরা লক্ষ্য করুন,
ঊদ্ধার কাজে সব সময় জোড়ায় জোড়ায় থাকতে হয়। কোন অংশেই একা যাওয়া যাবেনা
টানেল মাইন্ডেড হলে চলবেনা, অর্থাৎ চোখ কান খোলা রাখতে হবে

দুই জনের একজন কাজ করবে, আরেক জন তার সেফটী দেখবে,

কিচুক্ষন ্পর পর কাজ বদল হবে,

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ তথ্যের জন্যে।

৫৮| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪২

নিশি মানব বলেছেন: আমি এতদিন ঢাকার বাহিরে ছিলাম।আগামীকালকে ফিরিবো।তো সাভারে সশরীরে কাজ কর্তে চাই।কিভাবে কার সাথে যোগাযোগ কর্তে হবে?

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯

ত্রিশোনকু বলেছেন: নিশি,

সাভারে সশরীরে কাজ করার কোনো অবকাশ নেই।

৫৯| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

ইন্দ্রজাল বলেছেন: ঊদ্ধার কারীরা লক্ষ্য করুন,
ঊদ্ধার কাজে সব সময় জোড়ায় জোড়ায় থাকতে হয়। কোন অংশেই একা যাওয়া যাবেনা
টানেল মাইন্ডেড হলে চলবেনা, অর্থাৎ চোখ কান খোলা রাখতে হবে

দুই জনের একজন কাজ করবে, আরেক জন তার সেফটী দেখবে,

কিচুক্ষন ্পর পর কাজ বদল হবে

নিজের কাছে সেফটীর জন্য দড়ী রাখুন, এটী উদ্ধার কাজেও লাগবে

অক্সিজেের সং্কট মনে হলে বাইরে এসে কিছুক্ষন বিস্রাম নিয়ে আবার যান,

ভিতরে যারা আছে তাদের কে আওয়াজ করতে বলেন, যদি তা না পারে অন্তত কোন কিছু দিয়ে শব্দ ্করতে বলেন,

সান্ত থাক্ তে বলুন, কম নাড়া ছাড়া করে শরীরের শক্তি অপচয় করতে মানা করূণ,

প্লিজ এই তথ্যগুলি উদ্দ্বার অভিযানে যারা আছে তাদের জানিয়ে দিন্

ভিতরে মানুষ জীবিত আছে কিনা তা জানার জন্য একটা মেশিন আছে, যা মানুসের হার্ট বীটের স্পন্দন ধরে তার অস্তিত্বের জানান দেয়, আমার জানামতে ফায়ার সাররভিসের কাছে এই যন্ত্র আছে

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০

ত্রিশোনকু বলেছেন: ইন্দ্র,

আপনাকে ধন্যবাদ।

৬০| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭

এম হুসাইন বলেছেন: ভাই অনেক দুরে থাকায় বেশি কিছু করতে পারছি না, দোয়া ছাড়া, তবে সাধ্যমত কিছু করেছি।
আর আপনাদের স্যালুট ভাই, স্যালুট আপনাদের সকল কে, আর কিছু বলার ভাষা নেই......

শুভকামনা করছি, আমাদের আপডেট জানাবেন প্লিজ...

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

ত্রিশোনকু বলেছেন: দোয়া বিশাল এক ব্যাপার।

আপনাদের দোয়া না থাকলে আমাদের সাধ্য থাকতো না যে সকাল দশটায় সিদ্ধান্ত নিয়ে, টাকা জোগাড় করে টুলস জোগাড় করে কাল সন্ধ্যা থেকেই কাজ শুরু করা এবং তাদের নূন্যতম চাহিদার ও বেশী টুলস তাদেরকে রাত দেড়টার মধ্যে পৌঁছানো।

৬১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৬

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: আপনাদের কে salute ভাই।
শুভকামনা রইলো। আপডেট জানাবেন...
আমি কিছুই করতে পারলাম না :(

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

৬২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৬

কাজী মামুনহোসেন বলেছেন: ATN news এ উদ্ধার কাজ লাইভটেলিকাস্ট করছে । আটক পরা ৩০০জন জীবিতের খোঁজ পাওয়া গেছে। তাদের উদ্ধার করা হচ্ছে। এই মুহূর্তে প্রচুর অক্সিজেন আরএম্বুলেন্স দরকার। ৪০ জনকে বের করে আনা হল। পল্টনে বিএম ভবনে ৬০০ টাকা মূল্যে অক্সিজেন পাওয়া যাচ্ছে,। এছাড়া Bangladesh Oxygen Corporation (Linde Bangladesh Limited নামেও পরিচিত) এ যোগাযোগ করতে পারেন; যোগাযোগের ঠিকানা- ২৮৫, তেজগাঁও I/a; ফোন- 028870322। যার যার সামর্থ্য অনুযায়ী অক্সিজেন কিনে সাভারে পাঠান । এখানে পানি ও শুকনো খাবের অভাব নেই । অক্সিজিনের অভাব। কেউ যদি বেসরকারী প্রতিষ্ঠানের এম্বুলেন্স যোগার করে দিতে পারেন জানান।সাথে দিতে পারেনগ্লাভস, মাস্ক ও ঔষধ। নিজে সাভার গিয়ে দিতে পারেন অথবা এই ঠিকানায় ASIATIC CENTER HOUSE 63 ROAD 7B BLOCK H, BANANI
যে কোনো ধরনের যোগাযোগ : ০১৭৩২৭২৯০২৭। ০১৬৮৩১৭৭৫৯৭। ০১৭২৩৭৭৬০০১।

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ, আপনার জানানো জায়গা থেকে ৬০ টি অক্সিজেন ক্যান কেনা হয়েছে।

৬৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৩

নাইট রিডার বলেছেন: ভাই রানা প্লাজার আপডেট খবরটা এখানে জানাবেন, ব্লগ আর অনলাইন ছাড়া আমার খবর পাওয়া সম্ভব না।

আপনাদের উদ্যোগকে হাজার সালাম, প্রতিটি বেচে যাওয়া মানুষ আপনাদের এ অবদান মনে রাখবে।

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯

ত্রিশোনকু বলেছেন: ২৩১৭জীবন্ত উদ্ধার করা হয়েছে, ২৯২ নিহত।

অব্যাবস্থা, প্রচন্ড দূর্গন্ধ।

অনাবশ্যক মানুষের ভীষন ভীড় যা ত্রাণ কাজ ব্যাহত করছে।

৬৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৩

নানাভাই বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/122644/small/?token_id=128a6a115195fa4fd3b8e6a7656e634e
আপনাগো স্যালুট।
"ব্লগাররা প্রমান করলো, ব্লগাররা ও একটা শক্তি।"

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ নানা।

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

ত্রিশোনকু বলেছেন: লিংক কাজ করছে না।

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

ত্রিশোনকু বলেছেন: লিংক কাজ করছে না।

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

ত্রিশোনকু বলেছেন: লিংক কাজ করছে না।

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

ত্রিশোনকু বলেছেন: লিংক কাজ করছে না।

৬৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৩

নানাভাই বলেছেন:

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ :)

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ :)

৬৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৫

নানাভাই বলেছেন:

৬৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৮

মাহিরাহি বলেছেন: “…if any one killed a person, it would be as if he killed the whole of mankind; and if any one saved a life, it would be as if he saved the life of the whole of mankind…” - The Holy Quran (Chapter Five, Verse 32).

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ মাহি।

দোয়া করবেন আমাদের প্রচেষ্ঠা যেন সফল হয়।

৬৮| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫

আহ্নিক অনমিত্র বলেছেন: এখন কি লাগবে জানাতে পারবেন ?

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০

ত্রিশোনকু বলেছেন: পোর্টেবল অক্সিজেন ক্যান।

অনুগ্রহ করে ৭ম আপডেটের ৩য় ক্রম দেখুন।

৬৯| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১

রানার ব্লগ বলেছেন: পল্টনে বিএম ভবনে ৬০০ টাকা মূল্যে অক্সিজেন পাওয়া যাচ্ছে , যার যার সামর্থ্য অনুযায়ী অক্সিজেন কিনে সাভারে পাঠান । এখানে পানি ও শুকনো খাবের অভাব নেই । অক্সিজিনের অভাবে মানুষ মারা যাচ্ছে।

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১

ত্রিশোনকু বলেছেন: পল্টন বিশাল এক জায়গা।

দয়া করে ঠিকানা ও মোবাইল নম্বর দিন।

৭০| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১

রানার ব্লগ বলেছেন: পল্টনে বিএম ভবনে ৬০০ টাকা মূল্যে অক্সিজেন পাওয়া যাচ্ছে , যার যার সামর্থ্য অনুযায়ী অক্সিজেন কিনে সাভারে পাঠান । এখানে পানি ও শুকনো খাবের অভাব নেই । অক্সিজিনের অভাবে মানুষ মারা যাচ্ছে।

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ রানা প্লাজা ত্থুক্কু রানার।

আপনার তথ্য কাজে লেগেছে।

৭১| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২

রানার ব্লগ বলেছেন: পল্টনে বিএম ভবনে ৬০০ টাকা মূল্যে অক্সিজেন পাওয়া যাচ্ছে , যার যার সামর্থ্য অনুযায়ী অক্সিজেন কিনে সাভারে পাঠান । এখানে পানি ও শুকনো খাবের অভাব নেই । অক্সিজিনের অভাবে মানুষ মারা যাচ্ছে।

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯

ত্রিশোনকু বলেছেন: জ্বী জ্বী জ্বী পাঠাচ্ছি।

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

ত্রিশোনকু বলেছেন: জ্বী জ্বী জ্বী পাঠাচ্ছি।

৭২| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩

রানার ব্লগ বলেছেন: পল্টনে বিএম ভবনে ৬০০ টাকা মূল্যে অক্সিজেন পাওয়া যাচ্ছে , যার যার সামর্থ্য অনুযায়ী অক্সিজেন কিনে সাভারে পাঠান । এখানে পানি ও শুকনো খাবের অভাব নেই । অক্সিজিনের অভাবে মানুষ মারা যাচ্ছে।

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

ত্রিশোনকু বলেছেন: জ্বী অবশ্যি অবশ্যই অবশ্যই, বিশ্বাস করুন আমি পাঠাচ্ছি।

৭৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭

আমিনুর রহমান বলেছেন:
ত্রিশোঙ্কু দা সকালে আরো ৭০ টা অক্সিজেন ক্যান পাঠানো হয়েছে আজ সকালে এর আগে গতকাল রাতে আবার আর ৫০ ক্যান নিয়ে যাওয়া হয়েছিলো। কালকের চারটা কাটার মেশিন ওখানে ভিতরে দমকল কর্মীরা কাজ করছিলো তাদের হাতে পৌছে দেয়া হয়েছে ...

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ।

You all did a great job!

৭৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২

অগ্নিলা বলেছেন: কানাডা থেকে আমার ইঞ্জিনিয়ার বন্ধুরামর্শ দিয়েছেন টায়ারের দোকানে বাতাস দেবার সিলিন্ডার দিয়ে ন্যাচেরাল বাতাস দিতে। এটা বড় হোস দিয়ে ভিতর পর্যন্ত দেয়া যাবে। বাতাসের প্রায় ১/৫ ভাগ অক্সিজেন। এতে অনেকের প্রাণ বেঁচে যেতে পারে।

তাছাড়া অক্সিজেন স্যাচুরেটেড অবস্থায় বদ্ধ জায়গায় থাকলে রড কাটার সময় সেটা আগুন ধরিয়ে দিতে পারে।

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

ত্রিশোনকু বলেছেন: অগ্নিলা সঠিক।

বাতাস দেবার পদ্ধতিটা ত্রান কর্মীদের জানানো হয়েছে। এছারাও ব্লোয়ার দিয়েও বাতাস দেয়া যায়।

আমরা ছোট্ট যে অক্সিজেন ক্যান চাচ্ছি তা কিছুক্ষণ পর পর এক জন মানুষ টেনে নেয় অক্সিজেনের অভাব কমাতে। চারপাশে ঐ অক্সিজেন ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম।

ধন্যবাদ।

৭৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০

পাগলমন২০১১ বলেছেন: ইয়া আল্লাহ্ , দুর্ঘটনা কবলিত মানুষদের তুমি রক্ষা কর।

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫

ত্রিশোনকু বলেছেন: ইয়া আল্লাহ তুমি রক্ষা করো।

৭৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯

বাংলার রাবণ বলেছেন: আপনার পোস্ট দেখেই অনেক কিছু জেনেছি....আমি আবুল খায়ের জ্যোতি....আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো....

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ জ্যোতি।

৭৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১

বাংলার রাবণ বলেছেন: আপনার পোস্ট দেখেই অনেক কিছু জেনেছি....আমি আবুল খায়ের জ্যোতি....আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো....আপনার পোস্ট দেখেই অনেক কিছু জেনেছি....আমি আবুল খায়ের জ্যোতি....আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো....

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮

ত্রিশোনকু বলেছেন: আপনাকে ধন্যবাদ রাবণ।

৭৮| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬

sraboni বলেছেন: আমার বন্ধুদের একটা টিম সাভারের কাছাকাছি পৌঁছে গেছে। ওরা প্রচুর অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস খুব জরুরী ভিত্তিতে দরকার। অক্সিজেন ফ্লো কন্ট্রোলার। এটা পাওয়া যাবে মিটফোর্ড হাসপাতালে, আজিজ মার্কেটের দোতালায় কন্টিনেন্টাল স্টোরে, আর প্রেসক্লাবের সামনের সার্জিক্যাল স্টোর গুলোতে। যারা সাভারে ত্রাণ নিয়ে যাবেন ভাবছেন তারা প্লীজ এই অতি জরুরী জিনিসটি অবশ্যই সাথে নিয়ে যান। দাম পড়বে ১০০০ টাকা। প্রচুর সিলিন্ডার পড়ে রয়েছে সাভারে যা এই জিনিসটির অভাবে ব্যবহার করা যাচ্ছে না। প্লীজ যত বেশি পরিমানে পারেন কিনে নিয়ে যান।

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ, গতকাল আপনার মন্তব্যটি পড়েই আমি রেড ক্রিসেন্ট সাভার কেন্দ্রে যোগাযোগ করি।

ওরা স্মভবত অন্য কাউকে ততক্ষণে দ্বায়িত্ব দিয়ে দিয়েছিল।

আপনাকে অনেক ধন্যবাদ।

৭৯| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১

sraboni বলেছেন: আমার বন্ধুদের একটা টিম সাভারের কাছাকাছি পৌঁছে গেছে। ওরা প্রচুর অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস খুব জরুরী ভিত্তিতে দরকার। অক্সিজেন ফ্লো কন্ট্রোলার। এটা পাওয়া যাবে মিটফোর্ড হাসপাতালে, আজিজ মার্কেটের দোতালায় কন্টিনেন্টাল স্টোরে, আর প্রেসক্লাবের সামনের সার্জিক্যাল স্টোর গুলোতে। যারা সাভারে ত্রাণ নিয়ে যাবেন ভাবছেন তারা প্লীজ এই অতি জরুরী জিনিসটি অবশ্যই সাথে নিয়ে যান। দাম পড়বে ১০০০ টাকা। প্রচুর সিলিন্ডার পড়ে রয়েছে সাভারে যা এই জিনিসটির অভাবে ব্যবহার করা যাচ্ছে না। প্লীজ যত বেশি পরিমানে পারেন কিনে নিয়ে যান।

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯

ত্রিশোনকু বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৮০| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪

সবুজ সাথী বলেছেন: ত্রিশোনকু দাদা, আপনার জন্য দোয়া রইল। সাথে যারা আপনার আহবানে সাড়া দিচ্ছে তাদের জন্যও।

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

ত্রিশোনকু বলেছেন: সবুজ সাথী প্রথম ভাগ!

চেনা চেনা লাগে তবু অচেনা।

ধন্যবাদ, ভাল থাকুন।

৮১| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

রাসেল১৩ বলেছেন: সাভার ট্র্যাজেডিতে আমি কোন কারনে এখনো বুঝতে পারছি না সরকার কেনো এগিয়ে আসছে না, সাধারণ মানুষ যদি প্রয়োজনীয় অক্সিজেন আর মেডিসিন কিনে আনতে পারে তাহলে সরকার কিনছে না কেন ????

এখন যদি সরকারের কোষাগারে প্রয়োজনীয় অর্থের জোগান না থাকে গার্মেন্টস শ্রমিকদের জন্য তাহলে অবশ্য কিচ্ছুটি বলার নেই !!!

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

ত্রিশোনকু বলেছেন: My only concern was saving as many trapped garments worker as possible.

আমি ওভাবে ভাবিনি।

৮২| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬

আমি হনুমান বলেছেন: মিরপুরের আশ পাশে কেউ রক্ত সঙগ্রহ করছে কিনা জানান।

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

ত্রিশোনকু বলেছেন: আপনি যদি AB+, A-, B- বা O- রক্তধারী হন তালে এনামে চলে যান।

এ মূহুর্তে অন্য গ্রুপের রক্তের প্রয়োজন নেই।

৮৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬

মোঃ_হাসান_আরিফ বলেছেন: সাভারে রানা প্লাজা বিপর্যয় ঘটার পর এপর্যন্ত আলোচিত উক্তি

লিংক
Click This Link

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২২

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ

৮৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮

রাকিব হাসান (সাব্বির) বলেছেন: অক্সিজেনের বিকল্প ব্যবস্থা-
ঙ্কে করে অক্সিজেন
দেওয়ার কথা ভাবছি আমরা,
এটা ব্যয়সাপেক্ষ, আর আটকদের
সবার হাতে পৌঁছানোও খুব
কঠিন। এরচেয়ে দোকান
থেকে একটা ব্লোয়ার কিনুন,
একটা সুতির গামছা আর
একটা দীর্ঘ ২ ইঞ্চি ব্যাসের
রবার হোস
নিয়ে সাভারে ধ্বংসস্তুপের
কাছে যান। ব্লোয়ারের সাকশন
সাইডে গামছাটা বাঁধুন,
এটা এয়ার ফিল্টারের কাজ
করবে।
ডেলিভারি সাইডে রবারের
হোসটাফিট করুন। হোসের
যে মাথা আটকদের
কাছে পৌঁছাবে, সেখানে ১ ফিট
পর পর সুঁই দিয়ে ছিদ্র
করে দিন তিন চারটা করে।
তারপরবাতাস ব্লো করুন
ভেতরে। এভাবে বাতাস
ব্লো করলে ভেতরে ধূলা উড়বে ন
ফ্রেশ বাতাস যাবে, বদ্ধ
বাতাস সরে যাবে।
বাতাসের ২১% অক্সিজেন।
ট্যাঙ্কে করে অক্সিজেন
দিতে হবে না। সেই
টাকা দিয়ে ওষুধ, ব্যান্ডেজ
এসব কিনে এনাম
হাসপাতালে দিন।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

ত্রিশোনকু বলেছেন: দিয়েছেন?

এ মুহুর্তে আপনাকে সবচে' বেশী প্রয়োজন এখন।

৮৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

বাংলার রাবণ বলেছেন: এখনো পর্যন্ত কি কোনো সরকারী সাহায্য গিয়েছে সাভারে? গিয়েছে কোনো খাবার? পানি? ম্যাশিন? ঔষধ? সরকারের কাছ থেকে? কানো মিডিয়া ব্রিফিনে বলা হয় যে তাদের কাছে সব যন্ত্র আছে....আর দরকার নাই...??!!! পুরোটাই কি স্বপ্ন ? হলেও ভালো হত....এতগুলো প্রাণ রক্ষা পেত....

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

ত্রিশোনকু বলেছেন: আসলে ঘটনা ঘটার ২৪ ঘন্টা পর হাতুরি দিয়ে বিশাল concrete slab কাটার চেষ্টা দেখে সেই যে আমার মাথা খারাপ হল তখন থেকে আমার মাথায় concrete cutter ছাড়া আর কিছুই ছিল না আজ সকাল পর্যন্ত। এখন মনোযোগ শুধু আর ক'জনকে জীবন্ত বের করা হচ্ছে তাতে।

৮৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২

হাবিব০৪২০০২ বলেছেন: অন্তরের অন্তঃস্হল থেকে বলব প্রকৃত মানবতা বলতে যা বুঝায় সেটাই আপনারা দেখালেন

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

ত্রিশোনকু বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, আসলে তেমন কিছুই করছি না। সময় ও সুযোগ থাকলে আপনিও অবশ্যই একই কাজ করতেন।

৮৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

কামরুল হাসান শািহ বলেছেন:

ত্রিশোনকু মন্তব্যের উত্তর দিতে পারতেছেন

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫

ত্রিশোনকু বলেছেন: :#> :#> :#>

৮৮| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

অচিন.... বলেছেন: এই পোস্টের লেখক ত্রিশোনকু ভাই ফেসবুক মারফত জানালেন পোস্টের কমেন্টের জবাব দিতে পারতছেন না।

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬

ত্রিশোনকু বলেছেন: :#>

৮৯| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬

অদ্ভুত স্বপ্ন বলেছেন: ত্রিশোনকু ভাই, এই মুহুর্তে কিছু টাকা পাঠানোর কোনো ব্যবস্থা থাকলে অনুগ্রহ করে বিকাশ নাম্বারটা দেয়ার ব্যবস্থা করেন প্লিজ।

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১

ত্রিশোনকু বলেছেন: ব্লগার শিপু ভাইকে 01671329511 নাম্বারে ফোন করলে উনি আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে পারবেন।

৯০| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬

sraboni বলেছেন: Oxygen er jonno jogajog korun BOC Bangladesh Ltd. -e
1. Mushfiq Akter - manager medical oxygen-01199815269
2. Mr. Shafiq - 01713044768
3. Mr. Kamrul - 01713145463

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ, আপনার এই তথ্যটি কাজে এসেছে।

৯১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: ক। এ পর্যন্ত ৩৯ সেট কাটিং ব্লেইড পৌছেচে। ৯ জোড়া (দিয়েছেন জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জুয়েল)

ভাই আপনাকে সহ সবাইকে ধন্যবাদ ।

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮

ত্রিশোনকু বলেছেন: স্বাগতম, নিঃশ্বাসের বিশ্বাস নাই :P

৯২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

মঈনউদ্দিন বলেছেন: মাইক্রোফোনে বলেছে আধাঘন্টার মধ্যে জেনারেটরের তেল ভেতরে শেষ হবে। তেল অলরেডি বাইরে মজুদ আছে। মাইকে ঘোষণা দিয়ে এ ব্যাপারে দায়িত্বরত ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যাতে ভেতরের গিয়ে জেনারেটরের তেল ভরা হয়।
উদ্ধার কাজ চলছে, সব ইকুপমেন্ট আছে, কিছু ছোট অক্সিজেন ক্যানের সংকট ছাড়া তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না।

৯৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬

রাঙা_ঠোঁট বলেছেন: সর্ব্বাত্মক ঘৃনা জানাই সরোয়ার জাহান সহ এমন সরকারকে যারা এমন দুর্যোগময় মূহুর্তে আবোল তাবোল বকে চলেছেন।

৯৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০১

স্বপনবাজ বলেছেন: আজকে আমরা
হ্যান্ড গ্লোভস,
টেস্টার
স্ক্রু ড্রাইভার
রেঞ্চ
কাঁচি
হেলমেট
অক্সিজেন ক্যান
নোজ প্লাস্ক
প্লাস্ক
দড়ি
কর্পূর
ক্যাবল
এনার্জিবাল্ব
কনক্রিট কাটার ব্লেড
রড় কাটার ব্লেড
এয়ার ফ্রেশনার
কাঠের লম্বা টুকরা

নিয়ে গিয়েছি। আমার সাথে ছিলেন আমিনুর রহমান ভাই , কান্ডারী অথর্ব , কাল্পনিক ভাই , তামিম , হাসান ভাই ,ঘুড্ডির পাইলট ! আর সারাক্ষণ কেনাকাটায় সাহায্য করেছেন অন্যমনস্ক শরত ভাই ! ওনাকে অনেক ধন্যবাদ ! সবচেয়ে খারাপ লেগেছে মেডিসিনের দোকান গুলো বন্ধ দেখে ! অক্সিজেন ক্যান , হ্যান্ড গ্লোভস, খুজে পেতে অনেক বেগ পেতে হয়েছে আমাদের ! ব্যাপার টা মোটেই শোভনীয় লাগেনি !!

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

ত্রিশোনকু বলেছেন: আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি সকালের আপডেইটে সবাইকে জানিয়েছি।

৯৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১০

শিপন মোল্লা বলেছেন: আমিনুর রহমান ভাই , কান্ডারী অথর্ব , কাল্পনিক ভাই , তামিম , হাসান ভাই ,ঘুড্ডির পাইলট ! অন্যমনস্ক শরত ভাই ! স্যালুট ভাই তোদের।

৯৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৫

বন০০৭ু বলেছেন: মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্ত আপনারা যা করছেন জিবন বাজি রেখে তা এর চেয়েও বেশি বলে মনে হয়, আল্লাহ আপনাদের সহায় হোন। আমিন। স্যালুট এবং সশ্রদ্ধ সালাম আপনাদেরকে অসম্ভবকে সম্ভব করার জন্য এত অল্প সময়ে, this is incredible, ..... আমার ভাষা নেই ক্রিতগ্কতা প্রকাশ করার, আপনারা মহান দেশ প্রেমিক, এ শতাব্দির শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, The Knights of Bangladesh, Hats off to u all

৯৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৭

বন০০৭ু বলেছেন: মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্ত আপনারা যা করছেন জিবন বাজি রেখে তা এর চেয়েও বেশি বলে মনে হয়, আল্লাহ আপনাদের সহায় হোন। আমিন। স্যালুট এবং সশ্রদ্ধ সালাম আপনাদেরকে অসম্ভবকে সম্ভব করার জন্য এত অল্প সময়ে, this is incredible, ..... আমার ভাষা নেই ক্রিতগ্কতা প্রকাশ করার, আপনারা মহান দেশ প্রেমিক, এ শতাব্দির শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, The Knights of Bangladesh, Hats off to u all

৯৮| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৩

বন০০৭ু বলেছেন: মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্ত আপনারা যা করছেন জিবন বাজি রেখে তা এর চেয়েও বেশি বলে মনে হয়, আল্লাহ আপনাদের সহায় হোন। আমিন। স্যালুট এবং সশ্রদ্ধ সালাম আপনাদেরকে অসম্ভবকে সম্ভব করার জন্য এত অল্প সময়ে, this is incredible, ..... আমার ভাষা নেই ক্রিতগ্কতা প্রকাশ করার, আপনারা মহান দেশ প্রেমিক, এ শতাব্দির শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, The Knights of Bangladesh, Hats off to u all

৯৯| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭

হাবিব০৪২০০২ বলেছেন: আমিনুর রহমান ভাই , কান্ডারী অথর্ব , কাল্পনিক ভাই , তামিম , হাসান ভাই ,ঘুড্ডির পাইলট ! অন্যমনস্ক শরত ভাই ! স্যালুট

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮

ত্রিশোনকু বলেছেন: অবশ্যই।

They all are GREAT person!

১০০| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

মুহসিন বলেছেন: বৃষ্টির ভেতরেই উদ্ধার : Click This Link

১০১| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

মুহসিন বলেছেন: বৃষ্টির ভেতরেই উদ্ধার : Click This Link

১০২| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯

মুহসিন বলেছেন: বৃষ্টির ভেতরেই উদ্ধার : Click This Link

১০৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আবুশিথি বলেছেন: আমিনুর রহমান ভাই , কান্ডারী অথর্ব , কাল্পনিক ভাই , তামিম , হাসান ভাই ,ঘুড্ডির পাইলট ! অন্যমনস্ক শরত ভাই ! স্যালুট ভাই তোদের।

১০৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪

শিপু ভাই বলেছেন:
কনক্রিট কাটার ৪০০ টাকা
আর রড কাটার ৫০ টাকা করে নিচ্ছে ভাই।


এখন কোনগুলো পাঠাবো??

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১

ত্রিশোনকু বলেছেন: তোমার ব্লেইড কত ইঞ্চি? কোন কোম্পানীর? কোন দেশের?

আমি Bosch এর সাথে চেক করাবো।

১০৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

শিপু ভাই বলেছেন:
গতকাল আমাদের সাথে আরো ছিল - সবুজ, স্বপনবাজ।

আজকে বিকালে আমাদের কয়েকজন সাভার যাচ্ছে আহতদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য। তারা যাওয়ার সময় "কাটার ব্ল্রড" নিয়ে যাবে।

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫

ত্রিশোনকু বলেছেন: Nice to know.

১০৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

শিপু ভাই বলেছেন:
আমাদের দেওয়া ব্লেড গুলো ডায়মন্ড ব্র্যান্ডের- চাইনিজ। ৭" ডায়া।

কুমিল্লা হার্ডওয়ার- নিউমার্কেট থেকে কিনেছিলাম।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ শিপু ভাই।

তোমার এই প্রয়োজনীয় তথ্যটি আমি আমার পোস্টে জুড়ে দিয়েছি।

১০৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪

ভুভুজিলা বলেছেন: বাংলাদেশের দুর্যোগমন্ত্রীর নামটা বলেন অর পাছায় একটা লাত্থি মেরে আসি।

এতো কিছু ঘটে যাচ্ছে তাদের দেখা নেই!
এটা কি আমাদের ব্লগারের কাজ?শেয়ার বাজার লুটবে,পদ্মা সেতুর বখরা খাবে,হলমার্কের ঘুষ খাবে আর দুর্যোগে গা বাচিয়ে বসে থেকে মাসহারা নিয়ে মুক্তিযুদ্ধের গান গাইবে!! X(( X(( X(( X((

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ জিলা।

১০৮| ২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

বাংলাদেশী দালাল বলেছেন:
সর্ব শেষ আপডেটের সময়, তারিখ দিয়ে দিন প্লিজ

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

ত্রিশোনকু বলেছেন: জ্বী দিচ্ছি এখন ধন্যবাদ।

১০৯| ২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

বাংলাদেশী দালাল বলেছেন:
সর্ব শেষ আপডেটের সময়, তারিখ দিয়ে দিন প্লিজ

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৬

ত্রিশোনকু বলেছেন: দিচ্ছি।

১১০| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

sraboni বলেছেন: আপনারা যারা সাভারে বর্তমানে বিভিন্ন হাস্পাতালে আহতদের সেবা দিচ্ছেন অনুগ্রহ করে দ্রুত CRUSH INJURY এর রুগিগুলোকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করুন । ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটি বিভাগে এই ধরনের রুগির চিকিৎসা করাটাই সর্বাপেক্ষা উত্তম পন্থা । এখানে TRAUMA বিষয়ক রুগির চিকিৎসা করার জন্যে স্কিলফুল হ্যান্ড চিকিৎসকেরা রয়েছেন । দুঃখের বিষয় , সাভার বিল্ডিং ধসের ২৪ ঘন্টা পর মাত্র ৪/৫ জন রুগি ঢাকা মেডিকেলে আসে। অথচ এই ধরনের MASS ক্যাজুয়ালিটি সামলানোর জন্যে আধুনিক যন্ত্রপাতি এবং TRAUMA বিষয়ক অভিজ্ঞ চিকিৎসক আপনি আর বাংলাদেশের কোথাও পাবেন না ।বৃহস্পতিবার দুপুরের পর সাভার বিভিন্ন হাসপাতাল হতে যে সব রুগি রেফার করা হয়, সবারই COMPARTMENT SYNDROM এবং একই সাথে KIDNEY FRAILURE develop করেছে। ৮ ঘন্টার পরে আসা Compartment Syndromer রুগিকে Fasciotomy করে কোনো লাভ নাই । দুই দিন পর তার হাত/ পা ঠিকই কেটে ফেলতে হবে । কারন চাপের কারনে তার ঐ অংশের রক্ত প্রবাহ বন্ধ হয়ে muscle nacrosis হয়ে যায় । এম্বুলেন্স , রক্ত , টাকা , মানুষের সাহায্যর কোনো কমতি নাই শুধু ভাই ও বোনেরা রুগীগুলোকে আপনারা ঢাকা মেডিকেলে দ্রুত পাঠান । সাভার থেকে আসতে খুব বেশি হলে ৪০ মিনিট সময় লাগবে ।আপনার সঠিক সিদ্ধান্তে বেচে যেতে পারে একজন অসহায় এর দু বেলা দু মুঠো ভাত খাওয়ার একমাত্র অবলম্বন তার হাত কিংবা পা । এমনকি তার প্রাণটাও নির্ভর করছে সময়মত আপনার রেফারাল জ্ঞানের উপর ।

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৮

ত্রিশোনকু বলেছেন: আমি আপনার এই মন্তব্য গতকালই রানা প্লাজায় অবস্থিত রেড ক্রিসেন্ট ক্যাম্পের ডিউটি অফিসারের কাছে পাঠিয়ে দিয়েছি।

অনেক ধন্যবাদ।

১১১| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮

বিবাগী বাউল বলেছেন: শ্রমিক খুনের প্রতিবাদে ২৮ এপ্রিল বিজিএমইএ ভবনের সামনে সকাল ১০ টায় সমাবেশ
Public · By Jishu Mohommad, মহামান্য কহেন and 12 other

Sunday, April 28, 2013
10:00am in UTC+07

বিজিএমইএ ভবন, কাওরান বাজার, ঢাকা

আজ আগুনের মত আগুনের মত জ্বলে উঠার দিন...

ধারাবাহিক শ্রমিক হত্যার প্রতিবাদে সকল ছাত্র শিক্ষক শ্রমিক পেশাজীবী সাংবাদিক ও দেশপ্রেমিক এক হও

সংগ্রামী শ্রমিক ভাই ও বোনেরা
আমরা এতকাল শুনে এসেছি, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রিক রাষ্ট্র। দেশের মালিক জনগণ। কিন্তু আমরা দেখতে পাই শ্রমিকরা যখন মাসের পর মাসন বেতন পায়না তখন কেউ জিজ্ঞেসও করে না, কেন শ্রমিকরা বেতন পাচ্ছেনা? কিন্তু শ্রমিকরা যখন বেতনের দাবিতে রাস্তায় নামে তখন পেটোয়া পুলিশ বাহিনী তাদের উপর নির্মম ভাবে ঝাপিয়ে পড়ে। আমরা আরো দেখতে পাই কারখানায় আগুন লাগে আর মালিক গেটে তালা মেরে শ্রমিকদের পুড়িয়ে মারে। নিম্মমানের উপকরণ দিয়ে ভবন তৈরি করা হয়। সেই ভবনে ঝুঁকির মধ্যে শ্রমিকদের কাজ করতে বাধ্য করে মালিকরা। যার ফলে প্রতিদিন লম্বা হচ্ছে শ্রমিকের লাশের সারি। আজ পর্যন্ত কোন সরকারী হিসাবের সাথে মেলেনি প্রকৃত লাশের হিসাব। অপরাধী মালিকের বিচার করেনি এই রাষ্ট্র। তাজরিনের খুনি মালিককে আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি। রানা প্লাজার ভবন ধ্বসে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সকরার কোন কার্যকর পদক্ষেপ নেয়নি সরকার। সেনাবহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গেলেও নিরব ভুমিকা পালবে ব্যাস্ত থাকে একই সাথে প্রতিবছরের ন্যায় এবারও খুনি মালিক রানাকে রাষ্ট্র নিজ নিরাপত্তায় পালিয়ে যেতে সহায়তা করেছে। কিন্তু শ্রমিকরা যখনই এই খুনি মালিকদের বিচারের দাবিতে মাঠে নেমেছে পুলিশ তাদের লাঠিপেটা ও গুলি করেছে। এর মধ্যদিয়ে স্পষ্ট হয় জনগণের বলা হলেও আসলে দেশটা মালিকদেরই। এই মালিকদের কোন অন্যায় সরকারের চোখে পড়ে না।

হাতিরঝিলে জনগণের সম্পত্তি দখল করে গার্মেন্টস মালিকরা অবৈধভাবে গড়ে তুলেছে বিজিএমইএ ভবন। হাইকোর্ট আদেশ দিয়েছে ভেঙ্গে ফেলার, তবু দাঁড়িয়ে আছে এই ভবন। সরকারের কোন আইন তাদের জন্য প্রযোজ্য নয়।

শ্রমিক ভাই ও বোনেরা
সরকার এই খুনি মালিকদের কিছুই বলবে না। যা করার আমাদেরই করতে হবে। আজ সময় এসেছে সব বাধা ভেঙ্গে ফেলে অধিকার আদায় করে নেওয়ার। মুষ্টিবদ্ধ হাত তুলে পথে নামুন। বন্ধ করে দিন সব মৃত্যুপুরি কারখানা। ভেঙ্গে ফেলুন খুনি মালিকদের অবৈধভাবে গড়ে তোলা বিজিএমইএ ভবন। আওয়াজ তুলুন খুনি মালিকদের বিচার না হলে, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় না হলে, আমরা ঘরে ফিরবো না।

দাবি আদায়ে সকল মজদুর এক হও, লড়াই কর, বিজয় অনিবায আমাদের দাবি।

আমাদের দাবি:
১. রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত কর।
২. সকল খুনি মালিকদের অবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. নিহত শ্রমিক পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
৪. আহত শ্রমিকদের সর্বোচ্চ চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ৩০ লক্ষ টাকা দিতে হবে।

আমাদের কমসূচি:
১. সর্বাত্মকভাবে ২৮ তারিখের শ্রমিক ধর্মঘট সফল করুন।
২ বিজিএমইএ’র সামনে সমাবেশ
২৮ এপ্রিল, রবিবার, সকাল ১০ টা।


সমাবেশে যোগ দিন, অধিকার আদায়ে রাস্তায় নামুন।
সকল স্তরের ছাত্র-শিক্ষক-শ্রমিক-পেশাজীবী-জনতা

ধারাবাহিক শ্রমিক খুনের প্রতিবাদে সকল শ্রমিক-পেশাজীবী ছাত্র-শিক্ষক দেশপ্রেমিক এক হও

Click This Link

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৯

ত্রিশোনকু বলেছেন: সব হবে, এখনো কিছু হতভাগ্য বেঁচে আছে।

১১২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

বিবাগী বাউল বলেছেন: শ্রমিক খুনের প্রতিবাদে ২৮ এপ্রিল বিজিএমইএ ভবনের সামনে সকাল ১০ টায় সমাবেশ
Public · By Jishu Mohommad, মহামান্য কহেন and 12 other

Sunday, April 28, 2013
10:00am in UTC+07

বিজিএমইএ ভবন, কাওরান বাজার, ঢাকা

আজ আগুনের মত আগুনের মত জ্বলে উঠার দিন...

ধারাবাহিক শ্রমিক হত্যার প্রতিবাদে সকল ছাত্র শিক্ষক শ্রমিক পেশাজীবী সাংবাদিক ও দেশপ্রেমিক এক হও

সংগ্রামী শ্রমিক ভাই ও বোনেরা
আমরা এতকাল শুনে এসেছি, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রিক রাষ্ট্র। দেশের মালিক জনগণ। কিন্তু আমরা দেখতে পাই শ্রমিকরা যখন মাসের পর মাসন বেতন পায়না তখন কেউ জিজ্ঞেসও করে না, কেন শ্রমিকরা বেতন পাচ্ছেনা? কিন্তু শ্রমিকরা যখন বেতনের দাবিতে রাস্তায় নামে তখন পেটোয়া পুলিশ বাহিনী তাদের উপর নির্মম ভাবে ঝাপিয়ে পড়ে। আমরা আরো দেখতে পাই কারখানায় আগুন লাগে আর মালিক গেটে তালা মেরে শ্রমিকদের পুড়িয়ে মারে। নিম্মমানের উপকরণ দিয়ে ভবন তৈরি করা হয়। সেই ভবনে ঝুঁকির মধ্যে শ্রমিকদের কাজ করতে বাধ্য করে মালিকরা। যার ফলে প্রতিদিন লম্বা হচ্ছে শ্রমিকের লাশের সারি। আজ পর্যন্ত কোন সরকারী হিসাবের সাথে মেলেনি প্রকৃত লাশের হিসাব। অপরাধী মালিকের বিচার করেনি এই রাষ্ট্র। তাজরিনের খুনি মালিককে আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি। রানা প্লাজার ভবন ধ্বসে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সকরার কোন কার্যকর পদক্ষেপ নেয়নি সরকার। সেনাবহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গেলেও নিরব ভুমিকা পালবে ব্যাস্ত থাকে একই সাথে প্রতিবছরের ন্যায় এবারও খুনি মালিক রানাকে রাষ্ট্র নিজ নিরাপত্তায় পালিয়ে যেতে সহায়তা করেছে। কিন্তু শ্রমিকরা যখনই এই খুনি মালিকদের বিচারের দাবিতে মাঠে নেমেছে পুলিশ তাদের লাঠিপেটা ও গুলি করেছে। এর মধ্যদিয়ে স্পষ্ট হয় জনগণের বলা হলেও আসলে দেশটা মালিকদেরই। এই মালিকদের কোন অন্যায় সরকারের চোখে পড়ে না।

হাতিরঝিলে জনগণের সম্পত্তি দখল করে গার্মেন্টস মালিকরা অবৈধভাবে গড়ে তুলেছে বিজিএমইএ ভবন। হাইকোর্ট আদেশ দিয়েছে ভেঙ্গে ফেলার, তবু দাঁড়িয়ে আছে এই ভবন। সরকারের কোন আইন তাদের জন্য প্রযোজ্য নয়।

শ্রমিক ভাই ও বোনেরা
সরকার এই খুনি মালিকদের কিছুই বলবে না। যা করার আমাদেরই করতে হবে। আজ সময় এসেছে সব বাধা ভেঙ্গে ফেলে অধিকার আদায় করে নেওয়ার। মুষ্টিবদ্ধ হাত তুলে পথে নামুন। বন্ধ করে দিন সব মৃত্যুপুরি কারখানা। ভেঙ্গে ফেলুন খুনি মালিকদের অবৈধভাবে গড়ে তোলা বিজিএমইএ ভবন। আওয়াজ তুলুন খুনি মালিকদের বিচার না হলে, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় না হলে, আমরা ঘরে ফিরবো না।

দাবি আদায়ে সকল মজদুর এক হও, লড়াই কর, বিজয় অনিবায আমাদের দাবি।

আমাদের দাবি:
১. রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত কর।
২. সকল খুনি মালিকদের অবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. নিহত শ্রমিক পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
৪. আহত শ্রমিকদের সর্বোচ্চ চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ৩০ লক্ষ টাকা দিতে হবে।

আমাদের কমসূচি:
১. সর্বাত্মকভাবে ২৮ তারিখের শ্রমিক ধর্মঘট সফল করুন।
২ বিজিএমইএ’র সামনে সমাবেশ
২৮ এপ্রিল, রবিবার, সকাল ১০ টা।


সমাবেশে যোগ দিন, অধিকার আদায়ে রাস্তায় নামুন।
সকল স্তরের ছাত্র-শিক্ষক-শ্রমিক-পেশাজীবী-জনতা

ধারাবাহিক শ্রমিক খুনের প্রতিবাদে সকল শ্রমিক-পেশাজীবী ছাত্র-শিক্ষক দেশপ্রেমিক এক হও

Click This Link

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০

ত্রিশোনকু বলেছেন: জ্বী, জ্বালাও পোড়াও এর সময় পালিয়ে যায় নি।

দুয়েক দিন পর।

১১৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

মুহসিন বলেছেন: Headquarters Red Crescent, Malibag. নয়, বড় মগবাজার।
http://www.bdrcs.org/tracing.php

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯

ত্রিশোনকু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

এক্কেবারে পিচ্চিকাল থেকে এই ভুল আমি করে আসছি।

আমি শুধরে দিচ্ছি।

১১৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

আমিনুর রহমান বলেছেন: রানা প্লাজার উল্টোদিকে আর এফ ভবনে অক্সিজেন সিলিন্ডার রিফিল করার ব্যবস্থা করা হয়েছে।
যাদের কাছে খালি সিলিন্ডার আছে, সেগুলো নিয়ে দয়া করে আর এফ ভবনে চলে আসুন।

দ্রুত যতসম্ভব শেয়ার করে খবর ছড়িয়ে দিন। লাইক দেবার প্রয়োজন নেই।

~ইরেশ যাকের।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪

ত্রিশোনকু বলেছেন: দিয়েছি। ধন্যবাদ।

১১৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

শেখ ইরফান বলেছেন: ঢাকা মেডিকেল এ ভর্তী হওয়া আহত গুরুতর অসহায় রুগী দের ওয়ার্ড ও বেড নাম্বার:
২০৬ ওয়ার্ড- রিনা আক্তার ০১৮২৮১৫০৩২৯

২০৬ ওয়ার্ড- আক্তার বানু ০১৯৮৯৩৮০৭৪৪

১০১ ওয়ার্ড- বেড ২০, লতিফ,
১০২ ওয়ার্ড- বেড ১৩ জুয়েল

১০৩ ওয়ার্ড- আমজাদ বেড-২

২০৬ ওয়ার্ড- বেড ১৮, ১৯, ২১

.....
এই তথ্য আজ রাত ১০ টায় আপডেটেড...
এই রুগীদের জরুরী ভিত্তিতে সাহায্য প্রয়োজন...
এদের চিকিতসা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় সাহায্য দরকার, একদমই অসহায় ব্যসিসে এদের সর্ট আউট করা হয়েছে আজ রাতে ...

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯

ত্রিশোনকু বলেছেন: আরো কিছু যাচ্ছে, ইফ্রান।

১১৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

শেখ ইরফান বলেছেন: ঢাকা মেডিকেল এ ভর্তী হওয়া আহত গুরুতর অসহায় রুগী দের ওয়ার্ড ও বেড নাম্বার:
২০৬ ওয়ার্ড- রিনা আক্তার ০১৮২৮১৫০৩২৯

২০৬ ওয়ার্ড- আক্তার বানু ০১৯৮৯৩৮০৭৪৪

১০১ ওয়ার্ড- বেড ২০, লতিফ,
১০২ ওয়ার্ড- বেড ১৩ জুয়েল

১০৩ ওয়ার্ড- আমজাদ বেড-২

২০৬ ওয়ার্ড- বেড ১৮, ১৯, ২১

.....
এই তথ্য আজ রাত ১০ টায় আপডেটেড...
এই রুগীদের জরুরী ভিত্তিতে সাহায্য প্রয়োজন...
এদের চিকিতসা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় সাহায্য দরকার, একদমই অসহায় ব্যসিসে এদের সর্ট আউট করা হয়েছে আজ রাতে ...

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮

ত্রিশোনকু বলেছেন: আমি সকালেই বলছি একজনকে। তিনি নিশচয়ই সাহায্য করবেন।

১১৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

শেখ ইরফান বলেছেন: ঢাকা মেডিকেল এ ভর্তী হওয়া আহত গুরুতর অসহায় রুগী দের ওয়ার্ড ও বেড নাম্বার:
২০৬ ওয়ার্ড- রিনা আক্তার ০১৮২৮১৫০৩২৯

২০৬ ওয়ার্ড- আক্তার বানু ০১৯৮৯৩৮০৭৪৪

১০১ ওয়ার্ড- বেড ২০, লতিফ,
১০২ ওয়ার্ড- বেড ১৩ জুয়েল

১০৩ ওয়ার্ড- আমজাদ বেড-২

২০৬ ওয়ার্ড- বেড ১৮, ১৯, ২১

.....
এই তথ্য আজ রাত ১০ টায় আপডেটেড...
এই রুগীদের জরুরী ভিত্তিতে সাহায্য প্রয়োজন...
এদের চিকিতসা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় সাহায্য দরকার, একদমই অসহায় ব্যসিসে এদের সর্ট আউট করা হয়েছে আজ রাতে ...

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৪

ত্রিশোনকু বলেছেন: ব্লগার আমিন দ্বায়িত্ব নিয়েছে।

তাছাড়াও ২ হাজার টাকা পাঠিয়েছেন ফেইস বুক ব্যাবহারকারী মোস্তফা কামাল পলাশ।

১১৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

শেখ ইরফান বলেছেন: স্যরি মন্তব্য বেশিবার চলে এসেছে :(

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

ত্রিশোনকু বলেছেন: না না ঠিক আছে ইফরান।

তোমাকে অশেষ ধন্যবাদ।

১১৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

আকাশ বন্ধু বলেছেন: View this link

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৬

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ আকাশ বন্ধু।

১২০| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর ভাবনা
************
মৃত দের আত্মার প্রতি শান্তি এবং তাদের অসহায় ম্রিয়মান স্বজন
দের পাশে দাঁড়ানো এখন বিবেকবান মানুষের জন্য অবশ্যই মানবিক
দায়িত্ব ও কর্তব্য ।

নহে এদের প্রতি মিথ্যাচার রাজনীতি
চাই দুর্গতদের পাশে থেকে
সেবা ও সহযোগিতা ।
আল্লাহ আমাদের সৎকাজে মন মানসিকতাকে সাভার দুর্গত দের
সাহায্যার্থে রহমত দিন ।

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ পরিবেশ।

১২১| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

লাবনী আক্তার বলেছেন: যারা যারা সাহায্য করছেন তাদের প্রতি শ্রদ্ধা রইল।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

১২২| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

আলোর মিছিল বলেছেন: সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার

১২৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮

আলোর মিছিল বলেছেন: ঢাকায় সরাসরি আর্থিক সাহায্য দেওয়ার জন্য কোথায় যোগাযোগ করা যেতে পারে??
কোন ঠিকানা বা ফোন নম্বর দিলে উপকৃত হইতাম।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৫

ত্রিশোনকু বলেছেন: মূল পোস্টের উপরের দিকে দেখুনঃ

আপডেইট ২৪

রাত একটা ছাব্বিশ, ২৯ শে এপ্রিল, ২০১৩

এ মূহুর্তে যাদের সবচে' বেশী সাহায্য প্রয়োজন।

১২৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: বলেছেন: ব্লগার কাল্পনিক ভালোবাসা: সর্বশেষ খবরঃ
১- রানা প্লাজার মালিক সোহেল রানা গ্রেফতার হয়েছে। ( গ্রেফতার তথ্য সৌজন্য জনাব মুরাদ জং ও ঠেলার নাম বাবাজী) বর্তমানে তিনি বিমান বাহিনীর বিমানে করে ঢাকায় আসছেন! (এর কারন বুঝলাম না।!!!)
২- রানা প্লাজার সকল গার্মেন্টস মালিকদের ব্যাংক একাউন্ট ফ্রিজ করার ব্যাপারে হাইকোর্ট থেকে নির্দেশ দেয়া হয়েছে।
৩- আরো ৫ জনকে জীবিত উদ্ধার করেছে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস এর উদ্ধারকর্মীরা।
৪- বাংলাদেশ ফায়ার সার্ভিস, সাংবাদিক, উদ্ধারকর্মী, ত্রাণকর্মী, এবং সর্বপরি সাধারন জনগনের অনুরোধে/ প্রতিরোধে ম্যানুয়াল সার্চ এর মেয়াদ আরো দীর্ঘায়িত করা হয়েছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ঘোষনা করেছে, একজন মানুষ বেঁচে থাকা পর্যন্ত তারা তাদের উদ্ধার কাজ ম্যানুয়েলী চালিয়ে যাবেন। তাদের প্রতি আমার স্যালুট।
৫- বাইরে প্রচুর স্বজন হারানো মানুষ অপেক্ষা করছে। তাদের ভাষ্যমতে এখন প্রায় ১২০০-১৫০০ মানুষ নিখোঁজ।তাই সবাই অনুরোধ করছে উদ্ধারকাজে এখনই ভারী যন্ত্রপাতি ব্যবহার না করে, আরো ভালো করে সার্চ করা হোক।
৬- সেনাবাহিনীর দক্ষ একটি দল ইতিমধ্যে উদ্ধার কাজে অংশ নিয়েছেন এবং যারা এখনও জীবিত আছেন বলে ধারনা করা হচ্ছে তাদের উদ্ধারের জন্য ভারী মেশিন ব্যবহারের কোন বিকল্প নেই বলে তারা মতামত দিয়েছেন। আমরা জানতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনীর এই অংশটি জাতিসংঘের বিভিন্ন উদ্ধার কাজে অংশ নিয়েছে। ফায়ার ডিফেন্সের উদ্ধারকর্মীদের সাথে তারা সম্মিলিত ভাবে কাজ করছেন। এখন আল্লাহ ভরসা।
৭- কিছুক্ষন আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিখোঁজ স্বজনদের ব্যানারে ম্যানুয়ালী উদ্ধারকাজ আরো দীর্ঘায়িত করার জন্য একটি প্রেস বিজ্ঞপ্তি সকল সংবাদ সংস্থায় পাঠানো হয়েছে।

আমাদের করনীয়ঃ
দয়া করে কেউ এখন কোন মেডিসিন কিংবা খাবার নিয়ে সাভারে আসবেন না। প্রচুর পরিমানে মেডিসিন এবং খাবার সেখানে আছে। এখন যেটা দরকার তাহলো, যারা আহত অবস্থায় বেঁচে আছে, তাদের চিকিৎসা পরবর্তি পূর্নবাসনের জন্য কাজ করা। মনে রাখবেন, যারা মারা যাবার তারা এখন সকল হিসাবের বাইরে। নিষ্ঠুরতা বলেন আর নির্মমতাই বলেন আমাদের প্রধান কাজ এখন বেঁচে যাওয়া শ্রমিদের পাশে দাঁড়ানো। যে যার অবস্থান থেকে চেষ্টা করুন সমষ্টিগত ভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে। আমরা চেষ্টা চালাচ্ছি এবং ইতিমধ্যে কাজও করছি বেশি ক্ষতিগ্রস্তদের একটি পূর্নাঙ্গ তালিকা তৈরী করতে। প্রয়োজনে আপনাদেরও আমরা তালিকা দিয়ে সাহায্য করতে পারি। মনে রাখবেন ১০০০ টাকা করে ২০ কে সাহায্য করার চাইতে আপনি যদি ১০০০০ টাকা দিয়ে ২ জনকে সাহায্য করতে পারেন, সেটাই বেশি কাজে দিবে।

আল্লাহ আমাদের সহায় হোন।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৬

ত্রিশোনকু বলেছেন: আপডেটের জন্যে অনেক ধন্যবাদ।

১২৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০১

জানা বলেছেন:

আপডেটটা পেয়ে ভাল লাগছে। ধন্যবাদ শরৎ।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪২

ত্রিশোনকু বলেছেন: জানার আপডেটটা ভাল লাগার জন্যে জানাকে ধন্যবাদ জানা লাম। :)

১২৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: যারা যারা সেচ্ছায় কাজ করছেন সবাইকে বিনম্র শ্রদ্ধা। ভালো হোক সবার।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ জনৈক।

১২৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

বিডি আমিনুর বলেছেন: প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যারা সেচ্ছায় কাজ করে যাচ্ছেন সবার প্রতি আমার সালাম।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

১২৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫১

খাটাস বলেছেন: আমাদের দেশে অনেক হৃদয়বান মানুষ আছেন। কিন্তু তাদের কে প্রভাবিত করতে হয়। এটা দোষের কিছু না। কারন প্রভাবক হবার গুনাবলি সবার থাকে না। ভাই আল্লাহ আপনাকে যা দিয়েছেন, আপনি তা নষ্ট হতে দেন নি। জীবনে প্রথম কাও কে একবার ছুয়ে দেখতে ইচ্ছা করছে। সেটা আপনি। আপনাকে লক্ষ সালাম।

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১

ত্রিশোনকু বলেছেন: খাটাস,

বিশ্বাস করুন আমি এমন কিছুই করিনি যা আপনি করবেন না। আমার সুযোগ ছিল দেখে করতে পেরেছি।

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০

ত্রিশোনকু বলেছেন: খাটাস,

আমি যা করছি আপনিও তাই করতেন।

আমার সুযোগ ছিল করার।

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯

ত্রিশোনকু বলেছেন: খাটাস,

আমি যা করছি আপনিও তাই করতেন।

আমার সুযোগ ছিল করার।

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০

ত্রিশোনকু বলেছেন: খাটাস,

আমি যা করছি আপনিও তাই করতেন।

আমার সুযোগ ছিল করার।

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬

ত্রিশোনকু বলেছেন: খাটাস,

আমি যা করছি আপনিও তাই তাই করতেন।

আমি ভাগ্যবান, আমার সুযোগ ছিল।

১২৯| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩

শেখ ইরফান বলেছেন: এই পেজের মাধ্যমে সাভার ট্রাজেডি তে আহত দের বিস্তারিত তথ্য সহ লিস্ট প্রকাশ করা হচ্ছে ধারাবাহিক ভাবে ...
আমাদের ভলান্টিয়ার টিম ঢাকা মেডিকেল , এনাম মেডিকেল , পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে আহতদের তালিকা তৈরী করছে ...
অনুরোধ থাকবে শেয়ারের মাধ্যমে এই আহতদের পুনর্বাসন করতে সাহায্য করতে... আপনি না পারলেও আপনার শেয়ারের মাধ্যমে হয়ত অন্য কেউ এই গুরুত্বপূর্ন তথ্য জেনে সাহায্যে এগিয়ে আসতে পারবে ... আপনি চাইলে নিজেই আহতদের স্বজন দের সাথে কথা বলে সাহায্য পৌছে দিতে পারেন।
দয়াকরে শেয়ার করে ছড়িয়ে দিন, মানুষ গুলোর উপকার হবে। Click This Link

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

ত্রিশোনকু বলেছেন: ইফ্রান,

মাননীয় প্রধান মন্ত্রী সব আহতদের দশ হাজার করে টাকা দিয়েছেন এবং সমস্ত চিকিৎসার খরচ বহন করছেন। এখানে ঢালাও ভাবে সবাইকে সাহায্য করার কোনো অর্থ হয় না।

আমার মনে হয় তোমরা সেই তালিকা বের করো যাতে থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর এই সাহায্যের আওতার বাইরে যারা আছে (যদি থাকে)।

তাদেরকে আমরা সাহায্য করা শুরু করতে পারি এবং পাশাপাশি সরকারকে ব্যাপারটা জানাতে পারি।

১৩০| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: নতুন আপডেটে এটা কি জানাইলেন, মাথায় ত টাস্কি লেগে গেছে.............অনলাইনে বহির্বিশ্ব থেকে ফান্ড সংগ্রহের জন্য পলাশ ভাইয়ের পেপাল একাউন্ট যুক্ত করে gofund.me/shabartragedyfund এর মাধ্যমে টাকা উঠানোর ব্যাবস্থা করেছি। আমার ব্লগেও দিয়েছি দেখতে পারেন।http://www.somewhereinblog.net/blog/kaish98bd

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ গেমা।

১৩১| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩

আহমেদ ফয়েজ বলেছেন: আপনাদের সকলের এই তৎপরতাই জানান দেয় যে আসলে বাঙালি জাতি সব পারে। সব কিছু জন্য অনেক কৃতজ্ঞতা ও অভিনন্দন।
বাঙালি হিসেবে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
আমিও আমার একটা দল নিয়ে রোগীদের সেবার জন্য ও তাদের সাথে কথা বলার জন্য শনিবার সকালে সাভার গিয়েছিলাম।
আপনারদের কার্যক্রম বাঁচিয়ে দিয়েছে অনেক প্রাণকে।
কৃতজ্ঞতা আরেকবার

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮

ত্রিশোনকু বলেছেন: আহমেদ ফয়েজ,

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৩২| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: রেড ক্রিসন্ট এর সাথে কাজ করা হয়েছে কিন্তু সম্পৃক্ততার ব্যাপার ত পলাশ ভাইয়ের ঐখানেও মানা করা হল

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০২

ত্রিশোনকু বলেছেন: গেমা,

পলাশের সাথে আমার প্রত্যহ একাধিকবার কথা হয়।

দিন রাত চব্বিশ ঘন্টার যে কোনো সময়ে তাকে তিন রিংয়েই পাওয়া যায়।

আমাদের দেশের সময়ে রাত পোনে একটাও সে ফোন করে আবার দিনের বেলা তিনটাও।

আমার সন্দেহ হয় যে সে জ্বীন।

১৩৩| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:২৮

জানা বলেছেন:


পৃথিবীর যে কোন দেশে, যেকোন টাইমজোনে থেকেও ব্লগাররা স্বদেশের সবরকম আনন্দ-বেদনায় এমন করে সার্বক্ষনিকভাবে যুক্ত থাকার উদাহরণ নতুন নয় তা তো জানেন ত্রিশঙ্কু দা। এই মানুষগুলোর হৃদয় পরিমাপ সম্ভব নয়। পাশাপাশি দেশে বসবাসকারী ব্লগার ভাইবোনরাও তাঁদের প্রচেষ্টার সবটুকুই ঢেলে দেন সময়ে-অসময়ে। অত্যন্ত গৌরবের সাথে বলছি, সারা বিশ্বের গোটা ব্লগোস্ফেয়ারে এই যূথবদ্ধতা, এই প্রাণের টান খুঁজে পাওয়া যায়নি এখনও। যেকোন দূর্যোগে বা বিপদে মানুষকে সাহায্য করতে বাংলা ব্লগারদের অবদান এখন আর কারো অজানা নেই। দল-মত নির্বিশেষে যূথবদ্ধ হয়ে যেকোন মঙ্গলে ঝাঁপিয়ে পড়ার এই চর্চা সম্ভবত বাঙালী হৃদয় বলেই সম্ভব। রাত নেই দিন নেই দেশের জন্য, দেশের মানুষের জন্য এই নিঃস্বার্থ ভালবাসা এবং শ্রম এটা শুধু এদেশের মানুষের পক্ষেই সম্ভব। এঁদের কাছে আমাদের বিভিন্ন স্তরের বিভিন্ন অবস্থানের মানুষের অনেক কিছু শেখার আছে, অনুকরণ করার সুযোগ আছে।

এই পরিশ্রমী এবং বিশাল হৃদয়ের মানুষগুলোর প্রতি আজীবনের কৃতজ্ঞতা এবং ভালবাসা। আল্লাহ এই মানুষগুলোর যাবতীয় শ্রম এবং স্বপ্ন সফল করুন।

আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা অশেষ।

০১ লা মে, ২০১৩ রাত ১১:২২

ত্রিশোনকু বলেছেন: আগেও দেখেছি এবারও দেখলাম আপনার ভাবগত ও বস্তুগত সম্পৃক্ততা।

এ ব্লগ ব্যাবহার করে মানুষের জন্যে কিছু করতে পারার জন্যে যার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

জানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.