নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

এ অপরাধ অমার্জনীয়। এ অপরাধের যথোপযুক্ত শাস্তি নেই।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬



কখনো ভেবে দেখেছেন কি?



আরো কতগুলো গরীবের বাচ্চা যারা মানুষ নয় মানবেতরো তাদের বাঁচানো যেত?



কোন ভাব মূর্তি আমাদের রক্ষা পেল?



আমাদের আন্তর্জাতিক মানের বিশাল সব ঘৃন্য দুর্নীতি আমাদের ভাব মূর্তি অত্যন্ত উজ্জ্বল করে।



আমাকে শুধু একটি কথা বলুন, নিউ অর্লিন্সে যখন অন্য দেশ সাহায্য নিয়ে এগিয়ে আসে তখন যুক্তরাষ্ট্রের ভাব মূর্তির কিছু হয় না কেন?



এ অপরাধ অমার্জনীয়। এ অপরাধের যথোপযুক্ত শাস্তি নেই।







"কূটনৈতিক সূত্রের কথা উল্লেখ করে ব্রিটেনের একটি সংবাদপত্র দ্যা ডেইলি টেলিগ্রাফ বলছে, গত সপ্তাহে ভবনটি ধসে পড়ার পর ব্রিটেন অভিজ্ঞ টিম পাঠিয়ে উদ্ধারকাজে সাহায্যের প্রস্তাব দিয়েছিলো।

সম্পর্কিত বিষয়



বাংলাদেশ,

আন্তর্জাতিক



সংবাদপত্রটি বলছে, তাদের সাংবাদিকরা যেসব কাগজপত্র দেখতে পেয়েছেন তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি সাহায্যের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।



পত্রিকাটি বলছে, বাংলাদেশে কর্তৃপক্ষ মনে করেছে যে এই সাহায্য গ্রহণ করা হলে তাদের জাতীয় গর্ব বিনষ্ট হতে পারে বলে তারা আশঙ্কা করছিলেন।



এ বিষয়ে বাংলাদেশের কর্মকর্তাদের রাজি করানোরও চেষ্টা চালানো হয়েছিলো। বলা হয়েছিলো যে এই সহযোগিতা গ্রহণ করা হলে সেটাকে খুব বড়ো করে দেখানো হবে না।



ব্যাপক হতাহতের খবর জানা যাওয়ার পর জাতিসংঘের কর্মকর্তারাও পশ্চিমা দেশের কূটনীতিকদের সাথে পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে বাংলাদেশের সক্ষমতা নিয়েও আলোচনা করেছিলেন বলে পত্রিকাটি বলছে।



আলোচনার পর জাতিসংঘের কর্মকর্তারা মনে করেছিলেন যে, এতো বড়ো উদ্ধারকাজ চালাতে বাংলাদেশের সেই ক্ষমতা নেই এবং তখনই কর্মকর্তারা উদ্ধারকারী দল ও ভারী যন্ত্রপাতি পাঠিয়ে কারা সহযোগিতা করতে পারে তা জানতে ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের সরকারের সাথে যোগাযোগ করেছিলেন।



জাতিসংঘের একজন কর্মকর্তা বলছেন, “সাহায্যের এই প্রয়োজনীয়তার বিষয়টি এবং যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সমাজ যে তার জন্যে প্রস্তুত সেটা বাংলাদেশকে জানানো হয়েছিলো কিন্তু সেটা প্রত্যাখ্যান করা হয়েছে।”



বুধবার রানা প্লাজা নামের ন’তলা এই ভবনটি ধসে ৩৮০ জনেরও বেশি নিহত হয়েছে।"



সাভারে ধসে পড়া বহুতল ভবনের ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধারে সাহায্য করতে ব্রিটেনসহ আরো কয়েকটি দেশের প্রস্তাব বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করেছে বলে খবরে বলা হচ্ছে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০

শিপু ভাই বলেছেন:
আমার মনে হয় ভাই, এটা একটা প্রোপাগান্ডা।

ডেইলি মেইল একটি বিতর্কিত পত্রিকা যা বরাবরই বাংলাদেশ বিরোধী রিপোর্ট করে বলে জানি।

ব্রিটেন থেকে এত বড় বড় ইকুইপমেন্ট কিভাবে আনতো?
কত সময় লাগতো?
এখনতো ভারি যন্ত্রপাতি দিয়েই আমাদের নিজস্ব বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে উদ্ধারকাজ চালাচ্ছে। ম্যানুয়ালিও প্রায় আড়াই হাজার লোককে উদ্ধার করা হয়েছে।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

ত্রিশোনকু বলেছেন: ইকুইপমেন্ট আনা কোনো ব্যাপারই না অহরহ আনা নেয়া হচ্ছে। এই মূহুর্তে আমি পঁচিশটা উদাহরন লিংক সহ দিতে পারি।

১৯৯১ তে আমি তখন সেনাবাহিনীতে। স্পষ্ট মনে আছে একটা C5 বিমানে করে এক হালি বিশাল হেলিকপটার এসেছিল।

আর ধ্বংসস্তুপের নীচ থেকে মানূষ উদ্ধারের যন্ত্র বেশীর ভাগই ছোট ছোত। বিশালগুলো এখানেই ছিল।


এখন পর্যন্ত সরকারী কোন বিবৃতি দেয়া হচ্ছে না কেন এই ব্যাপারটিতে?

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩

জুন বলেছেন: Click This Link
এমন সাহায্যতে কেন আপত্তি যদি তা একটা মানুষের ও জীবন বাচায় !। এটাতো সেই ব্যারেন্ট সাগরের কুরস্ক সাবমেরিনের ঘটনার সময় পুতিনের আচরণের মতই মনে হয়।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

ত্রিশোনকু বলেছেন: আপত্তির কোন গ্রহণযোগ্য কারন কেউ কোনোদিন দেখাতে পারবেনা।

সবচে' কম করে হলেও এটা WILLFUL NEGLECT।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

কমল ২০১০ বলেছেন: "বর্তমানে কোনো সতর্কতামূলক পোশাক ছাড়া প্লাস্টিকের স্যান্ডেল পরেই কাজ উদ্ধার কাজ চালাচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এমনকি ধ্বংস্তূপে আটকেপড়া এক নারী শ্রমিকের হাত কেটে তাকে উদ্ধার করার দায়িত্ব এক স্বেচ্ছাসেবী গার্মেন্টস শ্রমিককে দিয়েছিলেন ডাক্তাররা। দিনের বেলা ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঁচে থাকার জন্য আটকদের কেউ কেউ নিজেদের প্রস্রাব পান করতে বাধ্য হয়েছেন।" View this link

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০

ত্রিশোনকু বলেছেন: আমি অসহায় আক্রোশে অন্ধ হয়ে যাচ্ছি।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

কমল ২০১০ বলেছেন: "শাহীনা জানিয়েছিলেন, তার দেড় বছরের একটি ছেলে আছে। চারদিন ধরে তার ছেলেটি বুকের দুধ খেতে পারছে না। তিনি ছেলের মুখটি দেখতে চান। "
View this link

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১

ত্রিশোনকু বলেছেন: সহ্য করা যায় না।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ব্যপারটা যৌক্তিক মনে হচ্ছে না।ঘটনা সত্যি হলে খুব দুঃখজনক ব্যাপার হবে।ভলতে হবে এই সরকার দায়িত্বজ্ঞান হীন সরকার।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫

ত্রিশোনকু বলেছেন: অভিযোগ অত্যন্ত গুরুতর।

এতক্ষণে স্রকারের পক্ষ থেকে এর প্রতিবাদ করে একটা বিবৃতি আসার কথা।

আর এটা সত্য হলে তা দ্বায়িত্ব হীনতা বলে উড়িয়ে দেয়া যায়না, এটা একটা জঘন্য অপরাধ।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: ব্যপারটা যৌক্তিক মনে হচ্ছে না।ঘটনা সত্যি হলে খুব দুঃখজনক ব্যাপার হবে। -- সহমত! খবরটা প্রথম শুনেই রাগে মাথা নষ্ট লাগছিলো! এখানে ভাবমূর্তির কি ছিল বুঝলামই না, আমাদের প্রেসিডেন্টও যে জীবন বাঁচাতে সিঙ্গাপুর গিয়েছিলেন চিকিৎসার জন্য তখন ভাবমূর্তি কই ছিলো? তবে এখনও খবরটা সম্পর্কে নিশ্চিত হতে পারছিনা! আরেকটু দেখা যাক ...

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

ত্রিশোনকু বলেছেন: খবরটি মিথ্যা হলে সেটা সরকারের দ্বায়িত্বহীনতা কারন এখন পর্যন্ত বিবৃতির মাধ্যমে প্রতিবাদ করেনি।

আর সত্যি হলে তা দ্বায়িত্বহীনতা নয় জঘন্য অপরাধ।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

নাহিদ সৈকত বলেছেন: ৎঁৎঁৎঁ বলেছেন: আমাদের প্রেসিডেন্টও যে জীবন বাঁচাতে সিঙ্গাপুর গিয়েছিলেন চিকিৎসার জন্য তখন ভাবমূর্তি কই ছিলো?

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬

ত্রিশোনকু বলেছেন: কে জানে?

৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

স্বপনবাজ বলেছেন: শুধু আফসোসের গল্পই শুনি !

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯

ত্রিশোনকু বলেছেন: ঠিক বলেন নি।

এটা আফসোসের গল্প মোটেই নয়, এটা একটা অতি গুরুতর অভিযোগ।

মন ভাল করা অনেক গল্প আছে ২৩ তারিখ থেকে এখন পর্যন্ত ব্লগ ও সোশাল মিডিয়েতে ছড়িয়ে ছিঁটিয়ে।

৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪

নতুন বলেছেন: আমাদের জনগন যেই ভাবে জিবন বাজি রেখে উদ্ধার কাজ করেছে তা দুনিয়ার অন্য কোন জাতি করবে কিনা সন্দেহ আছে... -- আমাদের সামথ্যে` চেয়েও বেশি আমরা করে দেখিয়েছি...

কিন্তু রাজনিতিক দের ভাব অথবা ভয় ( কারন তারা এলে আরো কিছু বিষয় তাদের নজরে পড়বে... যে এই সমস্যা কিন্তু সরকারের/প্রশাসনের গাফলতির জন্য) যে সবাই এই গুলি আরো বেশি জানবে তাই... সাহাজ্য নিতে চায়নাই...

সাহাজ্য নিলে যদি আর একটি জীবনও বাচতো তাহলে সমস্যা কিছিলো?

হয়তো আরো ১ জন শাহিনাকে বাচানো যেতো যদি বিদেশিরা সাহাজ্য নিয়ে আসতো...

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

ত্রিশোনকু বলেছেন: একজন না, বহু জনকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.