নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

মানুষ যখন রাস্তার কুকুর বেড়ালঃ

৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২

পৃথিবীতে এমন কোন শাস্তি নেই যা এই ঘৃন্য অপরাধের যথাযোগ্য শাস্তি।



স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জানিয়েছেন, সাভারে ভবন ধসের উদ্ধার কাজে নিজেদের সামর্থ্যের বিষয়ে পূর্ণ আস্থা থাকায় বিদেশি সাহায্য প্রত্যাখ্যান করা হয়েছে।সাহায্য প্রত্যাখ্যানের 'কারণ' জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী





বিবিসি অনলাইনকে তিনি বলেন, “আমরা নিশ্চিত ছিলাম যে নিজস্ব ব্যবস্থাপনাতেই সফলভাবে উদ্ধার কাজ শেষ করতে পারবো।”



ধসে পড়া ভবনটিতে আটকে পড়া ৩ হাজার জনের মধ্যে ২ হাজার ৪৩০ জনকেই জীবিত উদ্ধার করা হয়েছে-জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এ ধরনের পরিস্থিতিতে গড়পরতা আন্তর্জাতিক মানের চেয়েও এক্ষেত্রে আমরা ভালো করেছি।"



তিনি বলেন, “আমরা অনেক ভালো কাজ করেছি এবং আমাদের দমকল কর্মী, সেনা সদস্য, পুলিশ এবং স্বেচ্ছাসেবকসহ যারা উদ্ধার কাজে সহায়তা করেছে তাদের জন্য আমি গর্বিত।”



সোমবার বৃটিশ দৈনিক দ্য ডেইলি টেলিগ্রাফের খবরে বলা হয়, সাভারে ভবন ধসে উদ্ধার তৎপরতায় জাতিসংঘ ও বৃটেনসহ কয়েকটি দেশের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।



এক জাতিসংঘ কর্মকর্তাকে উদ্ধৃত করে টেলিগ্রাফ জানায়, "উদ্ধার তৎপরতায় প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতা পাওয়ার বিষয়টি জাতিসংঘ উল্লেখ করলেও তা প্রত্যাখ্যান করা হয়।"



টেলিগ্রাফ আরও বলেছে, "জাতির গর্ব ক্ষুণ্ণ হতে পারে এই আশঙ্কায় সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।"



সাভারের পৌর যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন নয় তলা ভবন 'রানা প্লাজা' বুধবার সকাল ৯টার দিকে ধসে পড়ে। ভবনের ধ্বংসস্তূপ থেকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪

নতুন বলেছেন: মঘা বচন তো পুরাই বিনুদন... X(

যদি সাহাজ্য আসতো তবে ১ টা জীবন বাচলে কি সমস্যা হতো?

৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

ত্রিশোনকু বলেছেন: ভাই,

মানুষের জীবন, এটা নিয়ে ছিনিমিনি খেলে কি ভাবে কেউ?

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১

শ্রাবণধারা বলেছেন: নারে ভাই, সভ্য দেশে কুকুর বেড়ালের জীবনেরও অনেক দাম, অনেক সুযোগ সুবিধা। বাঙলার জনগন হইলো গিয়া পোকা মাকড়ের মত, ঝাকে ঝাকে পড়ে, ঝাকে ঝাকে মরে...। কোন বিচার বালাই নাই, নিয়ম নীতি নাই...।

৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩

ত্রিশোনকু বলেছেন: আপনার সাথে একমত।

কিছুই হবেনা কারো।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

মো ঃ আবু সাঈদ বলেছেন: যদি সাহাজ্য আসতো তবে ১ টা জীবন বাচলে কি সমস্যা হতো?

৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

ত্রিশোনকু বলেছেন: আমি কোনো গ্রহণযোগ্য কারনই পাচ্ছি না।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩

মো ঃ আবু সাঈদ বলেছেন: বাঙলার জনগন হইলো গিয়া পোকা মাকড়ের মত, ঝাকে ঝাকে পড়ে, ঝাকে ঝাকে মরে...। কোন বিচার বালাই নাই, নিয়ম নীতি নাই

৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

ত্রিশোনকু বলেছেন: একমত।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫

মেহেদী হাসান '' বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীর কথা একটাও বিশ্বাস হয় না!
ব্রিটেন আমাদের থেকে ২০০-৩০০ বছর এডভাঞ্চ।
সহায়তা নেয়াটাই যোক্তিক ছিল।
তারা অবশ্যই খালি হাতে আসতো না।

মূল কথা হল গার্মেন্টস শিল্পের ইমেজ নষ্ট হত।
কিন্তু আমি মনে করি ইমেজ নষ্ট হওয়া উচিত ছিল, কেননা তবেই শিল্প মালিকেরা সাবধান হত। সময়ে আবার ইমেজ ফিরেও আসতো।

তবে নিশ্চিত ভাবে বলা যায় যুবলীগের ইমেজ ক্ষুণ্ণ হত।
আর এই কারনেও যদি বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করা হয়ে থাকতে পারে।
তবে জেনে রাখুন-
একদিন মঞ্চ হবে,
সেই মঞ্চে ফাঁসির দাবী উঠবে,
সে দিনের তরুন প্রজন্ম বলবে,
র তে রানা,
তুই খুনি তুই খুনি,
দাবী উঠবে যুবলীগ নিষিদ্ধের
হয়ত বা আওয়ামীলীগ নিষিদ্ধের,

একদিন বিচারের দাবী উঠবে,
একদিন বিচার হবে,
হয়ত ৪২ বছর পর।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

ত্রিশোনকু বলেছেন: সাহায্য না নিয়ে ভাব মূর্তি কি বাঁচলো মেহেদী?

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

ত্রিশোনকু বলেছেন: সাহায্য না নিয়ে ভাব মূর্তি কি বাঁচলো মেহেদী?

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

ত্রিশোনকু বলেছেন: আমদের ভাব মূর্তি কি রক্ষা পেয়েছে?

যদি যেত ও তাও মানুষের একজন মানুষের জীবন দেশের ভাবমূর্তির চেয়ে দামী।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

নূর আফতাব রুপম বলেছেন: -----র বাচ্চা কে থাপ্রাইয়া মাইরালা X( X( X( X(( X(( X((

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

ত্রিশোনকু বলেছেন: যথা যোগ্য শাস্তি নেই এর।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

বটবৃক্ষ~ বলেছেন: Ekjon vaar(M.K) er varami.. ar koto entertain krte pare jatike dakha jak!
Amra gallery te achi..thakbo...slogaan o dibo..
Aro aro varami chai.!
Sohel Ranar mukti chai(rana plazar samne..)

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

ত্রিশোনকু বলেছেন: একজন ভাঁড় হাজার হাজার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে না।

সে মানুষদের বিনোদিত করে।

৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

অচিনপাখি বলেছেন: শ্রাবণধারা বলেছেন: নারে ভাই, সভ্য দেশে কুকুর বেড়ালের জীবনেরও অনেক দাম, অনেক সুযোগ সুবিধা। বাঙলার জনগন হইলো গিয়া পোকা মাকড়ের মত, ঝাকে ঝাকে পড়ে, ঝাকে ঝাকে মরে...। কোন বিচার বালাই নাই, নিয়ম নীতি নাই...।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

ত্রিশোনকু বলেছেন: নাইই তো।

৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০

আমি মোঃ চয়ন বলেছেন: তিনি বলেন, “আমরা অনেক ভালো কাজ করেছি

এই ভালোর নমুনা !!




কিছু বলার নাই। প্রশিক্ষিত বিদেশী উদ্ধার করিরা আসলে আরো অনেক প্রান বাঁচতো। :(

০১ লা মে, ২০১৩ সকাল ৯:৫৯

ত্রিশোনকু বলেছেন: কাটারগুলো কাজে লাগানো হয়েছে।

প্রথম concrete cutter পৌঁছে ২৫ তারিখ রাত সাড়ে নয়টায়। সেটা র‍্যাব-৪ এর কাছে হস্তান্তর করা হয়। সেই কাটারটি তক্ষুণি কাজে লাগানো হয়।

ঐদিনই দিবাগত রাত আড়াইটার সময় ব্লগার শিভুপাই ও ব্লগার আমিলুল আমাকে রানা প্লাজা থেকে জানায় অব্যাবস্থার কথা। শুধু যে ওরাই কাটার কাকে দেবে তা খুঁজে পাচ্ছিল না তাই নয়, অরা আমাকে আরো জানায় যে রেড ক্রিসেণ্টের গাড়িতে আমাদের পাঠানো, ব্রেকার (৬৬,০০০ টাকা একটির দাম) ও চারটি Concrete cutter (প্রতিটির দাম ১৭,৮০০/-) এবং দুইটি রড কাটার রেড ক্রিসেন্টের ক্যাম্পে পড়ে আছে। অথচ একটু দুরেই উদ্ধারকারীরা এই জিনিসগুলোর জন্যে কপাল চাপড়াচ্ছে।

সামগ্রিক অবস্থা বিবেচনা করে সবগুলো কাটার (Concrete এবং rod) ও একটি ব্রেকার যাতে সঠিক জায়গায় সঠিক কাজে ব্যাবহৃত হয় সে জন্যে Bosch এর স্থানীয় এজেন্টের skilled hand এবং sales executiveকে সেখানে পাঠানো হয় ২৬ তারিখ প্রত্যুষে। সেখানে ওগুলো চালানো ও শেখানো হয় কয়েক জনকে।

কাটারগুলো অবিরাম কাজ করেছে প্রথম phase শেষ হওয়া পর্যন্ত।

কাটার গুলো জন্যে সর্বমোট ২০০ টি ব্লেড সরবরাহ করা হয়েছে। অধিকাংশ ব্লেডের প্রতিটির মূল্য ছিল ১৩০০ টাকা।

সরবরাহের এই পুরো ব্যাপারটি সম্পন্ন করতে হয়েছে চব্বিশ ঘন্টার ও কম সময়ে।

১৫ টি concrete cutter, ১০ টি rod cutter ও একটি breaker এই উদ্ধার কাজে অংশ নিয়েছে। প্রতিটি যন্ত্র ছিল Bosch ব্রায়ন্ডের, জার্মানীতে প্রস্তুত বিশ্ব সেরা tools manufacturing company.

এই উদ্ধার কাজে চিন্তা করতে পারেন সাধারন মানুষের কোন পর্যায়ের সাহায্য পেলে এই অসম্ভবকে সম্ভব করা যায়?

১০| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

ঢাকাবাসী বলেছেন: যদি নগদ টাকা আসতো যেখানে এরা ভাগ বসাতে পারত তাহলে দিত। দেয় নাই কারণ তাতে এদের অকর্মন্যতা, অপদার্থতা, অযোগ্যতা আর দুর্নীতি (লাশ লুকানো) সব প্রকাশ পেয়ে যেত। দুনিয়া দেখত।

০১ লা মে, ২০১৩ সকাল ৯:০৯

ত্রিশোনকু বলেছেন: অর্থের চেয়ে বড় প্রনোদন আর নেই।

১১| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

জাহাজ ব্যাপারী বলেছেন: উদ্ধার তৎপরতায় বিশেষ কৃতিত্বে জন্য দলীয় কর্মীদের পুরস্কৃত করবে না তো!

০১ লা মে, ২০১৩ সকাল ৯:১০

ত্রিশোনকু বলেছেন: ব্রিফিং শুনে তো মনে হচ্ছে সেটা হওয়া খুবই সম্ভব।

১২| ০১ লা মে, ২০১৩ সকাল ১০:৪১

বাংলাদেশী দালাল বলেছেন:
মানুষের জীবনের মুল্যের থেকে ভাবমূর্তির মুল্য বেশি হয়ে গেল!!!???
"সবাইকে তার মুদ্রায় হিসেব দিতে হবে"

০২ রা মে, ২০১৩ রাত ৮:১৪

ত্রিশোনকু বলেছেন: ঠিক দালাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.