নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

এভাবেই তো ভালোবাসে সবাই।

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১২

কথা তো বলোনা,

কেন বলোনা?

বললে কি হয়?

ভালোবাসলে কি হয়?

ভাlলবেসে হাতে হাত রাখলে কি হয়?

চোখের অতলান্তে ডুব দিলে কি হয়?

কোলে মাথা রেখে হাত বুলালে?

ঠোঁটে ঠোঁট মিনিট ছয়েক রাখলে?

এক হতে হতে তিন হলে কি হয়?



এভাবেই তো ভালোবাসে সবাই।



একটি শব্দই সব এর চেয়েও বেশী

যার সাথে মিলেমিশে একাকার হয়ে

প্রলম্বিত করবো আমার অস্তিত্ব

তার ভালোবাসি আমি

শুনবো এক কোটি বার।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

এত এত প্রশ্নের জবাব দেবার কেউ কি আছে ? উফস আমিও প্রশ্ন করে ফেললাম। আসলে কবিতাটি এমনই প্রশ্ন না করে আমার উপায় ছিল না কোন।

১৯ শে মে, ২০১৩ দুপুর ১:০৯

ত্রিশোনকু বলেছেন: হা হা হা, অথর্ব, আছেন কেমন?

২| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০১

রাফা বলেছেন: হুমমমমমমমমম।

না বুঝতে চাইলে বোঝানো খুব কঠিন।

ভালো লাগলো আপনার কবিতা।


ধন্যবাদ,ত্রিশোনকু।

১৯ শে মে, ২০১৩ দুপুর ১:১০

ত্রিশোনকু বলেছেন: স্বাগতম, ভাল লাগার জন্যে কৃতজ্ঞতা।

আপনি কি উত্তরায় থাকেন?

৩| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

shfikul বলেছেন: সুন্দর।ফেসবুকে আজ পড়েছিলাম।

১৯ শে মে, ২০১৩ দুপুর ১:১৩

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ স্ফিকুল।

ফেইস বুকে এবারই আমার প্রথম দেয়া।

ওখানে দিতে অকারন অস্বস্তি হয় আমার।

৪| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

বটবৃক্ষ~ বলেছেন: হুম!

হাতে হাত রাখা হয়নি
চোখে চোখ রাখা হয়নি...কখনো...
কোলে মাথা রেখে হাত বুলানো??
হুম,হয়েছে স্বপ্নে.... অনেকবার!!

তাই বলে ভালোবাসা হয়নি তাতো নয়.....

তবে হ্যা,
এই একটি শব্দের মোহনী্য়তা আরো কোটিগুন বেশি....

একটি শব্দই সব এর চেয়েও বেশী
যার সাথে মিলেমিশে একাকার হয়ে
প্রলম্বিত করবো আমার অস্তিত্ব
তার ভালোবাসি আমি
শুনবো এক কোটি বার।



অনেক অনেক ভালোলাগা নিয়ে গেলাম....ভাইয়া!অনেকদিন পর কবিতা দিলেন?অপেক্ষা্য় ছিলাম ....:):)

আপনার ভালোবাসার কাব্যগুলো বরাবরই অসামান্য!!
শুভেচ্ছা~~~:):):)

১৯ শে মে, ২০১৩ দুপুর ১:২৯

ত্রিশোনকু বলেছেন: সুন্দর শব্দমালার জন্যে কৃতজ্ঞতা বটবৃক্ষ।

৫| ১৭ ই মে, ২০১৩ রাত ৮:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠোঁটে ঠোঁট মিনিট ছয়েক রাখলে?
এক হতে হতে তিন হলে কি হয়?

দুঃসাহসী কবিতাই বটে !

১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৩৩

ত্রিশোনকু বলেছেন: কোলনে এক গ্রীষ্মে রাইনের পারে ২৩ মিনিট রাখতে দেখেছিলাম। :#> :#> :#>

৬| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৪১

রাতুল_শাহ বলেছেন: এক কোটির কম -বেশি আবার হবে না তো?

১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৩৪

ত্রিশোনকু বলেছেন: কে জানে রাতুল? :)

৭| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৫

জুন বলেছেন: সত্যিতো কি হয় :-*
মনে হয় একটা মফিজ /:)
কবিতাখানি অসম্ভব মনকাড়া সহজ সরল শব্দে ভরপুর।
যার জন্য আপনার কবিতা ভালোলাগে ত্রিশঙ্কু।
+

১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৩৬

ত্রিশোনকু বলেছেন: আপনার!









"আপনাকে" অনেক ধন্যবাদ।

৮| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:০৬

নিয়েল হিমু বলেছেন:
তার ভালোবাসি আমি
শুনবো এক কোটি বার।

অনেক ভাল লাগল ।

১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৩৭

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ নিয়েল।

৯| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৭

মামুন রশিদ বলেছেন: তাইতো, কি হয় ? কিচ্ছু বোঝ না !!



হাহাহা, ভাল লাগলো । খুব ভালো ।

১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৩৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ।

১০| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:
আছি ভাইয়া ভালই। আপনি কেমন আছেন ?

১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪০

ত্রিশোনকু বলেছেন: আমি ভাল ধন্যবাদ।

১১| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪০

লাবনী আক্তার বলেছেন: আসলেই কি হয়?? :P :P

ভালো লাগল।

১৯ শে মে, ২০১৩ দুপুর ২:৫৫

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ আক্তার।

১২| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৪

আমিনুর রহমান বলেছেন:

ভালোবাসায় আকুলি-বাকুলি কবিতায় +++

২১ শে মে, ২০১৩ রাত ১:০৭

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

১৩| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:১৪

রাইসুল সাগর বলেছেন: ত্রিশোনকু দা কেমন আছেন? ভালোবাসার কাব্য কথনে ভালোলাগা রেখে গেলাম। আর শুভকামনা সব সময়। ভালো থাকুন।

২১ শে মে, ২০১৩ রাত ১:০৭

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ রাইসুল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.