নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

কতখানি সুস্থ্য মস্তিষ্ক প্রসূত? আসলেই কি VoiP? নাকি অন্য কোন পক্ষের স্বার্থ সংরক্ষণ?

১৯ শে মে, ২০১৩ দুপুর ২:৪৯

Disclaimer: আমি কখনো বড় পোস্ট লিখিনা। কারন বড় পোস্ট পড়ার আমারই ধৈর্য নেই, অন্যদের ও থাকার কথা নয়। এটা খুব বড় হয়ে গেছে। এর চার ভাগের এক ভাগ পোস্ট গত চার বছরে আমি লিখেছি বলে মনে হয়না। আমি ঘন্টা দুয়েক আপ্রাণ চেষ্টা করেছি ছোট করার। পারিনি। করলেই অসম্পূর্ণ হয়ে যায়। পর্ব করেও পারা যাচ্ছেনা, কারন এটা এখনই জানানোর প্রয়োজন, একজন ভুক্তভোগীর দৃষ্টিকোণ থেকে।



এক



আমরা পুরা ধরা।



চিন্তা করুন ৫০০ মিলিয়ন ডলারের একটা ফার্টিলাইজার ফ্যাক্টরির পুরা স্ট্রাকচারাল ডিজাইন আপলোড করতে কি অবস্থা হবে আমাদের।



আমার অফিসে মানুষ সাকুল্যে দশ জন। প্রতি বছর আট অংকের টাকার সম মূল্যের বৈদেশিক মূদ্রা সরকারকে এনে দেই গত এগারো বছর ধরে যার পেছনে সরকারের নূন্যতম পৃষ্ঠপোষকতা নেই।



সরকারের একমাত্র অবদান এগারো বছর পরে, আপলোডের স্পিড কমানো।



দুই



SOMEONE PLEASE TELL ME HOW



একটা স্ট্রাকচারাল ডিজাইনিং শেষ করতে কম পক্ষে ৫০০টা ভিডিও কনফারেনসিং এর প্রয়োজন হয়।



ধরুন আপনি North Sea র একটা Rig design করছেন এবং মেটালের বদলে সেখানে প্রথম বারের মত ফাইবার গ্লাস জাতীয় ম্যাটেরিয়াল ব্যাবহার করা হবে। এখানে আপনাকে বারে বারে ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচারার, ম্যাটেরিয়াল সাইন্টিস্ট, প্রজেক্ট হেড, টেকনিক্যাল হেড, মেকানিক্যাল ডিজাইনিং-ইলেক্ট্রিক্যাল ডিজাইনিং টিম লিডার, জিওলজিস্ট, সমুদ্রের একাধিক বিশেষজ্ঞ ইত্যাদিদের সাথে প্রতিদিন একাধিকবার একাধিক জনের সাথেীক সাথে ভিডিও কনফারেন্সিং করতে হবে।



এই ভিডিও কনফারেন্সিং ছাড়া আন্তর্জাতিক কোনো প্রকল্প এই ২০১৩ তে শেষ করা সম্ভব নয়।



এই ভিডিও কনফারেন্সিং এর সুবাদে একজন বিশেষজ্ঞ গায়নার জংগলে থেকে একই সাথে আনাতোলিয়া, ভ্লাদিভস্তক ও লিমার ২০১ কিমি দক্ষিণে তিনটি কাজ তদারক করতে পারে। এটা বাস্তবতা আজ।



আমদের ডিজাইন গুলো না হয় আগে যেখানে তিন ঘন্টায় পাঠাতাম সেখানে ৩০ ঘন্টায় পাঠাবো।



কিন্তু



ডিজাইন করতে যে আমার ভিডিও কনফারেন্সগুলো লাগবে সেগুল করবো কিভাবে?



এক দশমাংশ গতিতে?



দেশের স্থানীয় মুদ্রায় কত ক্ষতি হচ্ছিল? আউট সোর্সিং এর মূলে কুঠারাঘাত করে দেশ বৈদেশিক মূদ্রায় কতখানি ক্ষতিগ্রস্থ হচ্ছে বা হবে? কেউ কি ভেবে দেখার নেই?



অবৈধ VoiP ব্যাবসা বন্ধ করতে কি আমাদের শিরদাড়া ভাংগার দরকার ছিল?







তিন



VoiP ব্যাবসা সব সময়েই ক্ষমতাশীল দলের মধ্যম সারির নেতাদের পৃষ্ঠপোষকতায় হয়ে এসেছে।



২০০৫-৬ সালে ঢাকা মহানগর ছাত্র দলের দুই জন নেতা আমার কাছে একটা লোভনীয় ব্যাবসার প্রস্তাব নিয়ে আসে। আমি প্রস্তাবটি লুফে নেই।



তো ঐ ব্যাবসা করতে ছোট যন্ত্র বসাতে হয়। আমি ওদেরকে বলি যে আমার অফিসেই তো অনেক জায়গা আছে। এখানেই বসাই। ওরা একে অপরের দিকে তাকিয়ে আমাকে বলে না এটা লুকিয়ে রাখতে হবে এমন কোনো যায়গায় যেখানে T&T বা পুলিশের লোকদের নজরে আসবে না।



আমি অবাক হয়ে জিজ্ঞেস করি কেন?



যখন জানতে পারি যে ব্যাবসাটি বৈধ নয় তখন তাদেরকে জানাই যে ব্যাবসাটি করবো না আমি।



এমাসের ৫ ও ৬ তারিখে আমার একজন স্নেহাষ্পদের সাথে কথোপকথন হয়। আমি ঐ একই প্রস্তাব আবার পাই। আমাদের কথোপকথনের শ্রেষ্ঠাংশ নীচে তুলে দিলামঃ



@salam

how are you?



20:42

Trishonku Mallick

দূর হ শ্যতান

*শয়তান*



@so i am



20:44

Trishonku Mallick

এতদিন পর আসলা?

• 20:45



@ ashi nai



20:45

Trishonku Mallick

আরে ফেইসবুকে



@ohh..yes



-------------------------------------------



@ ok, i think you have idea of VOIP business



21:02

Trishonku Mallick

Yes I almost started but knowing it to be illegal I backed out.



21:05

@ nothing is illigal here where govt people are involved

you know very well





21:06

Trishonku Mallick

রাতের ঘুম হারাম করে কি লাভ, চুলা তো জেলে।

জ্বলে*



21:07

@ are ki bolen !!! raate bhalo ghumer jonnoi to ''chaitesi'''

apni reselling korte parben





21:11

Trishonku Mallick

------------- আমার অফিস ছিল তখন ওখানে VOIP bosanOr somost kichu THik chil. angshik pemenToO kora hoye chilo

যখন জানলাম এটা বে আইনী তখন আর এগুইওনি।

তাছাড়া সহসাই সরকার এটার জন্যে লাইসেন্স দেয়া শুরু করবে। গ্যাঞ্জাম শুরু হয়ে যাওয়ায় এখন স্থগিত।



21:14

@ we are contacting hypermedia to bring the CB





21:17

Trishonku Mallick

ওWhat about the legality part of the business/



21:22

@ amar partner ex awamy montrir pola....proshashon handling or part



21:26

Trishonku Mallick

দেয়ালের লিখন পড়।

-----------------------------------------------------



Trishonku Mallick

With VOIP what happens to you once the present government goes off?

• 6 May



14:37

@checking on that........ HAPPY BIRTHDAY TO YOU.....



14:37

Trishonku Mallick

Thank you _____, I miss you.



____________________________



চার





VoiP বেশীর ভাগ দেশেই (হতে পারে আর সব দেশেই) বৈধ।

আমাদের সরকার একটা বাৎসরিক ফি ধরে সেই বৈধতা দিতে পারে। কিন্তু তা করা হচ্ছে না। কেন? আমার মত মোফিজের তা বোঝার সাধ্য নেই।



একটা কথা উঠে এসেছে এখন। দেশে দিন দিন স্মার্ট ফোন ব্যাবহার বাড়ছে সেই সাথে বাড়ছে skype এর ব্যাবহারও। মোবাইল ফোন কোম্পানি গুলো হারাচ্ছে রাজস্ব। এভাবে চলতে থাকলে মোবাইল ফোন কোম্পানী গুলো লাভের মুখ দেখা থেকে চির বঞ্চিত হতে পারে। আপলোড যদি মন্থর করা যায় তাহলে তাহলে স্কাইপের কথোপকথনের মান অত্যন্ত নেমে যাবে। কেউ আর স্কাইপ ব্যাহার করবে না।



পাঁচ





আমার অতি দীর্ঘ পোস্টটি শেষ করার আগে আমার সরকারকে একটিই জিজ্ঞাস্য "অবৈধ VoiP ব্যাবসা বন্ধ বা মোবাইল কোম্পানী গুলোর স্বার্থ সংরক্ষণ আমাদের দেশের বিকাশমান আউটসোর্সিং শিল্প যা ভবিষ্যতে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা উপার্জনের ক্ষমতা রাখে, তাকে গলা টিপে হত্যা করা কতখানি সুস্থ্য মস্তিষ্ক প্রসূত?



কৃতজ্ঞতাঃ মুন্তাসির রশীদ।

মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০১

ঢাকাবাসী বলেছেন: এত অর্থলোভী অদক্ষ আর দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সরকার এদেশে আর কখনো আসেনি।

২| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০৪

তিক্তভাষী বলেছেন: কতগুলা অপদার্থের ক্ষপ্পরে পড়েছি আমরা।

২১ শে মে, ২০১৩ দুপুর ২:০৫

ত্রিশোনকু বলেছেন: ঠিক।

৩| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৩

ফাহীম দেওয়ান বলেছেন: হায় আল্লাহ !! আমাদের মাথা মোটা নীতি নির্ধারকদের কার্য কলাপে আমরা শুধু পিছনের দিকেই যাচ্ছি।

অথচ আজই ফেসবুকে এই আশাবাদি লিঙ্কটা শেয়ার দিলাম :| :|

Proud to be a BANGALI

২১ শে মে, ২০১৩ দুপুর ২:০৬

ত্রিশোনকু বলেছেন: ঠিক।

৪| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:
আপলোড আর ডাউনলোড স্পীডের উপর যদি নজর দারী শুরু হয় তবে দেশ কিভাবে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে। এখন পুরো পৃথিবী যেখানে ইন্টারনেট নির্ভর সেখানে আধুনিকতায় আমরা আর কত কাল নিজেদের পিছিয়ে রাখব

২১ শে মে, ২০১৩ দুপুর ২:০৬

ত্রিশোনকু বলেছেন: ঠিক অথর্ব।

৫| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক অবশেষে বোধোদয় হল বুঝি....


আপলোড গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার

২১ শে মে, ২০১৩ দুপুর ২:০৭

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ ভৃগু।

৬| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৭

খাটাস বলেছেন: ভাই সবাই যদি শিক্ষিত হয়ে প্রযুক্তি সচেতন হয় তাহলে সরকার নিজের আঁখের ও গোছাতে পারবে না, আর শিক্ষিত সচেতন গোষ্ঠী কে ও উন্নয়ন মুলক আশার মুলা দেখিয়ে কর্তৃত্ব টিকিয়ে রাখতে পারবে না। তাই আমদের আদিম গোষ্ঠী তে পরিনত করা তাদের ব্যাপক কর্তব্য। যেটা সব সরকারই করে। অনেক কিছুই বুঝতাম না, আপনার পোষ্ট থেকে জানলাম। এ ব্যাপারে আরও জন সচেতনতা প্রয়োজন। আর আপনাকে বাসি শুভ জন্মদিন ভাই। :) :) :)

২১ শে মে, ২০১৩ দুপুর ২:০৭

ত্রিশোনকু বলেছেন: তাই তো খাটাস।

৭| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৫

চুরি যাওয়া আগুন... বলেছেন: মাথামোটাদের মাথায় ঘোল ঢালার ব্যাবস্থা করা হোক।

২১ শে মে, ২০১৩ দুপুর ২:০৮

ত্রিশোনকু বলেছেন: হোক ঘোল ঢালা।

৮| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৩

ত্রিশোনকু বলেছেন: সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

সরকার তার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।

৯| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৫০

স্বপনবাজ বলেছেন: বোধোদয় হলেই ভালো

২১ শে মে, ২০১৩ দুপুর ২:০৯

ত্রিশোনকু বলেছেন: স্বপনবাজ,

হয়েছে, ধন্যবাদ।

১০| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

চোখাচোখি বলেছেন: আমরা খারাপের হাতের মুড়ী-মুরকী।

২১ শে মে, ২০১৩ দুপুর ২:২৪

ত্রিশোনকু বলেছেন: "আমরা খারাপের হাতের মুড়ী-মুরকী। "

ঠিক বলেছেন।

১১| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

হাসান মাহবুব বলেছেন: এই আপনের অতি দীর্ঘ পোস্ট? :||

২১ শে মে, ২০১৩ দুপুর ২:২৭

ত্রিশোনকু বলেছেন: রবিমামা দেয় হামা ভাইয়া,

আমার দৌড় A4 কাগজের বড়জোর এক পাতা লেখা আর দুই পাতা পড়া। তারপর আর ধৈর্য থাকেনা।

অনেকদন থেকেই আমি আগে পোস্টের দৈর্ঘ দেখে স্থির করি পড়বো কি না।

তাই! :(

১২| ১৯ শে মে, ২০১৩ রাত ৮:১৮

মুনসী১৬১২ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: এই আপনের অতি দীর্ঘ পোস্ট? :||

২১ শে মে, ২০১৩ দুপুর ২:২৯

ত্রিশোনকু বলেছেন: ছগীর মুন্সী,

লেখক বলেছেন: রবিমামা দেয় হামা ভাইয়া।

১৩| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:১৮

জুন বলেছেন: Disclaimer: আমি কখনো বড় পোস্ট লিখিনা। কারন বড় পোস্ট পড়ার আমারই ধৈর্য নেই, অন্যদের ও থাকার কথা নয়। এটা খুব বড় হয়ে গেছে। এর চার ভাগের এক ভাগ পোস্ট গত চার বছরে আমি লিখেছি বলে মনে হয়না। আমি ঘন্টা দুয়েক আপ্রাণ চেষ্টা করেছি ছোট করার। পারিনি। করলেই অসম্পূর্ণ হয়ে যায়। পর্ব করেও পারা যাচ্ছেনা, কারন এটা এখনই জানানোর প্রয়োজন, একজন ভুক্তভোগীর দৃষ্টিকোণ থেকে।
এইটা লিখেই অর্ধেক জায়গা নষ্ট। তার উপর কথোপকথনে আরো অনেক খানি।
এত বড় পোষ্ট পড়ে হাপিয়ে গেলাম :P
যাক সরকারের সুবুদ্ধি হয়েছে তোমাদের তথা আপামর জনগনের স্বার্থে।

২৪ শে মে, ২০১৩ সকাল ১১:১৯

ত্রিশোনকু বলেছেন: বিজ্বয়িনী সোনাভান,

আমি কি তোমার মত আবু হানিফার পুঁথি রচনা করি নাকি?

১৪| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:৪৭

আমিনুর রহমান বলেছেন:

মূর্খ সব নীতি নির্ধারক দিয়ে আর কত আশা করবেন :(


এত দীর্ঘ পোষ্ট পড়তে ব্যফুক কষ্টু হইচে :P

২১ শে মে, ২০১৩ দুপুর ২:৩৪

ত্রিশোনকু বলেছেন: :)

১৫| ২০ শে মে, ২০১৩ দুপুর ২:০২

মদন বলেছেন: +

২১ শে মে, ২০১৩ দুপুর ২:৩৫

ত্রিশোনকু বলেছেন: :D

১৬| ২০ শে মে, ২০১৩ রাত ১১:২৮

মামুন রশিদ বলেছেন: উপসংহারের সাথে পুরোপুরি একমত ।

২১ শে মে, ২০১৩ দুপুর ২:৩৬

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ, মামুন রশীদ।

১৭| ২০ শে মে, ২০১৩ রাত ১১:৪৪

লিংকন১১৫ বলেছেন: +

২১ শে মে, ২০১৩ দুপুর ২:৩৬

ত্রিশোনকু বলেছেন: :!>

১৮| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৩

নবীউল করিম বলেছেন: এই অসভ্যতা এবং বর্বরতার কারণ একটা না। এখানে একাধিক কারণ আছে!

শুধু একটা কারণ বলি.....................

বর্তমানে দেশে VOIP ব্যবসার একচেটিয়া কারবারি হচ্ছে মন্ত্রী না......... এবং সাংসদ তা......... এর হাতে। আমি উনাদের টেলি কোম্পানির নাম ইচ্ছা করেই প্রকাশ করলাম না। বি টি সি এল কে একটা পয়সাও না দিয়ে তারা ইচ্ছামত দামে মিনিট কেনা- বেচা করেছে আর কল টারমিনেট করছে গত ৪ বছর ধরে!

তাদের এখন বিদায় হবার সময় চলে এসেছে, আর তাই অল্প সময়ে বেশী আয়ের প্রয়োজনে বেশী bandwidth এর দরকার।
সুতরাং আর অন্য ব্যবসায়ীদের বসিয়ে দিতে পারলে, লারে লাপ্পা.........

আমরা জন্ম নিয়েছি তাদের খেদমতের জন্য! তারা আমাদের মুখে পাদলেও আমরা খেদমত করবো আর না করলে যে খদমতের ফোয়ারা ছুটিয়ে দিবো এটা তারা খুব ভালো জানে.........

২৩ শে মে, ২০১৩ দুপুর ১:২৮

ত্রিশোনকু বলেছেন: "তাদের এখন বিদায় হবার সময় চলে এসেছে, আর তাই অল্প সময়ে বেশী আয়ের প্রয়োজনে বেশী bandwidth এর দরকার।

এক্কেবারে সঠিক।"

১৯| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:১৪

জুন বলেছেন: তাই নাকি :-* :-*
তুমিও কি তাই কর তাদের মত B:-)

কিচ্ছু কউয়ার নাই দুক্ষ পাইলাম গভীরভাবে
:( :(

২৪ শে মে, ২০১৩ সকাল ১১:২২

ত্রিশোনকু বলেছেন: জুনমনিইইইইইইই,

মন খারাপ কোরোনা।

তোমার দুষ্কে দুষ্কিত হয়ে আমি আমার প্রত্যুত্তর চিঞ্চিৎ ছোট করেছি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.