নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:১০

এই পোষ্টটিটি শুধুমাত্র ইসলাম, খ্রীষ্ট ও ইহুদী (যদি থাকে) ধর্মাম্বলম্বী বাংলাদেশীদের জন্যে।



মাননীয় পররাষ্ট্র মন্ত্রী,

গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।



মহোদয়,



নীচের ব্যাপারটির প্রতি আপনার দৃষ্টি আকর্ষন করছি যা এদেশের ৯০%+ লোকের মনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।



যেখানে ইংরেজী আছে তার আর বাংলা করিনি কারন ইংরেজীতে আপনার দখল চমৎকার। আর তাছাড়া কুরআনের যে রকম শক্তিশালী ইংরেজী অনুবাদ পাওয়া যায় বাংলায় তার কাছাকাছি অনুবাদ আমার চোখে পড়েনি। সর্বোপরি আমি যে ভাষায় গত চল্লিশ বছর ধরে প্রত্যহ কুরআন সে ভাষাটিও ইংরেজী।



একজনের মুসলমান হবার পূর্ব শর্ত কিছু বিষয়াবলীর ওপর বিশ্বাস। সেগুলো হলঃ



IMAN-E-MUFASSIL (The Detailed Declaration of Faith)



I have faith in Allah and His Angels, His Books and His Messengers, and the Day of

Judgement and that all good and evil and fate is from Almighty Allah and it is sure that



there will be resurrection after death.



তো আমরা দেখতে পাচ্ছি সৃষ্টিকর্তার বইয়ের ওপর মানে কুরআনের ওপর বিশ্বাস আনাটা একজন মুসলমানের জন্যে অবশ্য কর্তব্য।



এখন দেখা যাক কুরআনে সমকামিতা সম্পর্কে কি লেখা আছেঃ



Al-A'raf (The Heights)



إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ (7:81)

Basit - Hussari - Minshawi -



Innakum latatoona alrrijala shahwatan min dooni alnnisai bal antum qawmun musrifoona



Topics discussed in this Verse:

[Homosexuality] [Lut]



7:81 (Asad) Verily, with lust you approach men instead of women: nay, but you are people given to excesses!" -



Hud (The Prophet Hud)



وَجَاءهُ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِن قَبْلُ كَانُواْ يَعْمَلُونَ السَّيِّئَاتِ قَالَ يَا قَوْمِ هَـؤُلاء بَنَاتِي هُنَّ أَطْهَرُ لَكُمْ فَاتَّقُواْ اللّهَ وَلاَ تُخْزُونِ فِي ضَيْفِي أَلَيْسَ مِنكُمْ رَجُلٌ رَّشِيدٌ (11:78)

Basit - Hussari - Minshawi -



Wajaahu qawmuhu yuhraAAoona ilayhi wamin qablu kanoo yaAAmaloona alssayyiati qala ya qawmi haolai banatee hunna atharu lakum faittaqoo Allaha wala tukhzooni fee dayfee alaysa minkum rajulun rasheedun



[Homosexuality] [Lut] [Lut:wife of]



11:78 (Asad) And his people came running to him, impelled towards his house [by their desire]: [108] for they had ever been wont to commit [such], abominations. Said [Lot]: "O my people! [Take instead] these daughters of mine: they are purer for you [than men]! [109] Be, then, conscious of God, and disgrace me not by [assaulting] my guests. Is there not among you even one right-minded man?" -



Hud (The Prophet Hud)



قَالُواْ لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنْ حَقٍّ وَإِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيدُ (11:79)

Basit - Hussari - Minshawi -



Qaloo laqad AAalimta ma lana fee banatika min haqqin wainnaka lataAAlamu ma nureedu



Topics discussed in this Verse:

[Homosexuality] [Lut] [Lut:wife of]



11:79 (Asad) They answered: "Thou hast always known that we have no use whatever for thy daughters; [110] and, verily, well dost thou know what we want!" -



Ash-Shu'ara (The Poets)



أَتَأْتُونَ الذُّكْرَانَ مِنَ الْعَالَمِينَ (26:165)

Basit - Hussari - Minshawi -



Atatoona alththukrana mina alAAalameena



Topics discussed in this Verse:

[Homosexuality] [Lut] [Messengers:rejected by their people]



26:165 (Asad) “Must you, of all people, [lustfully] approach men, -



Ash-Shu'ara (The Poets)



وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِنْ أَزْوَاجِكُم بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ (26:166)

Basit - Hussari - Minshawi -



Watatharoona ma khalaqa lakum rabbukum min azwajikum bal antum qawmun AAadoona



Topics discussed in this Verse:

[Homosexuality] [Lut] [Messengers:rejected by their people]



26:166 (Asad) keeping yourselves aloof from all the [lawful] spouses whom your Sustainer has created for you? Nay, but you are people who transgress all bounds of what is right!” -



An-Naml (The Ants)



وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ وَأَنتُمْ تُبْصِرُونَ (27:54)

Basit - Hussari - Minshawi -



Walootan ith qala liqawmihi atatoona alfahishata waantum tubsiroona



Topics discussed in this Verse:

[Homosexuality] [Lut] [Lut:people of]



27:54 (Asad) AND [thus, too, did We save] Lot, when he said unto his people: [49] “Would you commit this abomination with your eyes open (to its being against all nature)? [50] -



An-Naml (The Ants)



أَئِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء بَلْ أَنتُمْ قَوْمٌ تَجْهَلُونَ (27:55)

Basit - Hussari - Minshawi -



Ainnakum latatoona alrrijala shahwatan min dooni alnnisai bal antum qawmun tajhaloona



Topics discussed in this Verse:

[Homosexuality] [Lut] [Lut:people of]



27:55 (Asad) Must you really approach men with lust instead of women? Nay, but you are people without any awareness (of right and wrong)!” -



Al-'Ankabut (The Spider)



وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّنَ الْعَالَمِينَ (29:28)

Basit - Hussari - Minshawi -



Walootan ith qala liqawmihi innakum latatoona alfahishata ma sabaqakum biha min ahadin mina alAAalameena



Topics discussed in this Verse:

[Homosexuality] [Lut] [Vice to be avoided]



29:28 (Asad) And Lot, [too, was inspired by Us] when he said unto his people: “Verily, you commit abominations such as none in all the world has ever committed before you! -



Al-'Ankabut (The Spider)



أَئِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ وَتَقْطَعُونَ السَّبِيلَ وَتَأْتُونَ فِي نَادِيكُمُ الْمُنكَرَ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَن قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللَّهِ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ (29:29)

Basit - Hussari - Minshawi -



Ainnakum latatoona alrrijala wataqtaAAoona alssabeela watatoona fee nadeekumu almunkara fama kana jawaba qawmihi illa an qaloo itina biAAathabi Allahi in kunta mina alssadiqeena



Topics discussed in this Verse:

[Homosexuality] [Lut]



29:29 (Asad) Must you indeed approach men [with lust], and thus cut across the way [of nature]? [24] and must you commit these shameful deeds in your open] assemblies?” But his people’s only answer was, “Bring down upon us God’s chastisement, if thou art a man of truth!” -



জন্ম সূত্রে আপনি মুসলমান। মুসলমান হয়ে সমকামীতা সমর্থন করা যায় না। বা কোনো মু্সলমান যদি সমকামিতা সমর্থন করেন তা হলে তিনি মুসলমান থাকেন না।



এ ব্যাপারে আপনার একটি গ্রহন যোগ্য ব্যাখ্যা আশা করছি।



নিবেদনান্তে,



ত্রিশোঙ্কু মল্লিক।



_________________________________________________________









মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩২

এ জাফর বলেছেন: লেখকের পোষ্টের জন্য ধন্যবাদ।
তবে কথা হলো আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি কিন্তু কোথাও নিজেকে মুসলমান হিসাবে দাবী করেছেন এমন কথা আমার জানা নাই।যেমনটি সৈয়দ আশরাফ সাহেব বলেছেন যে তিনি হিন্দু ও নন আবার মুসলমান ও নন। আর জন্মসূত্রে মুসলমান হওয়া যায় আপনার এ কথার সাথে ও আমি একমত নই। তাহলে হযরত নূহ আঃ এর ছেলে কেনান কি দোষ করেছিল? ভালো থাকবেন।

০৯ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৪

ত্রিশোনকু বলেছেন: হা হা হা হা।

কেনানের কথায় কি যায় কি আসে?

দিপু মনির কথায় দেশে আগুণ ধরে যেতে পারে।

২| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৫

ম্যানিলা নিশি বলেছেন:

আল কোরআনে চুরি,ব্যাভিচার এর জন্য শাস্তির উল্লেখ আছে,সমকামিতার জন্য শাস্তির উল্লেখ থাকলে ভাল হত।

ব্যাক্তি তার নিজের জন্মের জন্য দায়ী না
যে হিজরা হয়ে জন্মায় তার স্বভাবসুলভ আচরনের জন্য যদি হিজরাকে শাস্তি দিতে না চান তবে যে ব্যাক্তি সমকামি বৈশষ্ট্য নিয়ে জন্মালো তার স্বভাবসুলভ আচরনের জন্য তাকে শাস্তি দেয়া কতটা যৌক্তিক?

সমকামিতার জন্য আল্লাহতাআলা যে জাতিকে উল্টিয়ে মাটি চাপা দিয়েছিলেন তারা কি জন্মগত ভাবেই সমকামি ছিল বলে মনে করেন?

সমকামিতা কখনই কাম্য না, কিন্তু যে নীতি ব্যাক্তির জন্মগত অধিকারকে খর্ব করে সেটাও সমর্থনযোগ্য মনে করি না।

সংশ্লিষ্ট বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গির পরিচয় পাবার জন্যই লিখলাম।

০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:০০

ত্রিশোনকু বলেছেন: আমার উঠোনে স্বাগতম নিশি।

আমার দৃষ্টি ভংগী আমি জনসমক্ষে প্রকাশ করতে অপারগ।

সব একান্তই কি আর প্রকাশের?

আম আর খাস তো এক নয় কখোনোই, কোনোদিনও।

তবে আমার দৃষ্টি ভংগী এখানে এক্কেবারেই অপ্র্যয়োজনীয়।

বিবেচ্য হল মন্ত্রীর অভাবনীয় দ্বায়িত্বহীনতা।

৩| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কোর আনে সমকামীদের শাস্তির ঘটনার স্পষ্ট ঘটনা আছে। লূত আঃ এর কওম সমকামীতার জন্য ধ্বংস হযেছিল। দীপু মনিরা সমকামীতা পছন্দ করলে করতে পারেন। তারা যে আর কি কি পছন্দ করেন আল্লাহ ভাল জানে।

০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:০৬

ত্রিশোনকু বলেছেন: ভালো বলেছেন " তারা যে আর কি কি পছন্দ করেন আল্লাহ ভাল জানে। "

৪| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৪

ৈতয়ব খান বলেছেন: লেখককে তাঁর গুরুত্বপূর্ণ পোস্টটির জন্য ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:০৭

ত্রিশোনকু বলেছেন: স্বাগতম তৈয়ব খান।

৫| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৮

দূর্যোধন বলেছেন: ত্রিশোনকুর বাসায় কি আজকাল ভুঁড়িভোজ বেশি হৈতাছে ? =p~ =p~

০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:৪০

ত্রিশোনকু বলেছেন: দূর্যো,

একটা কথা বলি, আমি ফেইসবুকাই বাংলা ব্লগে আসার অনেক আগে থেকে। এমনকি বতর্মান একাউন্টটিও সম্ভবতঃ সামুর নিকের চেয়ে পুরোনো।

এককালে আমার ফেইসবুকানো ছিল নির্মল আনন্দের। আমি যা ইচ্ছে তাই সহভাগ করতাম।

আমার খাবারের ছবি, সেটা ভোজনই হোক আর প্রত্যহের খাদ্য হোক দিনে তিনবার শেয়ার করতাম। অন্যেরাও করতো কম বেশী।


এখন করিনা,সেদিন করেছি ক্রমাগত পুরোনো বন্ধুদের চাপে।

কেন করি না জান?

আমার ফেইসবুক একাউন্টটি এখন আর খাস নেই, আম হয়ে গেছে এবং আমরা পৃথিবীর সবচে' পরশ্রী কাতর জাতি।


আমার ড্রাইভার আছে শুনে কটাক্ষ করলে সেদিন, জবাবে আমি আমাদের এক্কেবারে নতুন মার্সিডিজ নিয়ে এই বাংলাদেশে আজ থেকে একত্রিশ বছর আগে আমার বিয়ে
করার ছবিটি ফেইসবুকে পোষ্ট করলাম।

তুমি তো অবশ্যি আকেলমান্দ, ইশারা তোমার জন্যে কাফি ছিল।

একটু ভেবে দেখোতো বাংলাদশে তখন মোট ক'টা মার্সিডিজ ছিল, নতুন পুরোনো মিলে?

শো অফ আর সহভাগ এক নয়। তুমি আমাকে দিয়ে শো অফ করাচ্ছো যা আমার অত্যন্ত অপছন্দের।


য়আমার ফলোয়ার হাজার খানেক, তোমার কম করে হলেও পশ্চাশ হাজার।

এতে আমার কেন ইর্ষা হয় না? কেন আমি আন্তরিক ভাবে আনন্দিত হই, ভেবে দেখেছো কখনো?

___________________________________________


হ্যাঁ সৃষ্ট কর্তা আমাকে আজকের ঐশ্বর্য্যযবান বাংলাদেশীদের তুলনায় বড়লোক বানান নি কিন্তু আমাকে চারটি জিনিস দিয়েছেনঃ

১। ক্ষুধা।

২। খেয়ে হজমকরার ক্ষমতা।

৩। উৎকৃষ্ট খাদ্য কেনার মত সংগতি।

৪। আয়েশ করে খাওয়ার মত অবসর।

এবং বিশ্বাস কর এগুলোর ওপর আমার কোনো হাত নেই। যিনি এই খাদ্য যোগানোর গুরুভার তাঁর কাঁধে নিয়েছেন তার কাছে অনুযোগ কর।

আমার কিছুই করার নেই।


_________________________________________

এই পোষ্টটি ছিল মন্ত্রীর হটকারিতা নিয়ে। এ ধরনের পোষ্ট তুমি পছন্দ করো, এ নিয়ে লেখ এবং সর্বপরি তুমি এ সব নিয়ে সার্থক সাংগাঠনিক দিক নির্দেশনা দাও।

সে জন্যে আমি তোমাকে সম্মান করি এবং অন্তরের অন্তঃস্থল থেকে করি।


আমার পোস্টের বিষয় নিয়ে একটি কথা বলেছ তুমি?

বলনি।

কেন বলনি নিজেকে জিজ্ঞেস করে দেখ।





আজ তুমি সেই দূর্যোধন নেই। আজ তুমি আমাদের গর্ব হাজার হাজার টগবগে তরুনের নেতৃত্ব দিচ্ছ। তুমি তাদের আদর্শ।

কি শিখাচ্ছ তাদের?

পরশ্রী কাতরতা?

৬| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

এস আর সজল বলেছেন: দিপু মনি কথাটা বলেছেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মন্ত্রী হিসেবে যে রাষ্ট্রে রাজাকার এবং তাদের জারজ সুসন্তান বাদে সকল প্রকার, সকল ধর্মের, সকল বর্ণের, সকল মতের, সকল লিঙ্গের নাগরিকের সমান অধিকার আছে। এখানে ত্যানা প্যাঁচানোর কিছু নাই। উনি কোন ধর্মের বা কোন মতের প্রতি আনুগত্য প্রকাশ করে কথা বলেন নি। উনি একটি ভিন্ন মতের অধিকারের কথা বলেছেন। যেমন ধরুন, হিজড়াদের ব্যাপারে কোন ধর্মে কিছুই লেখা নেই। তাই বলে কি তাদের কোন অধিকার নেই???? ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩০

ত্রিশোনকু বলেছেন: জী এখানে হিজড়াদের কথা আনা হয়নি।

জ্বী ভাই, একজন গণতান্ত্রিক রাট্রের মন্ত্রি যখন দেশের ৯০ শতাংশ মানুষের ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক কথা বার্তা বলেন তখন তার মানসিক সুস্থ্যতার ব্যাপারে চিন্তা হয় বৈকি।

৭| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

গুরুত্ব পূর্ণ পোস্টের জন্য ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:২৭

ত্রিশোনকু বলেছেন: স্বাগতম অথর্ব।

৮| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

খাটাস বলেছেন: বড় বাবুদের কথায় সমর্থন না দিলে ছোট বাবুরা মণ্ডা মিঠাই পাবে না। সহজ কথা। পর রাষ্ট্র মন্ত্রী আসলেই মুসলমান কিনা জানি না। বুঝে বলেছেন নাকি না বুঝে বলেছেন সেটা ও জানি। তবে যদি তাকে দায়িত্ব শীল মুসলমান মনে করি, তাহলে যেহেতু তিনি আমাদের মত দরিদ্র দেশের প্রতিনিধি , তাই পাশ্চাত্য দেশ গুলোর সাথে কূটনীতিক সম্পর্ক বজায় রাখতে ঐ কথা বলেছেন নিরুপায় হয়ে। যদি ও মুসলমান হিসেবে তা অন্যায়, তবু ও তার মনে সততা থাকলে তা আল্লাহ বুঝবে। আর যদি তিনি অধিক জ্ঞানে প্রস্ফুটিত মুক্ত মনার মানুষ হন, তাহলে তার প্রতি কোন অভিযোগ থাকা উচিত না বলে মনে করি। তবে লেখকের সাথে একমত পর রাষ্ট্র মন্ত্রী যে নিতি তেই থাকুন, জনগণের কাছে জবাবদিহিতার বাদ্ধবাধকতায় তার নিজের অবস্থান পরিস্কার করা উচিত।

ম্যানিলা নিশি বলেছেন: ব্যাক্তি তার নিজের জন্মের জন্য দায়ী না।
যে হিজরা হয়ে জন্মায় তার স্বভাবসুলভ আচরনের জন্য যদি হিজরাকে শাস্তি দিতে না চান তবে যে ব্যাক্তি সমকামি বৈশষ্ট্য নিয়ে জন্মালো তার স্বভাবসুলভ আচরনের জন্য তাকে শাস্তি দেয়া কতটা যৌক্তিক?
আপনার কাছে প্রশ্ন মানুষের স্বাভাবিক নিয়মের বেতিক্রম নিয়ে কেও জন্মালে তাকে ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা প্রতিবন্ধি ডাকা হয়। তা আবার দুই প্রকার= শারীরিক ও মানসিক প্রতিবন্ধি। সমকামিতা মানুষের সাধারণ জন্মগত বিশিষ্টের পরিপন্থি। তাই তাদের মানসিক প্রতিবন্ধি বলা যেতে পারে, এমন কি চিকিৎসা করা উচিত। হয়ত বলবেন, তাদের যৌন ধারনা ছাড়া তো আর সব ই ঠিক আছে। তারা জীবনের অনেক ক্ষেত্রে ভাল করছেন। পৃথিবীতে অনেক রোগ ই আছে যা সচরাচর মানুষের হয় না, আবার রোগী এর কর্ম জীবনে কোন প্রভাব ফেলে না। আমি নাম সহ এখন বলতে পারছি না। শুধু যা বোঝাতে চাইছি, এক শ্রেণির মানসিক প্রতিবন্ধীদের চিকিৎসার পরিবর্তে সমর্থন করা কেমন ধরনের মুক্ত চিন্তা ? যদি এটাই মুক্ত চিন্তা হয়, তাহলে পাবনার পাগলা গারদ খালি করে দেয়া হোক।

০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৩০

ত্রিশোনকু বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ খাটাস।

৯| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:০২

দূর্বা জাহান বলেছেন: আমি শুধু আমার জানা একটা ঘটনা বলতে পারি, আমার এক খালার যার সাথে বিয়ে হয় সে সমকামী ছিলো যা আমরা অনেক পরে জানি । সমস্যা হলো যখন আমার খালা টের পেলো ব্যাপারটা তার লাইফ পুরাই হেল হয়ে গেলো । তার হাজব্যান্ডের তার প্রতি কোন আকর্ষণ নেই বিচ্ছিরি অবস্থা । খালু সমকামী ছিলো কিন্তু সে বলতে পারেনাই স্বাভাবিকভাবে তাকে এক মেয়েকেই বিয়ে করতে হবে কিন্তু প্রায় ৪বছর আমার খালা এই দুর্ভোগ পোহানোর পর তাকে ছেড়ে দেয় ।

আমি সর‍্যি এখানে আমি কোন পক্ষ টানিনি এবং লেখাটাতে ব্যক্তিগত মতামত মানায় না :)

০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৩১

ত্রিশোনকু বলেছেন: অভিজ্ঞতা শেয়ার করার জন্যে ধন্যবাদ দূর্বা।

১০| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৫

ও.জামান বলেছেন: খুবই প্রয়োজনীয় পোস্ট। তা হঠাৎ করে এমন একটি অন টপিক পোস্টে অফ টপিক 'খানাদানা' ও 'শো-অফ' প্রসঙ্গ চলে এলো কেন?

০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৩২

ত্রিশোনকু বলেছেন: আরে এপোলো, বাদ দাও এটা আমাদের জাতীয় সমস্যা।

১১| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:০৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: অতি গুরুত্ব পূর্ণ পোস্ট। দিপুমনিদের কথায় দাঁত ভাঙ্গা জবাব।


আমার এক আত্মীয়া, খুবিই কাছের। তার আচরনে তার বান্ধবীরা অতিষ্ট প্রায়। বিষয়টা জানতে পারি আমার এক বান্ধবীর কাছ থেকেই যখন তাকে নিয়ে সেও বিরক্তির শেষ সীমায় পৌছে যায়। মেয়ের কথা সে নাকি বিয়েই করবেনা। আজব।

কিন্তু তার পরিবার সেটা না জানায় তাকে বিয়ে দেয়ার পরে ঘটে অঘটন। জামাইতো পাগল প্রায় বউ নিয়ে। পরে সে জানতে পারে যে মেয়ে লেসবিয়ান। কুরুষে তার আসক্তিই নেই।

এখন ওই মেয়ের মত যদি দিপু মনি হয়েই থাকে, সে দায় কিন্তু উনি ৯০% ভাগ মুসলমানদের উপরে চাপিয়ে দিতে পারেন না। উনার লুকায়িত কামনার কথা উনি মহান সংসদে বসে হালাল বানাতে পারেন না। ৯০% মুসলমানইবা কেন? হিন্দু , বৌদ্ধ, খ্রীস্টানরাও সমকামিতা গ্রহন করে বলে মনে হয়না। করার কথাও না।

০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮

ত্রিশোনকু বলেছেন: বৃষ্টি ভেজা সকাল,

সম্প্রতি মা্নুষের ধর্মীয় বিশ্বাসকে পুজি করে সারাদেশে যে তান্ডব চালানো হয়েছে সেটাও যিনি আমলে নেন না তারমত অদুরদর্শী মানুষ এমন দ্বায়িত্বপূর্ণ পদে থাকেন কি করে।

১২| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৬

শিপু ভাই বলেছেন:
উপ্রে একটা খাচ্চররে দেখলাম!!! তার কৃমি আছে মনে হয়!!!

১৩| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৯

রহস্যময়ী কন্যা বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী পোষ্ট।ধন্যবাদ আপনাকে :)

০৯ ই জুন, ২০১৩ রাত ৯:০২

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ রহস্যময়ী

১৪| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৫

জাওয়াদ তাহমিদ বলেছেন:
ব্যাপারটা দ্বিধাদ্বন্দ্বে ভরপুর। যদিও ইসলাম এ সমকামিতার জন্যে শাস্তির ব্যাপারে বলা আছে, তবুও আমরা বর্তমান সমাজে এই সমস্যা নিয়ে বহু মানুষ দেখতে পাই। উপরে যেমন অনেকেই বলেছেন যে এটা তো জন্মগত সমস্যা। তাহলে কেন তার শাস্তি হবে?? মানবিক দিক বিবেচনা করতে গেলে এটাও ভাবার বিষয়। তাহলে এই সমস্যার সঠিক সমাধান কি? আমি সমকামিতা কে একেবারেই সাপোর্ট দেইনা, কারন ইসলাম এটাকে সাপোর্ট দেয়না। কিন্তু সমাধান তো দরকার। কারন কয়েকজনের মন্তব্য পড়ে বুঝতে পারলাম যে, এই সমস্যা যাদের আছে, তাদের লাইফ পুরা হেল। কিন্তু তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেস্টা তো করা যেতে পারে। আমার নিজের অভিমত হল যে, এটা এক ধরনের মানসিক অসুখ। নিশ্চয়ই এর ট্রিটমেন্ট সম্ভব। এ ব্যাপারে আইন করা যেতে পারে। কিন্তু একেবারে গনহারে বইধতা দিয়ে দিলে আমার মনে হয় সমস্যা না কমে বরং আরো বাড়তে পারে। বিজ্ঞরা কি বলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.