নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

এই পিচ্চিটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার সেলিব্রাল হেমোরেজ হয়েছে।

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৯

ছোট্ট চার বছরের ছেলেটির এখন মায়ের আঁচল ধরে ঘ্যান ঘ্যান করার কথা ছিল নাকের সিনকি মুছতে মুছতে।



আনন্দ ভাগ করার বিষাদ নয়। বা বলতে পারেন বিষাদ সহভাগ করতে আমার ভাল্লাগেনা।



বাবার স্মৃতি আমার অনেক। সবচে' বড় কথা সবগুলোই জ্বলজ্বলে। সেই বাবা তিন দিন ধরে আইসিইউতে। ফুসফুসে পানি জমেছে।



বাবার সাথেই আছে নিথর ছোট্ট একটা ফুটফুটে ছেলে, বেঁচে থাকাটা বোঝা যাচ্ছে শুধুমাত্র ওর অপুষ্ট ছোট্ট বুকটার মৃদু ওঠানামা থেকে।



এই পিচ্চিটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার সেলিব্রাল হেমোরেজ হয়েছে।



ও সিয়াম।



বাবা মার যত্ত ভালোবাসা সেই মায়া কাড়া বাচ্চাটার জন্যে সেই অনুপাতে কড়ি নেই তাদের।



চিটাগাংএ এস আলমে ছোট্ট চাকুরী করা বাবা শুনেছিল শ্রেষ্ঠ চিকিৎসা হয় এপোলোতে।

অগ্র পশ্চাদ বিবেচনা না করে এখানে ছুটে এসেছিল। আর কবেই বা কোন বাবা কোন মা সন্তানের বিপদে সে সব বিবেচনায় এনেছিল?



প্রতিদিন কিছু কিছু শোধ করে বাবা মার হাতে যখন আর কুটোটিও নেই তখন তাদের বকেয়া দাড়িঁয়েছে আড়াই লাখ।



আসুন না, আমি আমার বন্ধু আর অনুসরনকারীদের বলছি। বন্ধুদের বন্ধুদেরকে বলছি। যারা আমার এই স্ট্যাটাসগুলো পড়েন তাদের অনুরোধ করছি।



আপনাদের মধ্যে তো একজনও নেই যে একশোটি টাকা অন্তত বিকাশ করতে পারেন না।



আপনাদের নিশ্চয়ই মনে আছে সিডোরে, আইলায়, রানা প্লাজায় আপনারাই কি অসাধ্য সাধন করেছেন ।



রানা প্লাজারটা তো সেদিনের। আপনারা কি ওখানে ব্যাবহৃত দামী কংক্রিট কাটার, রড কাটার ও ব্রেকারের শত ভাগ সরবরাহ করেন নি?



আমার তখন কোন অনুসারী ছিলনা।



বন্ধু সংখ্যা ছিল ত্রিশ ভাগের একভাগ।



বাবাঃ মোহাম্মদ নুরুল হক।

ভোটার আই ডি নম্বরঃ১৫১৬১২৭২৬৬৪৫৮



অবস্থানঃ এপোলো হাসপাতালের আই সি ইউর অপেক্ষা কক্ষ।



বিকাশ নম্বরঃ 01727342510.



________________________________________________

বাচ্চাটির খোঁজ খবর নিতে চাইলেঃ



তোফায়েল আহমদ: 01916954978, 01711802824

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বিকাশ নম্বরঃ 01727342510 এই নাম্বারে পাঠালেই হবে?

অল্প হলেও হাত বাড়াতে চাই


সিয়াম ভাল হয়ে উঠুক

০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৮

ত্রিশোনকু বলেছেন: বৃষ্টি ভেজা সকাল,

জ্বি হ্যাঁ।

হবে।

ধন্যবাদ।

২| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৫

রাতপ্রহরী বলেছেন: সিয়াম ভাল হয়ে উঠুক

০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

৩| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:০২

ঘাসফুল বলেছেন: সম্পূর্ন সুস্থ হয়ে বাব- মা'র কোলে ফিরে আসুক সিয়াম...

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:০২

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

৪| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:২০

অভুতপূর্ব বলেছেন: সিয়াম ভাল হয়ে উঠুক...এই দোয়া করি...

৫| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৮

আরজু পনি বলেছেন:

বাবুটার জন্যে দোয়া রইল। দেখি কি করতে পারি।

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৪

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ আরজুপনি।

অনেকদিন পর।

সেই কবে দুর থেকে দেখেছিলাম, ব্লগ দিবসে।

৬| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

সোহাগ সকাল বলেছেন: বাবুটার জন্য অনেক খারাপ লাগছে! তাড়াতাড়ি ভালো হয়ে যাও তুমি। বেশি না পারলেও, কিছুটা সাহায্য করতে চেষ্টা করবো। আপনাকে অনেক ধন্যবাদ পোস্টের জন্য ভাই।

৭| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

সাহিদা আশরাফি বলেছেন: বাবুটার জন্যে দোয়া রইল।চেষ্টা করবো বাবুটার জন্য খুব বেশী না হলেও সামান্য কিছু করতে।

৮| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:৩৭

মামুন রশিদ বলেছেন: সিয়াম ভালো হয়ে উঠুক । দাদা, যতটুকু পারি চেষ্টা করব ।



সবাইকে সাধ্যমত এগিয়ে আসার অনুরোধ করছি ।

৯| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সিয়ামের জ্ন্য শুভকামনা থাকলো

১০| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: সিয়াম ভাল হয়ে উঠুক সে দোয়া করছি!

১১| ১০ ই জুন, ২০১৩ রাত ১:১৫

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: কত টাকা লাগবে মোট??

১২| ০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা অস্থির সময়ে পোস্ট টি করেছিলেন , তাই অনেকের নজর এড়িয়ে গেছে ।
বাচ্চাটির সর্বশেষ অবস্থা কি ?
ডাক্তার রা কি বলছে ? শুস্থ হবার সম্ভাবনা কতটুকু ? কত টাকা লাগবে বলে ডাক্তাররা অনুমান করছেন ?
ডিটেইলস জানিয়ে পোস্ট টি আবার দিন ।
সাধ্য মত চেষ্টা করবো প্লাস স্টীকি না হলে প্রত্যেকের ব্লগে গিয়ে পোস্ট টির লিঙ্ক দিয়ে আসবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.