নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

চল না বেড়িয়ে পড়ি, চন্দ্রাহত আমরা।

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

নগরীর নষ্ট আলো গুলোও

ম্লান করতে পারেনি,

এই পরাবাস্তব আলো,



চল না বেরিয়ে পড়ি,



আমি সিদ্ধার্থের মত

আর তুই এমনি এমনি,

জগতের জরা আর

অসুন্দরের রহস্য না খুঁজে

আমি তোর রহস্যে ডুবে যাই!



বলিস

বিমূর্ত আমি

মূর্তমান হই,

রোজই।



মূর্তমান আর

হতে পারলাম কই?

কবে?

এক ঝলকের দেখাতেও

বিশাল "না"।



আগে তো তাও

নিজে নিজে

এসে কথা বলতি,



বলতি,

ত্রিশোনকু বাড়ি আছো?



আজকাল আমাকেই

তো শুধু

খোঁচাতে হয়।



অনেক কিছুতেই

অনেক কিছু যায় আসে,

তুই বুঝিসনা।।



বোঝার চোখ

থাকতে হবে তো।



পৃথিবীতে

ফ্রি লাঞ্চ

বলে কিছু নেই,

কিছু পেতে

কিছু ছাড় দিতে হয়।



মূহুর্তের স্পর্শও

অনেক দাম দিয়ে কিনে নিতে হয়।

সময়ে।

মন্তব্য ৪১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৪

ইখতিয়াক ইবনে আহসান ইফাত বলেছেন: বহ টপহুবগসতজ নবৃহ :)

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

ত্রিশোনকু বলেছেন: /:)

২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৫

ইখতিয়াক ইবনে আহসান ইফাত বলেছেন: hi trisonku bhai

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৫

ত্রিশোনকু বলেছেন: Hello Ifat Ifat.

৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৭

খাটাস বলেছেন: কবিতায় আমার অ্যালার্জি আছে, তবু ও কথা গুলো বেশ ভাল লাগল। প্লাস।
আমি সিদ্ধার্থের মত
আর তুই এমনি এমনি,
জগতের জরা আর
অসুন্দরের রহস্য না খুঁজে
আমি তোর রহস্যে ডুবে যাই!
সুন্দর পংতি। ভাল থাকবেন ভায়া।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৭

ত্রিশোনকু বলেছেন: কবিতায় যার এলার্জি, তাকে ভাল লাগানো বিশাল ব্যাপার।

কৃতজ্ঞতা।

৪| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, বেশ চমৎকার ||

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ ইমরাজ।

৫| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১০

ইমতিয়াজ ইমন বলেছেন: +++++

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৮

ত্রিশোনকু বলেছেন: দরাজ হাতে প্লাসানোর জন্যে ধন্যবাদ।

৬| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৯

ত্রিশোনকু বলেছেন: :D

৭| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

জুন বলেছেন: ত্রিশঙ্কু বাড়ী আছো ?

একটু খোচা দিয়ে গেলাম ? কেন যে তুমি নিয়মিত লিখোনা আমি ভেবেই পাই না। এত প্রতিভা নিয়ে তুমি কি করো শুনি ? তোমার মত একন কবিতা লিখতে পারলে আমি প্রতিদিন কবিতা লিখতুম।
অসাধারণ ত্রিশঙ্কু অসাধারন।
প্লাস দিতে পারলাম না বাটন টা কেন জানি কাজ করছে না। তবে জেনে রেখ আমি প্লাস দিয়ে গেলাম আর প্রিয়তে নিয়ে রাখলাম।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৩

ত্রিশোনকু বলেছেন: তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

আসলে আমি তেমন কিছু লিখতে পারিনা।

তোমরা ভালো বলো শুধু শুধু।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৩

ত্রিশোনকু বলেছেন: তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

আসলে আমি তেমন কিছু লিখতে পারিনা।

তোমরা ভালো বলো শুধু শুধু।

৮| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অনেক দিন পর ;)


আমি সিদ্ধার্থের মত
আর তুই এমনি এমনি,
জগতের জরা আর
অসুন্দরের রহস্য না খুঁজে
আমি তোর রহস্যে ডুবে যাই!


ভালো লাগলো বস। শুভ কামনা।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৮

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ সোনাবীজ।

৯| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৮

বটবৃক্ষ~ বলেছেন: :) আপনার কবিতার জন্যে অপেক্ষা করি ভাইয়া!

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৭

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ।

দুঃখিত, কম লেখার জন্যে।

১০| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৩

আমিনুর রহমান বলেছেন:



অসাধারণ ত্রিশোংকু দা আর আরো বেশি অসাধারণ কবিতা :)

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৮

ত্রিশোনকু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা।

১১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫০

ধুসর কাব্য বলেছেন: অনেক সুন্দর!

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ।

১২| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫০

ধুসর কাব্য বলেছেন: অনেক সুন্দর!

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৩

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ।

১৩| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩০

সুপান্থ সুরাহী বলেছেন:
রিয়েলি অসাম বস!

ফেবুতেও পড়ছি... এ---ব----ঙ কমেন্টাইছি...

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৩

ত্রিশোনকু বলেছেন: সুপান্থ,

তোমাকে দেখে অনেক খুশী হয়েছিঅনেক কৃতজ্ঞতা।


১৪| ২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৩২

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ মুনসী

১৫| ২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “জগতের জরা আর
অসুন্দরের রহস্য না খুঁজে
আমি তোর রহস্যে ডুবে যাই!”


-দারুণ বলেছেন।
-শেষের লাইনগুলোও অনেক চিন্তাজাগানিয়া।

ভালো লেগেছে। +

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৮

ত্রিশোনকু বলেছেন: কৃতজ্ঞতা মইনুল।

১৬| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


পৃথিবীতে
ফ্রি লাঞ্চ
বলে কিছু নেই,
কিছু পেতে
কিছু ছাড় দিতে হয়।


সত্যি তাই। +++++ রইল

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩২

ত্রিশোনকু বলেছেন: অনেক গুলো প্লাসের জন্যে ধন্যবাদ।

১৭| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
বাহ! ভাল হইছে!

২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

ত্রিশোনকু বলেছেন: ধইন্যা।

১৮| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

আহমেদ জী এস বলেছেন: ত্রিশোনকু,

ছোট্ট ছোট্ট চরন ফেলে কবিতাটি বেড়িয়ে পড়েছে বেশ, নগরীর নষ্ট আলো গুলোও ম্লান করতে পারেনি যার ছায়া ।


" মূহুর্তের স্পর্শও
অনেক দাম দিয়ে কিনে নিতে হয়।
সময়ে। ""


খুব কঠিন একটি সত্যকে তুলে এনেছেন ।

শুভসন্ধ্যা ।

২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ত্রিশোনকু বলেছেন: আহমেদ জী,

কবিতাটি র এত্ত সুন্দর ছোট্ট আলোচনার করাতে কৃতজ্ঞতা।

১৯| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৮

সানড্যান্স বলেছেন: চমতকার। বেশ ভালো লাগছে।

সাইকেলের ব্যাটারী যে আনলো তার কমেন্ট খুজলাম, পাইলাম না!! তারে দেখিনা অনলাইনে, কি হইছে জানেন কিছু?

অসুস্থ নাতো?

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ সানড্যান্স।

তোমার পরের কমেন্টট বুঝিনি।

২০| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৮

গোর্কি বলেছেন:
-চমৎকার রুপকশোভিত পঙ্ক্তিগুলো।
-পোস্টে +++++

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩

ত্রিশোনকু বলেছেন: গোর্কি,


অনেক কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.