নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

মাননীয়া প্রধান মন্ত্রী,

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৬

মাননীয়া প্রধান মন্ত্রী,



মানুষের শাপে দোয়ায় যদি কোনো কাজ হয় (হয়েছে কখোনো বলে বলে জানিনা) তাহলে আপনার কপালে দুঃখ আছে।



দেড় কোটি ঢাকাবসীদের মধ্যে অন্ততঃ আধ কোটি গতকাল শাপশাপান্ত করেছে, বদ্ধ গুমোট আর বিষাক্ত ধোঁয়ায় ঘন্টার পর ঘন্টায় আটকে থাকার জন্যে।



সময়ে মানুষের কি পরিবর্তন হয়! প্রথমবার নির্বাচিত হয়ে আপনি মানুষের এই দুর্ভোগকে আমলে এনে, আপনার

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৭

বোকা সোকা বলেছেন: উনাদের বলে কোন লাভ নাই কারন উনারা যানজট শব্দের সাথে পিরিচিত থাকলেও তার ভোগান্তির সাথে পিরিচিত নন। উনারা যখনই রাস্তায় বেরহন তখনই রাস্তায় কোন যানজট থাকে না (উনাদের যাওয়ার রাস্তায়)

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২

ত্রিশোনকু বলেছেন: কিন্তু উনি যে বলেছিলেন

২| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৬

ঢাকাবাসী বলেছেন: ওনার বয়স হল ৬৮ আর কতই বা বাঁচবেন। এখন দুএকটা ভাল কাজ করলে মানুষ তাকে ভালবাসত দুয়া করত। দুনিয়ার সবচাইতে ক্ষমতাধর প্রেসিডেন্টটি কখন বাসা ছেড়ে যান আর আসেন শহরবাসী প্রায় জানেইনা। বাসা থেকে হেলিকপ্টারে করে এয়ারপোর্ট আসা যাওয়া করেন। আমাদের প্রধানমন্ত্রী সেটা করলে খুব উপকার হত আমাদের। গতকাল তিনি কমসে কম লাখ খানেক ভোট হারিয়েছেন।

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৩

ত্রিশোনকু বলেছেন: আমি ১৯৯৫ তে দেখেছি ডেনমার্কের মেয়ে প্রধান মন্ত্রীকে। কোলোন-বন এয়ার পোর্ট থেকে কোলোনে তার পিছে পিছে গ্যাছি বুঝিও নাই যে সে এত্ত বড় ভি ভি আই পি।

তার ছেলে ডেনমার্কের পোস্টাল ডিপার্টমেন্টে চিঠি বাছাইকারী্র অতি নিম্ন পদে চাকুরী করতো।

৩| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪

বাংলার আকাশ বলেছেন: গতকাল সত্যি খুব কষ্ট পেয়েছি । পোষ্ট এর জন্য লেখক কে ধন্যবাদ। জানি উনাদের বলে কোন লাভ নাই, বোকা সোকা ভাই ঠিকই বলেছেন, তার পরও বলতে হবে, বললেও একটু শান্তি পাই , মনে হ্য় শুধু আমি বা আমরা একা কষ্ট পাই নাই !

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৫

ত্রিশোনকু বলেছেন: লাভ আছে। আমরা যা লিখি সব সর্বোচ্চ স্থানে পৌঁছে।

আজ যদি একশো জন ভুক্তভোগী এখানে বা ফেইসবুকে এ নিয়ে লিখতো তা হলে কাজ হত। এক জন লিখলে কাজ হয় না বরং ঐ একজন চিহ্নিত হয়ে যায়।

৪| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬

আমিনুর রহমান বলেছেন:



আমিও কাল ১০ মিনিটের পথ ২ ঘন্টায় পার হয়েছি :(

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৬

ত্রিশোনকু বলেছেন: আহারে!

৫| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


গতকাল সন্ধ্যা ৬ টায় বাসে উঠে রাত ৯।৩০ এ বাড়ি পৌছাই মতিঝিল থেকে মিরপুরে :(

৬| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩

বাতায়ন এ আমরা কজন বলেছেন: আমাদের এইসব নেতা নেত্রী দের কিছু বলে কোন লাভ কোনকালে হয়নি, হবেওনা। জনগণ যেদিন এরকম আটকে থাকা অবস্থায় তাদের গাড়িবহরে ইট পাটকেল মারা শুরু করবে, সেদিন থেকে হয়তো তাদের সুমতি হবে। তার আগে এর কোন পরিবর্তন হবার আশা দেখিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.