নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

ফিরে এস-রাহুল দেব বর্মন।

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৪

অনেক অনেক দিন ধরে গান নিয়ে ব্লগ লিখি না। গতকাল একটা গানের কথা মনে পড়ে গেলো।



ষাটের দশকের এক্কেবারে শেষের দিকে বা ১৯৭০ এর কথা।



শনিবার ছিল উইক এন্ড। এইদিন আমরা তিন ভাই স্কুল শেষে চলে যেতাম বাবার অফিসে-ইস্টার্ন কেবলস, উত্তর পতেংগাতে। ওখান থেকে সি বিচ ধরে snipe শিকার করতে করতে পৌঁছে যেতাম হালি শহর সি বিচে। ওখানে আগে থেকে গাড়ি চলে আসতো।



হালিশহর সি বিচ তখন ছিল অসম্ভব সুন্দর একটা জায়গা। একটি অতি পুরনো, অন্নেক লম্বা লম্বা নারিকেল গাছের সারি গ্রাম থেকে এক্কেবারে বিচ পর্যন্ত নেমে গিয়েছিল। William Somerset Maugham এর Of Human Bondage শেষ করে Paul Gauguin র জীবন নিয়ে তার লেখা The Moon and Six Pence ধরেছি। তাই ওই বিচটার নাম রেখেছিলাম তাহিতি।



একদিন সন্ধ্যার আগে আগে শ্রান্ত আমরা তিন ভাই ও বাবা শিকার শেষে গাড়ির আশে পাশে পায়ের কাদা পরিষ্কার করছি। এমন সময় এই গানটি বেজে উঠলো গাড়ির রেডিও তে।



সমুদ্রের দিক থেকে আসা বাতাসে দোল খাওয়া, উলটে পালটে যাওয়া নারিকেল পাতার ওপর পড়া লালচে রোদ, গানের সুর ও কথা একটা পরাবাস্তব আবহ সৃষ্টি করেছিল। গানটি আমাদের চারজনেরই অসম্ভব ভাল্লেগে গিয়েছিল।



একটা গান একাধিক বার শুনলে সাধা্রনত আস্তে আস্তে ভাল লাগতে শুরু করে। খুব কম গানই প্রথমবার শুনলেই ভাল্লেগে যায়।



অসম্ভব প্রতিভাবান সুরস্রষ্টা, রাহুল দেব বর্মন, তুমি যেখানেই থাক ভাল থাকো।



(এই গানটির একটি সিকয়েল আশা ভোঁসলে গেয়েছিল,

অপূর্বঃ ফিরে এলাম দুরে গিয়ে সৌজন্যেঃ শংখ চিলের ডানা।)

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪

মামুন রশিদ বলেছেন: রাহুলজি'র গান নিয়ে আপনার স্মৃতিকথন মন ছুঁয়ে গেছে ।

রাহুল দেব বর্মনের মৃত্যুর পর আশা ভূশলে এই গানটি রিমিক্স করেছিলেন রাহুলজি'র সৌজন্যে ।

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩২

অরুদ্ধ সকাল বলেছেন:
মনে পড়ে রুবি রায়

আমার
ছেলেবেলাকার গান...

২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬

ত্রিশোনকু বলেছেন: যে কয়েকটি গান আমার মুখস্ত তার মধ্যে একটি এটি।

ধন্যবাদ।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৩

এহসান সাবির বলেছেন: পছন্দের একজন গায়ক।

২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৬

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ এহসান।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩০

মহামহোপাধ্যায় বলেছেন: "যেতে যেতে পথে হল দেরী" আর "মনে পড়ে রুবি রায়" এই গান দুটো খুউব ভালো লাগে।

আপনার পোস্টে তার প্রতি শ্রদ্ধা জানালাম।

২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫১

ত্রিশোনকু বলেছেন: তাই তো পারি নি
যেতে পারিনি
যেতে পারিনি যেতে পারিনি

ভুল বুঝে তুমি চলে গেলে



ধন্যবাদ মহামহোপাধ্যায়।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ফেলে আসা দিনের একেকটি গান যেন একেকটি জানালা...
সুর ও সঙ্গীতের টানে ফিরে যাই রঙ্গীন অতীতে...

সুন্দর স্মৃতিকথন...স্মৃতি জাগানিয়াও বটে :)

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৮

ত্রিশোনকু বলেছেন: সুন্দর কথামালার জন্যে আন্তরিক ধন্যবাদ মাঈন।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: শুনব :)

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৯

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪২

ত্রিশোনকু বলেছেন: মামুন রশীদ,

আপনার মন্তব্যের রিপ্লাই বাটনটি কাজ করছে না, অনেকবার চেষ্টা করলাম।

ও মেরে সোনা গানটি অপুর্ব।

অনেক ধন্যবাদ শোনাবার জন্যে।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন! আপনার সাথে সাথে আমারও ভাবতে ভালো লাগছি তেমন সুন্দর একটা সমুদ্র সৈকতের কথা! গানটা আসলেই সুন্দর।

শহরের দিকে আরো একটা বিচ ছিল নাম ফইল্লাতলী বিচ সেটাও অনেক ভালো লাগত- একদম আনটাচ!!!

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা

৯| ০৩ রা জুন, ২০১৪ রাত ৮:৫৯

দৃষ্টিসীমানা বলেছেন: পঞ্চমের গান বিচের শব্দ আহা , আবার যদি সে সময়ে ফিরে যাওয়া যেত .....................।

১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

ত্রিশোনকু বলেছেন: আসলেই, আবার যদি সে সব দিন গুলোতে ফিরে যাওয়া যেত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.