নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

অঞ্জলী লহ মোর।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

কান্তজীর দেয়ালের

পোড়ামাটিতে আঁকা

রামায়ন আর মহাভারত বর্ণনা

করছিলাম সংগিনীকে।



দৃশ্যপট পালটে গেল।



আমার সদ্য যৌবন

সুহৃদকে নিয়ে বেড়াতে এসেছি।

মন্দির প্রংগণে দাঁড়িয়ে আছো

তিরিশের তুমি,

ত্রিশের তুমি।



এইমাত্র নেয়ে এসেছো

দুধের শিশুটিকে খাইয়ে,

মেঘ রঙ চুলের আগা থেকে

মন্থর গতিতে মুক্তো

খসে খসে পড়ছে।

গোসলের মদির পেলব ঘ্রাণ

পুরো প্রংগনটিকে মাতাল করে রেখেছে।



হাঁটু গেড়ে সামনে

অর্ঘ্য আমিই, পুরোটাই,

সঁপে দিলাম তোমাতে।

পূর্ব বিশ এক সদ্য যুবা

পূর্নাংগ মাতৃত্বের কাছে

সমর্পিত হ'ল।



বললাম

অঞ্জলী লহ মোর"

তুমি সংগীত খুঁজলে।

আশাহত হয়ে তাকালে যখন



আমি পুরোটাই তখন সংগীত।



-৩০ শে জুন, রাত ১২টা ১ মিনিট, বারিধারা।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

শাবা বলেছেন: কবিতাটির ভাব স্বচ্ছ নয়। কিছু বানান বিভ্রাট রয়েছে। তারপরও বলবো সুন্দর হয়েছে।
আমার ব্লগে আমন্ত্রণ।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ শাবা।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২১

ত্রিশোনকু বলেছেন: আপ্নের ব্লগ কোনটা?

২| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২০

একজন আরমান বলেছেন:
হাঁটু গেড়ে সামনে
অর্ঘ্য আমি পুরোটাই
সঁপে দিলাম তোমাতে,
পূর্ব বিশ এক সদ্য যুবা
পূর্নাংগ মাতৃত্বের কাছে
সমর্পিত হ'ল।



এই প্যারাটা বেশি ভালো লেগেছে। :)

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ আরমান।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

উপপাদ্য বলেছেন: দুঃখিত।

সম্ভবত আপনি আহত হয়েছিলেন আমার মন্তব্যে।

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭

ত্রিশোনকু বলেছেন: কবে কোথায় কখন?

নাতো।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

শাবা বলেছেন: আমার ব্লগের লিংক http://somewhereinblog.net/blog/Shabaabdullah

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ শাবা।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

উপপাদ্য বলেছেন: পূর্বের মন্তব্যটি কেটে দিয়েছেন যে এজন্য ভাবলাম।

আমার মন্তব্য কি আপনার ভালো লাগে নি??

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

ত্রিশোনকু বলেছেন: আমি কোনো মন্তব্য কাটিনি।

ওটা নিশ্চয়ই সামুর গ্লিচ।

আপনি আবার মন্তব্যটি দিন।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

উপপাদ্য বলেছেন: ওহ,
মনে হয়,

ক্লিয়ার হয়েছে

ধন্যবাদ

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪২

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ উপপাদ্য।

৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১২

রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর :)

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৩

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ কন্যা।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অসাধারণ লিখেছেন :)




অ/ট: ’না প্রেমিক না বিপ্লবী’ নামে কিন্তু গুরুত্বপূর্ণ মনুষ্য-শ্রেণী পৃথিবীতে আদিকাল থেকেই আছে! অতএব...

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৪

ত্রিশোনকু বলেছেন: হা হা হা, অনেক ধন্যবাদ।

৯| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

নস্টালজিক বলেছেন: আশাহত হয়ে তাকালে যখন

আমি পুরোটাই তখন সংগীত।




এই লাইনটা চমৎকার!


শুভেচ্ছা, ত্রিশোনকু ভাই!

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৪

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ নষ্টালজিক।

১০| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭

জুন বলেছেন: চমৎকার কবিতা , অনেক ভালোলাগলো :)


তিরিশের তুমি,
ত্রিশের তুমি :!>

২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৫

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ জুন।

আর তোমার দৃষ্টি ও ভাবনা খুব প্রখর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.