নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

এরশাদকে নিয়ে এত জল্পনা কল্পনা কেন?

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭

এরশাদ কোন জোটে থাকবে বা থাকবে না তা নিয়ে এত জল্পনা কল্পনা কেন আমি বুঝিনা।



আজ যদি একটা ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল অর্ডার করা হয়, ৯০ দিনের মধ্যে এরশাদের মৃত্যুদন্ড কার্যকর হবে।



মঞ্জুর হত্যা মামলা যদি আজ ঠিক ঠাক (ঢিলেঢালা ভাবে এখন যেভাবে হচ্ছে সেভাবে নয়)ভাবে চালানো হয় তা হলে বছর দেড়েকের মধ্যে তার সর্বোচ্চ শাস্তি বিধান করা যাবে।



তার কি ক্ষমতা ক্ষমতাশীন দলের বিরুদ্ধে যাবার?



এই শারমেয় শাবক এরশাদ, জিয়া হত্যাকে জায়েজ করতে জিয়া হত্যাকান্ডের ৩ মাস ২৩ দিনের মাথায় ১০ জন মুক্তি যোদ্ধা সহ ১২ জনকে ফাঁসিতে ঝোলায় এবং মাস খানেক পর পংগু এবং মৃত্যুদন্ড পাবার অযোগ্য আরেকজন মুক্তি যোদ্ধা (লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন) কে ফাঁসী দেয়।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২২

গাজী সুবন বলেছেন: আর যাই কন এরশাদ জাতে মাতাল হইলেও তালে ঠিক

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪০

ত্রিশোনকু বলেছেন: বেঠিক হইলে যে বেঘোরে জান দিতে হবে।

২| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

বেঈমান আমি. বলেছেন: খালেদা ম্যাডাম জিয়া হত্যার বিচার করে না কেন?

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪১

ত্রিশোনকু বলেছেন: আমি কি জানি?

৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সহ-প্রশ্ন রেখে গেলাম :)

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০

রাহুল বলেছেন: তারেক দেশের উন্নতি চায় কিন্তু হের বাপের হত্যার বিচার চায় না কেনো? হাসিনা দেশের উন্নতি চায় না কিন্তু বাপের বিচার কইরা দেহাইছে। :) :D B-)

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৪

ত্রিশোনকু বলেছেন: ওহ

৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১১

দিশার বলেছেন: কাকু বিএনপির সাথে থাকলে , লিগ এর কাসে স্বৈরাচার। আর লীগ এর সাথে থাকলে বিএনপির কাসে বেইমান। তো কাকু যাবে কই ? কাকু তো খারাপ কি সু না, অনন্য আর দশটা রাজনীতিবিদ এর মত দুর্নীতিবাজ, নারী লোভী , লুইচ্চা বদমাশ। আমরা আমরাই তো ! B-)

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

ত্রিশোনকু বলেছেন: ঠিক ঠিক।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১১

মিজানুর রহমান মিলন বলেছেন: আমার মনে হয়-বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কেউ যদি এক শব্দে জানতে চায়-উত্তর : এরশাদ , হাসিনা, খালেদা ।

আমি এদের আলাদা করে দেখি না ।


( জামাত আউট অব সিলেবাস)

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

ত্রিশোনকু বলেছেন: একমত।

ধন্যবাদ আপনাকে।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১২

মিজানুর রহমান মিলন বলেছেন: এক শব্দে না -সঠিকটা হবে এক বাক্যে ।

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ মিলন।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
গুরু এরশাদ রুল্জ B-))

২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ মুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.