নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

ছেলেবেলার কবিতা-১ : তোমার আত্মার রঙ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

ভালোবাসা তোমার হিরন্ময় হাতিয়ার

যা তুমি আহরোন করেছ ঈভের স্বর্গোদ্যান থেকে।



তোমার বাদামী ফাঁপা চুলে,

ঘুম ঘুম চোখে,

জ্বালা ধরানো আগুনে ঠোঁটে,

রিনরিনে ধুসর কন্ঠস্বরে

সাইকেডেলিক সভ্যতার উন্মত্ত অসারতা।



ভায়োলিনের নীল নীল সুরে তোমার বয়ে চলা

বেইজ ড্রামের রক্ত রংয়া বিটে উন্মাদ হওয়া,

ভেনাসের কাছ থেকে নির্দেশিত যেন।



তোমার সবুজ সবুজ আত্মাটা হলদে সাদায় সীমাবদ্ধ।

আমি নীলের পুজারী-

তবুও তোমার সবুজাভ আত্মায় মোহগ্রস্থ।



-সোনাকান্দা, অক্টোবর ৬, উন্নিশশো পঁচাত্তুর

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

ডট কম ০০৯ বলেছেন: আমি নীলের পুজারী-
তবুও তোমার সবুজাভ আত্মায় মোহগ্রস্থ।

দারুণ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ ডট কম ০০৯

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

একজন ঘূণপোকা বলেছেন: তোমার সবুজ সবুজ আত্মাটা হলদে সাদায় সীমাবদ্ধ।
আমি নীলের পুজারী-
তবুও তোমার সবুজাভ আত্মায় মোহগ্রস্থ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ একজন ঘূণপোকা।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

রাতুল_শাহ বলেছেন: দারুণ লাগলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ, রাতুল শাহ।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: বাপরে ১৯৭৫ সালের কবিতা। আমি ইমপ্রেসড ব্যপক মাত্রায়।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১৪

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে এবং মন্তব্য করার জন্যে।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

জুন বলেছেন: ভায়োলিনের নীল নীল সুরে তোমার বয়ে চলা
বেইজ ড্রামের রক্ত রংয়া বিটে উন্মাদ হওয়া,
ভেনাসের কাছ থেকে নির্দেশিত যেন।


বলেন কি সেই ছোটবেলায় আপনি এত সুন্দর অর্থবোধক কবিতা লিখেছিলেন !! সত্যি আপনি জিনিয়াস ত্রিশঙ্কু :)
+

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১৩

ত্রিশোনকু বলেছেন: :!> :#> :!> :#> :!> :#>

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১৪

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.