নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

ওয়েব সাইট/পেইজ আপডেইট রাখা প্রসংগেঃ

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩১

গতকাল রাতে একটি টেলিভিশন চ্যানেলে ঢাকার একটা পাশ্চাত্য সংগীত ও যন্ত্র সংগীতের একটি স্কুলের ইম্প্রেসিভ একটা অনুষ্ঠান হল।



এককোটি অস্কার পাওয়া, অত্যন্ত বিখ্যাত আমেরিকান মিউজিক্যাল ফেল্মের নামে নাম স্কুলটার।



স্কুলটিকে লন্ডন কলেজ অফ মিউজিক এদেশে তাদের একজাম সেনটার হিসেবে নির্বাচন করেছে।



আমি আর আমার বউ লেগে পড়লাম এদের সাকিন বের করতে। একটা বনানীর ঠিকানা তাদের দেয়া দুটি টেলিফোন নম্বর টুকে বেড়িয়ে পরলাম কাট ফাটা রোদের দুপুরে।



বনানীতে ঠিকানা খুঁজে বাড়ি বের করা গুলশান বা বারিধারা চেয়ে কঠিন। যাই হোক প্রচন্ড গরমে বাড়ি খুঁজে বের করা হল। দেখি ঐ ঠিকানায় একটা বহুতলা বিশিষ্ট ইমারত ঊঠছে। স্কুলের কোন চিহ্ন নেই।



চারিপাশে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম যে কোনো এককালে সেখানে একটা স্কুল ছিল মিউজিকের।



কি আর করা। দুটো ফোনের প্রথমটাতে ফোন করলাম। জবাব আসল ঐ ফোনটা আর ব্যাবহার করা হয় না।



দ্বিতীয় ফোনটায় ফোন করা হ'ল তারপর। টেলিফোন বাজলো। আমরা আশান্বিত! একজন ফোন ধরলেন। জিজ্ঞেস করলাম অমুক স্কুল কিনা। বিরক্তের সাথে জবাব আসল না। আমি অত্যন্ত দুঃখিত হয়ে খুবই বিনয়ের সাথে জিজ্ঞেস করলাম যে সেটা অমুক নাম্বার কিনা। জবাব আসল রূঢ় স্বরে হ্যা। আমি তাও ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আবার যে কদ্দিন থেকে ঐ ফোনটা তিনি ব্যাবহার করছেন। রূঢ় স্বরের উত্তরঃ দশ বছর।



রোদে পুরে পুরো কাবাব হয়ে বাড়িতে ফিরলাম, বিফল মনোরথে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৫১

একজন ঘূণপোকা বলেছেন:

যদি আপডেট করতে না পারে, শূধু শুধু ওয়েব সাইট খোলার দরকারটা কি?? এতে আরও বেশি পেইন, ভুল ঠিকানায় গিয়ে ঘুরা, ভুল নাম্বারে ফোন করে বিরক্ত করা ও হওয়া। যা আপনার একারই অভিজ্ঞতা না অনেকেরই এমন অভিজ্ঞতা আছে।


এরা এখনো এটাকে কাজের জিনিস মনে করে নাই, মনে করে এটা ফ্যাশন করার জিনিস।


একটা ওয়েব সাইট থাকলে বুঝি ওজন বাড়ে

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১:০৯

ত্রিশোনকু বলেছেন: একদম ঠিক কথা ঘূণ!

২| ০৩ রা এপ্রিল, ২০১৪ ভোর ৫:৫৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাঙালি এখনও প্রফেশনালিজমের প-টও শিখতে পারেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.