নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

তোমার চোখের অশ্রু কারুরই প্রাপ্য নয়, তবে তা যাদের প্রাপ্য তারা কখনোই তোমাকে কাঁদাবে না।_ গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ।

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৬



"Nobody deserves your tears, but whoever deserves them will not make you cry."



সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ কলম্বিয় গাব্রিয়েল গার্সিয়া মার্কেস ১৯২৭ সালের ৬ মার্চ জন্ম গ্রহন করেন। তার আরেক নাম ছিল গাবো।



.৯৮২ সালে তিনি পান সাহিত্যের শ্রেষ্ঠ পুরুষ্কার নোবেল প্রাইজ।



বিংশ শতকের নামজাদা ও জনপ্রিয় লেখকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। বিংশ শতাব্দীর শেষার্ধ ছিল তাঁর পদচারনায় প্রকম্পিত।



গাব্রিয়েল গার্সিয়া মার্কেস (স্পেনীয় ভাষায় তাঁর পূর্ণ নাম Gabriel José de la Concordia García Márquez গাব্রিয়েল্‌ খ়োসে দে লা কোঙ্কোর্দিয়া গার্সিয়া মার্কেস্‌, (জন্মঃ ৬ মার্চ, ১৯২৭ - মৃত্যু: ১৭ এপ্রিল, ২০১৪ ), যিনি গাবো নামেও পরিচিত, একজন কলম্বীয় সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৮২ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নিঃসঙ্গতার এক শতাব্দী বইয়ের লেখক হিসেবে তিনি বিশেষ পরিচিত। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস জীবনের বেশিরভাগ সময় বসবাস করেছেন মেক্সিকো এবং ইউরোপে।

চার্লস ডিকেন্স, লিও তলস্তয় ও আর্ণেস্ট হেমিংওয়ের সমকখহ লেখক হিসেবে তিনি ছিলেন স্বীকৃত।





এই বিশ্ব বিখ্যাত কলম্বিয়ান ঔপন্যাসিক বিংশ শতাব্দীর শেষার্দ্ধের সবচেয়ে আলোচিত, সবচেয়ে প্রভাবশালী লেখক হিসেবে আবির্ভুত হয়েছিলেন। জীবনের শেষ দুই যুগ তিনি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে বেঁচেছিলেন। এ সময় তাঁর লেখালিখি কমে আসে। জনসংযোগ ও ভ্রমণ হয়ে পড়ে সীমিত। এমনকী ২০০৪-এ আত্মজীবনীর প্রথম খণ্ড লিভিং টু টেল আ টেইল প্রকাশের পর পরিকল্পিত ২য় এবং ৩য় খণ্ড আর রচনা করা হয়ে ওঠেনি। তিনি দূরারোগ্য লিম্ফেঠিক ক্যান্সারে ভুগছিলেন। ২০১২'র জুলই থেকে তিনি স্মৃতি বিনষ্টিতে আক্রান্ত হন।



সাহিত্যবিশারদদের মতে তিনি হোর্হে লুইস বোর্হেস (Jorge Luis Borges) এবং হুলিও কোর্তাসারের (Julio Cortázar) সাথে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ দক্ষিণ আমেরিকান কথাসাহিত্যিক। তিনি একই সঙ্গে জনপ্রিয় এবং মহৎ লেখক হিসেবে চার্লস ডিকেন্স, লেভ তলস্তয় ও আর্ণেস্ট হেমিংওয়ের সঙ্গে তাঁর নাম এক কাতারে উচ্চারিত হতো।



নোবল পুরুষ্কার দেয়ার সময় সুইডিস একাডেমী ঘোষনা করেছিল যে তার প্রতিটি সাহিত্যকর্ম প্রকাশ পৃথিবীর একেকটি গুরুত্বপূর্ণ ঘটনার সমকক্ষ।



তিনি ছিলেন রাজনীতি মনষ্ক এবং আম জনতার রাজুনীতির সাথে ছিলেন গভীর ভাবে সম্পৃক্ত।



কিউবার লৌহ মানব ফিদেল ক্যাস্ট্রোর সাথে তার বন্ধুত্ব ছিল প্রগাঢ়।





________



ম্যাজিক্যাল রিয়্যালিজমের প্রবক্তা মার্কেজের রচনার একটি বিশাল অংশ জুড়ে রয়েছে মানব-মানবীর প্রেম যা অতি দক্ষতার সাথে, শৈল্পিক ভাবে, হৃদয়স্পর্শী করে তিনি উপস্থাপন করেছেন। Love in the Time of Cholera একটা আগা গোড়া পাগলামোতে ভরা নিটোল প্রেমের উপাখ্যান।



গতকাল, ১৭ এপ্রিল, ২০১৪ এ গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ দীর্ঘ দিন ক্যান্সারে ভোগার পর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে, মধ্য দুপুরে মেক্সিকো সিটিতে মৃত্যু বরন করেন।



García Márquez died of pneumonia at age 87 on 17 April 2014 in Mexico City



তার সৃষ্টিঃ

উপন্যাস ও ছোট গল্প।



— "No One Writes to the Colonel and Other Stories," 1961

— "One Hundred Years of Solitude," 1967

— "The Autumn of the Patriarch," 1975

— "Chronicle of a Death Foretold," 1981

— "Love in the Time of Cholera," 1985

— "The General in his Labyrinth," 1989

— "Strange Pilgrims," 1992

— "Of Love and Other Demons," 1994

— "Memories of My Melancholy Whores," 2004

প্রবন্ধঃ

— "The Story of a Shipwrecked Sailor," 1970

— "News of a Kidnapping," 1996

স্মৃতি চারন

— "Living to Tell the Tale," 2002





++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



Love in the Time of Cholera by Gabriel García Márquez

18 April 2014 at 10:54



Love in the Time of Cholera; সারাংশ পঠন



Love in the Time of Cholera; ভিডিও ক্লিপঃ













_____________________________________________

সুত্রঃ

John Crace

The Guardian, Saturday 19 July 2008

Guardian book club



Goodreads,



"The Nobel Prize in Literature 1982". Retrieved 18 April 2014.





Author Gabriel Garcia Marquez dies, BBC News, 17 April 2014.





উইকিপিডিয়া।



Apuleyo Mendoza & García Márquez 1983



"Garcia Marquez, Nobel Laureate, Dies at 87". Associated Press. Retrieved 17 April 2014.

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পোস্ট টা আরেকটু সমৃদ্ধ করতে পারেন। আমি আজ অনেককে মার্কেজের বই থেকে বিভিন্ন লাইন কোট করতে দেখলাম। দারুন সব।
মার্কেজ পাঠকরা আরো ভালো জানার কথা।
গল্প উপন্যাস পড়ার আলসেমি উনার চমৎকার সব লিখা পড়া থেকে বঞ্চিত করেছে। তবে শীঘ্রই পড়তে চাই।

ভালো থাকুক কথার জাদুকর।
আমরা তার গল্পে জেনে যাবো, উনি বেচে আছেন গল্প বলতে।

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৬

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্যে।

২| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
“What matters in life is not what happens to you but what you remember and how you remember it.”

“It is not true that people stop pursuing dreams because they grow old, they grow old because they stop pursuing dreams.”

“There is always something left to love.”

--One Hundred Years of Solitude
Gabriel García Márquez

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৭

ত্রিশোনকু বলেছেন: Oh Durjoy, you have already started enriching my post.

Thanks a lot.

৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
''A man knows when he is growing old because he begins to look like his father.''
Gabriel García Márquez (b. 1928), Colombian writer. Love in the Time of Cholera (1985, trans. 1988).

''Necessity has the face of a dog.''
Gabriel García Márquez (b. 1928), Colombian author. Mina, in In Evil Hour (1968, trans. 1979).
''A person doesn't die when he should but when he can.''
Gabriel García Márquez (b. 1928), Colombian author. Quote taken from Picador edition (1978). Colonel Aureliano Buendia, in 100 Years of Solitude, p. 199 (1967, trans. 1970).

''Injections ... are the best thing ever invented for feeding doctors.''
Gabriel García Márquez (b. 1928), Colombian author. Doctor Giraldo, in In Evil Hour (1968, trans. 1979).

''The problem with marriage is that it ends every night after making love, and it must be rebuilt every morning before breakfast.''
Gabriel García Márquez (b. 1928), Colombian writer. repr. In Penguin edition (1988). Dr. Urbino, in Love in the Time of Cholera, p. 09 (1985).
''Justice ... limps along, but it gets there all the same.''
Gabriel García Márquez (b. 1928), Colombian author. Guardiola, in In Evil Hour (1968, trans. 1979). To Judge Arcadio.

''Ultimately, literature is nothing but carpentry. With both you are working with reality, a material just as hard as wood.''
Gabriel García Márquez (b. 1928), Colombian author. Interview in Writers at Work, Sixth Series, ed. George Plimpton (1985).
.
''He repeated until his dying day that there was no one with more common sense, no stonecutter more obstinate, no manager more lucid or dangerous, than a poet.''
Gabriel García Márquez (b. 1928), Colombian writer. Love in the Time of Cholera, p. 168 (1985, trans. 1988).

''She discovered with great delight that one does not love one's children just because they are one's children but because of the friendship formed while raising them.''
Gabriel García Márquez (b. 1928), Colombian writer. Love in the Time of Cholera (1985, repr. 1988). Said of Fermina Daza.
''The world must be all fucked up when men travel first class and literature goes as freight.''
Gabriel García Márquez (b. 1928), Colombian author. the Catalan bookstore owner in Macondo, in 100 Years Of Solitude, 1978 edition, p. 323 (orig. publ. 1967, trans. 1970).
''An early-rising man ... a good spouse but a bad husband.''
Gabriel García Márquez (b. 1928), Colombian author. The widow Monteil, in In Evil Hour (1968, trans. 1979)
''No, not rich. I am a poor man with money, which is not the same thing.''
Gabriel García Márquez (b. 1928), Colombian writer. Uncle Leo XII, in Love in the Time of Cholera, p. 167 (1985, trans. 1988).

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৮

ত্রিশোনকু বলেছেন: Oh!

thank you for enriching my post.

I appreciate.

This is the best:

"''The problem with marriage is that it ends every night after making love, and it must be rebuilt every morning before breakfast.''"

৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৮

মামুন রশিদ বলেছেন: প্রিয় লেখকের প্রতি বিনম্র শ্রদ্ধা !

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৯

ত্রিশোনকু বলেছেন: শ্রদ্ধা, বিনম্র।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সংক্ষিপ্ত হলেও তাৎপর্যপূর্ণ অংশটিতে আলোকপাত করেছেন:)

শ্রদ্ধাঞ্জলি !

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫০

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ মাঈনুদ্দিন,

আপনি আমাকে বিষ্মিত করতে কখনো ব্যার্থ হন নি।

৬| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


বিনম্র শ্রদ্ধা !

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১১

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ অথর্ব।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫

জুন বলেছেন: গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এর উপর আলোচনাটি সংক্ষিপ্ত হলেও ওনার উপর আলোকপাতটুকু ব্যাপক ও প্রাঞ্জল ত্রিশংকু ।
+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.