নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

উফফ!

১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৭

প্রতীক্ষা আর কত?

দিন গুনে রাত ছেনে

পলে পলে অনুপলে



আভাষ তো পেয়েছিলি কতই

পাত্তা দিসনি।



মনে পড়ে?

বালি নদীর তীরে

তোর হাতে হাত রেখে

বলতে চেয়েছিলাম

ভালোবাসি।



ভুলে গ্যাছিস??

শীতের এক পড়ন্ত বিকেলে

হুড পরা তোর সাথে

আলাপচারিতা।

কে এফ সির বানিয়া রংয়ের সাথে

তোর হুডের রং।

মিলে মিশে একাকার।



চিকেন আর রাইসের

কি একটা খাবার খাচ্ছিলি,

আরেকদিন।

আমি তো ওসব খেতে পারিনা।

কুট কুট করে

তোর শুভ্র দাঁত আর

পরাবাস্তব ঠোঁটের

কাব্য রচনা দেখছিলাম।



তোর সামনে হাঁটু গেঁড়ে

হাত দুটো আমার হাতে নিয়ে

বললাম-ভালোবাসি, বাসিস কি?

দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে বোঝালি,

না।



কোন্যদিন ছুঁয়ে দেখিনি তোর গ্রীবা

যদিও মরে যেতে ইচ্ছে করতো

না ছুঁতে পারায়।



না করে দেবার পরদিন

মুঠোফোনে ধরলাম তোকে

বললাম ভালোবাসি

তুই বলে ফেললি "আমিও"।



উফফ!

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:০৪

সঞ্জীবনী বলেছেন: উফফফফফফ :P :P

১৯ শে মে, ২০১৪ দুপুর ১:২২

ত্রিশোনকু বলেছেন: :!> :!> :!> :#>

২| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:০৭

সময়ের ডানায় বলেছেন: না করে দেবার পরদিন
মুঠোফোনে ধরলাম তোকে
বললাম ভালোবাসি
তুই বলে ফেললি "আমিও"।

উফফ!

১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ ডানায়।

৩| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:১১

রাতুল_শাহ বলেছেন: না করে দিলেও হাল ছাড়া যাবে না তাহলে।

অনুপ্রাণিত হলাম

১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৯

ত্রিশোনকু বলেছেন: আরে তোমার বাসা বেসে গেলে কার আব্বুর কি?

৪| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:০১

ৎঁৎঁৎঁ বলেছেন:
না করে দেবার পরদিন
মুঠোফোনে ধরলাম তোকে
বললাম ভালোবাসি
তুই বলে ফেললি "আমিও"।

উফফ!



হা হা হা!

১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:০৯

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

২৭ শে মে, ২০১৪ সকাল ৮:৩৪

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

৫| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:০৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগছে

১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:১০

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ নাজমুল।

৬| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: উফফফফফফফ..................!!!!!!!

১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

৭| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:১০

দি ভয়েস বলেছেন: পিরিতির বানে ভাইসা গেল চারিদিক । :D

২১ শে মে, ২০১৪ দুপুর ১২:১৭

ত্রিশোনকু বলেছেন: :!> :#> X((

৮| ২৩ শে মে, ২০১৪ রাত ১০:৩৮

মিনুল বলেছেন: এইতো ভালোবাসা....।

৩১ শে মে, ২০১৪ রাত ৯:১২

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ মিনুল।

৯| ৩১ শে মে, ২০১৪ রাত ৩:০১

পংবাড়ী বলেছেন: কতদিন পরে, আবার মুঠোফোনে বললেন, স্যরি?

কবিতা বা টবিতা, যাহাই বলুন, ভালো লাগেনি

১০| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:১৯

জুন বলেছেন: সচরাচর আপনি যেমন যেমন লিখে থাকেন তেমনি সুন্দর উপভোগ্য এবং স্বকীয় একটি কবিতা যার মর্ম বুঝতে কিছুর সাহায্য দরকার হয়না। প্রানবন্ত প্রাঞ্জল ।
+

০৬ ই জুন, ২০১৪ দুপুর ২:২০

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ জুন।

আপনার কবিতাগুলোও খুবই সুন্দর।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন ভালোবাসার পদ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.