নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

এ যাত্রায় বেঁচে গেল বাংলাদেশ!

১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৬

Updated- 9:33 am, 11 October, 2014.





ঘুর্ণিঝড় হুদহুদ (কুরআনে বর্নিত হজরত সোলাইমান আলাইহিস সালামের সংবাদ সংগ্রহকারী পাখি) নামকরন করে ওমান।



উত্তর আন্দামান দ্বীপে সৃষ্টি হয়ে এই ঝড় মোটামুটি সব সময়ই উত্তর পশিম দিকে যাচ্ছিল। সৃয়াষ্টির কিছু পর যদি এটা সরা সরি উত্তর দিকে মোড় নিত তাহ'লে এটা বাংলাদেশের উপকূলে আঘাত হানত।







এই মুহুর্তে এই ঘুর্ণিঝড়ের চোখটি ভারতের পূর্ব উপকূলের কাছে আছে। বাতাসের গতিবেগ ঘন্টায় ১৪০ থেকে ১৫৫ কিলোমিটার পর্যন্ত উঠছে।



এই ঘুর্ণিঝড়টি আগামীকাল অপরাহ্নে (বাংলাদেশ সময়)ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যায় আঘাত হানার কথা।



এটা একটা ভয়ংকর ধরনের ঘুর্ণিঝড় যার ফলে এই দুই প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হবার আশংকা করা হচ্ছে।



ঘুর্ণিঝড় মোকাবেলায় ভারত সর্বাত্বক পদক্ষেপ নিচ্ছে। এর কেন্নদ্রবিন্ধুতে আছে মানুষ বাঁচানো।



উপকুলীয় বিশাল জনজনকে অন্যত্র সময় মতন সরিয়ে নেয়াই হচ্ছে সবপচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের মধ্যে উরিষ্যা ও অন্ধ্র প্রদেশের ৫০০ গ্রামের অন্ততঃ পক্ষে সাড়ে চার লাখ লোক উপকূলের নীচু এলাকা থেকে অনত্র সরিয়ে নিতে হবে।গত শুক্রবার সরানো শুরু হয়েছে।



ভারতের পূর্ব উপকূলীয় রেলওয়ে আগামীকালের ৩৮টি ট্রেনের যাত্রা

বাতিল করেছে।



স্যাটেলাইট ইমেজে আজ সকাল বাংলাদেশ সময় রাত দশটায় নেয়া।







এই অঞ্চলের এরপরের সাইক্লোনটির নামকরন করবে পাকিরা।



সুত্রঃ



১। Cyclocane (cyclocane is a CYCLOne and hurriCANE tracker) ,



২। The Indian Express,



৩। NDTV,



৪। IBN Live,



৫। . India,



৬। BBC News,



৭।ABC



৮। Daily Star.



_____________________________________________

হুদহুদ পাখি প্রসংগ



গত বছর একটি ঘূর্ণিঝড়ের নাম দেয়া হয়েছিল মহাসেন। দিয়েছিল শ্রীলংকা। দেশব্যাপী সে দেশের জাতীয়তাবাদীদের প্রতিবাদের মুখে সে নাম বদলে রাখা হয় ভিয়ারু। মহাসেন শ্রীলংকার একজন প্রজা দরদী মহান শাসক ছিলেন। ঘুর্ণিঝড়ের মতন এমন একটা বিধ্বংসী শক্তির নাম তার নামে হওয়াতেই এই প্রতিবাদ।



এই বারেরটির নাম দিয়েছে ওমান।

এই পাখি নবী সোলাইমান আলাইহিস সালামের সংবাদ সংগ্রহকারী ছিল বলে উল্লেখ আছে কুরআন ও তাওরাতে।



নামটি দেয়ার ব্যাপারে ভারতের প্রতিবাদ করা উচিৎ। কারন এই পাখিটি ভারতের জানি দোস্ত ইজরায়েলের জাতীয় পাখি। :) :D B-) ;)

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫১

ভারসাম্য বলেছেন: +++

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৩

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ভালো হয়েছে, স্বস্তি পেলাম।
হুদহুদ কেন হুদাহুদি আমাদের দেশে আসবে বলুন তো....! B-) ;)

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৯

ত্রিশোনকু বলেছেন: হুদহুদি আবার কি? :||

৩| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ভালো হয়েছে, স্বস্তি পেলাম।
হুদহুদ কেন হুদাহুদি আমাদের দেশে আসবে বলুন তো....! B-) ;)

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০০

ত্রিশোনকু বলেছেন: :(

৪| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধূ লেজের বারিতেইতো দেশে বৃষ্টি আর বৃষ্টি!!!

আল্লাহর কাছে শূকরিয়া বিপদ থেকে নিরাপদ রাখার জণ্য।

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০২

ত্রিশোনকু বলেছেন: ভাল বলেছেন। বৃষ্টি দেখে আমি প্রথমে ভেবেছিলাম আমাদের এদিকেই আসছে।

৫| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৬

প্রবাসী পাঠক বলেছেন: আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে , ঘূর্ণিঝড় টি বাংলাদেশের উপর সরাসরি আঘাত হানে নি।

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৩

ত্রিশোনকু বলেছেন: আলহামদুলিল্লাহ।

৬| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধূ লেজের বারিতেইতো দেশে বৃষ্টি আর বৃষ্টি!!!

আল্লাহর কাছে শূকরিয়া বিপদ থেকে নিরাপদ রাখার জণ্য।

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৪

ত্রিশোনকু বলেছেন: জ্বী, খুব শক্তিশালী সাইক্লোন ছিল এটি।

৭| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: প্রতিবার তো এভাবে কপালের জোড়ে বাঁচব না । দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়ন জরুরী ।

শুভেচ্ছা :)

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৫

ত্রিশোনকু বলেছেন: সঠিক।

সুভেচ্ছার জন্যে ধন্যবাদ। :D

৮| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৪

আমি তুমি আমরা বলেছেন: এর আগে আইলা আর সিডরের নামকরনের ইতিহাস জানতে চাই।

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৭

ত্রিশোনকু বলেছেন: কোন কোন দেশ নামকরন করেছিল জানিনা তো। :(

৯| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩২

দৃষ্টিসীমানা বলেছেন: পোষ্টে + + + + + ।

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৭

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

১০| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৭

দৃষ্টিসীমানা বলেছেন: পোষ্টে + + + + + ।

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

১১| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪১

দৃষ্টিসীমানা বলেছেন: পোষ্টে + + + + + ।

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

১২| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৩

কলমের কালি শেষ বলেছেন: আল্লাহ সকলে ভাল এবং নিরাপদে রাখুন । :)

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৬

ভারসাম্য বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো হয়েছে, স্বস্তি পেলাম।
হুদহুদ কেন হুদাহুদি আমাদের দেশে আসবে বলুন তো....!


'শুধু শুধু' এর বরিশাল ভার্শান হচ্ছে ' হুদা হুদি' । ;)

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৫৪

ত্রিশোনকু বলেছেন: হাহাহাহাহাহাহাহা

১৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৭

জেনারেশন সুপারস্টার বলেছেন: হোয়াটস আপ মেজর? হাউ আর ইউ?

১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

ত্রিশোনকু বলেছেন: Fine thank you.

May I know who you are?

১৫| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৭

জেনারেশন সুপারস্টার বলেছেন: ইউ নো মি ভার্চুয়ালী সিন্স লং।

https://www.facebook.com/arup.r.biswas.9

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৯

ত্রিশোনকু বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা, কেমন আছ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.