নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

ভাবনাগুলো।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩

আমার ছোট বোন তখন আড়াই বছর। বাসার হাজীগঞ্জের গৃহ কর্ম সহকারীর বদোউলতে সে তখন আধো আধো বোলে কিন্ত নির্ভুল হাজীগঞ্জী ঊচ্চারণে গান গায়ঃ

"আঁই চলি জারগেই
আঁই চলি জারগেই
আঁর লাগুল হাইত্তেন নঁ।"

চিটাগাং এ আমাদের আনা ফ্রাংকীয় জীবনে ওর এই গান অতি অপ্রতুল ভাল লাগার একটি।

রাতে আমরা আগে আগে খেয়ে নিয়ে বাড়ির সব লাইট অফ করে দিয়ে, দরজা জানালা বন্ধ করে দিয়ে বিবিসির বাংলা অনুষ্ঠান শুনতে বসতাম গোল হয়ে। কখনো আসতো কামালপুর যুদ্ধের বর্ণনা আবার কখনো ঢাকার ক্র্যাক প্লেটুনের অসম সাহসিক কান্ড কারখানার খবর। মা আমার প্রতিদিন এই সময়ে অঝোরে কাঁদতেন, আর দোয়া দরুদ পড়ে অনবরত অদৃশ্য এই বীরদের ফুঁ দিয়ে যেতেন যাতে করে সর্ব শক্তিমান সমতটের হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানদের নিরাপদে
রাখেন।

বিবিসির খবরের শেষে ছোট বোনকে ঘুম পাড়ানো একটা বিশাল যন্ত্রণার কাজ ছিল। সে ঘুমুবেনা এবং "পূর্ব দিগন্তে" গানটি শুনবে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার সেই ফরমায়েস পৌঁছুনোর কোন বন্দোবস্ত ছিলনা। তাই ওই গানও বাজতো না এবং সে ধনুক ভাংগা পণ করে বসে থাকতো ওই গান না শুনে ঘুমুতে যাবে না।

এক সময় তার ঘুমোনোর ব্যবস্থা করা গেল।

আল বদর তখন একটা ত্রাসের নাম। আজ যেমন জয়নাল হাজারী, এরশাদ সিকদার বা শামীম ওসমানের নাম শুনলে বা মনে আসলে তাদের নিয়ন্ত্রিত এলাকার সাধারন লোকজনেরা আতংকে দিশাহারা হয়ে যায় বা যেত সে সময়ে চিটাগাং এর মানুষদের মনে "মীর কাসেম আলী" ও ছিল একটি ভয়াবহ আতংকের নাম।

দেওয়ান হাট হোটেলকে যে কুখ্যাতি দিয়েছিল জবাইখানা ও নির্যানত কেন্দ্রের, যার খুব কাছেই ছিল তখনকার বিখ্যাত গরুর মাংসের দোকান, নন্দন কাননকে যে নরকের ভাগাড়ে রূপান্তরিত করেছিল, চাকতাইকে লোকে যার জন্যে তখন মনে করতো মানুষের চামড়ার গুদাম নাম সেই লোকটিই মীর কাসেম আলী।

আড়াই বছরের ওইটুকুন মেয়েও বুঝতো মীর কাসেম রাতের অন্ধকারের ভুতের মতনই ভয়াবহ একটা কিছু। তাকে ঘুম পাড়ানো হ'ত "ঘুমাও তা না হ'লে মীর কাশেম আসবে"

_____________________________

মানুষের পরিচিতি কিভাবে বদলে যায়। কিছু রূপান্তরিত হয় নিজ কর্ম ফলে বাকী গুলো দল, গোষ্টি, ব্যক্তির স্বার্থ রক্ষার্থে।

আজ তাই একাত্তরের অসম সাহসী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, যিনি ভারতীয় সাহায্য ছাড়াই বিপুল বিক্রমে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, যিনি বেসামরিক মুক্তিযোদ্ধাদের মধ্যে একমাত্র জীবিত বীর উত্তম, কিংবদন্তির জাহাজ মারা হাবীবের যিনি পরিচালক ছিলেন, তিনি, হ্যাঁ তিনিই নব্বুইয়ের দশকের চাঁন্দাবাবা, অসংখ্য সেতু আর কাল্ভার্টের কাজ না করে ফেলে রেখে বিল তুলে নেওয়া ঠিকাদার, আজকের রাজাকার শিরোমনিদের দোসর। "

একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চট্টগ্রামের মেয়র হয়ে বাংলাদেশের একাত্তরের বৃহত্তম বধ্যভূমি গুলোর অন্যতম, ফয়েজ লেইককে প্রমোদ বিতানে রূপান্তরিত করাকে বন্ধ না করে সেই ঘৃন্য প্রকল্পের অন্যতম পৃষ্টপোষক, চিটাগাং এর অগ্নি কন্যা যার জন্যে সমগ্র চিটাগাং এর মানুষ গর্ব করতে পারে, সেই প্রীতিলতার স্মৃতি বিজড়িত অপর্নাচরন স্কুল গ্রাসের প্রচেষ্টার অন্যতম খল নায়ক।

সিপাই জনতা ভাই ভাই সুবেদারের /হাবিলদারের ওপরে অফিসার নাই" স্লোগানের জনক,নির্বিচারে সেনাবাহিনীর কর্মকর্তাদের মেরে ফেলার আদেশ দাতা আজ ক্রাচের কর্নেল, জাতীয় বীর।

চট্টগ্রামের কসাই এখন "সহজ-সরল ও সাদা-সিদে জীবনের অধিকারী মীর কাশেম আলী ভাই"।মানুষ

মন্তব্য ১১৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

গরল বলেছেন: সবই আসলে সময়ের প্রয়োজনে, যেই সময়ের যেই চাহিদা। শহিদুল্লাহ কায়সারের সময়ের প্রয়োজনে পড়েছেন নিশ্চই।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০৫

ত্রিশোনকু বলেছেন: না পড়িনি, সারেং বৌ দেখেছি ও সংশপ্তক পড়েছি।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

ক্ষতিগ্রস্থ বলেছেন: চট্টগ্রামের কসাই এখন "সহজ-সরল ও সাদা-সিদে জীবনের অধিকারী মীর কাশেম আলী ভাই"।

ইতিহাসের দায় শোধ দেখে যাই...

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

ত্রিশোনকু বলেছেন: হুম।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১০

মামুন রশিদ বলেছেন: স্মৃতিচারণের ভঙ্গিতে অনেক কঠিন কিছু ভাবনার জানান দিলেন । সকল সত্য উদ্ভাসিত না হলে জাতি হিসাবে আমাদের এগিয়ে চলা সম্ভব নয় ।

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

ত্রিশোনকু বলেছেন: মামুন রশিদ,

স্মৃতি চারণই।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: মামুন রশিদ বলেছেন: স্মৃতিচারণের ভঙ্গিতে অনেক কঠিন কিছু ভাবনার জানান দিলেন । সকল সত্য উদ্ভাসিত না হলে জাতি হিসাবে আমাদের এগিয়ে চলা সম্ভব নয় ।

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ অপূর্ণ।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯

মনিরা সুলতানা বলেছেন: সত্য উন্মোচিত হোক

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ মনিরা।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

জুন বলেছেন: আপনার ভাবনাগুলো মনের মাঝে ঝড় তুলে দিল ত্রিশঙ্কু । বর্তমানে সাধা সিদে হলেই কি তাদের কৃতকর্মের দায় শোধ হয়ে যায় ??
অল্প কথায় অসাধারন লেখা
+

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

ত্রিশোনকু বলেছেন: কৃতজ্ঞতা জুন।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪

খেলাঘর বলেছেন:

চট্টগ্রামের মেয়র মহীউদ্দিন সীমান্ত অতিক্রম করে, ১ নং সেক্টরের হেড কোয়ার্টার হরিণায় গিয়ে ছিল; কিন্তু যুদ্ধ করেনি; চট্রগ্রাম মুক্ত হওয়ার পর, নিউ-মার্কেটের পাশের মেশিনারী মার্কটের সব মালপত্র নিয়ে যায়।


মহীউদ্দিন ডাকাত।

কাশেম আলী দেরীতে হলেও দেনা শোধ করছে।

আপনার বয়স কত ছিল তখন?

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৯

ত্রিশোনকু বলেছেন: উন্নিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ আমার বয়েস ছিল ১২ বছর+

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

খেলাঘর বলেছেন:

তখন কি আপনার বয়স মুক্তিযুদ্ধে যাবার মত ছিল?

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০০

ত্রিশোনকু বলেছেন: একাত্তরে আমি যা করেছিলাম তা মুক্তিযুদ্ধ করা ছিল কিনা তা নিয়ে আমি এখনো বিভ্রমে।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:




মনিরা সুলতানা বলেছেন: সত্য উন্মোচিত হোক

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ অথর্ব।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

লেখোয়াড় বলেছেন:
লেখাটি ভাল লাগল।

রাজাকার মুক্ত বাংলাদেশ চাই।

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ খোঁয়াড়।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সিপাই জনতা ভাই ভাই সুবেদারের /হাবিলদারের ওপরে অফিসার নাই" স্লোগানের জনক,নির্বিচারে সেনাবাহিনীর কর্মকর্তাদের মেরে ফেলার আদেশ দাতা আজ ক্রাচের কর্নেল, জাতীয় বীর

ভালোই লিখেছেন , মাগার এই কথা কয়টার জন্যতো আপনি নিজেই রাজাকার হয়ে গেলেন ।

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

ত্রিশোনকু বলেছেন: :( :( :(

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


একবারের রাজাকার চিরদিনের রাজাকার
একবারের মুক্তিযোদ্ধা চিরদিনের মুক্তিযোদ্ধা নয় (হুমায়ুন আজাদ স্যার)


-ফাঁসির রায় দ্রুত কার্যকর হোক!

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ মাঈন।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:২৮

আবু শাকিল বলেছেন: আমাদের দেশের ইতিহাস গুলো অনেক বিতর্কিত ।বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে।
লেখা যখন পড়তে যাই। সত্য মিথ্যা নিয়ে সন্দেহ থাকে।

ভেজালের ভিড়ে ,অনেক দিন পর মনে হচ্ছে পিউর সত্য লেখা পড়লাম এবং জানলাম।

সত্য জানুক সবাই।

ধন্যবাদ দাদা।ভাল থাকবেন সর্বদা ।

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

ত্রিশোনকু বলেছেন: কৃতজ্ঞতা শাকিল।

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:২৯

ডি মুন বলেছেন:
রাজাকারমুক্ত বাংলাদেশ চাই

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১

ত্রিশোনকু বলেছেন: রাজাকারমুক্ত বাংলাদেশ চাই ডি মুন।

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:৩২

তুষার কাব্য বলেছেন: সত্য চিরদিন ই সত্য..আজ হোক কাল হোক তা জনসম্মুখে আসবেই...

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ কাব্য।

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

ডার্ক ম্যান বলেছেন: দেওয়ান হাটে কোন হোটেল নির্যাতন কেন্দ্রে ছিলো?
আপনি একজন রাজাকার কুলাঙ্গারের দেশদ্রোহী অপরাধীর সাথে অন্য ব্যক্তিদের দোষের কথা বলেছেন। সত্যি আপনার ভাবনাগুলো অন্যরকম।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০৬

ত্রিশোনকু বলেছেন: দেওয়ান হাট হোটেল।

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:১৫

তিক্তভাষী বলেছেন: ধন্যবাদ ত্রিশঙ্কু। সত্যিই আমরা কতো সহজেই সবকিছু ভুলে যাই!


খেলাঘর বলেছেন: চট্টগ্রামের মেয়র মহীউদ্দিন সীমান্ত অতিক্রম করে, ১ নং সেক্টরের হেড কোয়ার্টার হরিণায় গিয়ে ছিল; কিন্তু যুদ্ধ করেনি।

:(

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

ত্রিশোনকু বলেছেন: স্বাগতম তিক্তভাষী।

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: আসলে সবই স্মৃতির পটে আঁকা জীবন্ত ইতিহাস । তার মধ্য কিছু কুখ্যাত আর কিছু
বিখ্যাত ।

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ পরিবেশ।

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৮

আজমান আন্দালিব বলেছেন: অসমাপ্ত লেখাটিকে স্টিকি করার মানে বুঝলাম না। আর শেষদিকে লেখাটা কোনদিকে মোড় নিল বুঝতে পারলাম না!

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

ত্রিশোনকু বলেছেন: আজমান,

অসমাপ্ত মনে হচ্ছে?

সত্যি?

আপনার আগের আঠারো জনের কিন্তু মনে হয়নি।

২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৯

এম ই জাভেদ বলেছেন: আজমান আন্দালিব বলেছেন - শেষ দিকে লেখাটা কোনদিকে মোড় নিল বুঝতে পারলাম না!

আমিও তাই ভাবছি ...

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

ত্রিশোনকু বলেছেন: ইয়াল্লা! :-* :-* :-* :-*

২১| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০২

মুরাদ-ইচছামানুষ বলেছেন: জনাব, ক্রাচের কর্নেল তথা কর্নেল তাহের আজ জাতীয় বীর হন নাই। তিনি মুক্তিযুদ্ধে তার বীরত্বের জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত।

১৯৬৭ সালে তিনি দেশ স্বাধীন করার স্বপ্ন দেখতেন। ভদ্রলোক যুদ্ধে তার পা হারিয়েছেন। হাজার হাজার কৃষকদের ট্রেনিং দিয়েছেন।

তাঁর সার্টিফিকেটে লেখা ছিল, তিনি পৃথিবীর যে কোন দেশের, যে কোন সেনাবাহিনীর সঙ্গে, যে কোন অবস্থায়, অনায়াসে দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম।

পাক কমান্ডাররা তাহের সম্বন্ধে তাদের সৈনিকদের হুশিয়ার করে দিত, 'ইয়াংম্যান, বী আ্যওয়ার অভ তাহের। হী ইজ আ ভলকানো, আ হানড্রেড পার্সেন্ট এক্সামপল, প্রফেশনাল। সো সেভ ইয়্যুর স্কীন'। {১}

সুতরাং, তিনি আজকের বীর না। আজকের ক্রাচের কর্নেল না। আবু তাহের তখনো বীর ছিলেন।

আর যে মতাদর্শ নিয়ে তিনি বিপ্লব করেছিলেন, তাও এরকম একপেশে মন্তব্য প্রত্যাশা করে না। কারণ তারা এই মতাদর্শিক বিপ্লবে দেশের মানুষের মুক্তি দেখেছিলেন।


সংযুক্তিঃ

{১}কর্নেল তাহের, তোমাকে কি স্পর্শ করতে পারি? http://www.ali-mahmed.com/2009/01/blog-post_8805.html

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

ত্রিশোনকু বলেছেন: "ক্রাচের কর্নেল তথা কর্নেল তাহের আজ জাতীয় বীর হন নাই। তিনি মুক্তিযুদ্ধে তার বীরত্বের জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত।

১৯৬৭ সালে তিনি দেশ স্বাধীন করার স্বপ্ন দেখতেন। ভদ্রলোক যুদ্ধে তার পা হারিয়েছেন। হাজার হাজার কৃষকদের ট্রেনিং দিয়েছেন।

তাঁর সার্টিফিকেটে লেখা ছিল, তিনি পৃথিবীর যে কোন দেশের, যে কোন সেনাবাহিনীর সঙ্গে, যে কোন অবস্থায়, অনায়াসে দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম।

পাক কমান্ডাররা তাহের সম্বন্ধে তাদের সৈনিকদের হুশিয়ার করে দিত, 'ইয়াংম্যান, বী আ্যওয়ার অভ তাহের। হী ইজ আ ভলকানো, আ হানড্রেড পার্সেন্ট এক্সামপল, প্রফেশনাল। সো সেভ ইয়্যুর স্কীন'। সুতরাং, তিনি আজকের বীর না। আজকের ক্রাচের কর্নেল না। আবু তাহের তখনো বীর ছিলেন।
"

- দেখুন, বংগবন্ধু হত্যাকারীদের প্রত্যেকেই ছিল মুক্তিযোদ্ধা। তার মধ্যে একাধিক ছিল আওসম সাহসে যুদ্ধ করে খেতাব প্রাপ্ত বীর।

কিন্তু বংগবন্ধুকে হত্যা করার পর তারা কিন্তু আর বীর থাকলো না।

""আর যে মতাদর্শ নিয়ে তিনি বিপ্লব করেছিলেন, তাও এরকম একপেশে মন্তব্য প্রত্যাশা করে না। কারণ তারা এই মতাদর্শিক বিপ্লবে দেশের মানুষের মুক্তি দেখেছিলেন।""



- যে মতাদর্শ নির্বিচারে একটা শ্রেনীকে নৃশংস ভাবে হত্যা করে, সেই মতাদর্শকে বড়জোর সোশিওপ্যাথের মনোবিকৃতি বলতে পারি আমি।

আমি ১৮ বছরের মত সেনাবাহিনীতে চাকুরী করেছি। আমি কখনো কর্ণেল তাহেরকে বীর মনে করিনি। আমি দেখিনি মুক্তিযোদ্ধা-পাকি প্রত্যাগত-জাতীয় রক্ষীবাহিনী থেকে আত্মীকৃত-বাংলাদেশী কমিশন্ড কোন অফিসারকে তাকে বীর মনে করতে, আমার এমন কোন অফিসারের সাথে পরিচিতি ঘটেনি যিনি দেখেছেন অন্য কোন অফিসারকে যে কর্ণেল তাহেরকে বীর মনে করেন।

যার পরিকল্পনায়, যার আদেশে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নারী অফিসারকে সৈনিকেরা বেওনেট দিয়ে জবাই করেছিল তাকে বীর বলি কি করে?

২২| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭

সাহাদাত উদরাজী বলেছেন: কর্মফল ভোগ করতেই হবে।

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ উদর।

তোমার রেসিপিতে রাঁধা হাঁসের মাংস সিরাম মজা হয়েছিল।

২৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০৯

নিয়েল হিমু বলেছেন: আপনারা হচ্ছেন জীবন্ত ইতিহাস । আমরা জানতে চাই । সত্য জানতে চাই । এই জানার তৃষ্ণা থেকে আপনাদের কাছে আসি আপনারা আমাদের সত্য জানাবেন এই আশায় এবং বিশ্বাস করি এবং এও বিশ্বাস করি আপনি বিশ্বাস রাখবেন আমাদের । কৃতজ্ঞতা জানবেন অল্প লেখায় বেশি কিছু জানানোর জন্য :)

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ত্রিশোনকু বলেছেন: আপনার মতামতের জন্যে অনেক ধন্যবাদ।

আসলে সত্য বললে যে কোন না যে কোন পক্ষকে অসন্তষ্ট করা হয়ই।

আমার এই পোষ্ট প্রায় সব পক্ষকেই কম বেশী আহত করেছে।

২৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৭

খেলাঘর বলেছেন:

@ মাঈনউদ্দিন মইনুল ,

"
একবারের মুক্তিযোদ্ধা চিরদিনের মুক্তিযোদ্ধা নয় (হুমায়ুন আজাদ স্যার) "

-না বুঝে যা তা কোট করবেন না; মুক্তিযো্দ্ধা মানেই মুক্তিযো্দ্ধা।
হাউকাউ ড: হুমায়ুন আজাদ বয়স থাকা সত্বেও যুদ্ধে যায়নি; উনার কোটে লাথি মারি।

উনি আমার বাংলার শিক্ষক ছিলেন।

০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০০

ত্রিশোনকু বলেছেন: :( :( :( :( :( :( :( :( :(

২৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:০০

আমি তুমি আমরা বলেছেন: মহিউদ্দিন একটা ফালতু। তৃতীয়বার মেয়র নির্বাচিত হওয়ার পর তার বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে গিয়েছিল। কেবল অপর্নাচরন স্কুল নয়, গোল্পাহাড়ের এক মন্দিরের জমি নিয়ে সে হিন্দু সম্প্রদায়ের সাথে বিরোধে জড়িয়ে পড়েছিল। সেই বিরোধের জের ধরে বিপ্লবী বিনোদবিহারীও মহিউদ্দিনের বিপক্ষে শেষ পর্যন্ত মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। এছাড়া ড্রেনের ওপর জমি দখল করে প্রিমিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাস নির্মান নানান অভিযোগ রয়েছেই।

নায়ক হিসেবে যার উত্থান, শেষ পর্যন্ত নায়ক নাও থাকতে পারে। তাই বলে তার অতীত কর্মকান্ড ইনভ্যালিড হয়ে যায় না। একই ভাবে কোন শয়তান আজ সাধু সাজার চেষ্টা করলেও তার অতীত অপরাধের জন্য ক্ষমা পেতে পারে না।

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

নবতিপর বিপ্লবী বিনোদবিহারী অপর্না চরন স্কুল রক্ষার্থেও মহিউদ্দিনের বিরুদ্ধে লড়েছিলেন।

২৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: স্মৃতিচারনার পাশাপাশা অনেক কিছু বলে গেলেণ।

সত্য উন্মোচিত হোক।

ভাল থাকবেন।

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ বংগভূমির।

২৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩

আমিনুর রহমান বলেছেন:




ফেবুতে যখন আপনি এই পোষ্টটি আপনার স্ট্যাটাসে দিয়ে আমাকে ট্যাগ দিয়েছিলেন তখন পোষ্ট পড়েছিলাম। ভেবেছিলাম কি কমেন্ট করবো ! এতো সমৃদ্ধশালী, বহু মানুষের ত্যাগের আর গর্বের ইতিহাসের আজ কি অবস্থা। বিকৃত হতে হতে কোথায় গিয়েছে আমাদের ইতিহাস ! একজন রাজাকারকে ভালো মানুষ হিসেবে উচ্চারিত হয় হাজারো মানুষের মুখে ! যারা তাকে ভালো মানুষ বলছে এমনতো নয় যে তারা সবায় খারাপ !! ৪৩ বছরে যারা আমাদের সঠিক ইতিহাসের কথা বলবে তারাই আমাদের ভুল পথে চলতে শিখাচ্ছে আর তাই আমরা মীর কাসিমের মতো কসাইকে ও ভালো মানুষ বলে যাচ্ছি অবলীলায়।

ত্রিশোংকু দা, আরো লিখেন এই সময়কার আপনাদের স্মৃতিগুলো। আমি জানতে চাই, অনুভব করতে চাই ৭১ কে।


ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ জেসন প্রনোদনমূলক বাক্যাবলির জন্যে।

চেষ্টা করবো।

২৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: রাজাকারের ফাঁসি নিয়ে কোন আপোষ নেই, রাজাকারের ফাঁসি চাই।

কেমন আছেন আপনি? অনেক দিন পর দেখলাম আপনাকে, ব্লগে যেদিন প্রথম পা দিয়েছিলাম সেদিন আপনার একটা সাহায্য আবেদন নিয়ে একটা পোস্টা ষ্টিকি ছিলো, একটি মেয়ে শিশুকে বাচানোর আবেদন নিয়ে, সে সময় দেখেছি ব্লগের সবাই মানবতায় চমৎকার সাড়া দিয়েছিলো, বস্তুত সেই থেকেই এই ব্লগের প্রতি আমার সন্মান বেড়ে যায়।

ভালো থাকবেন আপনি

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

ত্রিশোনকু বলেছেন: কৃতজ্ঞতা হার্ট।

চার বছরের ফুটফুটে শিশুটি ছিল আফরা।

এখন স্বপ্ন বলে মনে হয় যে তার ক্যানসারের চিকিৎসার জন্যে ষাট লাখ টাকার মতন ওঠানো গিয়েছিল।

আফরার জন্যে ক্যামপেইনের পর মানুষকে সাহায্যের নামে বেশ কিছু জালিয়াতি হয়েছে এখানে ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

যার ফলে এখন ঐ অংকের ধারে কাছে তো দূরে থাক এক নিযুতাংশ টাকা আর্তের সাহায্যার্থে ওঠানো যায় না।

সিংহ ভাগ মানুষই ছুটে আসে আর্তের চিৎকারে। কিন্তু প্রতারিত হ'তে কেউী চায় না।

২৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

নেক্সাস বলেছেন: সিপাই জনতা ভাই ভাই সুবেদারের /হাবিলদারের ওপরে অফিসার নাই" স্লোগানের জনক,নির্বিচারে সেনাবাহিনীর কর্মকর্তাদের মেরে ফেলার আদেশ দাতা আজ ক্রাচের কর্নেল, জাতীয় বীর।

চট্টগ্রামের কসাই এখন "সহজ-সরল ও সাদা-সিদে জীবনের অধিকারী মীর কাশেম আলী ভাই"।মানুষ

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ নেক্সাস।

৩০| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১০

ইমতিয়াজ ১৩ বলেছেন: বাস্তবাতর উপরে কিছু নাই, সময়ে সময়ে এ জাতীয় ... ... ... এর হাত থেকে আল্লহ আমাদের রক্ষা করুন।

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

ত্রিশোনকু বলেছেন: জ্বী, ঠিক বলেছেন।

৩১| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১০

কলমের কালি শেষ বলেছেন: অসত্য থেকে সত্য বাঁচাতে আর কত কাটখোর্ড পোয়াতে হবে । এইরকম চলতে থাকলে তো এমন একসময় আসবে সন্তান বাবাকে ভ্রুকুঁচকে জিজ্ঞেস করবে ''বাবা তুমি কি আসলেই আমার বাবা ? আমি কনফিউস !!''..:(

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

ত্রিশোনকু বলেছেন: পিতৃত্ব ০প্রমানের জন্যে এখন ডি এন এ টেস্টের প্রচলন হয়েছে। এমন একটা টেস্ট যদি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের জন্যে আবিষ্কার করা যেত!

৩২| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

নেক্সাস বলেছেন:

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

ত্রিশোনকু বলেছেন: যে কোন ভাবে এবং মূল্যে ব্যক্তিগত প্রাপ্তিই যখন রাজনীতি করার একমাত্র প্রনোদন-

৩৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

বলাক০৪ বলেছেন: আমার বয়স ছিল সাত কি আট, তবু ভয়াবহতার উপলব্ধি ছিলো পুরোপুরি। লেখার জন্য ধন্যবাদ।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৮

ত্রিশোনকু বলেছেন: আমার ছোট ভাই ও অন্য বোনদের বয়েসু আপনার বয়সের সমান ছিল। তারা সব কিছু খুব স্পষ্ট ভাবে মনে করতে পারে।

৩৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

সোহানী বলেছেন: আমার কাছে পোস্টটি অসমাপ্ত মনে হয়েছে..... তারপর ও স্টিকি দেখে পোস্টটির থেকে আরো কিছু আশা করছি.... কারন স্টিকি পোস্ট এর প্রতি এক্সপেক্ট টা একটু বেশীই।

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

ত্রিশোনকু বলেছেন: সোহানী,

আপনারও!

তবে আমি স্বস্তি বোধ করছি যে ৩৪ জন মন্তব্যকারির মধ্যে না বোঝা মানুষের সংখ্যা ৩ জন মাত্র। B:-) B:-) B:-)

৩৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫

ঢাকাবাসী বলেছেন: একটা অসমাপ্ত লেখা। আমরা জাবর কাটতে বড্ড বেশি পছন্দ করি!

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

ত্রিশোনকু বলেছেন: আপনার মতামতের জন্যে ধন্যবাদ।

জ্বী ঠিকই বলেছেন, আপনার হিসেবে তাহ'লে অতীতের স্মৃতিচারন হচ্ছে জাবর কাটা, যেমন মানব সভ্যতার ইতিহাস।

৩৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

উসীমজদ্দীন বলেছেন: কয়েকবছর পর সামুতে কোন পোষ্ট সর্ম্পূণ পড়লাম। মধ্যপন্থা অবলম্বন করতে গিয়ে কি কর্ণেলকে টেনে আনা? ইদানিংকালের প্রবনতা নিজেকে নিরপেক্ষ হিসেবে দাড় করানো। ২১ নং মন্তব্যর সাথে সহমত..............

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২

ত্রিশোনকু বলেছেন: না সে জন্যে কর্নেল তাহেরকে টেনে আনা হয় নি। কেন টেনে আনা হয়েছে তা ২১ নম্বর মন্তব্যের উত্তরে বলেছি।

৩৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

অদৃশ্য বলেছেন: লিখাটি কি এতোটুকুই নাকি আরও ছিলো...


শুভকামনা...

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০

ত্রিশোনকু বলেছেন: সব কিছুকে স্পষ্ট দিবালকের মতন মেলে ধরা দেখতে দেখতে আমরা চিন্তা ও বিশ্নেষন করার প্রয়োজনীয়তা ও অভ্যাস দুটোই হারিয়ে ফেলেছি।

কিছু কিছু কথা আছে যখন সেগুলো না বলা থাকে তখনই তা অর্থবহ হয়ে থাকে।বহন করে শক্তিশালী বার্তা।

বলে ফেললে চর্বিত চর্বন মনে হয়।

একটা আড়াই বছরের মেয়েকে যেই অস্তিত্বের নামচ্চারণ করে ভয় দেখিয়ে ঘুম পাড়ানো হ'ত সেই অস্তিত্ব ৪৩ বছর পর রূপান্তরিত হয়ে যায় ""সহজ-সরল ও সাদা-সিদে জীবনের অধিকারী"।

স্মৃতিচারনকে এস্থানে আরো সামনে এগিয়ে নিলে সেটা অবান্তর হ'ত।

৩৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৭

ফা হিম বলেছেন: দেখি আর অবাক হই এক সময়ের ভয়ংকর খুনীরা এখন কি রকম নিপাট ভালো মানুষ হয়ে যায়। আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি, তাই আপনার মত এটা অনুভব করতে পারবে না। আমি যতদূর দেখেছি, সেই ছোটবেলা থেকে শিখে এসেছি যে রাজাকার মানেই খুব খারাপ মানুষ। আর এখন তাদের পক্ষে সাফাই গাওয়ার লোকের অভাব নেই। হায়রে দেশ!!

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০০

ত্রিশোনকু বলেছেন: "আর এখন তাদের পক্ষে সাফাই গাওয়ার লোকের অভাব নেই। হায়রে দেশ!! "

-আসলেই খুবই হতাশা ব্যাঞ্জক।

৩৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ ত্রিশোনকু দা সুন্দর একটি স্মৃতিময় পোস্টের জন্য!!! ইতিহাসের পাতা থেকে এধরণের পোষ্ট আর চাই।


সময়ের সাথে সভ্যতা, মানুষ ও জীবজন্তু সব কিছুই পরিবর্তিত হয়। বদলে যায় তাদের পরিচয়।

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০১

ত্রিশোনকু বলেছেন: স্বাগতম শোভন।

৪০| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৬

মুকতোআকাশ বলেছেন: প্রথমেই লেখক কে ধন্যবাদ সাহসী বক্তব্যের জন্য। আমি তখন ক্লাস সেভেনের ছাত্র। সব কিছুই মনে আছে। এত দিন ধরে এত কিছু দেখে এত এত লেখা পড়ে এত বিচিত্র মানুষের চিন্তা ও বিশ্বাস দেখে মাঝে মধ্যে হতবাক হয়ে যাই। কিন্তু এটাই স্বাভাবিক। এটাই প্রকৃতির নিয়ম। প্রতিনিয়ত সব কিছু পরিবর্তন শীল।
সাধারণ মুক্তিযোদ্ধারা যে প্রকৃত দেশ প্রেম নিয়ে আত্নত্যাগের ব্রত নিয়ে মুক্তি যুদ্ধ করেছে এতে কারো দ্বিমত থাকার কথা নয়। কিন্তু রাজনৈতিক মুক্তিযোদ্ধারা যে দেশ প্রেম নিয়ে যুদ্ধ করেছে তাতে যথেষ্ট সন্দেহ আছে। যেহেতু রাজনৈতিক মুক্তিযোদ্ধাদের হাতে ক্ষমতা থাকে তাই ক্ষমতা ও স্বার্থের জন্য তাঁদের এই কুৎসিত চেহারা বেরিয়ে এসেছে।
আসলে স্বাধীনতা যুদ্ধ যে তৎকালীন সাধারণ ৯৫% মানুষ কে ধোঁকা দিয়ে করিয়ে নেয়া হয়েছে তা যথেষ্ট যুক্তি দিয়ে বুঝাতে পারব বলে মনে করি। স্বাধীনতার পরেই সাধারণ মানুষ বুঝে ফেলে যে তাঁদের ধোঁকা দেওয়া হয়েছে। তারা কনফিউজড হয়ে প্রকৃত সৎ মানুষের খুজে ছুটা ছুটি করছে। কে মুক্তি যোদ্ধা আর কে নয় এটা এখন বড় বিষয় নয়। এখন কে আমাদের স্বাধীনতা দিবে এটাই মুখ্য বিষয়। যুদ্ধের সময় যাঁদের নিকট আত্নিয় নিহত হয়েছেন তারা, আর মুক্তি যোদ্ধা হিসাবে বৈষয়িক স্বার্থ হাসিল করতে পারবে তারাই কলঙ্ক মোচন আর মুক্তি যূদ্ধের চেতনা নিয়ে চিৎকার করছে। এখনকার প্রজন্ম অনেক ভুল তথ্য জানে। যার যার স্বার্থে নিজেদের পক্ষের কথা গুলোই সবাই তুলে ধরে। সত্য কথা তুলে ধরলে এক পক্ষ নিশ্চিত রাজাকার বলবে। নতুন প্রজন্ম এত হিংসা বিদ্বেষ নিয়ে বেড়ে উঠছে যে দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত না হয়ে পারা যায়না। তাই ঝুকি নিয়ে হলেও আপনি যা জানেন আপনার দৃষ্টি ভঙ্গী থেকে তা আপনি জানাবেন। আমি যা জানি তা আমি জানাবো। অন্যেরা যা জানেন তা তারা জানবেন। শুধু নিজের স্বার্থে একচোখা ভুতের মত একপেশে না হলেই হয়।

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৯

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ মুকতো আকাশ আপনার সুচিন্তিত বিশ্লেষনমূলক, সময়পযোগী মন্তব্যের জন্যে।

আমার কোন নিজস্ব দৃষ্টি ভংগী নেই। আমি শুধু যা প্রত্যক্ষ করেছি তা কোন ধরনের কাটছাঁট, পরিবর্তন পরিবর্ধন না করে বর্ণনা করার চেষ্টা করেছি মাত্র।

৪১| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৬

আহমেদ জী এস বলেছেন: ত্রিশোনকু,

অনেক মন্তব্য আর তাদের রকমসকম দেখে মনে হলো , আমরা এখোনও দলমতের উর্দ্ধে উঠে সত্যকে সত্য বলা , দেশকে দেশ বলা শিখিনি । শিখিনি দেশপ্রেম কি জিনিষ, তাই । হয়তো কেউ আমাকেই বলবেন, আপনি দেশপ্রেম কি তা শিখিয়ে দিন । শেখানোর প্রয়োজন নেই , এটা অনুভব আর একান্ত ভেতরের গভীর সংবেদনা থেকে উঠে আসার জিনিষ, শেখানোর নয় । বোঝার, লালন করার আর উপলব্ধির জিনিষ। এটা শিখিয়ে পড়িয়ে হয়না ।

আপনার লেখার শিরোনাম "ভাবনা" । গভীর উপলব্ধি থেকে আপনার টুকরো টাকরা ভাবনার কথাই লিখেছেন যা নাড়া দিয়েছে অনেককেই । কিন্তু মূল বক্তব্য পরিষ্কার নয় । পরিষ্কার হতে পারতো যদি আপনার লেখার এই অংশটুকু - মানুষের পরিচিতি কিভাবে বদলে যায়। কিছু রূপান্তরিত হয় নিজ কর্ম ফলে বাকী গুলো দল, গোষ্টি, ব্যক্তির স্বার্থ রক্ষার্থে। একেবারে শেষে আবার ও দেয়া হতো একটু বিস্তৃত ভাবে । হয়নি বলেই কারো কারো কাছে লেখাটি অসম্পূর্ণ মনে হয়েছে ।

এখানে মন্তব্য করা কিছু বিষয় নিয়ে বলছি নিজের ধারনার কথা ( যা কোনমতেই সার্বজনীন হয়তো নয় )

সকল সত্য উদ্ভাসিত না হলে জাতি হিসাবে আমাদের এগিয়ে চলা সম্ভব নয় একথা বলেছেন মামুন রশিদ ।
এরকম সুরেই নিয়েল হিমু জানতে চেয়েছেন আপনার মতো হাযারো জীবন্ত ইতিহাসের কাছ থেকে সত্যটি । বলেছেন - আমরা জানতে চাই । সত্য জানতে চাই । এই জানার তৃষ্ণা থেকে আপনাদের কাছে আসি আপনারা আমাদের সত্য জানাবেন এই আশায় ।
এই মন্তব্যগুলো থেকে বুঝতে না পারার কথা নয় যে , অনেক মানুষই সত্য ইতিহাস জানতে চায় আজো । কিন্তু ইতিহাস পাল্টে দেয়া হয় আপনার কথা মতো দল, গোষ্টি, ব্যক্তির স্বার্থ রক্ষার্থে । হয় সত্যকে বাড়িয়ে বলা হয় নয়তো সত্যকে আংশিক বা পুরোপুরি ক্যামোফ্লেজ করা হয় । এখানে অজ্ঞতাও বেশ রং-চং মাখায় । এসবের কারনেই মানুষ স্বভাবতই সত্যমিথ্যের দ্বন্ধে দুলবে । এরকম আশঙ্কাই প্রকাশ করেছেন আবু শাকিল এভাবে : আমাদের দেশের ইতিহাস গুলো অনেক বিতর্কিত ।

আপনার মূল বক্তব্য হলো মানুষ পাল্টায় , পাল্টে যায় তার নিজেরই স্বার্থে । নেহাৎ ভালো মানুষটিও দানব হয়ে ওঠে কিম্বা দানব কেউ ফেরেশতা বনে যায় ।
আমি বলি, কোনও মানুষেরই কৃতকর্ম মুছে যায়না ।একজন মানুষের সৎ কর্মের জন্যে যেমোন তার সাধুবাদ প্রাপ্য তেমনি বদ কর্মের জন্যে ঘৃনা আর ধিক্কার । তবে এর ভেতর থেকে কোনটি বেশী ছাপিয়ে উঠবে তা নির্ভর করে তার কৃতকর্মের প্রকৃতির উপর , কর্মের ওজনের উপর।

একবারের রাজাকার চিরদিনের রাজাকার । একবারের মুক্তিযোদ্ধা চিরদিনের মুক্তিযোদ্ধা নয় : প্রয়াত আধ্যাপক হুমায়ুন আজাদের এই কথা উদ্ধৃত করেছেন মাঈনউদ্দিন মইনুল ।এতে খেলাঘর বেজায় রেগে গেছেন । এসব থেকে বুঝতেই হবে সব মানুষের বোধ এক নয় । যে যার দৃষ্টিভঙ্গী থেকে দেখেন, সেই মতো তার ব্যাখ্যা করেন আর তাকেই চিরসত্য বলে মানেন । অন্য কারো কথা সহনশীলতার সাথে নেয়ার , নির্মৌহ ভাবে ভেবে দেখার প্রয়োজন বোধ করেননা ।

তাই আমাদের জ্ঞানের পৃথিবী যখন সীমিত হয়ে যায় তখোন তার শেষ সীমানায় পা পড়ার পরে আমরা আর যাবো কোথায় ? শেষ আকাশে ডানা মেলার পরে পাখিরা আর উড়বে কোথায় ? বাতাসে শেষবারের মতো শ্বাস টানার পরে এ অরণ্যকুল যাবে কোথায় ?
একারনেই অসহনশীলতা, অনুদারতা, অকৃতজ্ঞতা, অজ্ঞতা , ভাবনার অসংলগ্নতা, অসংষ্কৃততা, অপিরনামদর্শিতা সব যখোন মানুষকে - সমাজকে -দেশকে ঘিরে ফেলে তখোন মানুষ আর মানুষ থাকেনা শুধুমাত্র ইতর প্রানী হয়ে ওঠে : দেশ আর দেশ থাকেনা একটি ভুখন্ড হয়ে যায় ।

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

ত্রিশোনকু বলেছেন: "হয়তো কেউ আমাকেই বলবেন, আপনি দেশপ্রেম কি তা শিখিয়ে দিন । শেখানোর প্রয়োজন নেই , এটা অনুভব আর একান্ত ভেতরের গভীর সংবেদনা থেকে উঠে আসার জিনিষ, শেখানোর নয় । বোঝার, লালন করার আর উপলব্ধির জিনিষ। এটা শিখিয়ে পড়িয়ে হয়না । "

-হৃদয় ছুঁয়ে গেল।

আসলে আমার মনে হয় কারু না বোঝার কথা নয় আমার বক্তব্য। হয়তো আমার প্রত্যাশা আমার ব্লগ পোষ্টের পাঠকদের কাছে একটু বেশীই।

আমার স্মৃতিচারন মূলক বই ""ঊনসত্তর থেকে পঁচাত্তর" যা নিরপেক্ষতার কষ্টিপাথরে টিঁকে গেছে সেটার শুরুতে কিছু উদ্ধৃতি/বানী চিরন্তনী রেখেছি তার একটি হ'ল ভলতেয়ারেরঃ

"I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it (তোমার মতের সাথে আমি ঐক্যমত্য পোষ্ণ করিনা কিন্তু তোমার মতকে রক্ষা করতে আমি জীবন দেবো )"।

আমি স্বপ্ন দেখি পরমত সহিষ্ণু একটি বাংগালী/বাংলাদেশী জাতির।
তবে কষ্টের হ'ল আমার ধারনা যে দিন দিন আমরা একটি পরমত অসহিষ্ণু জাতিতে দ্রুত রূপান্তরিত হয়ে যাচ্ছি।

আবারো ধন্যবাদ।

৪২| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

মাঘের নীল আকাশ বলেছেন: "রাজাকার চিরকাল রাজাকারই থাকে...কিন্তু মুক্তিযোদ্ধা চিরকাল মুক্তিযোদ্ধা থাকে না" - একটু চোখখুলে বিচার করলেই কথাটার বাস্তবতা উপলব্ধি করা যায়!

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ মাঘের।

৪৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

অদৃশ্য বলেছেন:





আপনার লিখাটির শেষাংশে শুধু মানুষ শব্দটি এসেছে যার কারনেই আমি বা আমার মতো দু'চারজন কিছুটা ধন্দে পড়ে গেছি... ভাবছিলাম হয়তো কিছুটা আরও ছিলো... এজন্যই বলা...


০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

ত্রিশোনকু বলেছেন: হাহাহাহাহা।

এখন আশা করি ধন্দকেটে গেছে।

আলোচনায় অংশ নেয়ার জন্যে অনেক ধন্যবাদ আপনাকে।

৪৪| ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সেই অমানুষগুলোর মুখ উন্মোচন জরুরী। দেরিতে হলেও হচ্ছে, এটাই আনন্দের। ইতিহাস তার খল চরিত্রগুলোও চিনে নিক।

রাজাকার মুক্ত বাংলাদেশ হোক।

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

ত্রিশোনকু বলেছেন: রাজাকার মুক্ত হোক স্বদেশ।

৪৫| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

খাটাস বলেছেন: যুদ্ধ দেখা মানুষ গুলোর যুদ্ধ কথা গুলো নিয়ে আরও লেখালেখি করা উচিত।
অনন্য এক স্বাদের পোস্ট।

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

ত্রিশোনকু বলেছেন: আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এ ব্যাপারে।

আগামী ডিসেম্বরে চিটাগাং যাচ্ছি। তখন চিটাগাং শহরে দুধর্ষ অপারেশন চালিয়েছিলেন যারা একাত্তরে তাদের দু'জনের সাকিন পেয়েছি। তাদের দিয়ে লেখাবো তাদের অভিজ্ঞতার কথা। না পারলে এম্ন ব্যবস্থা করার আশা রাখি যেখানে ওঁরা বলে যাবেন আর অন্য কেউ সেটা লিখতে থাকবেন।

আমার নিজস্ব ওয়েব সাইটে একটা জায়গা রাখবো যেওখানে সন্মুখ সমরে অংশ নেয়া মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের কথা লিখবেন এবং অন্যদের প্রশ্নের উত্তর দেবেন।

৪৬| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

অতঃপর জাহিদ বলেছেন: অনেক ভালো লাগলো পড়ে!!

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ অত:পর।

৪৭| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২১

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: একাত্তরের অনেক পরে আমার জন্ম। চট্টগ্রামেও কখনো যাইনি। আপনার লেখার প্রতিটা বাক্য যদি সত্যি হয়; তাহলে আমি লজ্জা পাই এই ভেবে যে, ৭১এর সেই কসাইকে বাঁচানোর জন্য আজ আমাদের দেশে হরতাল হয়! আর আমরা মুখবুজে তা সহ্য করি!! আমরা এতই অসহায়?

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

ত্রিশোনকু বলেছেন: জানিনা সত্য কিনা। তবে আমারা নয়টা মাস হিটলার অধিকৃত ইউরোপে ছিলাম তো বটেই।

৪৮| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১

মুকতোআকাশ বলেছেন: ত্রিশোংকু,আপনি যা দেখেছেন তা কাট ছাঁট, পরিবর্তন পরিবর্ধন ছাড়া প্রকাশ করাই আপনার দৃষ্টি ভঙ্গী।

০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৪

ত্রিশোনকু বলেছেন: আমার তো মনে হয় সেটা আমার স্বভাব আর দৃষ্টি ভংগীটা হ'ল ঘটনাগুলো আমি কিভাবে নেই, কিভাবেবিশ্লেষন করি।

ধন্যবাদ মুকতো।

৪৯| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০৪

পুরান লোক নতুন ভাবে বলেছেন: সিপাই জনতা ভাই ভাই সুবেদারের /হাবিলদারের ওপরে অফিসার নাই" স্লোগানের জনক,নির্বিচারে সেনাবাহিনীর কর্মকর্তাদের মেরে ফেলার আদেশ দাতা আজ ক্রাচের কর্নেল, জাতীয় বীর


ত্রিশঙ্কু কাকু কর্নেল তাহেরকে সবাই নায়ক হিসাবে জানে কিন্তু আপনি তাকে এক কথায় ভিলেন বানিয়ে দিলেন। তাই আপনার লেখাকে অনেকেই অসম্পূর্ণ মনে করছে। কেনো তাকে ভিলেন বানিয়ে দিলেন একটু বিস্তারিত বললে আমরা তরুন প্রজন্ম এই বীর সম্পর্কে অনেক কিছু জানতে পারতাম!!

০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৬

ত্রিশোনকু বলেছেন: অনুগ্রহ করে ২১ নম্বর মন্তব্যের উত্তরটি দেখুন।

ধন্যবাদ।

৫০| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৩

সরদার হারুন বলেছেন: নানা মুনির নানা মত । আমার বয়স ছিল মাএ ৩০ বছর ।

কাজেই আমি কিছু দেখিনি,কিছু বুঝিনি । তর্ক করে কি লাভ ?

স্বাধীনতা পেয়েছি । দেশটাকে গড়ার ছেষ্টা করা উচিৎ বলে মনে করি ।

পুরানো কাসন্দি ঘেটে এখন আর কোনফল নেই ।

০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ সরদার।

৫১| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫

নুসরাতসুলতানা বলেছেন: ব্লগে আসলেই আপনি কি লিখলেন তা চেক করি। অনেক দিন পর আপনার লেখা পড়লাম। আগেও বলার চেষ্টা করেছি আপনার কোন ধরনের লেখা পড়ার জন্য আমরা অপেক্ষা করি । সকল কিছুর উর্দ্ধে উঠে শুধু মাত্র দেশের স্বার্থ নিয়ে লিখবে এমন মানুষ এখন কম,অনেক কম।
আপনি লিখেছেন----- "আগামী ডিসেম্বরে চিটাগাং যাচ্ছি। তখন চিটাগাং শহরে দুধর্ষ অপারেশন চালিয়েছিলেন যারা একাত্তরে তাদের দু'জনের সাকিন পেয়েছি। তাদের দিয়ে লেখাবো তাদের অভিজ্ঞতার কথা। না পারলে এম্ন ব্যবস্থা করার আশা রাখি যেখানে ওঁরা বলে যাবেন আর অন্য কেউ সেটা লিখতে থাকবেন।"---- আপনার সে কাজটির অপেক্ষায় থাকবো।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০০

ত্রিশোনকু বলেছেন: আমার জন্যে প্রার্থনা করবেন অন্তর থেকে অনুগ্রহ করে নুসরাত সুলতানা।কাজটি দুরহ আর তার মধ্যে একজনের এমনেসিয়া হয়েছে। ভুলে যাচ্ছেন সব।

৫২| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

স্পেলবাইন্ডার বলেছেন: ভাল লাগল।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩৯

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ স্পেলবাইন্ডার।

৫৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০২

সপ্নডানা বলেছেন: ধন্যবাদ, ভাল লাগল (Y)

http://tech-tips99.blogspot.com/

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩৯

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ স্বপ্নডানা।

৫৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৮

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: লেখাটা পড়ে প্রথমদিকে মনে হয়েছিল খুব ভাল একটা গল্প কিন্তু বিধি বাম; রাজনৈতিক কচকচানিতে হারিয়ে গেল আমার আশা। তাই আমি আশাহত।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪২

ত্রিশোনকু বলেছেন: গল্প নয় সত্যি। সেটুকুই বয়ান করলাম যেটুকুতে বোঝা যায় সময়ের সাথে সাথে কি করে মিস্টার হাইডকে দক্টর জ্যাকিল মনে করা শুরু করে মানুষ।

মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৫৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৯

শিকদার ওয়ািলউজ্জামান বলেছেন: মানুষের পরিচিতি কিভাবে বদলে যায়। কিছু রূপান্তরিত হয় নিজ কর্ম ফলে বাকী গুলো দল, গোষ্টি, ব্যক্তির স্বার্থ রক্ষার্থে।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪৪

ত্রিশোনকু বলেছেন: শিকদার,

আপনাকে কৃতজ্ঞতা।

আমি যা বলতে চেয়ে ছিলাম হুবহু আপনি তা দু'টি বাক্যে বুঝিয়ে দিলেন।

৫৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

নুসরাতসুলতানা বলেছেন: কেমন আছেন ? এ ডিসেম্বরে চট্টগ্রামে আপনার যে প্রোগ্রাম ছিল তা নিশ্চয় শুরু করতে পেরেছেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

ত্রিশোনকু বলেছেন: আগামী পরিশু থেকে তিন দিনের জন্যে শুরু হচ্ছে।

আমি যেতে পারছিনা। :( :( :(

৫৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

রাতুল_শাহ বলেছেন: আপনার ভাবনা আামাকেও ভাবায়

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ রাতুল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.