নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

নভেরা

০৮ ই মে, ২০১৫ সকাল ৮:৫২



নভেরা আহমেদের জন্ম ১৯৩০ সালে। বাংলাদেশের ভাস্কর্যশিল্পের অন্যতম অগ্রদূত ছিলেন তিনি।

কর্মসূত্রে নভেরার বাবা সৈয়দ আহমেদ কর্মরত ছিলেন সুন্দরবন অঞ্চলে। নভেরার জন্ম সুন্দরবনে, ১৯৩০ সালে। চাচা আদর করে নাম রাখেন নভেরা। ফার্সি শব্দ ‘নভেরা’র অর্থ নবাগত, নতুন জন্ম। পৈতৃক নিবাস চট্টগ্রামের আসকারদিঘির উত্তর পাড়। চাকরিসূত্রে পিতা সাইদ আহমেদ পরবর্তীতে কলকাতায় ছিলেন। নভেরার শৈশব কেটেছে কলকাতায়। নভেরা কলকাতার লরেটো থেকে ম্যাট্রিক পাস করেন। স্কুল জীবনেই তিনি ভাস্কর্য গড়তেন।

১৯৪৭-এ ব্রিটিশ শাসনাধীন ভারত ভাগ হয়ে যাওয়ার পর তারা পূর্ব পাকিস্তানের (কুমিল্লায় চলে আসেন। এ সময় নভেরা কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। পিতার অবসরগ্রহণের পর তাঁরা সবাই আদি নিবাস চট্টগ্রামে গিয়ে স্থায়ী বসবাস শুরু করেন। চট্টগ্রাম কলেজে ভর্তি হয়েছিলেন নভেরা।

নভেরা ১৯৫১ সালে ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটসের ন্যাশনাল ডিপ্লোমা ইন ডিজাইনের মডেলিং ও স্কাল্পচার কোর্সে ভর্তি হলেন – এখানে ভর্তি হতে শিল্পকলা বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞানের প্রয়োজন ছিল না। ১৯৫১-৫২ শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয় থেকে ন্যাশনাল ডিপ্লোমা ইন ডিজাইন প্রথম প্রবর্তিত হলো। এ সম্পর্কে প্রসপেক্টাসে বলা ছিল, ‘শিল্পকলার শিক্ষকদের জন্য এটি একটি স্বীকৃত যোগ্যতা হবে।’ কোর্সটি চার বছরের – প্রথম দুবছর পর ইন্টারমিডিয়েট পরীক্ষা, পরবর্তী দুবছর পর ডিপ্লোমার জন্য ফাইনাল পরীক্ষা। নভেরা ১৯৫৫ সালে কোর্স শেষ করে ডিপ্লোমা পেলেন।

তিনি ভাস্কর হামিদুর রহমান এর সাথে জাতীয় শহীদ মিনারের প্রাথমিক নকশা প্রণয়নে অংশগ্রহণ করছিলেন। যদিও কোন এক অজ্ঞাত কারনে শহীদ মিনার নির্মানের সাথে তাঁর নাম উচ্চারিত হয় না।

হাসনাত আবদুল হাই, ১৯৯৪ সালে তাঁকে নিয়ে জীবনী উপন্যাস লেখেন- নভেরা, , গ্রন্থাকারে প্রকাশ হয় ১৯৯৫ , উপন্যাসটি খুবই সুখপাঠ্য।

১৯৯৯ সালে তাঁকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র নহন্যতে, পরিচালনা করেছেন এন রাশেদ চৌধুরী,

জাতীয় জাদুঘরের একটি হলের নামকরণ করা হয়েছে ‘ভাস্কর নভেরা আহমেদ হল'।

অতি দীর্ঘ অন্তরাল জীবনের পর ২০১৪ সালে ১৭ জানুয়ারি থেকে প্যারিসে তাঁর রেট্রোসপেকটিভ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

১৯৯৭-এ বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদক-এ ভূষিত করে।

তিনি গতকাল, ৬ ই মে, ২০১৫, ৮৫ বছর বয়সে প্যারিসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

সুত্রঃ নভেরা, হাসনাত আবদুল হাই, উইকি।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৫ সকাল ৯:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
উনার বিদেহী আত্মার প্রতি শুভকামনা।

২| ০৮ ই মে, ২০১৫ সকাল ৯:৫৮

প্রামানিক বলেছেন: বিদেহী আত্মার প্রতি শুভকামনা।

৩| ০৮ ই মে, ২০১৫ সকাল ১১:০২

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: নভেরা ছিলেন একজন গুণী শিল্পী। আল্লাহ তাকে বেহেশত নসীব করেন এই কামনা করি।

১৪ ই মে, ২০১৫ সকাল ৯:২১

ত্রিশোনকু বলেছেন: আমীন!

৪| ০৮ ই মে, ২০১৫ সকাল ১১:২১

শতদ্রু একটি নদী... বলেছেন:
উনার প্রতি শ্রদ্ধ্যা। ভালো থাকবেন পরের জীবনেও এই কামনা করি।

২৯ শে মে, ২০১৫ বিকাল ৩:৪২

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ শতদ্রু।

৫| ০৮ ই মে, ২০১৫ দুপুর ১:২৩

জেন রসি বলেছেন: হাসনাত আবদুল হাই রচিত নভেরা উপন্যাসটি পড়েছিলাম।

নভেরার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

ধন্যবাদ আপনাকে।

১৪ ই মে, ২০১৫ সকাল ৯:২২

ত্রিশোনকু বলেছেন: স্বাগতম।

৬| ০৮ ই মে, ২০১৫ রাত ১০:১৬

রন৬৬৬ বলেছেন: By the way, I was born in her house at Askardighi, Chittagong in 1968. That house's name was 'God's gift'.

১৪ ই মে, ২০১৫ সকাল ৯:২৫

ত্রিশোনকু বলেছেন: ওয়াও!

আমি দেখেছি বাড়িটি ১৯৬৫-৬৭ সালে। আমার মেজো খালারা থাকতেন জামান খান লেনে।

৭| ০৮ ই মে, ২০১৫ রাত ১১:৫৬

কোলড বলেছেন: I first came to know about her from that book by Hasnat A Hye but why do we have to care? She never even bothered to visit this country and some people created a myth around her personality without evaluating her works which we know nothing about.
To me her death is just like millions of people died on that day all over the world. I dont care..........

৮| ০৯ ই মে, ২০১৫ ভোর ৪:১৪

খেয়া ঘাট বলেছেন: ভালোো লাগলো লিখাটি।

১৪ ই মে, ২০১৫ সকাল ৯:২৬

ত্রিশোনকু বলেছেন: ধনবাদ খেয়া ঘাট।

৯| ১২ ই মে, ২০১৫ রাত ১:১২

অক্টোপাস পল বলেছেন: প্লাস

১৪ ই মে, ২০১৫ সকাল ৯:২৯

ত্রিশোনকু বলেছেন: :) :D 8-|

১০| ২১ শে মে, ২০১৫ দুপুর ১২:২৪

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: কেমন আছেন ত্রিশোনকু ?
একটা অনুরোধ করতে ব্লগে লগ ইন করলাম, ৮০ এবং ৯০ এর সময়কার শাসন, বিশেষ করে এরশাদ আমল এর ঘটনাবলী নিয়ে কিছু লিখুন। হিলট্র্যাক্সস এ পোস্টিং এর নিজের অভিজ্ঞতা নিয়েও কিছু লিখুন । একইসাথে সৈনিক এবং আম আদমী নজরে।
জোড় অনুরোধ রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.