নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আমজাদ খান চৌধুরী

০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১১

আমজাদ খান চৌধুরীর জন্ম ১৯৩৯ সালের ১০ নভেম্বর।

তিনি ১৯৫৬ সালে পাকিস্তান আর্মিতে যোগদান করেন।

১৯৭১ সালের ২৬ শে মার্চ রংপুরের পাকি ব্রিগেডের ব্রিগেড মেজর ছিলেন। একটি ব্রিগেডের ব্রিগেড মেজরের প্রধান কাজই হচ্ছে ব্রিগেডের অপারেশন পরিকল্পনা করা বা ব্রিগেড কমান্ডারকে অপারেশন পরিকল্পনায় সাহায্য কর্রা।

উল্লেখ্য যে সে সময়ে অপারেশন পরিকল্পনার অর্থই ছিল, বাংগালী নিধন, ধর্ষণ, অগ্নি সংযোগ ও লুট তরাজ।



মুক্তিযুদ্ধের শেষের দিকে তিনি পাকিস্তানে বদলী হয়ে চলে যান।

স্বাধীনতার পর প্রত্যাগত বাংগালী অফিসারদের সাথে তিনি বাংলাদেশে ফিরে আসেন।

তাকে বাংলাদেশ সেনা বাহিনীতে রেখে দেয়া হয়।

১৯৭২ থেকে ১৯৮০ পর্যন্ত তিনি চারটি প্রমোশোন পেয়ে মেজর জেনারেল পদে উন্নিত হন এবং সেই রংপুরের ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ পান।

১৯৮১ তে তিনি দুর্নীতির দায়ে সেনাবাহিনী থেকে বরখাস্ত /অকালীন বাধ্যতামূলক অবসরে যান। ঠিক ওই বছরেই তিনি রংপুর ফাউন্ড্রি লিমিটেড নামে তার ব্যবসা প্রতিষ্ঠান/কারখানা স্থাপন করেন।

পরে তিনি প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হন।

৯ই জুলাই, ২০১৫ তে তিনি ৭৬ বছর বয়সে তিনি মৃত্যু বরন করেন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

পুরান লোক নতুন ভাবে বলেছেন: এই লোক কাদিয়ানী ছিলো বলে জানতাম কিন্তু এখন দেখি রাজাকার ছিলো!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.